কিছু রোগ দাওয়াই লাগে,
কিছু রোগ এমনি সারে,
কিছু রোগ ছড়িয়ে থাকে রাস্তাঘাটে, ক্ষেত খামারে।
কিছু রোগ সংক্রমিত,
কিছু রোগ জন্মাবধি,
কিছু রোগ বদ প্রকৃতির, জঙ্গল আর পাহাড় নদী।
কিছু রোগ পঙ্গু করে।
কিছু রোগ প্রাণেও মারে,
কিছু রোগ যায় না দেখা আলোয় কিংবা অন্ধকারে।
কিছু রোগ একটু বিরল
কিছু রোগ সবার থাকে,
কিছু রোগ আমার আছে। খুব ছোঁয়াচে। চাই তোমাকে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন