ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমায় আমি মারব না,
সত্যি বলছি, তোমার সঙ্গে রংবাজিতে পারব না!
মনটা আমার বড্ড নরম, মারতে গেলেই ক্লান্তি হয়,
ভাষা আমার রুক্ষ হলেও স্বভাব আমার শান্তিময়।
আমার হাতে ডাণ্ডা দেখে ভয় পেয়েছ? মোটেই না!
ওইটা কেবল লোক দেখানো, কাউকে আমি পেটাই না।
তিলক কাটা সাঙ্গ-পাঙ্গ? যাহ! ওরা সব বালক দল,
শান্ত-শিষ্ট, ল্যাজ বিশিষ্ট – মন গুলো সব স্বচ্ছ জল!
এস, এস, বসবে এস, পদ্ম ফুলের আসনটায়,
আদর করে ভরিয়ে দেব, মাথায় করে রাখব তায়।
বসবে এস মামার ঘরে; কই রে মুকু, ফ্যান চালা!
গেস্ট এসেছেন, কর রে তোয়াজ, এই আদানি, ঠাণ্ডা লা!
দেশ জুড়ে আজ শিল্প এনে উন্নয়নের ডাক ছেড়ে
করছি কেমন সুব্যবস্থা, সবাই খাবে পাত পেড়ে!
নাহয় দুটো ক্ষেত নিয়েছি, তাইতে আমায় দোষ দেবে?
নয় মরেছে কোন সে চাষা, অন্যরা তো ফল নেবে!
মিছেই কেন বিরোধ কর? বিল বদলের রব তোলো?
পাগড়ি পরে আটকালে পথ, কাজটা কি ভাই ঠিক হলো?
কী বললে ভাই? আদুর দলিল? চোখ বোলাবে চুক্তিতে?
রাজার কাজে নাক গলাবে? এ আবার কী যুক্তি হে!
যাও, ছাড় তো ওসব কথা! ফালতু কেন ভাবছ, ভাই?
আয়েশ করে পায়েস খেয়ো, এই তো জীবন! আর কী চাই?
যাও দেখ গে, মল করেছি, আরাম করে দর কর,
এস্কালেটর চেপেই নাহয় ওপর তলায় ভর কর।
.................................
আরে, আরে, তবুও রাগিস? আইন দেখে ভয় পেলি?
বলছি তো ভাই, গিমিক শুধু, আয় কাছে আয়, বল খেলি!
মিষ্টি করে বলছি এত, হ' না রে ভাই নিমরাজী!
তবুও তোরা কান দিবি না, চালিয়ে যাবি দল-বাজি?
বেশ, ঠিক আছে, ঘাট হয়েছে, থাক তবে তোর রাগ নিয়ে,
মিষ্টি কথা বলব না আর, শোন তবে ভাই মন দিয়ে;
আমি আছি, মোটকা আছে, আছে আমার তিনশো দুই,
সবাই মিলে কামড়ে দেব, আবার যদি লড়িস তুই!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন