রবিবার, ২৫ মার্চ, ২০১২
আহ বাজেট বাহ বাজেট ~ দীপঙ্কর মুখোপাধ্যায়
মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২
ব্রাত্যজনের রুদ্ধসঙ্গীত ~ বাসব বসাক
শোনো শোনো শোনো সবে শোনো দিয়া মন
ব্রাত্যজনের রুদ্ধগীতি করিব বর্ণন -
ছিলেন আগুনখেকো বুদ্ধিজীবী, পরিবর্তনকামী
মন্দলোকে বলতো তখন তৃণ- অনুগামী
দিদির তরে কাঁন্দেরে প্রাণ আকুলি-বিকুলি
তাই; সময়কালে ঘোমটা খুলে দাগী-তৃণমূলী
বদল-তুতো দিদি তাহার, বুদ্ধিজীবী ভ্রাতা
জিতিয়ে ভোটে বানিয়ে দিলেন শিক্ষা লোকের ত্রাতা।
তখতে বসেই করেন জারি, নিত্যনব আইন
বিশ্ববিদ্যালয়-কমিটি, ব্রাত্য ছাত্ররাই
দলতন্ত্র নিকাশিতে নতুন দাওয়াই।
মেন্টর গ্রুপ আলো করে জ্ঞানের যতেক ভান্ড
কিবারূপ, মার্জিত, আহা কি-আনন্দ,
বাহুবলী ভ্রাতা সকল হইলেন রিক্রুট
ডান্ডা হাতে উপরে দিলেন দলতন্ত্রের রুট।
কলেজে কলেজে আজ প্রসারিত শান্তি
মন্ত্রী মহদয়ের দেখ উদ্ভাসিত কান্তি -
এমনি করেই চলছিল বেশ সকাল-বিকেল-সন্ধ্যা
রাত্রিকালে কোথায় যান সেসব প্রশ্ন বন্ধ্যা।
হটাৎ করে কি যে হোল - উঠল চোঁয়া ঢেঁকুর
এমনি ঢেঁকুর ক্যামনে ওঠে জানা মাতাল ফেকুর।
মুখ ফস্কে বলে দিলেন - গোয়েন্দা নই আমি
ধর্মঘটের অধিকার আছে সবার মানি।
যেই না বলা এমনতর বে-আক্কেলে কথা
রেগে আগুন তেলে বেগুন হল দিদির মাথা
ভালোবাসি তা বলে এই সৃষ্টিছাড়া অনাচার!
হ নিল ডাউন, বলতি বনধ, কেড়েই নেব ও চেয়ার !
দিদির হাতের কানমলা তার লাগলো বড় মিঠে
আগুন-খেকোর যত আগুন গুহ্য দিয়ে ছোটে
চেয়ার গেলে ছলা-কলার কি আর বল থাকে
তাইতো তিনি লিউকোপ্লাস্ট লাগিয়েছেন ঠোঁটে!
দোর লাগিয়ে ঘরের কোনে গান ধরেছেন - ভজন
এমন আগুন খেকো প্রতিবাদী দেখেছে আর কজন!