বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯

পুকুর-চোর ~ অরুণাচল দত্তচৌধুরী

বাংলার  তাল-পুকুরে
সিপিএম ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

তোমাদের সবার চেনা
চিটফান্ড গাছ আছে না
হোথাতে আস্তে গিয়ে
বিকট এক চিত্র নিয়ে
দুই কোটি যেই বেচেছি
কী বিকট চেঁচামেচি 

সততার প্রতীক ওড়ে
পঁচিশ আর পচাত্তরে
আমি চোর? সব্বাই চোর।
কী উপায়? প্রশান্ত্-কিশোর!

অ্যাডভাইস উচ্চ ফি'তে
কিনে, হয় মেনেই নিতে।
রটালাম... কাটমানি খায়
ওরা সব নীচের তলায়,
পুর আর পঞ্চায়েতে।
শুনে সব উঠল তেতে।

ভোটার তো ভারি নচ্ছার
ধুমাধুম গোটা দুচ্চার
দিতে চায় কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।
মানি আর নাই বা মানি
আমি তো চুরির রাণী। 
কী ভাবে ভাইপোটাকে
বাঁচাব? চিন্তা থাকে...

ব্রাত্যর ফালতু বকা
ডোন্ট মাইন্ড... সুজন সখা
দরকার মান্নানেরও!
এসো আজ, এদিক ফেরো...

তোমাদের অফিস-টফিস
ফেরাব। চাইছ ক'পিস?

সেকি ভাই যায় রে ভুলা-
ভোটারের পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

সোমবার, ২৪ জুন, ২০১৯

বিপ্লবী গণেশ ঘোষ ~ অরিজিৎ গুহ

কলকাতার কুখ্যাত পুলিশ কমিশনার চার্লস টেগার্ট। প্রচুর স্বদেশী আন্দোলনের বিপ্লবীদের হত্যা এবং তাঁদের ওপর বীভৎস অত্যাচারের এক মূর্ত প্রতীক। এই চার্লস টেগার্টের ওপর ১৯৩০ সালে ডালহৌসি স্কোয়ারে আক্রমণ চালাল বিপ্লবীদের একটি গোষ্ঠী। তার গাড়িতে বোমা নিক্ষেপ করা হল। অত্যাচারী পুলিশ কমিশনার হলেও যে গুণটা তাঁর ছিল, সেটা হচ্ছে মস্ত ডাকাবুকো ছিলেন উনি। এর আগেও বহুবার তাঁর ওপর আক্রমণ হয়েছে, কিন্তু কোনোবারই ভয় পেয়ে নিজের দায়িত্ব হতে সরে আসেন নি। ওড়িশার বালাসোরে বাঘা যতীনের গ্রুপের সাথে সরাসরি অ্যাকশন করেছেন। 
  ডালহৌসি স্কোয়ারে তাঁর গাড়িতে বোমা নিক্ষেপ করার পরও তিনি প্রাণে বেঁচে যান এবং যে বোমা ছুড়েছিল সেই তরুণ বিপ্লবী অনুজা সেনকে গুলি করতে সক্ষম হন। ধাওয়া করে ধরে ফেলা হয় আরেক তরুণ বিপ্লবী দীনেশ মজুমদারকে। এরপরই সারা কলকাতা জুড়ে শুরু হয় ধরপাকড়। মহামান্য ব্রিটিশ সরকারের পুলিশ কমিশনারের গাড়িতে বোমা মারার অপরাধ কম অপরাধ নয়। সেই সূত্রেই গ্রেপ্তার হন মেডিকাল কলেজের ডাক্তার নারায়ণ রায়। তাঁর কাছ থেকে পাওয়া গেল বোমা তৈরি করার মশলা, বোমা বানানোর নক্সা। ক্যালকাটা বম্ব কেসে গ্রেপ্তার হলেন ডক্টর নারায়ণ রায়। প্রথমে আলিপুর জেলে এরপর সেখান থেকে পাঠানো হল বোম্বের যারবেদা জেলে। সেখান থেকে কয়েক বছর পর আবার নিয়ে আসা হল আলিপুর জেলে। এবার আরো বড় প্রোমোশন দিয়ে পাঠানো হবে আন্দামানের সেলুলার জেলে। তারই প্রস্তুতি হিসেবে ১৯৩৩ সালে দ্বিতীয়বার স্থানান্তরিত করা হল আলিপুর জেলে। বোম্বের যারবেদা জেলে নারায়ণ রায়কে রাখা হয়েছিল এক নির্জন কক্ষে। সেখানেই সারাদিন ধরে পড়াশোনা করতেন। সেখানেই শেষ করলেন মার্ক্সের ক্যাপিটাল আর লেনিন রচনাসমগ্র। এরপর যখন আলিপুর জেলে স্থানান্তরিত করা হল তখন যে কদিন ছিলেন সেই কদিনের মধ্যেই জেলে তৈরি করে ফেললেন মার্ক্সিস্ট স্টাডি গ্রুপ। ইতিমধ্যে সেখানে নিয়ে আসা হয়েছে হাজারিবাগ জেল থেকে সতীশ পাকড়াশী আর বোম্বের রত্নগিরি জেল থেকে নিরঞ্জন সেনকে। এই দুজনকেও পাঠানো হবে আন্দামানের সেলুলার জেলে। আলিপুর জেলে বসেই তিনজনে মিলে ঠিক করে ফেললেন আন্দামানে প্রচুর মার্ক্সিস্ট সাহিত্য নিয়ে যাওয়া হবে। সেরকম ব্যবস্থা করেই দু ট্রাঙ্ক ভর্তি বই নিয়ে তিনজনে মিলে চড়ে বসলেন আন্দামানগামী জাহাজে।
    সেলুলার জেলে এসে ছোট্ট একটা গ্রুপ নিয়ে নারায়ণ রায়রা তৈরি করলেন মার্ক্সিস্ট স্টাডি সার্কেল। প্রতিদিন নিয়ম করে সেখানে বিপ্লবী তৈরি করার পাঠচক্র বসতে থাকল। আস্তে আস্তে সেই গ্রুও বড় হতে শুরু করল। তাঁরা নিজেরা একটা হাতে লেখা পত্রিকাও বের করলেন। স্টাডি সার্কেলের অধ্যক্ষ হয়ে উঠলেন নারায়ণ রায়।
    সেলুলার জেলে আসার পর থেকেই নারায়ণ রায় দেখতেন দু তিনজনের একটা ছোট্ট গ্রুপ তারা নিজেদের মতই থাকত। খুব একটা নারায়ণ রায়দের কাছে ঘেঁষত না। ওদের মধ্যে একটা লম্বা কালো মত ছেলে নারায়ণ রায়কে আকৃষ্ট করল। দূর থেকে ছেলেটা ওদের স্টাডি সার্কেলকে লক্ষ্য করত, কিন্তু কখনো কাছে আসত না। ওদের আসলে নিজেদের অন্য মত ছিল। ওই গ্রুপের বক্তব্য ছিল মসি চালনার থেকে অসি চালনাই আসল কাজ। অর্থাৎ পড়াশোনা করার থেকে হাতে তরোয়াল তুলে নেওয়াটাই সঠিক পদক্ষেপ। নারায়ণ রায় বুঝতে পেরেছিলেন ছেলেটি কঞ্চি নয়। শক্ত বাঁশ। কঞ্চিকে সহজে নোয়ানো যায়। বাঁশকে নোয়ানো সহজ নয়, কিন্তু একবার নোয়াতে পারলে শক্তিশালি অস্ত্র তৈরি হবে।
   এই ঘটনার আগে একটু পূর্বকথন রয়েছে। ব্রিটিশ সরকারকে জোরদার ধাক্কা দেওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে একদল বিপ্লবীর চট্টগ্রামের অস্ত্রাগার লুন্ঠন ইতিহাসের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। ব্রিটিশ সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানানোর মত পরিস্থিতি যে একদল অকুতোভয় বিপ্লবী সৃষ্টি করতে পারে সেটা ভারতবাসী জেনে গেছে। চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন এক নতুন আদর্শের জন্ম দিয়েছে। যদিও সেই অপারেশনের প্রত্যেকেই ধরা পড়েছে এবং বিচারে সবাইকে সেলুলার জেলে কারাবন্দী করা হয়েছে নারায়ণ রায়রা জেলে এসে পৌঁছানোর বছর খানেক আগেই। চট্টগ্রামের সেই গ্রুপটাই নিজেদের আলাদা করে রাখত বাকিদের থেকে। তারা তখনো চট্টগ্রামের ধাঁচে বৃহৎ পরিকল্পনা রচনা করতে সচেষ্ট ছিলেন। যদিও তাদের মধ্যে রণধীর দাশগুপ্ত ও আনন্দ গুপ্ত ইতিমধ্যেই স্টাডি সার্কেলে নাম লিখিয়েছিলেন। 
   সেই কালো লম্বা মত ছেলেটা অবশ্য মাঝেমাঝে নারায়ণ রায়দের স্টাডি সার্কেলের ছেলেদের সাথে রাজনৈতিক আলাপ আলোচনা করত। কখনো কখনো ঐক্যমতে পৌঁছাত, কখনো বা আবার তাদের মতের সাথে বিরুদ্ধমত প্রকাশ করত। আস্তে আস্তে স্টাডি সার্কেলের গ্রুপের সাথে বন্ধুত্ব বাড়তে লাগল। ঘনিষ্ঠ হতে শুরু করল নারায়ণ রায়েরও। ইতিমধ্যে কলকাতার আলিপুর জেল থেকে গোপনে আব্দুল হালিম যোগাযোগ করতে সমর্থ হয়েছেন সেলুলার জেলের নারায়ণ রায় সতীশ পাকড়াশীদের সাথে। আব্দুল হালিম তখন কলকাতা জেলার ট্রেড ইউনিয়ন নেতা। গাড়োয়ান আর মেথরদের ধর্মঘটে নেতৃত্ব দিয়ে জেলে গেছেন। আব্দুল হালিম ওঁদের সাথে যোগাযোগ করে জানালেন এবার সরাসরি আন্দামান জেলে কমিউনিস্ট পার্টির প্রচারের কাজ করতে হবে। কারণ সারা দেশজুড়ে ট্রেড ইউনিয়ন আন্দোলনে জোয়ার এসেছে। পার্টি এই সুযোগকে কাজে লাগাতে চাইছে। এর জন্য জেলে তৈরি হল কমিউনিস্ট কনসলিডেশন। নারায়ণ রায় সরাসরি ছেলেটিকে বললেন কমিউনিস্ট কনসলিডেশনে জয়েন করতে। 
   দু বার ভাবে নি সেই ছেলেটি কমিউনিস্ট গ্রুপে জয়েন করতে। কারণ আর আগেই চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের সেনানীরা প্রায় প্রত্যেকেই নারায়ণ রায়দের সংস্পর্শে এসে কমিউনিস্ট হয়ে গেছে। বাকি ছিল তাদের কমান্ডার ইন চিফই একমাত্র। নারায়ণ রায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সেলুলার জেলেই কমিউনিস্ট পার্টিতে হাতেখড়ি হল সেই লম্বা কালো মত ছেলেটির। চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের কমান্ডার ইন চিফ গণেশ ঘোষের।
   ১৯৩৭-৩৮ এ প্রবল জনবিক্ষোভের চাপে আন্দামানে বন্দী সব বিপ্লবীদের দেশে ফিরিয়ে আনতে বাধ্য হল ব্রিটিশ সরকার। গণেশ ঘোষকে প্রথমে আলিপুর সেন্ট্রাল জেলে পরে ঢাকা সেন্ট্রাল জেলে রাখা হয়। ৪৬ সালের ভয়ঙ্কর দাঙ্গার পরপরই মুক্তি পান গণেশ ঘোষ। ডেকার্স লেনের কমিউনিস্ট পার্টির অফিসে সংবর্ধনা দেওয়া হল তাঁকে। সেদিনই তিনি ঘোষণা করলেন তিনি পার্টির সর্বক্ষণের কর্মী হয়ে কাজ করতে চান। 
    ৪৮ এ পার্টি যখন বে আইনি ঘোষিত হল তখন গণেশ ঘোষকে চলে যেতে হল আন্ডারগ্রাউন্ডে। সেই সময়ে যারা তাঁকে কাছ থেকে দেখেছেন তাঁদের কথানুযায়ী চট্টগ্রাম বিপ্লবের একফোঁটা আভিজাত্যবোধ তাঁর মধ্যে ছিল না। মনে রাখতে হবে দেশ তখন সবেমাত্র স্বাধীন হয়েছে। যারা ব্রিটিশ পুলিশ দ্বারা একদিনের জন্যও জেলবন্দী হয়েছে তারাও তখন সমাজের চোখে হিরো। সেই জায়গায় চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের কমান্ডার ইন চিফকে মানুষ মাথায় করে রাখত। সারা জীবন কংগ্রেস সরকারের দয়া দাক্ষিণ্যে আরামের জীবন কাটাতে পারতেন। কিন্তু সেই জীবন না বেছে তিনি বেছে নিয়েছিলেন চিরাচরিত বিপ্লবী জীবন। পার্টির নির্দেশে ঘুরেছেন জেলায় জেলায়। আন্দামানের বন্দী হিসেবে যখন ভারত সরকার তাঁকে পেনশন আর স্বাধীনতা সংগ্রামীর তাম্রপত্র দিতে চান, ভারত সরকারকে বিনয়ের সাথে উনি জানান, 'আমার পেনশন আর সরকারী স্বীকৃতির দরকার নেই। আমার পার্টি সিপিআই(এম) ই জীবনের শেষ দিন পর্যন্ত আমাকে দেখবে।'

গনেশ ঘোষকে গণেশ ঘোষ করার পিছনে যেমন মাস্টারদা রয়েছেন, ঠিক তেমনই ডাক্তার নারায়ণ রায়দের মত শিক্ষকরাও রয়েছেন। নারায়ণ রায়ের গল্প আবার পরে কোন একদিন বলা যাবে নাহয়।

ঠিক দুদিন আগে ২২শে জুন চলে গেল এই মহান বিপ্লবীর জন্মদিন।

মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯

আন্দোলনের চাওয়া-পাওয়া : চিকিৎসক-সংবাদমাধ্যম দ্বৈরথ ~ বিষাণ বসু

গতকাল কারা জিতলেন, আর কারা হারলেন, সেই বিচার করা মুশকিল। কিন্তু, যে লড়াইটা চিকিৎসক বনাম প্রশাসন ছিল, যে লড়াইটা একইসাথে চিকিৎসাপ্রার্থীরও হওয়ার কথা ছিল, প্রশাসনের বিরুদ্ধে - সেই লড়াইটা ঘুরে যাচ্ছিল চিকিৎসক বনাম রোগীপরিজন তথা আমজনতায়। আপাতত, তা হতে পারল না।

বৃহস্পতিবার যে মুখ্যমন্ত্রী চূড়ান্ত তাচ্ছিল্য ও বিরক্তির সুরে কথা বলেছিলেন, তাঁরই সুর বদলে গেল সোমবার। আন্দোলনকারীদের পক্ষে এ এক বড় জয়। আবার, প্রয়োজনমত, এবং জরুরী পরিস্থিতিতে, যিনি নমনীয়তা দেখাতে পারেন, তাঁর, অর্থাৎ মাননীয়া মুখ্যমন্ত্রীর ম্যাচিওরিটিও প্রশংসনীয়। সেক্ষেত্রে, একপাক্ষিক জয়ের প্রশ্ন নেই।

জুনিয়র ডাক্তারেরা নিজেদের দাবীদাওয়া তুলে ধরেছেন। সেজন্যে তাঁদেরকে টুপি খুলে কুর্নিশ।  আবার অনেক কিছু তুলে ধরতে পারেন নি। নিরাপত্তার প্রশ্নটি গুরুত্ব পেয়েছে, কিন্তু ঠিক কোন পথে দীর্ঘমেয়াদী সমাধান আসতে পারে, সেটি আলোচনায় আসে নি। পরিকাঠামোর উন্নতি, পর্যাপ্ত ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের নিয়োগ - এসব না হলে জুনিয়র ডাক্তারদের অমানুষিক চাপ নিয়েই কাজ করে চলতে হবে, চাপের মধ্যে তাঁরা ধৈর্য হারাতেই থাকবেন, মৃত রোগীর পরিজনের পিঠে হাত দিয়ে সান্ত্বনা দেওয়ার সময়-সুযোগ বা মানসিকতা কোনোটাই থাকবে না। অন্যদিকে পরিকাঠামোহীন পরিস্থিতিতে ঘনিষ্ঠজনের মৃত্যু হলে, পরিজন ক্ষুব্ধ হবেন - এবং ভাববেন, অমুক ডাক্তার দৌড়ে এলেই রোগীর প্রাণ বাঁচত।

দীর্ঘমেয়াদী সমাধানের প্রশ্ন না ওঠায় মুখ্যমন্ত্রীর পক্ষে দাবীদাওয়াগুলো মেনে নিতে অসুবিধে হয়নি। কোলাপ্সেবেল গেট লাগানো বা পাব্লিক রিলেশন্স অফিসার - কোনোটাতেই প্রশাসনের আপত্তি থাকার কথা নয়। অর্থাৎ, আমাদের এখানে সবই ছিল, শুধু বোঝানোর অসুবিধে - এই বার্তা দেওয়া গেলে প্রশাসন খুশীই হতে পারেন। একটু-আধটু অভিযোগ থাকলে, আসতে পারবেন গ্রীভান্স সেলে। তিনটি ভাষায় জ্বলজ্বল করবে সেই অভিযোগ জানানোর কাউন্টার।

চিকিৎসার খরচ নিয়ে আলোচনা হলেই, অনেকেই বলেন, এত ভাঙচুর সরকারি হাসপাতালে - যেখানে সবই মেলে বিনামূল্যে - অর্থাৎ, চিকিৎসার খরচ মানুষ মেনেই নেন, কিন্তু চিকিৎসা না পেলে ক্ষোভ হবেই, সেইখানে খরচের প্রশ্ন ওঠে না। এইখানে কিছুটা অতিসরলীকরণ আছে। 

চিকিৎসার ক্ষেত্রে যে সুস্পষ্ট শ্রেণীবিভাজন, তা দুদশক আগেও তেমনভাবে ছিল না। মোটামুটিভাবে, মধ্যবিত্ত বা তার উপরের শ্রেণীর জন্যে বেসরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠান - এর নীচে থাকলে সরকারি। হিসেব খুব সরল। এইখানে, সরকারি স্বাস্থ্যব্যবস্থাকে, এবং সেখানে চিকিৎসা পেতে যাঁরা আসেন, তাঁদেরকে সেকেন্ড ক্লাস হিসেবে ভাবার খেলা আছে। দুর্বল পরিকাঠামোর সুবাদে স্বজন-হারানো পরিজনের মধ্যে একটা বাড়তি হতাশা রয়ে যায় - যদি টাকার ব্যবস্থা থাকত, তাহলে এমনভাবে….. 

মাননীয়া মুখ্যমন্ত্রী বা তাঁর নেক্সট-ইন-কম্যান্ড ভাইপো বা তাঁদের মেজসেজ নেতারা - চিকিৎসা করাতে কেউই সরকারি পরিকাঠামোর মুখাপেক্ষী নন। সরকারি পরিকাঠামোর উন্নয়নের জন্যে, বেশী কিছু নয়, স্রেফ একটি নিয়মই যথেষ্ট - সরকারী আধিকারিক ও নেতানেত্রী, এঁদের চিকিৎসা, বাধ্যতামূলকভাবেই, হতে হবে সরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠানে।       

সরকার স্বাস্থ্যখাতে ব্যয় করেন যৎসামান্য - যেটুকু করেন, তারও বড় অংশ সাইফনিং হয়ে যেতে চলেছে বীমাব্যবসায়ী ও বেসরকারি স্বাস্থ্যব্যবসায়ীদের হাতে - সে প্রকল্পের নাম স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত যা-ই হোক না কেন। এর পর পরিকাঠামো উন্নয়নের প্রশ্নটি আরো দূরে সরে যাবে।

গতকালকের আলোচনায় এইসব প্রসঙ্গ ওঠেনি। জুনিয়র ডাক্তারদের মধ্যে এই ম্যাচিওরিটি বা সমস্যার মূলে পৌঁছে যাওয়া সবসময় সম্ভব নয়। সেই পরিণতিবোধ তো অভিজ্ঞতার সাথে আসে। তবু, মুখ্যমন্ত্রীর খাসতালুকে ঝানু আমলা-পুলিশ শীর্ষকর্তাদের সামনে বসে, অবচেতনে মিডিয়ার ক্যামেরা - এই অ্যাওয়ে ম্যাচে তাঁদের পারফর্ম্যান্স প্রশংসনীয়।      

অন্তত আরো একটি ক্ষেত্রে জুনিয়র ভাইবোনেদের এই ম্যাচিওরিটির অভাব স্পষ্ট। চিকিৎসক-প্রশাসনের এই দ্বৈরথ - অন্তত আংশিকভাবে চিকিৎসক-সাংবাদিকের দ্বৈরথে পর্যবসিত হচ্ছে। আন্দোলন চলাকালীন জুনিয়র ডাক্তারদের এক বড় অংশ সাংবাদিকদের সাথে বিবাদে জড়িয়েছেন। গতকালকের পর, বেশ কিছু সাংবাদিক, সোশ্যাল মিডিয়ায় গায়ের ঝাল উগড়ে দিচ্ছেন - চিকিৎসকেরাও ছেড়ে কথা বলছেন না।

এই পরিস্থিতি দুর্ভাগ্যজনক। কেননা, সংবাদমাধ্যমের  অন্তত একাংশ পাশে না থাকলে এই আন্দোলন সমাজের একটা বড় অংশকে যেভাবে পাশে পেয়েছে, তা সম্ভব হত না - শুক্রবারের মিছিল মহামিছিলে পরিণত হওয়া বা মুখ্যমন্ত্রীর সুর নরম, কোনোটাই এমনভাবে হতে পারত না। ইলেকট্রনিক মিডিয়াশাসিত এই সময়ে, যেকোনো আন্দোলনেই মিডিয়ার সদর্থক সহযোগিতা জরুরী। পরবর্তীকালেও, আর কিছু নয়, স্রেফ নিরাপত্তার কথা ভাবলেও, মিডিয়ার সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।

যেকোনো ঘটনার প্রেক্ষিতেই, শাশ্বত নিরপেক্ষ সত্য বলে তো কিছু হয় না। রোগী মারা গেলে পরিজন ক্ষুব্ধ ও ক্রুদ্ধ হন। তাঁর মনে হয়, চিকিৎসক যদি আরেকটু চেষ্টা করতেন, যদি দৌড়ে আসতেন। চিকিৎসক হয়ত জানেন - সম্ভবত নির্ভুলভাবেই জানেন - এই রোগীকে এই পরিকাঠামোয় বাঁচানো সম্ভব ছিল না। মিডিয়া ঠিক কোন দৃষ্টিকোণ থেকে কথাটা জানাবেন, সেইটা তাঁর স্বাধীনতা। সেকথা চিকিৎসকের পছন্দ না-ই হতে পারে, কিন্তু সেই গণতান্ত্রিক অধিকার মেনে নিতেই হয়। এর মধ্যে কিন্তু হলুদ সাংবাদিকতার প্রশ্ন আসে না।

দ্বিতীয়ত, সংবাদ পরিবেশক বা মাঠেঘাটে খবর সংগ্রহ করা সাংবাদিক, দুজনেই বেতনভুক কর্মচারী মাত্র। মালিকের, এমনকি মুখ্য সম্পাদকের তুল্য স্বাধীনতা তাঁদের কারোরই নেই। ঠিক যেমনভাবে, সিনিয়র ডাক্তারের ভাবনার অনুসারেই চিকিৎসা হয়, যেখানে সেই চিকিৎসা অপছন্দ হলেও জুনিয়র ডাক্তারবাবুকে সিনিয়রের চিকিৎসাভাবনাই কার্যকরী করতে হয় (এমার্জেন্সি পরিস্থিতির প্রশ্ন আলাদা) - সাংবাদিকের ক্ষেত্রেই তা-ই।

তৃতীয়ত, অন্তত দুতিনজন সাংবাদিককে চিনি, যাঁদের মেধা ও পড়াশোনার ব্যাপ্তি আমাকে নিয়ত ঈর্ষান্বিত করে। কাজেই, স্রেফ জয়েন্টে চান্স পান নি বলেই এইসব ফ্রাস্টু পাব্লিক ডাক্তারদের পেছনে কাঠি করছে - এবম্বিধ উন্নাসিকতা হাস্যকর।    

প্লাস, এইটুকু মাথায় রাখতে হবে, অসামরিক পেশার মধ্যে বিশ্বে সবচাইতে ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে সাংবাদিকতা স্বীকৃত। যেকোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই সাংবাদিকেরা মারধর খেয়ে থাকেন - খিস্তিহীন দিন, সম্ভবত, ছুটিছাটা বাদ দিলে, দেখেনই না। এরাজ্যের চিকিৎসকরা অন্তত এই পরিস্থিতির সাথে নিজেদের রিলেট করতে পারবেন। এই অবস্থায়, দুপক্ষের মধ্যে বিবাদ নয়, সহমর্মিতার বোধই প্রত্যাশিত।    

অন্যদিকে, যেসব সাংবাদিক বন্ধুরা, গতকালকের জুনিয়র ডাক্তারদের নম্রসুরে কথা বলাকে নিয়ে খিল্লি করছেন, শ্লেষাত্মক মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন, এমনকি গালিও পাড়ছেন, তাঁদেরকে শুধু একটিই কথা বলার রইল।

অন্তত এই রাজ্যে, ইলেকট্রনিক মিডিয়ায়, রাজনীতির নেতাদের যেটুকু ইন্টারভিউ সম্প্রচারিত হতে দেখি, সেখানে সাক্ষাতকার যিনি নিচ্ছেন, তাঁকে গদগদ বাদ দিয়ে অন্য কোনো বিশেষণ দিয়ে ব্যাখ্যা করা যায় না। বিবিসির হার্ড টক তো ছেড়েই দিন, করণ থাপারের ঢঙে ইন্টারভিউ করার কথা এই রাজ্যে কেউ কল্পনা করতে পারেন?? মুখ্যমন্ত্রীর কথা বাদই দিন, এমনকি মেজসেজ নেতাদের সাক্ষাৎকার নিতে গেলেও?

গতকাল কিন্তু এক জুনিয়র ডাক্তার বলতে পেরেছে, উইথ ডিউ রেসপেক্ট, ম্যাডাম, আমরা কিন্তু সারনেম দেখে চিকিৎসা করি না।

আপনারা পারবেন? পেরেছেন? উইথ ডিউ রেসপেক্ট-ই প্রশ্নটা করলাম।

রবিবার, ১৬ জুন, ২০১৯

জুনিয়ার ডাক্তারদের ধর্মঘট ~ পুণ্যব্রত গুণ

এক সর্বভারতীয় নিউজ পোর্টাল আমার এই লেখা ছাপানোর সাহস করে উঠতে পারেনি।

11 ই জুন থেকে জুনিয়র ডাক্তাররা ধর্মঘটে। 12 ই জুন সারা রাজ্যে সিনিয়র ডাক্তার রা সরকারি বেসরকারি হাসপাতালের আউটডোর এবং প্রাইভেট চেম্বার বন্ধ রেখেছেন 12 ঘন্টার জন্য। 14 ই জুন নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ অবধি পথ চলেছেন প্রায় 10000 সিনিয়র ডাক্তার শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষ। ওই দিনই ডাক্তাররা হরতাল করেছেন নয়াদিল্লি এ আই আই এম এস এ, চন্ডিগড় এ পি জি আই তে। বিক্ষোভ প্রদর্শিত হয়েছে মহারাষ্ট্রে বিহারে ত্রিপুরায় এমনকি পাকিস্তান ও নেপালে। আগামীকাল 17 ই জুন সকাল ছয়টা থেকে থেকে 18 ই জুন সকাল ছয়টা অবধি সারাদেশে ডাক্তারদের জরুরী পরিষেবা ছাড়া সমস্ত রকম কাজ বন্ধের ডাক দিয়েছে দেশের সর্ববৃহৎ ডাক্তারদের সংগঠন আই এম এ।

এত কিছুর দরকার ছিল না। 10 তারিখ রাতে 85 বছর বয়স্ক 1 স্ট্রোকের রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দুই লরি ভরে প্রায় 200 লোক হামলা করে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের উপর। দুজন জুনিয়র ডাক্তার আহত হন, ডাক্তার পরিবহ মুখোপাধ্যায় এবং ডাক্তার যশ টেকওয়ানি। জুনিয়ার ডাক্তাররা কাজ বন্ধ করে দেন, ইমারজেন্সির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন, তাদের দাবি মুখ্যমন্ত্রী আসুন এসে অপরাধীদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিন, ডাক্তারদের সুরক্ষার ব্যবস্থা করা্র প্রতিশ্রুতি দিন।

এগিয়ে এলেন সিনিয়র ডাক্তার রা। হিংসার ঘটনা এই তো প্রথম নয়। 2017 ফেব্রুয়ারীতে টাউনহল খাপ পঞ্চায়েত বসিয়ে বেসরকারি হাসপাতালের ম্যানেজমেন্ট কে তুলোধোনা করার পর রাজ্যে 1 নতুন ক্লিনিক্যাল এস্তব্লিশমেন্ট অ্যাক্ট চালু হয়েছিল। বলা হয়েছিল বেসরকারি হাসপাতাল গুলি র রোগী শোষণ বন্ধ করার জন্য, সেগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য নাকি এই আইন। কিন্তু আইনের বলে যে রেগুলেটরি কমিশন তৈরি হলো তার শীর্ষে রইলেন বেসরকারি হাসপাতালে র ডাক্তাররা। আর বেসরকারি হাসপাতাল কে নিয়ন্ত্রণ করার বদলে কমিশন ভিক্টিমাইজ করতে লাগলো ব্যক্তি ডাক্তারদের। পাশাপাশি ডাক্তার ও চিকিৎসা কর্মীদের ওপর আক্রমণের ঘটনা কয়েকগুণ বেড়ে গেল। ডাক্তারদের যুক্ত মঞ্চ জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর স পরিসংখ্যান বলে গত আড়াই বছরে হিংসার ঘটনা ঘটেছে প্রায় 235 টি। এর মধ্যে অধিকাংশই কিন্তু সরকারি হাসপাতালে। সরকারি হাসপাতালে চকচকে নীল সাদা রং হয়েছে, ভেতরে যথেষ্ট সংখ্যায় ডাক্তার নেই, চিকিৎসা কর্মী নেই, যন্ত্রপাতি নেই। সরকারের প্রচার আছে সরকারি হাসপাতাল এ বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। পরিকাঠামোর অভাবে মানুষ যখন চিকিৎসা পান না স্বভাবতই তারা ক্ষুব্ধ হন। ক্ষোভের কারণ সরকার কিন্তু সরকারকে তো হাতের সামনে পাওয়া যায় না। হাতের সামনে যাদের পাওয়া যায় সেই ডাক্তার নার্স আর চিকিৎসা কর্মীদের ওপর ক্ষোভ উগরে দেন তারা। হিংসার ঘটনা গুলো বিশ্লেষণ করে আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রে রোগীর পরিজনের ক্ষোভের সুযোগ নিয়ে হামলা চালায় শাসকদলের আশ্রয়ে থাকা দুষ্কৃতীরা। আলিপুরদুয়ার এবং কলকাতার দুটি ঘটনায় দেখা গেছে পুলিশ অফিসার ডাক্তার কে আক্রমণ করছেন। 2009 থেকে এই ধরনের আক্রমণ প্রতিহত করার জন্য রাজ্যে একটা আইন আছে। অথচ 235 এর মধ্যে মাত্র 5 টি তে অপরাধী কে গ্রেফতার করা হয়েছিল। তাও জামিনযোগ্য ধারায় মামলা করায় তারা ছাড়া পেয়ে যায়। সিএমআরআই হাসপাতালে ডাক্তার পেটানো য় অভিযুক্ত যাদবপুর থানার ওসি পুলক দত্তের বিরুদ্ধে এফ আই আর ই দায়ের করা যায়নি। অন্য রাজ্য থেকে আসা প্রশিক্ষণার্থী ডাক্তার কে পুলিশের সর্বোচ্চ স্তর থেকে ভয় দেখানো হয়েছে।

মুখ্যমন্ত্রী এলেন না। তিনি গেলেন নীলরতন সরকার হাসপাতালের এক কিলোমিটারের মধ্যেই বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তির পুনঃপ্রতিষ্ঠা করতে আর বাইপাসের ধারে আইটিসি র হোটেল উদ্বোধন করতে। মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে হাসপাতলে এলেন দুই প্রতিমন্ত্রী। আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা সন্তুষ্ট হল না, কেননা মুখ্যমন্ত্রী তো কেবল মুখ্যমন্ত্রী নন, তিনি রাজ্যের স্বাস্থ্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও।

নীলরতন সরকারের জুনিয়র ডাক্তারদের সমর্থনে কাজ বন্ধ করলেন বাংলার সমস্ত মেডিকেল কলেজের ছাত্র ডাক্তাররা। তবু সরকারের টনক নড়লো না।

সিনিয়র ডাক্তারদের রাজ্যব্যাপী আউটডোর ধর্মঘটে ও মুখ্যমন্ত্রীর টনক নড়লো না। 13 তারিখ এন আর এস হাসপাতালে না গিয়ে তিনি বাড়ি থেকে নবান্ন যাওয়ার পথে গেলেন এসএসকেএম-এ। জুনিয়র ডাক্তারদের ভয় দেখালেন-কাজে যোগ না দিলে ইন্টার্নশিপ ইনকমপ্লিট থেকে যাবে, চার ঘন্টার মধ্যে কাজে যোগ না দিলে হোস্টেল ছেড়ে দিতে হবে, পরিষেবা চালু রাখার জন্য প্রয়োগ করা হবে এসেনশিয়াল সার্ভিসেস মেনটেনেন্স অ্যাক্ট বা এসমা। তিনি বললেন বহিরাগতরা আন্দোলন করছে। ডাক্তাররা সাম্প্রদায়িক, রোগীর পদবি দেখে তারা চিকিৎসা করে।

মুখ্যমন্ত্রী ভুলে গেছিলেন পশ্চিমবঙ্গের ডাক্তার ও মেডিকেল ছাত্রদের সংগ্রামের ইতিহাসের কথা। স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতার পর নানা গণআন্দোলনে, আশির দশকের অল বেঙ্গল জুনিয়র ডাক্তার আন্দোলনের ঐতিহ্য যাদের, তাদের কি এসমার ভয় দেখিয়ে বিরত করা যায়!?

রাজ্যে ডাক্তারি পাঠক্রমে ভর্তির জন্য এখন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেই, সারাদেশে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অন্য রাজ্যের ছাত্র-ছাত্রী বাংলায় আসতে পারেন, বাংলার ছাত্র ছাত্রী অন্য রাজ্যে পড়তে যেতে পারেন। আর দেশে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার অধিকার তো আমাদের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার।

ডাক্তারি পাশ করার পর পেশার শুরুতে ডাক্তারদের হিপোক্রেটিক ওথ নিতে হয়। জাতি ধর্ম বর্ন শ্রেণি নির্বিশেষে সমস্ত মানুষকে সমান চিকিৎসা দেওয়ার শপথ।

মুখ্যমন্ত্রীর এসএসকেএম ভ্রমণের ফল ফলল অবিলম্বে। আন্দোলনরত ডাক্তাররা ইমারজেন্সি ছেড়ে একাডেমিক বিল্ডিং এর ঢুকলেন, সাধারণ সভা করলেন, বেরিয়ে এসে বিক্ষোভ প্রদর্শন শুরু করলেন একাডেমিক বিল্ডিং এর সামনে। বিক্ষোভে এবার যোগ দিলেন বিভিন্ন বিভাগের প্রধানসহ শিক্ষকেরা, যোগ দিলেন কর্তব্যরত নার্স এবং নার্সিং ছাত্রীরা। অন্যান্য কলেজেও আন্দোলন তীব্রতর হলো। নতুন দাবি ডাক্তারি পেশা কে অপমান করার জন্য মুখ্যমন্ত্রী কে ক্ষমা চাইতে হবে।

13 তারিখ রাতে পদত্যাগপত্র পেশ করলেন এন আর এস মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল। তারপর পদত্যাগের জোয়ার নামল, এসএসকেএম, মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, আর জি কর, নর্থ বেঙ্গল, মালদা, মুর্শিদাবাদ...

আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে আছি এই বার্তা দিতে সিনিয়র ডাক্তারদের যুক্ত মঞ্চ 14 তারিখ সকাল 11 টা থেকে এন আর এস এ অবস্থানের ডাক দিয়েছিল, বিকেল সাড়ে চারটে মিছিলে র।১৯৮৩র অল বেঙ্গল জুনিয়র ডাক্তার ফেডারেশনের আন্দোলনের সময় আমি সদ্য ইন্টার্ন। তারপর অনেক গণ আন্দোলন দেখেছি, কিছুতে অংশ নিয়েছি। 2007 এর নন্দীগ্রাম হত্যাকাণ্ডের বিরোধিতার মিছিলের সঙ্গে তুলনীয় 14 ই জুন এর মিছিল। মিছিলের শুরু যখন ন্যাশনালে পৌঁছে গেছে শেষ তখনো এন আর এস থেকে বেরোতে পারেনি। শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী মানবাধিকার কর্মী সাধারণ মানুষ দলে দলে যোগ দিয়েছেন সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তারদের এই মিছিলে।

সেদিন বিকেলে নতুন উদ্যোগ শুরু হল সরকারের তরফে। 5 জন ডাক্তার যারা আন্দোলনের মঞ্চে আসেন নি মিছিলে পথ হাঁটেননি তারা নবান্নে গেলেন মধ্যস্থতার জন্য। বার্তা পাঠানো হলো মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের 4 জন প্রতিনিধির সঙ্গে বসবেন। এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন এন আর এস এর জুনিয়া্র ডাক্তাররা। তাদের পক্ষে শেষ বার্তা সমস্যার সমাধান করতে তারা রাজি আছে কিন্তু তারা নবান্নে যাবে না। মুখ্যমন্ত্রী যদি এন আর এস এ আসতে রাজি না হন তাহলে সমঝোতা বৈঠক হোক নিরপেক্ষ কোন জায়গায়।

সিনিয়র ডাক্তার রা সমস্যার সমাধান চান কেননা রোগীর চিকিৎসা করা রোগীর যন্ত্রণা কমানো জীবন বাঁচানো আমাদের পেশা। পেশার স্বার্থে ই সমস্যা সমাধান হওয়া জরুরী।

সেভ দ্য সেভিয়ার। ডাক্তার রোগী বাঁচাবেন কিন্তু হামলার হাত থেকে ডাক্তার কে বাচাবেন কে?

আগামীকালের আই এম এর ডাকা ধর্মঘটের লক্ষ্য সারা দেশব্যাপী ডাক্তারের উপর হামলা বন্ধ করার জন্য একটা আইন। কেমন করে তা সম্ভব তা আমার জানা নেই। কেননা স্বাস্থ্য ও স্বরাষ্ট্র দুটিই রাজ্যের বিষয়, তাতে কেন্দ্রীয় আইন সম্ভব কিনা তা আইন বিশেষজ্ঞরা বলতে পারবেন।

 তবু পশ্চিমবাংলার ডাক্তারদের সর্ববৃহৎ সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম আই এম এ র উদ্যোগকে স্বাগত জানায়।

কিন্তু আই এম এর জাতীয় সভাপতি ডাক্তার শান্তনু সেনের ভূমিকা নিন্দনীয়। তিনি আবার রাজ্য আই এম এর সম্পাদক ও বটেন, রাজ্যের শাসক দলের রাজ্যসভার সাংসদ ও। রাজ্যে 2009 থেকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেয়ার সার্ভিস পারসন এন্ড মেডিকেয়ার ইনস্টিটিউটস প্রিভেনশন অফ ভায়োলেন্স এক্ট আছে। শান্তনু বাবু নিজের রাজ্যে নিজের দলের প্রশাসনকে প্রভাবিত করতে পারেননি ২৩৫ টি ঘটনায় এই আইন প্রয়োগ করার জন্য। যদি পারতেন তাহলে হয়তো এন আর এস এর ঘটনা নাও ঘটতে পারতো।

রাজ্য আই এম এর সভাপতি আবার রাজ্য মেডিকেল কাউন্সিল এর সভাপতি ও। তৃণমূলের মন্ত্রী ডাক্তার নির্মল মাজি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল সভাপতি হিসেবে বিজ্ঞপ্তি জারি করেছেন কাজে যোগ না দিলে ইন্টার্নদের রেজিস্ট্রেশন দেওয়া হবে না। নির্মল বাবুর এই এক্তিয়ার আছে কিনা তা অবশ্য আইন বিশারদরা বলতে পারবেন। কেননা গত বছর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এর নির্বাচনে ব্যাপক দুর্নীতি হওয়ায় হাই কোর্ট স্থগিতাদেশ দেয়।

সম্মানজনক সমাধান ছাড়া ডাক্তারদের আন্দোলনের পথ থেকে সরানো যাবে না। তারা আন্দোলন করবেন সমস্ত জরুরী পরিষেবা বজায় রেখেই। যদি আউটডোর বন্ধ করতে হয় তাহলে শুরু হবে প্যারালাল আউট ডোর। আর মুখ্যমন্ত্রী যদি ভাবেন দমন-পীড়ন করে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ভাঙবেন তাহলে সিনিয়র ডাক্তাররা অভূতপূর্ব প্রত্যাঘাত করবেন। প্রায় 900 শিক্ষক চিকিৎসকের পদত্যাগ থেকে রাজ্য প্রশাসনের শিক্ষা নেওয়া উচিত।

শনিবার, ১৫ জুন, ২০১৯

আপনাকেই চাই এনআরএসে ~ সঙ্গীতা বন্দোপাধ্যায়

কেন? কেন? কেন? কেন সর্বত্র আপনাকে যেতে হবে না? যেতে তো হবেই। আপনি ছাড়া কিছু হবে না এ রাজ্যে। আপনাকেই যেতে হবে প্রত্যেক জায়গায়। যখন প্রতিটা ব্যানারে, ফেস্টুনে, পোস্টারে, কাটআউটে নিজের ছবি ঠুসে ঠুসে দিয়েছিলেন তখন মনে হয়নি যে এত "আমি", "আমি", " আমি" করতে নেই? নিজের ডিকটেটর চেহারাটা এরকম করে হাজার বার করে ছাপিয়ে মানুষের চোখে ঘেন্না ধরিয়ে দিতে নেই? তখন মনে হয়নি যখন সব দুর্গাপুজোর সব প্যান্ডেল আপনার বিশাল বিশাল কাটআউট গুলোকে নিয়ে বিসদৃশসম দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছে? তখন মনে হয়নি যখন কোন ফিল্ম ফেস্টিভ্যাল, কোন নজরুল জয়ন্তী, কোন রবীন্দ্র জয়ন্তী, কোন উৎসব, কোন শোকসভা, কোন আনন্দ, কোন বিষাদ আপনাকে ছাড়া, আপনার বিপুল সংখ্যক ছবির বিজ্ঞাপন ছাড়া সম্পন্ন হয়নি? নয় নয় করে তো 8/9 বছর ভোগ করলেন আমাদের। তৃণমূল স্তর থেকে উঠে এসে এ রাজ্যে পরিবারতন্ত্র, রাজতন্ত্র চালু করে ফেলেছেন। আপনার ভাইপো তো আমাদের রাজপুত্র। এখন আপনি ছাড়া তো আমরা কাউকে চিনি না। কে আপনার মন্ত্রীসান্ত্রী? কাউকে গ্রহণযোগ্য মনে হয় না। আপনিই আসবেন। আপনাকে চাই।


মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

এনআরএস......তারপর.... ~ বিষাণ বসু

মধ্য ও উত্তর কলকাতার অনেকটা জায়গা জুড়ে, এই যেমন ধরুন মেডিকেল কলেজের সামনের ফুটপাথে, সেন্ট্রাল এভিনিউয়ের বেশ কিছু অংশে, আজ হকার নেই তেমন। পুলিশ বসতে দেননি তাঁদের।

কেন?

বাঃ!! কিছুই খবর রাখেন না দেখছি। এটুকুও জানেন না, স্বয়ং মুখ্যমন্ত্রী আজ বিদ্যাসাগরের মূর্তির আবরণ উন্মোচন করবেন। ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা যেমন করে পারি, গুজরাটিরা পারবে না, শিওরলি। এগিয়ে বাংলা!!

বাই দ্য ওয়ে, মুখ্যমন্ত্রীর পক্ষে হাজারো রাজকার্যের মাঝে  এত তুচ্ছ দিকে নজর দেওয়া সম্ভব নয় জানি, তবুও বলা যায়, ওই রাস্তার থেকে আর একটু এগোলেই জানতে পারবেন, গত রাত্রে কিছু শ্রদ্ধাশীল তাজা ছেলে লরিতে করে এসে, নীলরতন সরকার মেডিকেল কলেজে ভাঙচুর চালিয়ে গেল। বেধড়ক মেরে গেল জুনিয়র ডাক্তারদের। নার্সদের গায়েও হাত পড়েছে। পালিয়ে না বাঁচলে, আরো…….

বেশ কয়েকজন আহত। তার মধ্যে, একজন জুনিয়র ডাক্তারের খুলির বেশ কিছু অংশ ভেঙে মস্তিষ্কের মধ্যে ঢুকে গিয়েছে। আইটিইউ-তে ভর্তি সে। খিঁচুনি হচ্ছে। প্রায় কোমায়।

এই রাজ্যে চিকিৎসক নিগ্রহের লাগাতার ঘটনাক্রমের আপাতত চূড়ান্ত সাফল্য এইটিই। থুতু ছেটানো, গু দিয়ে স্নান করানো থেকে শুরু করে চড়থাপ্পড় কিলঘুঁষি - সেসব এখন অতীত - লরিতে চেপে দেড়শো-দুশোজন এসে ভাঙচুর ও সশস্ত্র আক্রমণ - আশা করা যায়, নতুন ট্রেন্ড এইটাই। এবং পরবর্তীকালে, এই লাইনে যাঁরা হাত পাকাতে চাইবেন, তাঁদের এই বেসিক জায়গা থেকেই শুরু করতে হবে।   

বিদ্যাসাগর মহাশয়ের মুণ্ডুখানা, থুড়ি তাঁর মূর্তির মুণ্ডুখানা মাটিতে গড়াগড়ি যাওয়ায়, দোষারোপের বন্যা বয়ে গিয়েছিল। দুইদল আঙুল তুলেছিলেন পরস্পরের দিকে।       

কর্তব্যরত জুনিয়র ডাক্তারের মুণ্ডু ভাঙার পরেও, না এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই, কোনো দলই জোর গলায় এর প্রতিবাদ করে উঠতে পারেন নি। 

রাজ্যের রাজনীতি, মিডিয়া জানিয়েছে, আপাতত দ্বিদলীয়। না, এই দুই দলের কেউই এমনকি মৃদু গলায়ও এই ঘটনায় প্রতিবাদ জানান নি।

এও জেনেছি, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে এরাজ্য থেকে নির্বাচিত সাংসদদের একটা বড় অংশ পেশায় চিকিৎসক। নাঃ, সেই সাংসদ-চিকিৎসকদেরও কেউ এই নিয়ে মুখ খুলেছেন, এমন খবর নেই।

চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন, যাঁর রাজ্যের হর্তাকর্তা এখন জাতীয়স্তরের সর্বোচ্চপদে আসীন, তাঁরাও টুঁ শব্দটি করেননি।      

তাহলে চিকিৎসকেরা কী করবেন?

প্রতিবাদ? 

রাস্তায় নামা?? কাজ বন্ধ??? ক্ষোভে ফেটে পড়বেন????

না, টেনশন করবেন না।

তেমন কিছুই হবে না। কেননা, চিকিৎসকেরা আইনজীবী নন, যে, কোর্ট অচল করে দেবেন (বিচারালয় তো অত্যাবশ্যক পরিষেবা নয়, স্রেফ বড়লোকের লাক্সারি)। ওই কিছু প্রতিবাদ, কালো ব্যাজ, প্রোফাইল পিকচার কালো করে রাখা...   

আমরা মেনে নিতে নিতে অভ্যস্ত হয়ে গিয়েছি।

আমরা মেনে নিয়েছি, চিকিৎসার এক এবং একমাত্র দায় আমাদের। অতএব, পরিকাঠামোহীন, স্বাস্থ্যকর্মীহীন প্রতিশ্রুতিতেও প্রতিবাদ করিনি।

আমরা বিশ্বাস করে নিয়েছি, সঠিক ব্যবস্থা, উপযুক্ত পরিকাঠামো থাকলে মানুষ অমর। অতএব, যেকোনো মানুষের যেকোনো পর্যায়েই অসুখ সারিয়ে দেওয়ার চিকিৎসা করা যেতে পারে। চিকিৎসা ছেড়ে  স্রেফ শুশ্রূষার পরামর্শ দেওয়ার কথা ভাবাও পাপ। (গতকাল, যাঁর মৃত্যুতে এত ভাঙচুর, তাঁর বয়স পঁচাশি।)

আবার, সবকিছুকেই অগভীর চোখে দেখতে দেখতে আমরা এমনই অগভীর ভাবনায় অভ্যস্ত হয়েছি, যে, হাসপাতালে হবু ডাক্তারদের মার্শাল আর্ট ট্রেনিং দেওয়ার ব্যবস্থা দেখলে, সেই ভাঁড়ামোকে সমর্থন করি। বলি, চিকিৎসক নিগ্রহের ক্ষেত্রেও পালটা মারই একমাত্র পথ। (মার্শাল আর্ট ট্রেনিং-এর ভাবনা যাঁর উর্বর মস্তিষ্কপ্রসূত, তিনি একারণে পুরস্কার-টুরস্কারও পেয়ে যান।) 

আমরা মেনে নিয়েছি, আমাদের কাজের কোনো টাইম নেই, আমরা পরিবারহীন, আমাদের ডিউটি আওয়ার্স বলে কিছু হতে নেই, সেই ডিউটির শেষেও আমাদের অজস্র ফোন আসবে এবং সেইসব ফোনে যথোপযুক্ত সময় না দেওয়াও দায়িত্বচ্যুতি। অতএব, হোর্ডিং-এ তোমার ছুটি আমার নয় দেখলে আমরা গৌরববোধ করি। 

আমরা মেনে নিয়েছি, চিকিৎসা পয়সা দিয়েই কিনতে হয়। না পারলে সরকারি হাসপাতাল। এই বার্তার মধ্যেই যে সরকারি স্বাস্থ্যব্যবস্থাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখার ভাবনা রয়ে গিয়েছে, এমনটা তলিয়ে দেখিনি। আর, যারা বাধ্যত সেই সেকন্ড ক্লাস পরিষেবা নিতে যাচ্ছেন, তাঁদের ভেতরের ক্ষোভের লাভা যেদিন আগ্নেয়গিরির উদগীরণ হয়ে বেরোচ্ছে, তখন, আবারও ভেবে দেখছি না। ভাবনার এই প্যারাডাইম থেকে বেরোতেই পারছি না, যে, আধুনিক ও উন্নত মানেই ব্যয়বহুল। একবারও বলতে পারছি না, ইয়েস, দেয়ার মাস্ট বি অ্যান অল্টারনেটিভ।    

আমরা বিশ্বাস করে নিয়েছি, এক হাতে তালি বাজে না। মেনে নিয়েছি, নিশ্চয়ই কোনো গণ্ডগোল ছিল, নাহলে…..কই, পাশের বেডের পার্টি তো কিছু ঝামেলা করেনি ইত্যাদি ইত্যাদি….অতএব, একেবারে নিজের দোরগোড়ায় অশান্তি না পৌঁছালে…..আর তাছাড়া, জানেনই তো, রোগীর প্রতি দায়বদ্ধতা ইত্যাদি প্রভৃতি। 

আর প্রতিবাদ ব্যাপারটা আমাদের তেমন একটা আসেও না। কর্পোরেট হাসপাতালে আমাদেরই কোনো বন্ধুকে অযৌক্তিক সরিয়ে দিলে, সেই পোস্টে নিজে জয়েন করতে আমাদের বাধে না। মার্কেটিং-এর চাপের সামনে মাথা নোয়াতেও অস্বস্তি হয় না। সরকারি হাসপাতালে ট্রান্সফারের ভয়, আর বেসরকারিতে জায়গাটা হারানোর ভয় - শিরদাঁড়া হারিয়েছি কবেই!! কিন্তু, খবরদার, এসব বলা চলবে না একদম!! ওসব পলিটিক্স আমাদের কম্মো নয়….জানেনই তো, আমরা একটু বেটার আপনার চেয়ে…..

শুধু একটু ক্ষমতার গায়ে গায়ে থাকতে পারলে….একটু মার্কেটিং-এর দুচারটে ছেলেকে কব্জা করতে পারলে….আর ওই একটু কনফারেন্স-টনফারেন্স…. 

না, বিশ্বাস করুন, এগুলো একটুও ধান ভানতে শিবের গীত নয়….  

আসলে, সাধারণ মানুষের থেকে কবে যেন বিচ্ছিন্ন হয়ে পড়েছি, কবে যেন পুরো পেশাটাই চূড়ান্ত অবিশ্বাসের পাত্র হয়ে গিয়েছে, আমরা ধরতেই পারিনি…

যিনি এই নীলরতন সরকার মেডিকেল কলেজেই কুকুর মারার ঘটনায় বলেছিলেন, যে, সেইসব ডাক্তারদেরও পিটিয়ে মারা উচিত, খেয়াল করে দেখেছিলেন একবার, ঠিক কত লাইক পড়েছিল সেই পোস্টে!!!! মনে রাখুন, আইটিইউ-তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া আমাদের ভাইয়ের ব্যাপারে তাঁর নীরব থাকাটাও একটা স্টেটমেন্ট - উচ্চকিত স্টেটমেন্ট - এবং এই স্টেটমেন্টে লাইকের সংখ্যা অগুন্তি।

একটু দাঁড়ান। কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে ভাবুন। আমরা যাঁদের চিকিৎসা করি, তাঁদের আর আমাদের মধ্যেকার সেতুখানা সারাই না করলেই নয়। আর মনে রাখুন, এই সেতুর ইঁটকাঠ প্রতিনিয়ত খুলে নিচ্ছেন রাজনীতির কারবারিরা। 

মনে রাখুন, আমার আর আপনার মধ্যে অবিশ্বাস জিইয়ে না রাখলে, রাজনীতিকদের প্রতি বিশ্বাস বজায় রাখা মুশকিল হয়ে যাবে আপনার পক্ষে।

হাত পেতে ঘুষ নেওয়া রাজনীতিকটি আপনার কল্যাণে ব্রতী, এই বিশ্বাস তো টিকতেই পারে না, যদি না আপনি বিশ্বাস করেন, যে, আপনাকে সারিয়ে তুলছেন যিনি, তিনি আসলে সেটা করছেন স্রেফ পয়সার লোভে।    

অতএব…..অতএব…..

এই চক্রব্যূহ থেকে মুক্তি নেই। 

সরকারের কাছে গিয়ে বলাই যায়, নিরাপত্তা জোরদার করুন। হ্যাঁ, করলে কিছু কাজ হতে পারে। কিন্তু, সে তো আপাত কার্পেট বিছিয়ে গর্তগুলো চাপা দেওয়া - কার্পেটের তলায় অবিশ্বাসের মূষিক তো কাঠামো ভঙ্গুর করেই চলেছে, চলবেও।

আর, তাছাড়া, কোনো রাজনৈতিক দলই কি চায় এই অশান্তি মেটাতে? ওই যে বললাম, এই অবিশ্বাস মিটে গেলে….অবিশ্বাস যদি অন্য সত্যের সন্ধানে ব্রতী হয়….অত বড় ঝুঁকি নেবেন কে!!!!

কয়েক ঘন্টার মধ্যে লরি ভাড়া করে শতাধিক মানুষ জোগাড় করে এনে সশস্ত্র আক্রমণ - প্লীজ, এইটার পেছনে সচেতন রাজনৈতিক মদত নেই, একথা বিশ্বাস করতে বলবেন না!! আর, এই ডেলিবারেট আক্রমণকে তবে-ডাক্তারদেরও-আরো -মানবিক-হতে-হবে টাইপের বাঁধা বুলি দিয়ে মোলায়েম করার চেষ্টা করবেন না - যেটা প্রায় এই আক্রমণের জাস্টিফিকেশানের সমান।    

সব মিলিয়ে…..

জানি না, পথ কী….পরবর্তী পদক্ষেপ কী……

".................তখনও সে
দূর দেশে দূর কালে দূর পৃথিবীকে ডেকে বলে :
এত যদি ব্যূহ চক্র তীর তীরন্দাজ, তবে কেন
শরীর দিয়েছ শুধু, বর্মখানি ভুলে গেছ দিতে !"

(শঙখ ঘোষ)

ভাই, শুধু তুই সুস্থ হয়ে ওঠ তাড়াতাড়ি……

Beloved Country ~ সমুদ্র সেনগুপ্ত

এ এক দারুন দেশে বাস করি আমরা। এদেশের সবাই অমর। কারুর মারা যাওয়ার কথা নয়। কেউ মারা গেলেই তার কারণ "চিকিৎসার গাফিলতি", বিনা চিকিৎসায় মারা যান সবাই।

এ এক দারুন দেশে বাস করি আমরা। এদেশে মৃত্যুপথ যাত্রীকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে কোনও চিকিৎসা করা যাবে না। কারণ তাহলেই শিক্ষিত পেশেন্ট পার্টি বলবে ডাক্তার ইনজেকশন দিয়ে আমার বাবা/মা/স্বামী/ স্ত্রী/ ছেলে/ মেয়ে কে মেরে ফেললো।

এ এক দারুন দেশে বাস করি আমরা। এখানে ডাক্তাররাই কেবল ডাক্তারিটা জানে না। বাকি সবাই, উকিল, শিক্ষক, সাংবাদিক, দোকানদার, ভ্যান চালক,  সবাই জন্ম থেকে মায়ের পেট থেকে পড়েই ডাক্তারিটা শিখে যায় আর দারুন জানেন। তারাই অক্লেশে বলে দিতে পারেন কোনটা ঠিক আর কোনটা ভুল।

এ এক দারুন দেশে বাস করি আমরা। সবাই জানে যে ডাক্তার মানেই চোর, কাটমানি খাওয়া, অপ্রয়োজনে পেট কেটে ফেলা একটা লোভী লোক। অধচ মাধ্যমিক আর উচ্চমাধ্যমিক এর মেধা তালিকাভুক্ত বহু ছেলে মেয়ে এখনও ডাক্তার হতে চায়। বাবা মা রা অনেকেই চান তাদের ছেলে মেয়ে ডাক্তার হোক।

এ এক দারুন দেশে বাস করি আমরা। কেউ মারা গেলে তার বাড়ির লোকের নৈতিক অধিকারের মধ্যে পরে নিজেই অভিযোগকারী, উকিল, পুলিশ, বিচারক এমনকি জল্লাদ , মানে অল ইন ওয়ান হয়ে সেই ডাক্তারকে ধরে ঠেঙানোর।

এ এক দারুন দেশে বাস করি আমরা। ডাক্তার ঠেঙালে শাস্তি হয় না। বাহবা পাওয়া যায়। পুলিশ এসে  তাকে ধরার বদলে তার আচরণের সপক্ষে যুক্তি খাড়া করে। শোকের মাথায়, দুঃখের মাথায়, গরম মাথায় ওসব হয়ে যায় বলে।

এ এক দারুন দেশে বাস করি আমরা। এ দেশে এনাটমি ফিজিওলজি, মেডিসিন সার্জারির সাথে হবু ডাক্তাররা পেশেন্ট পার্টির আক্রমনের হাত থেকে বাঁচতে সরকারি ব্যবস্থাপনায় চৈনিক মার্শাল আর্ট শেখে, খোঁজ নেয় সহজে কিভাবে রিভলবারের লাইসেন্স পাওয়া যাবে। 

এ এক দারুন দেশে বাস করি আমরা। রাজনৈতিক কর্মী খুন হলে রাস্তা অবরোধ হয়। নেতা মন্ত্রী বুদ্ধিজীবীরা ভিড় জমায় তাদের বাড়িতে। কিন্তু মাথায় আঘাত লেগে মৃত্যু পথ যাত্রী এন আর এস মেডিক্যাল কলেজের ডাক্তার কে দেখতে যাওয়ার সময় টুকু পান না ওইসব নামি দামি লোক।

এ এক দারুন দেশে বাস করি আমরা। কুকুর কে থেঁতলে মারলে মোমবাতি মিছিলে সবাই হাঁটে আর ডাক্তার কে মারলে মিছিলে হাঁটার লোক সেই গুটিকয়  ডাক্তার।

এ এক দারুন দেশে বাস করি আমরা। হামলাবাজ সমাজবিরোধীদের ছোঁড়া ইটের গায়ে বাচ্চা ডাক্তারের খুলিতে তুবড়ে টোল পরে যাওয়ার খবর পড়ে আমাদের কান্না আসে না, রাগ হয় না। আনন্দ হয়। মজা পাই আমরা। মুচকি হাসিতে আমাদের গালে টোল পরে। 

এ এক দারুন দেশে বাস করি আমরা। সত্যিই দারুন দেশ।

বুধবার, ৫ জুন, ২০১৯

কমরেড কৃষ্ণা দেশাই ~ অরিজিৎ গুহ

আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগে আজকের দিনে অধুনা মুম্বাই তৎকালীন বোম্বের প্যারেলে ঝেপে বৃষ্টি নেমেছিল। সকাল থেকে বৃষ্টি হওয়ার পর রাতের দিকে একটু ধরেছিল। তাও ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছিল। দেশাই জি কাজ সেরে বাড়ি ফিরে সবে রাতের খাবার খেতে বসবেন সেই সময়ে ডেকে উঠল প্রকাশ। খুব জরুরী দরকার আছে নাকি। স্ত্রী কে 'একটু আসছি' বলে প্রকাশের সাথে বেরিয়ে হাজির হলেন খোলা মাঠের সামনে মিলের গিরনি কামগর ইউনিয়ন অফিসের সামনে। খোলা মাঠের সামনে তখনো হাল্কা ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েই চলেছে। চারিদিকটা ঢেকে রয়েছে অন্ধকারের চাদরে। হয়ত লোডশেডিং হয়েছে। মাঠের একদিকে রাস্তা, সেই রাস্তার ধারেই রাইস মিলের ইউনিয়ন অফিস। ইউনিয়ন অফিসের সামনে দাঁড়িয়ে দেশাই জি'র সাথে তখন পরেরদিনের একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম নিয়ে আলোচনা করছিল প্রকাশ আর কার্ণিক। হঠাৎ একজন মানসিক প্রতিবন্ধী লোক দেশাই জি কে বলল আপনাকে কিছু মজদুর ডাকছে ওই দিকটায়। বলে রাস্তার উল্টোদিকে দেখিয়ে দিল। দেশাই জি একটু অবাক হলেন। ওরা এখানে আসছে না কেন! প্রকাশকে বললেন, দেখো তো একটু কে ডাকছে। প্রকাশ এগিয়ে যেতে দেখল কয়েকজন অল্পবয়সী যুবক একটা গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। প্রকাশ একটু দূর থেকেই হাক দিল কৌন হ্যায়? উলটো দিক থেকে জবাব এলো 'জয় ভারত'। প্রকাশ আরেকটু এগোতেই দেখতে পেল কয়েকজনের জামার নিচে গুপ্তি লোকানো। প্রমাদ গুণল প্রকাশ পাটকার। এর আগে ৬৭ র ইলেকশনের সময়ে দেশাই জি'র ওপর আক্রমণ হয়েছিল এই ছোরা নিয়েই। কোনোরকমে মাথার ওপর ব্রিফকেস উঁচিয়ে প্রাণে বেঁচেছিলেন সেবার। স্ত্রী পরিবারকে তারপর অনেকদিন রত্নাগিরির গ্রামের বাড়িতে রেখে এসেছিলেন। এবারও খবর আছে ওঁর ওপর আক্রমণ হতে পারে। চিৎকার করে দেশাই জি'কে সতর্ক করতেই ধারালো অস্ত্রের আঘাত নেমে এলো প্রকাশের ওপর। মাটিতে লুটিয়ে পড়ল প্রকাশ। দৌড়ে ধাওয়া করল এরপর দেশাই জি কে। দেশাই জি ততক্ষণে দৌড়াতে শুরু করেছেন। কিন্তু পারলেন না। ধরা পড়ে গেলেন আততায়ীদের হাতে।কুপিয়ে কুপিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হল ট্রেড ইউনিয়ন নেতা বোম্বের প্যারেলের নির্বাচিত বিধায়ক কৃষ্ণ দেশাই কে। খুন করে রাইস মিলের গিরনি কামগর ইউনিয়নের অফিস জ্বালিয়ে দেওয়া হল।  উল্লাসে মেতে উঠল যুবকের দল। অনেক টাকার কন্ট্র‍্যাক্ট ছিল যে! 

   মিলের ভোঁ বাজার সাথে সাথে লাইন দিয়ে বেরিয়ে আসছে মজদুররা। হাতে তাদের সেদিনই পাওয়া হপ্তার টাকা। ইউনিয়নের সাথে চুক্তিতে মিল মালিক বাধ্য হয়েছে হপ্তা বাড়াতে। তা নাহলেই স্ট্রাইক ডেকে বসত মজদুররা। খুব সমস্যা মিল মালিকদের। বোম্বের খানিদানি মিল মালিক ব্যবসাদাররা তাও সমঝে চলে ইউনিয়নবাজিকে, কিন্তু গুজরাটি বানিয়ারা কিছুতেই মানতে পারে না। বেওসা করতে এসে এইসব ইউনিয়নবাজি ফাজির মত ফালতু বাত নিয়ে সবার সরদর্দ হয়ে রয়েছে। কিছু করাও যাচ্ছে না। আগে যেখানে মুনাফা হত এত্তো এত্তো সেখানে এখন মুনাফার কত অংশ যে মজদুর পেমেন্টে চলে যাচ্ছে তার ঠিক নেই। মেঘাজি লোখান্ডে আর জ্যোতিরাও ফুলে যে বামপন্থী ট্রেড ইউনিয়নের বিজ পুতে গেছে মহারাষ্ট্রের বুকে সেই মহান আদর্শ সম্বল করে লাল ঝাণ্ডাওয়ালারা শ্রমিকদের হকের দাবী তুলেছে, শোষণের বিরুদ্ধে লড়াই করেছে, আট ঘন্টার বেশি কাজ করানো যাবে না, বেশি কাজ করালে দিতে হবে ওভারটাইম, হপ্তার মাইনে হপ্তাতেই দিতে হবে, মাসিক মাইনে দিতে হবে মাসের পনেরো তারিখের মধ্যে এইসব নানা দাবী নিয়ে মুখর। বিভিন্ন ফ্যাকরা তুলে মিলে স্ট্রাইক ডাকছে, ম্যানেজারদের ঘেরাও করছে ঝাণ্ডাওয়ালারা। মালিকরা সব পার্টির কাছে ঘুরে এসেছে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য। কাংগ্রেস পার্টি বলে দিয়েছে যা করার মিল মালিকরা করুক, পার্টি ওদের সাথে আছে। লাল ঝাণ্ডাওয়ালাদের শেষ করতে যা যা লাগে সব সাহায্য করবে পার্টি। কিন্তু নিজেরা এগিয়ে এসে কিছু করবে না। তবে হ্যাঁ, ভরোসা দিয়েছে একমাত্র বালাসাহেব জি। উনি বলে দিয়েছেন ওনার ছেলেদের দিয়ে সব কটা মজদুর লিডারকে টাইট দিয়ে দেবেন। 'কমিউনিস্টদের শেষ করার একটাও সুযোগ ছাড়া যাবে না'। কিন্তু এর জন্য খরচা আছে। বেশ ভালো পয়সা লাগবে এর জন্য। মিল মালিকরা ভেবে দেখল পয়সা তো এমনিই বেরিয়ে যাচ্ছে কত, যদি ইউনিয়নবাজি থেকে মুক্তি মিলবে তো আরো পয়সা খরচ করা যাবে। তাতে কি আছে। ভরোসা পেয়েছে মিল মালিকরা। বালাসাহেব জি'র বক্তব্যে, মারাঠি ও হিন্দু অস্মিতার গর্বে একের পর এক মারাঠি যুবক ভর্তি হচ্ছে বালাসাহেবের দলে। ইতিমধ্যে একটা আর্মি বানিয়ে ফেলেছে বালাসাহেব জি। নাম দিয়েছে শিব সৈনিক। দলের নাম শিব সেনা। 

    শুরু হল একের পর এক নেতাদের গুম করা। কাউকে ভয় দেখিয়ে, কাউকে একেবারে হাপিস করে, কাউকে ব্ল্যাকমেল করে চলল বালাসাহেব জি'র অপারেশন। প্যারেল ছিল সেই সময়ের লাল ঝাণ্ডার শক্তিশালী কেন্দ্র। সিপিআই এর স্ট্রংহোল্ড। পারোলের বিধায়কের ওপর টার্গেট করা হল। জানা ছিল কৃষ্ণ দেশাইকে সরিয়ে দিতে পারলে মজিদুরদের কোমর ভেঙে দেওয়া যাবে। ৬৭'র নির্বাচনী প্রচারে আক্রমণ করা হল একবার। কোনোমতে প্রাণে বাঁচলেন। নির্বাচনে জিতে আরো বেশি বেশি করে মজদুর আন্দোলনে জড়িয়ে পড়লেন। একের পর এক মিল মালিকদের বাধ্য করলেন মজদুরদের সাথে সম্মানজনক শর্তে চুক্তি করতে। এরপরই ৭০ সালে ফাইনাল আঘাত নেমে এলো। কুপিয়ে কুপিয়ে যখন বিধায়ক জি'কে খুন করা হচ্ছে তার আগেই ট্রেড ইউনিয়ন আন্দোলন প্রায় শেষের মুখে পুরো মহারাষ্ট্র জুড়ে। মালিকদের চোখে হিরো হয়ে উঠলেন বালাসাহেব ঠাকরে। মহারাষ্ট্রের মত জায়গায় যার প্রাদেশিক রাজধানীর সাথে জড়িয়ে আছে নৌ বিদ্রোহের মত ঐতিহ্য সেখানে ট্রেড ইউনিয়ন মজদুর ঐক্য শক্তিশালী যে হবেই সেটা জানা কথাই ছিল। শ্রমিকদের হকের দাবী মেরে কেউ নিজদের পেট ভরাবে এটা অন্তত বি টি রণদিভে অহল্যা রঙ্গনেকারের রাজ্যে ভাবা যায় নি। কিন্তু বর্বর আক্রমণ, খুনের রাজনীতিকে পরাস্ত না করতে পারার ফল হাতে নাতে দিতে হয়েছে মজদুরদের। বোম্বের সেই সব মিলগুলোতে পরে উঠেছে মল, উঠেছে হাইরাইজ বিল্ডিং। মিলওয়ালারা সমস্ত কিছু বিক্রিবাট্টা করে নিজের পকেট ভরে চলে গেছে অন্য ব্যবসায়ে। কেঁদে মরেছে শ্রমিকরা। কারণ ওদের হয়ে বলার জন্য তখন কেউ আর নেই।

    কৃষ্ণ দেশাইকে খুন করার পিছনে প্রচ্ছন্ন মদত ছিল কংগ্রেসেরও। শারদ পাওয়ার তখন কংগ্রেসে। পরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তার মালিকানায় রয়েছে প্রচুর সুগার মিল আখের ক্ষেত আরো অন্য অন্য ব্যবসা। তার ব্যবসারও ক্ষতি হচ্ছিল ওই ঝাণ্ডাওয়ালাদের জন্য। তাই তারও দরকার হয়ে পড়েছিল কমিউনিস্ট নিধন করার। বালাসাহেব ঠাকরে যখন কমিউনিস্ট ট্রেড ইউনিয়ানিস্টদের খতম করছেন তখন তিনি ইতিহাসের চাকা ঘোরার কথা বুঝতে পারেন নি। ১৯৭০ সালের ৫'ই জুন কৃষ্ণ দেশাইকে খুন করার পরে আজাদ ময়দানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন লাল ঝাণ্ডাওয়ালাদের সব জায়গা থেকে শেষ করতে হবে। মুছে দিতে হবে নাম ও নিশান। we must not miss a single opportunity to massacre communists. পঞ্চাশ বছর পরে বালাসাহেবের নাতি আদিত্য ঠাকরে সেই আজাদ ময়দানেই সেই লাল ঝাণ্ডাওয়ালাদের কৃষক লং মার্চে সমবেদনা জানাতে বাধ্য হচ্ছে। আমি জানি কৃষকরা অনেক দূর থেকে পায়ে হেটে এসেছে। আমি ওদের দাবীর প্রতি সহানুভূতিশীল। 
   ১৯৭০ সালের ৫'ই জুন কৃষ্ণ দেশাই এর হত্যার সাথে সাথে বামপন্থীদের শেষ করে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু ফিনিক্স পাখির গল্প হয়ত বালাসাহেবরা জানতেন না। আজাদ ময়দানেই কিষান লং মার্চ থেকে জন্ম হয়েছিল ফিনিক্স পাখির। আদিত্য ঠাকরে চেয়ে চেয়ে দেখেছিল সেই ফিনিক্স পাখির জন্মকে।

মঙ্গলবার, ৪ জুন, ২০১৯

শোচ লো ~ আর্যতীর্থ

দেখো ভাই, হিন্দিটা ভালো নেহি বোলতা,
বাংলার পিছু পিছু 'হ্যায়' দিয়ে চলতা।
ডায়ালগ কুছ কুছ মুখস্থ করকে,
মাঝে মাঝে ভিড় দেখে মুখ মেরা খোলতা।

শুনা হ্যায়  ইসবার বলেছেন সরকার
হিন্দী শিখনা নাকি সব স্কুলে দরকার।
তাই নিয়ে জনগণ গুস্সা যে বহুতই,
প্রদেশে প্রদেশে আভি যুদ্ধ কা লড়কার।

হম বোলে, কিঁউ খেপো ইতনি সি বাত মে,
উতনা রেগেছো যদি তারা গিনো ছাত মে।
ভেবেছো অগর ইয়ে লাগু যদি হয়ে যায়,
অন্যায় জ্যাদা হবে হিন্দী কি সাথ মে?

যো কুছ বোলেগা বং ,অহমিয়া ওড়িয়া 
 শুনকর প্রেমচান্দ ডোবে মাঝদরিয়া
মালয়ালী কন্নড় বোলা যেই  হিন্দী,
কানে হাত পুকারেগা 'কে বোলনে কো দিয়া?'

থোড়ে দিন ঘুরপাকে প্রাদেশিক জুবানে
লোকজন ভুলে যাবে কৌন কথা কি মানে
বহুত দুখ কি বাত হবে তবে ভাইলোগ
যদি ভাষা ভাস গয়া দিশাহীন কু-টানে।

যো কোই হিন্দী কো উঠা রহা মাচাতে,
বদলনা হোগা তার চিন্তার ধাঁচা-তে।
জুলম করকে কেউ সিলেবাসে ঢোকালে,
বকরি-টি ছাড়া হোগা ভুখা শের খাঁচাতে।

সহিবাত, এ লড়াই হিন্দী কো বাঁচাতে।


শনিবার, ১ জুন, ২০১৯

প্রলাপ ~ সংকলন সরকার

আমার বঙ্গবাসী বংবিচিপির কচি ও ধাড়ি ভাই ও বোনেরা। আম্নেরা ভিন্ন ভিন্ন তেনোমূলী পৌরসভা ভিন্ন ভিন্ন তেনোমূল নেতা ও চ্যালা সমেত আত্মস্থ করিয়া লিলসাদা উন্নয়ন হইতে গেরুয়া কালারে (ইং) বিকাশের নিমিত্ত এবং আসন্ন বিধানসভা দখল করিবার আনন্দে পকপকাপক্‌ লাটখাইবার প্রাক্কালে আমার অভিনন্দন সহকারে শুভেচ্চা ও বালোবাসা জানিবেন। একদা তেনোমূলী মণিরুল ইস্লামের অধুনা গেরুয়াকরণের মধ্যদিয়াই আমার অনন্ত কমি মাকু ও সেকুগিরির বৃত্ত যে সম্পুন্ন হইয়াছে তাহাতে আমার আর একবিন্দুমাত্র সন্দেহ অবশিষ্ট নাই। একদা তেনোমূল অধুনা গেরুয়া চাড্ডি পরিহিত মণিরুল ইস্লাম ও তাহার পদানুসরণকারী জোড়া ফুল হইতে বড়ফুলে আসা নেতা নেতৃবৃন্দ এবং তাহারদিগের ক্যাডার (ইং) বাহিনীগণ  আমার আপনার মতন প্রতিদিন রামসেবা করেন কিনা তা জানা না থাকিলেও, আমি জানি তিনি আমার আম্নার মতন গোসেবা অবশ্যই করেন। কিন্তু শুকরসেবা করেন কিনা তাহা জানা নাই। প্রসঙ্গত উল্লেখ্য আমি 'উইকডেজ' (ইং) জুড়িয়া মুকপোড়া হনুমানের মতন প্রতি সান্ধ্যাহ্নিকে রামসেবারত অবস্থায় যতই ছোলা বাদাম খাই না কেন 'উইকেন্ডের' (ইং) রামসেবা মূলক সান্ধ্যাহ্নিকে সুযোগ মিলিলে সাধারণত ছোলা বাদ দিয়া ছাগসেবা গোসেবা এবং শুকরসেবা করিয়া থাকি, না, কুক্কুট বা মুরগীসেবা করিনা তাহা ব্যাঙ্গার্থে রামপাখি বলিয়া পরিচিত বলিয়া। (এ বিষয়ে আমার এতটাই গুমোর এবং এতটাই ভক্তি, যে রামচন্দ্রের পক্ষীরূপ বিশেষত মুরগীরূপ সবিশেষ অপছন্দের বটে। আশাকরি এ পার্সোনাল (ইং) গর্ব স্নেহান্ধে মার্জনীয় হইবে)। যাহা হউক বাজেকথা মাত্রই অশিষ্ট 'শিট' (ইং), তাহা বর্জন বা ত্যাগ করা উচিত, আশাকরি নিজগুণে আম্নারা আমার যাবতীয় বর্জ্যকথা ত্যাগ করিয়া এড়াইয়া চলিবেন। রামসেবক মণিরুল ঝ্যায়রাম ধ্বনি তুলিয়া গোসেবা করিতে করিতে মন্দির যে ওইখানেই বানাইবেন তাহাতে আপনারদিগের কিছুমাত্র সন্দেহ হয় কী? আমার তো হয় না! আসলে আমি এক ছদ্ম স্বদেশবাসী তথা অস্যার্থে আদত ভিনদেশী চীনা পাকিস্তানী বাংলাদেশী মাকু কমি সেকু এবং শিপিয়েম অর্থাৎ পরিণামে আজ ভোগের নুচি হইলেও অপ্রাসঙ্গিক নই। কারণ প্রসঙ্গ অবান্তর হইলেও আপামর কচি ও ধাড়ি ভাই ও বোনেদের মাঝে এ প্রসঙ্গ ঘন্টায় ৩৪ বার ফিরিয়া ফিরিয়া যখন আসে, অতয়েব ইহা আপাদমস্তক শিট (ইং) প্রসঙ্গ  হইলেও ২০১১ সনে তেনোমূল শিপিয়েম ক্যাডারগণ (ইং) ভোল বদলাইয়া শিপিয়েমের বি টিম (ইং) হইয়া আত্মপ্রকাশ করিয়াছিলো বলিয়া অবশ্যই প্রাসঙ্গিক। উক্ত সনে অত তেনো ক্যাডার (ইং) ভোটার (ইং) তো আর মঙ্গল গ্রহ হইতে খসিয়া পড়ে নাই। বিশেষ করিয়া উক্ত সনে বঙ্গ জুড়ে যখন ভোটিং মেশিনারি (ইং) শিপিয়েমেরই করতলগত ছিলো! পরিবর্তনের প্রেক্ষাপটে আদতে পিতৃহারা ব্যাকুল মানুষের ঢল আকুল হইয়া একজন মাটির মা অনুসন্ধান করিতে উদ্যত ছিল! সে করুক, পাইলেই হইল, মাটির মা না পাইলেও কোনো এক মায়ের মেয়ে তো পাইল। সে দিদি হউক পিসি হউক, মেয়েরা মায়ের জাত। আকুলতার ঘোর কাটিতে পাঁচ সাত বছর সময় লাগিলেও জানা গেল মা হইলে হয়ত সকলকে গ্রীষ্মের দুপুরে দাওয়ায় শোয়াইয়া তালপাতার হাতপাখায় হাওয়া করিতেন, দিদি বা পিসি বলিয়া হয়ত ওই তালপাখাটি উল্টাইয়া রণচণ্ডী মূর্তি ধরিয়া তাহার ডাঁটি ব্যবহারপূর্বক বেশিরভাগ মাটির মানুষকে ধমকাইতেছেন, চমকাইতেছেন মধ্যে মধ্যে দুই দশ ঘা কষিয়াও কিছুতেই ক্ষান্ত হইতেছেন না! এদিকে তাহার স্নেহের বারিধারা অর্থানুকুল্য রূপে ক্লাবে (ইং) স্কুলে (ইং) সিন্ডিকেটে (ইং) ও বিভিন্ন অচলায়তনে খেয়ালখুশী মতন বহিয়া চলিতেছে, অথচ সচলায়তনে উচ্চবাচ্চ নাই দেখিয়া প্রতিদিন শত সহস্র সচল শকট বহনকারী মাঝেরহাট ব্রিজটি (ইং) লজ্জায় অপমানে অভিমানে মুহ্যমান মায়ের স্নেহের শোকে পাথর হইয়া মানুষ সহ মাটির উপর ব্রেকডাউন (ইং) করিল। এক্ষণে সেই মুকুল বাবুর হাতে তৈরি তেনোমূলের বি টিম (ইং) যদি বংবিচিপি হয় তাহাতে মাকু তেনো চাড্ডি বৃত্ত সম্পুর্ণ করে আদতে শিপিয়েমেরই নৈতিক জয় হইয়াছে বলিয়া অবশ্য প্রত্যয় হয়। ইহার দু'টি কারণ, ১) মার্ক্স বলিয়াছিলেন তেনো মণিরুল যদি গেরুয়া চাড্ডি হইতে পারে তাহা হইলে গর্বিত বংহেঁদুরা সর্বহারা হইবেই। ২) এখনো অবধি ভোটাধিকার প্রাপ্ত সমস্ত প্রাপ্তবয়স্ক বংভোটার বাম জমানায় জন্মাইয়াছেন। বাংলার উনি বলিয়াছেন বামেদের জমানায় জন্ম গ্রহণ করা অত্যন্ত খারাপ বিষয়। ফুল (ইং ??!) জমানায় জন্ম গ্রহণ করা নিপাতনে সিদ্ধ শুদ্ধ বেচারি ভোটারগণ সুদূর ২০২৯ সন হইতে ভোটাধিকার পাইবেন। কিন্তু তদ্দিন কী আর...?? যাউজ্ঞা! 

(বোঁদে খাইয়া পেট গরম হইয়াছে দিবা দ্বিপ্রহরে একা একা আড়াইশো বোঁদে খাওয়া আমার উচিত হয় নাই...  এই প্রলাপ ইত্যাদি দয়া করিয়া আপনারা সর্ব প্রকার শিট (ইং) জ্ঞানে ত্যাগ করিবেন। ধন্যবাদ।)