রবিবার, ২৭ জুন, ২০২১

ফেলুদা শেখাচ্ছেন সংকেতবিদ্যা ~ শুভময় মৈত্র

শুরুর কথা
-------

।।১।।

"শাধআঢঢাশআচেবাপযভুশেঝষেএঢ়"।

ধরা যাক ক্যাপ্টেন স্পার্ক ছোট্ট একটা চিরকুটে এই বিদঘুটে শব্দটি লিখে ধরিয়ে দিল ফেলুদার হাতে। ফিসফিস করে বলেও দিল, এর মধ্যে লুকিয়ে আছে খুব গোপন একটি বার্তা। কী সেই বার্তা, সেটা উদ্ধার করাই রজনী সেন রোডের প্রদোষচন্দ্র মিত্রের কাজ। 

এর আগে তিনি 'রয়্যাল বেঙ্গল রহস্য'-তে 'মুড়ো হয় বুড়ো গাছ, হাত গোন ভাত পাঁচ'-এর রহস্যভেদ করেছেন। ঘুরঘুটিয়াতে 'ত্রিনয়ন' আর 'একটু' যে যথাক্রমে 'থ্রি-নাইন' এবং 'এইট-টু', তাও ধরে ফেলেছেন ঝট করে। কিন্তু, এ বার?

তোপসে বলল, এ আবার কী ফেলুদা! আগে তো তাও কিছু শব্দ শুনেছিলাম, তার কিছু অর্থ-টর্থ ছিল, এর তো না আছে মাথা না আছে মুণ্ডু!

ফেলুদা বলল, সেটাই তো চ্যালেঞ্জ রে তোপসে। মাথা আর মুণ্ডুটা খুঁজে বের করতে হবে। দ্যাখ, একটা ক্লু তো স্পার্ক দিয়েই দিয়েছে। এটা একটা বার্তা। স্পষ্ট দেখা যাচ্ছে, যাদের মধ্যে এই কথার দেওয়া-নেওয়া, তারা চায় না যে অন্য কেউ এর হদিস পাক, তাই না?

তোপসে বলল, নির্ঘাত! তা না হলে আর গোপন কেন হবে?

ফেলুদা বলল, ওই দু'জন তেমনই যুক্তি কষেছে, এমন একটা সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা বানিয়ে ফেলবে যেখানে গোপনীয়তা বজায় রেখেই যোগাযোগ রাখা যায়। পরিচিত ভাষায় কথা বলে লাভ নেই। একটা আড়াল দরকার। ওই আপাত ভাবে হিজিবিজি অক্ষরগুলোই সেই আড়াল।

তোপসে বলল, তার মানে তুমি বলতে চাইছ, এটা একেবারেই পাগলামি নয়, বরং এর পিছনেও একটা কোনও যুক্তির কাঠামো আছে।

এগজ্যাক্টলি! — একটা চারমিনার ধরাল ফেলুদা, একে বলে মেথড ইন ম্যাডনেস! তুই যদি ওই বিদঘুটে কথাটা রাস্তার দেওয়ালেও লিখে দিস, কেউ কিস্যু বুঝবে না। শুধু দু'টি মানুষ ছাড়া। যারা জানে, কী ভাবে ভেতরের আসল কথাটাকে আড়াল করা হয়েছে। কিছু একটা সাংকেতিক সূত্র আছে এর মধ্যে। সেটা এক বার ধরতে পারলেই কেল্লা ফতে। 

কী জানি, সেটা ধরার কোনও রাস্তা আছে বলে তো মনে হচ্ছে না, হতাশ শোনাল তোপসের গলা।

ফেলুদা একরাশ ধোঁয়া ছেড়ে বলল, কেসটা খুব ইজি হলে আর ফেলু মিত্তিরের কাছে আসবে কেন বল? ব্রেনের সেলগুলো একটু খাটাতে হবে।

রাত বেড়েছে। খাওয়াদাওয়া শেষ করে তোপসে শুয়ে পড়ল। রাত্তিরে স্বপ্ন দেখল, বিশাল একটা ক্রসওয়ার্ডের মধ্যে সে হেঁটে বেড়াচ্ছে, সেখানে ফাঁকা ঘরগুলো এক-একটা গভীর গর্ত!

সকালে ঘুম ভেঙে দাঁতটাত মেজেই সোজা ফেলুদার ঘরে। যথারীতি যোগব্যায়াম-ট্যায়াম সেরে ফেলুদা রেডি। সামনে চায়ের পেয়ালা। তোপসে জিজ্ঞেস করল, কী হল? পারলে?

উত্তর না দিয়ে টোস্টে একটা কামড় দিল ফেলুদা, তারপর বলল, ক্রিপ্টোলজি কাকে বলে জানিস?

সে আবার কী? তোপসে থতমত। অনেক 'লজি' শুনেছি, কিন্তু এ রকম তো ...

বাংলায় বলতে পারিস, সংকেতবিদ্যা। এরকম প্রচুর উপায় এখন জানা আছে যার মাধ্যমে সুরক্ষিত উপায়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গোপনে বার্তা পাঠানো সম্ভব।

তোপসে বুঝল, ফেলুদা এখন একটু জ্ঞান দেওয়ার মুডে আছে। চুপচাপ শোনা ছাড়া গতি নেই।

ফেলুদা বলে চলল, সংকেতের চাবিটা কী তা না জানলে কারও ক্ষমতা নেই এই হেঁয়ালির কোনও তল পায়! এ ক্ষেত্রে ক্যাপ্টেন স্পার্ক যে কায়দাটা ব্যবহার করেছে, বিজ্ঞানের পরিভাষায় তার নাম 'সিমেট্রিক কী ক্রিপ্টোগ্রাফি'।

তোপসে একটা স্বস্তির শ্বাস ফেলে। যাক, ফেলুদা তা হলে ওই হযবরল-র মানে বই পেয়ে গেছে!

'সিমেট্রিক কী ক্রিপ্টোগ্রাফি'র ইতিহাস খুঁজতে খ্রিস্টপূর্বাব্দে ফিরতে হবে, বুঝলি। "সিমেট্রিক" অর্থে দুজনের কাছে একই "কী", অর্থাৎ গোপন চাবিকাঠি আছে। ইনিও জানেন, উনিও জানেন। প্রশ্ন হল, সেই চাবিটা এখানে কী?

উফ, ফেলুদা! তুমি মাঝে মাঝে এমন সাসপেন্সে রাখো! বলেই ফেলল তোপসে।

ফেলুদা বলল, ধরা যাক আগে থেকে নির্দিষ্ট করে রাখা হল যে কথাটার মধ্যে স্বরবর্ণগুলোকে একই রকম রেখে দেওয়া হবে, কিন্তু প্রতিটি ব্যঞ্জনবর্ণের জায়গায় তার পরের তৃতীয় অক্ষরটি লেখা হবে। ধর, তুই পড়ছিস শ, কিন্তু আসলে বলতে চাওয়া হয়েছে র। আর হ্যাঁ, এটাও সাজিয়ে নেওয়া হয়েছিল যে, দুটো শব্দের মাঝখানে ফাঁকগুলো আর থাকবে না। তাতেও দেখতে একটু বিচিত্র লাগবে। দেখ তো, এই দুটো জিনিস মাথায় রাখলে কথাটা কী দাঁড়ায়! এই নে, খাতায় লেখ! কাগজ-কলম এগিয়ে দিল ফেলুদা। তোপসে আস্তে আস্তে লিখে ফেলল আস্ত একটি বাক্য।

"রাত আটটার আগে যাদবপুরে চলে এস" 

।।২।।

ফেলুদা আর তোপসের এই কাল্পনিক কথাবার্তা আসলে এটুকুই বোঝানোর জন্য যে, ক্রিপ্টোলজি, কী ভাবে কাজ করে। হতে পারে দু'জন মানুষ, এমনকী হতেই পারে দুটি কম্পিউটারের মধ্যে বার্তা চালাচালি হবে। কী ভাবে গোপনীয়তা বজায় রেখে সেই যোগাযোগটা রাখা যায়, সেটাই প্রশ্ন।

আগের উদাহরণটি টেনে বলি, যিনি জানেন কী উপায়ে এই শব্দগুলোকে ঘেঁটে দেওয়া হয়েছে, তিনি তিনটি করে ব্যঞ্জনবর্ণ পিছিয়ে পড়ে নেবেন আর স্বরবর্ণগুলো বদলাবেন না। যারা এটা জানে না, তারা হাবুডুবু খাবে।

এটাই ক্রিপ্টোলজির একেবারে গোড়ার কথা। গোপন চাবিকাঠিটুকু জানা থাকলে যেমন অর্থপূর্ণ ভাষা থেকে অর্থহীন সংকেতে চলে যাওয়া যায়, তেমনই অর্থহীন শব্দরাশির জাল সরিয়ে সহজেই ফিরে আসা যায় অর্থপূর্ণ একটি বার্তায়।

আজকের দিনে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে সুযোগ সুবিধে প্রচুর। মুঠোফোনে আঙুল ছুঁইয়ে কাজ হয়ে যাচ্ছে অনেকটা। ইলেকট্রিকের বিল দেওয়ার জন্যে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে না, ব্যাঙ্কে গিয়ে এক কাউন্টার থেকে আর এক কাউন্টারে ছুটে বেড়ানোর হয়রানি নেই।

অবশ্য এই সব স্বস্তির গায়ে লেপটে আছে এক টুকরো অস্বস্তি। আসলে, প্রবল অস্বস্তি। মুঠোফোনের মাধ্যমে যে সমস্ত তথ্য যোগাযোগের খোলা রাস্তায় গিয়ে পড়ল, সে সব সুরক্ষিত থাকবে তো? এন্তার যে নেটব্যাঙ্কিং করছি, রেস্তোরাঁয় খেয়ে বিল মেটাচ্ছি কার্ডে, অনলাইনে জিনিস কিনে রাস্তাঘাটেই সোয়াইপ করছি কার্ড, যদি তথ্যগুলো চলে যায় চোরেদের হাতে! কী করে এদের রেখে দেওয়া যায় জালের নিরাপদ ঘেরাটোপে?

উত্তরটি সংক্ষিপ্ত, একে সুরক্ষিত রাখাই যায়, কিন্তু তার জন্যে বেশ কিছু সতর্কতা জরুরি। সেই সব সতর্কতারই হদিস দেয় ক্রিপ্টোলজি।

  ———

দু'রকমের চাবি এবং উৎপাদকে বিশ্লেষণ
--------------------------           

।।১।।

"বুঝলেন মশাই, এবার পুজোয় ক্রিপ্টোলজি নিয়ে লিখছি। আগের দিন আপনার আর তপেশ ভাইয়ের কথোপকথন শুনে বেশ উৎসাহ পেলাম। চট করে বলুন তো 'বেবুধা' মানে কি?" বক্তা কে তা আর বলে দিতে হয় না।

আমি তো অক্ষর এগিয়ে পিছিয়ে চেষ্টা করছি, কিন্তু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। দেখি পদ্মাসনে বসে চোখ বন্ধ করে মিটি মিটি হাসছে ফেলুদা। মিনিট খানেক দেরি হল বুঝতে, তবে তার জন্যে বাংলার দুটো 'ব' দায়ী। একটা 'ব'-এর আগের অক্ষর 'ফ' আর অন্যটার 'ল'। আগের দিন 'সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি' শিখে সে বিদ্যে কাজে লাগাতে শুরু করেছেন জটায়ু। এবার পুজোয় তাঁর উপন্যাসে যে এলোমেলো অক্ষর গড়াগড়ি খাবে সে তো বোঝাই যাচ্ছে। এর মধ্যেই পরের বোমাটা ছাড়লেন তিনি। 

"বুঝলে ভাই তপেশ, দুজনের কাছে একই কি, মানে গোপন চাবিকাঠি থাকলে তো সুরক্ষিত যোগাযোগ বেশ সহজ। কিন্তু ধর তুমি কলকাতায়, আর তোমার দাদা গেছেন লন্ডনে। গোপনে খুব জরুরি একটা খবর পৌঁছতে হবে। আর তোমাদের কাছে কোন গোপন চাবিকাঠি নেই। তখন কি করবে?" 

উত্তরটা আমার জানাই ছিল, কিন্তু তাড়াতাড়ি উত্তর দিয়ে জটায়ুকে হতাশ করতে চাইলাম না। তাই একটু সময় নিয়ে ভাবার ভান করতেই হল। এর মধ্যে জটায়ু আরও কিছু বলতে যাচ্ছিলেন। আসন পরিবর্তন করার ফাঁকে তাঁকে থামিয়ে দিয়ে ফেলুদা বলল, "৬৭ গুণ ৩৭ কত হয় বলুন তো?"

লালমোহনবাবু পকেট থেকে মোবাইল ফোন বার করে গুণ করতে যাচ্ছিলেন। "ওইটির অনুমতি নেই, গুণটা মনে মনে করতে হবে, যাকে বলে মুখে মুখে"। ফেলুদার কথা শুনে বিড় বিড় করে গুণ শুরু করলেন ভদ্রলোক। পাক্কা এক মিনিটের মাথায় বলে দিলেন ২৪৭৯। 

"বাহ বেশ তাড়াতাড়ি করলেন তো।" 

ফেলুদার প্রশংসায় জটায়ু আপ্লুত। "বুঝলেন কিনা, সেদিন বাজারে ১২২ টাকা কিলো পিঁয়াজ ৩৭৫ গ্রাম কিনেছি। সেই হিসেবের তুলনায় এটা তো নস্যি। গুণ-ভাগ আমি ছোটবেলা থেকেই বেশ তাড়াতাড়ি করে ফেলতে পারি।"

"তা হলে একটা সহজ ভাগের অঙ্ক করুন। বলুন তো কোন দু'টো সংখ্যা গুণ করলে ১১৮৯ হয়?"

এ বার শুধু জটায়ু নন, আমিও বিপাকে পড়লাম। কিছুতেই ঝট করে সংখ্যা দুটো খুঁজে বার করতে পারছি না। এদিকে ফেলুদা নিশ্চিন্তে শবাসনে। লালমোহনবাবু সেই যে চায়ের কাপটা আঙুলে আঁকড়ে টেবিল আর মুখের মাঝামাঝি জায়গায় নিয়ে গেছিলেন, সেই অবস্থাতেই স্ট্যাচু। পাক্কা দু মিনিট চেষ্টা করার পর আমার মাথায় এল ২৯ কে ৪১ দিয়ে গুণ করলে এমনটা হয়। এ বার কিন্তু লালমোহনবাবু ফেল।

"এটা কি রকম ভাগের অঙ্ক মশাই? এ তো উৎপাদকে বিশ্লেষণ।"

"এক্কেবারে আসল কথা বলে ফেলেছেন।" ফেলুদার শবাসনের তিন মিনিট শেষ। "ভাজক আর ভাজ্য দেওয়া থাকলে ভাগফল আর ভাগশেষ বার করা সহজ। কিন্তু তার থেকে উৎপাদকে বিশ্লেষণ অনেক বেশি শক্ত। তারপর সেই উৎপাদক যদি হয় দুটো বড় বড় মৌলিক সংখ্যা, তাহলে মুশকিল আরও বেড়ে যায়। তখন শুধু আপনি কেন? আপনার প্রখর রুদ্রও পাশ করতে পারবে না। সত্তরের দশকে রিভেস্ট, শামির আর অ্যাডলেম্যান নামের তিন ইহুদি সঙ্কেতবিদ এই তত্ত্ব থেকেই শুরু করেন ক্রিপ্টোলজির নতুন দিগন্ত, যার নাম 'পাবলিক কী ক্রিপ্টোলজি'। এদের নামের প্রথম অক্ষরগুলো নিয়ে এই তত্ত্ব 'আরএসএ' বলে পরিচিত। বুঝতেই পারছেন, এরপর থেকে গোপনে যোগাযোগ করার জন্যে দুজনকে আর একই চাবিকাঠি ব্যবহার করতে হয় না। ফলে কলকাতায় থেকে তোপসের আমাকে গোপন বার্তা পাঠাতে খুব অসুবিধে নেই। সে আমি লন্ডনেই থাকি বা হংকং-এ"।

।।২।।

ওপরে কাল্পনিক বাক্যালাপ ক্রিপ্টোলজির আর একটু গভীরে উঁকি দেওয়ার উদ্দেশ্যে। ধরুন যে দুজন খোলা রাস্তা ব্যবহার করে গোপন সংকেতের মাধ্যমে বার্তা পাঠাতে চান, তাঁদের আগে কখনও দেখা হয়নি। এমন হতেই পারে যে অন্তর্জাল ব্যবহার করে আপনি যার কাছ থেকে জিনিস কিনছেন তিনি অন্য দেশের নাগরিক, থাকেনও সেই দেশে। সেক্ষেত্রে গোপন চাবিকাঠিটি দুজন মিলে এক টেবিলে বসে স্থির করা যাবে না। অর্থাৎ এই সমস্যার সমাধানের জন্যে 'সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি'-র থেকে আর একটু বেশি কিছু ভাবতে হবে। আর সেই সুরক্ষা অর্জন করতে হবে অরক্ষিত যোগাযোগ ব্যবস্থার মধ্যে দিয়েই। এই ধরণের উপায় "পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি" নামে পরিচিত। 

একটি উদাহরণ দিলেই বিষয়টি কিছুটা পরিষ্কার হবে। ধরা যাক কোন এক শিক্ষকের (ক) সঙ্গে প্রধান শিক্ষকের (খ) মুখ দেখাদেখি বন্ধ। এদিকে সময় মতো প্রশ্নপত্রটি পাঠাতে হবে। একমাত্র উপায় অফিসের কর্মচারির সাহায্য নেওয়া। কিন্তু সেই কর্মচারি (গ) মোটেও বিশ্বাসযোগ্য নয়। এক্ষেত্রে কী উপায় আছে দেখা যাক। একটি বাক্সে তালা মেরে চাবি নিজের কাছে রেখে দেবেন ক-বাবু। তারপর তালাবন্দি বাক্স দেবেন গ-কে। যেহেতু বাক্সে তালা দেওয়া, তাই গ-এর পক্ষে সেই প্রশ্ন দেখা সম্ভব নয়। সে বাক্স নিয়ে গেল খ-বাবুর কাছে। তিনি বাক্সের আঁকড়ায় আর একটি তালা লাগিয়ে দিলেন, চাবি রাখলেন নিজের কাছে। 

এবার গ সেই ডবল-তালা লাগানো বাক্স নিয়ে ফিরে গেল ক-এর কাছে। ক-বাবু নিজের চাবি দিয়ে নিজের তালা খুলে নিলেন। কিন্তু বাক্সের মুখ তখনও আটকে থাকল খ-বাবুর তালার সুরক্ষায়। গ আবার সেই বাক্স নিয়ে ফিরে গেল খ-এর কাছে। তিনি এবার তাঁর চাবি নিয়ে খুলে ফেললেন বাক্স। অর্থাৎ দুজন নিজের নিজের তালা-চাবি কাজে লাগিয়ে একটি সুরক্ষিত বার্তা পাঠিয়ে দিলেন অবিশ্বাসী কোন ব্যক্তির মাধ্যমে। তবে একবারের বদলে যাতায়াত হল মোট তিনবার। একই ধরনের নীতি কাজ করে দুটি কম্পিউটার বা মোবাইল ফোনের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে, যদিও সেখানে তালা-চাবির বদলে ব্যবহার করা হয় অঙ্কের কিছু নিয়ম। কিন্তু অবিশ্বাসী ব্যক্তি যদি বাক্স ভেঙে চিঠি পড়ে নেয়? সে ক্ষেত্রে ভাঙা বাক্স দেখে ক অথবা খ-বাবু প্রশ্নপত্র যে চুরি হয়েছে সেটা বুঝতে পারবেন। তখন আবার নতুন করে প্রশ্ন বানাতে হবে। 

।।৩।।

দুটি উদাহরণ দিয়ে এই আলোচনা শেষ করা যাক। ধরা যাক আপনার এবং আপনার স্ত্রীর কাছে আছে একই আলমারির দুটি একই ধরনের চাবি। আপনার স্ত্রী সেই আলমারিতে টাকা রেখে চাবি বন্ধ করে দিলে তিনি ছাড়াও আর একজন সেই টাকা সরাতে পারেন। আর তার নাম বলে দেওয়ার জন্যে কোনও পুরস্কার নেই। এখানে দুটি চাবি কিংবা 'কি' একই। অর্থাৎ এটি 'সিমেট্রিক কি'-র উদাহরণ। 

এবার ভাবুন আপনার বাড়ির পয়সা জমানোর পেতলের ঘটের কথা। সেই ঘটের ওপরের দিকে আছে একটি ছোট ফাঁক, যেখান দিয়ে টাকা পয়সা ভরে দেওয়া যায়, কিন্তু বার করে আনা যায় না। ঘটের নিচের দিকে একটি আঁকড়ায় ঝোলানো আছে চাবিবন্ধ তালা। সেই চাবি যার কাছে, তিনিই তালা খুলে ঘটের ভেতরের মণিমাণিক্য হাতাতে পারবেন। এক্ষেত্রে ঘটের ওপরের ফাঁকটি হল 'পাবলিক কি', যে রাস্তায় টাকা পয়সা ছাড়াও জনগণ আপনাকে গোপন বার্তা কাগজে লিখে গুঁজে দিয়ে যেতে পারে। অর্থাৎ আপনার 'পাবলিক কি' জানা আছে সকলেরই, যা দিয়ে আপনাকে লুকোনো চিঠি পাঠানো যায়। কিন্তু একবার সেই কাগজ ঘটে ঢুকে গেলে আর তাকে ছোট্ট ফাঁক দিয়ে উদ্ধারের রাস্তা নেই। একমাত্র আপনি যদি নিচের তালা খুলে ফেলেন তখন সেই বার্তা আপনার হাতের মুঠোয়। 

এই চাবিটিকে বলে 'প্রাইভেট কি', যার সাহায্যে আপনি ফিরে পান আপনাকে লেখা গোপন চিঠি, কিংবা বহুদিনের জমানো টাকাপয়সা। আর কম্পিউটারের জগতে এই সুরক্ষাব্যবস্থার মূল তত্ত্ব হল দুটি বিশাল মৌলিক সংখ্যার গুণফল নির্ধারণ করা সহজ, কিন্তু শুধু গুণফল দিয়ে দিলে সেখান থেকে উৎপাদকে বিশ্লেষণ করে সেই মৌলিক সংখ্যাদুটিকে বার করা প্রায় অসম্ভব। 

একটি সাবধানবাণী দিয়ে এই অংশটি শেষ করা যাক। আজকের দিনে কোয়ান্টাম কম্পিউটার নিয়ে কাজ শুরু হয়েছে অনেক, আর সেই কম্পিউটার আর একটু উন্নত হলে 'পাবলিক কি'-এর সুরক্ষাব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে। তবে সেদিন আসতে এখনও কিছুটা দেরি আছে। আপাতত তাই প্রখর রুদ্র খুব তাড়াতাড়ি উৎপাদকে বিশ্লেষণ না করতে পারলেই নিশ্চিন্ত!

            -----------
                      
তথ্যশূন্য প্রমাণ
----------

।।১।।

পুজোর বই আজকাল অনেক আগে থেকেই বেরোতে শুরু করে। সেদিনই লালমোহনবাবু বলছিলেন, "বুঝলে ভাই তপেশ, এখন তো ইংরিজি বছর শুরু হতে না হতেই পুজোর উপন্যাসে হাত দিতে হয়। তবে কম্পিউটার আর প্রিন্টারের ব্যাপার স্যাপার অনেকটা এগিয়ে যাওয়ায় ছাপার সময় এখন লাগে কম, সেটুকুই যা ভরসা। তাও মে-জুনের মধ্যে লেখা শেষ করে ফেলতে হয়।"

"তা এবার লিখছেন কী নিয়ে?" 

"সে অনেক বড় গল্প। প্রখর রুদ্র যাচ্ছেন মেঘালয়ে। গোটা রাস্তা ঢেকে ফেলেছে মেঘ, একপাশে পাহাড়, অন্যদিকে খাড়াই নেমে গেছে খাদ। সেই রাস্তায় চেজ। শেষের দিকটায় সাসপেন্স নিয়ে গিয়ে ফেলছি একেবারে একটা গুহার সামনে। সেখানে গুহার মুখ থেকে ভেতরে ঢোকার দুটো পথ। সেই দুটো সুড়ঙ্গ ঢুকে গিয়ে মিশেছে একটাই ঘরে। আর সেখানেই আছে অমূল্য এক অষ্টধাতুর মূর্তি।" 

"বাহ, দিব্যি ফেঁদেছেন তো!" 

"কীসের আর দিব্যি? শেষটায় নিজের জালে নিজেই খানিক জড়িয়ে গেছি।"

"মানে?" 

"সহজ। নিজেই নিজের কূলকিনারা খুঁজে পাচ্ছেন না।" বলল ফেলুদা। এতক্ষণ ধরে সে খুঁটিয়ে কাগজ পড়ছিল। চোখ এখনও কাগজেই, তবে কানটা যে এ দিকেই ছিল, তা বুঝলাম। 

"প্রবলেমটা কিন্তু জম্পেশ ফেঁদেছি, ইউ মাস্ট অ্যাডমিট স্যর! তবে কি না শেষে ওই ইয়েটা একটু ..." 

"সেটাই শুনি না, কী ইয়ে ..." 

ফেলুদার এই কথায় জটায়ুর আহ্লাদের সীমা থাকল না। আনন্দের চোটে 'ডিমটোস্ট' গুলিয়ে 'মিটাডোস্ট' চেয়ে বসলেন, তারপর চায়ের পেয়ালায় লম্বা একটা চুমুক দিয়ে যা বললেন, তার সারমর্মটুকু এ রকম: 

দুটি সুড়ঙ্গই শেষ হচ্ছে একটি করে দরজায়। তার মানে দরজা হল দুটি, যদিও দুটি দরজা দিয়েই একটাই মাত্র ঘরে গিয়ে ঢোকা যায়। অর্থাৎ, সেই ঘরটা কমন ফ্যাক্টর। দুটি দরজাই তালা লাগানো। ভেতর আর বাইরে দুদিক থেকেই খোলা যায় সেই তালা, আজকের দিনে ঘরবাড়িতে যেমন থাকে। ঘরের ভেতর থেকে বাইরে বেরোনোর জন্যে চাবি লাগে না, কবজা ঘোরালেই খুলে যাবে। কিন্তু বাইরে থেকে, অর্থাৎ সুড়ঙ্গ থেকে ঘরে ঢুকতে গেলে চাবি লাগবেই, আবার ঘর থেকে বেরিয়ে আসার সময় আটকেও দেওয়া যাবে সেই তালা। দুটো তালা একই রকম, অর্থাৎ চাবি একটাই। 

"সবই তো বুঝলাম, কিন্তু আপনার ইয়েটা গেল কোনখানে?" 

জটায়ু একটু কাঁচুমাচু মুখে বললেন, "ধরুন, অনেকেই দাবি করছে যে তার কাছে আসল চাবিটা আছে। আরও দাবি করছে, তারা প্রত্যেকেই নাকি ওই মন্দিরের কুলপুরোহিতের বংশধর। ঘরে ঢোকার ব্যাপারটা, বুঝতেই পারছেন, হাইলি সেনসিটিভ। প্রাচীন উপজাতি সম্প্রদায়ের ধর্মবিশ্বাস। পুলিশ তো দূরে থাক, ওই বিশেষ ট্রাইবটি ছাড়া একটি মাছিরও ক্ষমতা নেই যে সেই গুপ্তঘরে সেঁধোয়। এ দিকে সরকার জানতে চায় আসল চাবি কার কাছে।"

"প্রখর রুদ্রকে সেটা বলে দিতে হবে তো?" এতক্ষণে খবরের কাগজ থেকে মুখ তুললো ফেলুদা।

"এগজ্যাক্টলি স্যর। কিন্তু, ফ্যাকড়া আছে। লোকগুলোকে ইন্টারোগেট করা যাবে না, বাড়ি সার্চ করা যাবে না, বডি সার্চফার্চ তো ছেড়েই দিন। তাই সত্যিমিথ্যে কী বলছে, জানার উপায় নেই।" 

"অর্থাৎ ঠাঁই ঠাঁই ঠাঁই ঠাঁই ঠাঁই দিয়ে চলবে না, তাই আপনার হিরো পড়েছেন বেকায়দায়, এই তো?" 

লালমোহনবাবুর মৌনব্রত সম্মতির লক্ষণ হয়েই দেখা দিল। 

ফেলুদা বলল, "জটায়ুজি, হিরোকে মগজাস্ত্র অ্যাপ্লাই করতে বলুন।" 

লালমোহনবাবু এ কথায় এমন করুণ চোখে তাকালেন যে, ফেলুদা একটু হেসেই ফেলল। তারপর বলল, "এক এক করে লোকগুলোকে একটা সুড়ঙ্গ দিয়ে ঢুকতে বলুন ওই গুহায়, আর বেরিয়ে আসতে বলুন অন্য সুড়ঙ্গটা দিয়ে। যে পারবে তার কাছেই আছে আসল চাবি।" 

"তাই তো!" লালমোহনবাবুর চোখেমুখে আলো দেখা দিল, আবার নিভেও গেল অচিরেই। বললেন, "কিন্তু, ঘরে ঢুকে পড়লে তো বেরোনো কোনও ব্যাপারই না। তখন তো আর চাবি লাগবে না। অন্য সুড়ঙ্গটা দিয়ে গটগট করে বেরিয়ে আসবে।" 

"বুঝলাম বেরিয়ে আসবে। কিন্তু, ঘরে যদি নাই ঢুকতে পারে, তা হলে অন্য সুড়ঙ্গটা দিয়ে বেরোবে কী করে? টানেলগুলো তো ইন্টারকানেক্টেড নয়।" 

এ বার আমার মাথার মধ্যেও আলো জ্বলেছে। আমি বললাম, "দেখুন, একটা সুড়ঙ্গ দিয়ে ঢুকে অন্যটা দিয়ে বেরোতে তখনই পারবে, যখন সে ঘরে ঢুকতে পেরেছে। আর ঘরে ঢুকতে সে-ই পারবে, যার কাছে আসল চাবিটা আছে। যাদের কাছে আসল চাবি নেই তাদের ফিরতে হবে ঢোকার দিক দিয়েই।"

"ব্রাভো, এই তো সলিউশন!" জটায়ু আনন্দে প্রায় তুড়িলাফ খেলেন। 

ফেলুদা বলল, "আপনার বুদ্ধিটা যে কিছুটা হলেও পাকছে তার প্রমাণ যে, আপনি এই জিনিসটা অন্তত ভাবতে পেরেছেন। ক্রিপ্টোলজির ভাষায় একে বলে 'জিরো নলেজ প্রুফ'।" 

জটায়ুর মুখটা একটু ফ্যালফেলে আর দু'চোখ গোলগোল হয়ে গেল। ফেলুদা বলল, "এটা একটা টার্ম। আপনার গপ্পেরও এটাই প্রাণভোমরা। যার কাছে চাবিটা আছে, তার কাছ থেকে সরকার চাবিটা নিতে চায় না বটে, কিন্তু জেনে নিতে চায়, আদতে কার কাছে চাবিটা আছে। অন্য দিকে, ওই ট্রাইবের লোকজনও চাইছে, প্রমাণ দেব যে চাবিটা আমার কাছেই আছে, কিন্তু চাবিটা দেব না।" 

"কিন্তু, ওই ক্রিপ্টোলজির ইয়েটা..." বললেন জটায়ু। 

"হ্যাঁ, জিরো নলেজ প্রুফ। ধরুন, আপনি আমার থেকে একটা তথ্য জানতে চাইছেন। আমি তার জন্য আপনার থেকে টাকা চাইব। কিন্তু, আপনিই বা নিশ্চিত না হয়ে আমাকে টাকা দেবেন কেন? তখন আমি আপনাকে প্রমাণ দেব যে, তথ্যটি আমি জানি, কিন্তু আপনি কখনওই জানতে পারবেন না যে তথ্যটা আসলে কী।" 

জটায়ু সোল্লাসে বললেন, "এ তো একেবারে জলবৎ! অর্থাৎ চাবিটা থেকে গেল উপজাতি পুরোহিতের কাছেই। কেউ সে চাবি পেল না। কিন্তু প্রখর রুদ্র এবং সরকার নিশ্চিত হয়ে গেল কে ওই গুপ্তমন্দিরের পুরোহিতের আসল বংশধর।" 

"যাক!" সংক্ষিপ্ত হাঁফ ছেড়ে ফেলুদা বলল, "আর এক কাপ চা খাবেন না কি?" 

||২||                 

ধরা যাক, একটি লোক বব, আর অন্য একজন হল অ্যালিস। ধরা যাক, ববের আছে এমন একটা গোপন খবর আছে, যার জন্যে অ্যালিস অনেক টাকা দিতে রাজি, কিন্তু ...

হ্যাঁ, ক্রিপ্টোলজিতে এই 'কিন্তু'-টা খুব জরুরি, কারণ এখান থেকে কথাটা অনেকগুলো দিকে এগোতে পারে। এক, বব যদি গোপন খবরটি অ্যালিসকে আগেই দিয়ে দেয়, তাহলে অ্যালিস হয়ত বিনিময়ে পয়সাটা আর দিলই না। অন্য দিকে আগে পয়সা দিয়ে দিলে বব হয়তো তারপর খবরটাই দিতে অস্বীকার করল। আবার এমনটাও হতে পারে যে ববের কাছে আদতে আসল খবরটিই নেই, তাই লেনদেনে যাওয়ার আগে অ্যালিস নিশ্চিত হতে চায় যে, বব মিথ্যে বলছে না, বাস্তবিকই খবরটা তার কাছে আছে। আজকের অন্তর্জালের যুগে কিন্তু এই সমস্যা অনেক তীব্র। যাদের মধ্যে দেওয়া নেওয়া, তাদের একজন হয়ত কলকাতায়, অন্য জন কোলনে। ফলে এক্ষেত্রে কোনও একটি চুক্তির ক্ষেত্রে গণ্ডগোল হলে মুখোমুখি ঝগড়া করে মিটিয়ে নেওয়ার কোনও সুযোগই নেই।

সে ক্ষেত্রে দু'তরফকেই একটা চুক্তিতে আসতে হবে।  

এই ধরণের চুক্তিভিত্তিক বহু বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছে গত শতাব্দীর গোড়া থেকেই। আর তারপর নব্বুইয়ের দশক থেকে যখন বোঝা গেল যে যোগাযোগ ব্যবস্থার অন্তর্জলি যাত্রায় গেছে (অর্থাৎ, ইংরিজিতে যাকে বলে ইন্টারনেট, বাংলায় অন্তর্জাল), তখন ইলেকট্রনিক মাধ্যমে নানারকম চুক্তি সংক্রান্ত বিষয়ের সমাধানের প্রসঙ্গ গুরুত্বপূর্ণ হয়ে উঠল। বিজ্ঞান এবং প্রযুক্তির এই ধারায় বিভিন্ন ধরণের প্রশ্ন উঠে আসতে লাগল একের পর এক। এর মধ্যে আমরা এখন যে বিশেষ সমস্যাটির দিকে নজর দিচ্ছি, সেখানে একপক্ষের হাতে আছে খুবই মূল্যবান এবং গোপন কোনও তথ্য। তিনি প্রমাণ করবেন যে তাঁর কাছে সেই তথ্যটি আছে, কিন্তু কখনওই সেই তথ্যটি জানাবেন না।

ক্রিপ্টোলজির ভাষায় একেই বলে 'জিরো নলেজ প্রুফ' অর্থাৎ প্রমাণ দেব যে তথ্যটি আমি জানি, কিন্তু যে প্রমাণ চাইছে সে কখনওই জানতে পারবে না যে তথ্যটি কী। বিষয়টি বোঝার জন্যে অনেক রকমের উদাহরণ আছে। তার মধ্যে একটি উপায় ফেলুদাই বুঝিয়ে দিয়েছেন লালমোহনবাবুকে।

আর এক বার সেটা মনে করে নেওয়া ভাল। ধরা যাক, একটি ঘরে ঢোকার দুটো দরজা। যে কোন দরজা খোলার জন্যে আছে একটি গোপন চাবিকাঠি, কম্বিনেশন লকে যেমন হয়। একটি দরজা দিয়ে ঢুকে সেটি বা অন্যদিকের দরজা দিয়ে বেরোনো যায়। আর ঢুকে যাওয়া বা বেরিয়ে আসার পরে বন্ধ হয়ে যায় সেই ঘরের দরজা। ধরুন, সেখানে রাখা আছে কোনও গুপ্তধনের সংকেত। অর্থাৎ চাবিটা পেয়ে গেলেই কেল্লা ফতে।

বুঝতে অসুবিধে নেই যে সেই ঘরের চাবি পেতে একগাদা টাকা দিতে রাজি থাকবে অনেকেই। ববের কাছে আছে এই ঘরে ঢোকার চাবি, যা কিনা অন্তর্জালের বৈদ্যুতিন জগতে একটি গোপন সংখ্যা। কিন্তু আগেই বলেছি, শুরুতেই সংখ্যাটা জানিয়ে দিলে ববের চলবে না, অথচ বোঝাতে হবে যে সেটা তার জানা আছে। আর অ্যালিস শুধু নিশ্চিত হতে চায় ববের কাছে সত্যিই ঘরের চাবিটা অর্থাৎ সেই গোপন সংখ্যাটা আছে কিনা।

এটা বোঝার জন্যে অ্যালিস কী করবে? সে নজর রাখবে যে বব কোন দরজা দিয়ে ঢুকছে আর কোন দরজা দিয়ে বেরোচ্ছে। এক দিকের দরজা দিয়ে ঢুকে যদি অন্য দিকের দরজা দিয়ে বব বেরিয়ে আসতে পারে, তার মানে বোঝাই যাবে যে চাবিটা তার কাছে আছে। ফলে এক্ষেত্রে সমস্যার সমাধান পরিষ্কার।

কিন্তু মানুষের ঝামেলা সহজে মেটে না। তাই ববও এ ক্ষেত্রে কিছুটা গোলমাল পাকাতে পারে। ধরা যাক, সে একেবারেই চায় না যে অ্যালিস জেনে যাক, কোন সুড়ঙ্গ দিয়ে সে ঢুকছে। তাই বব চাইছে, সুড়ঙ্গের কাছে যাওয়া পর্যন্ত একটু দূরে পিছন ফিরে দাঁড়িয়ে থাকবে অ্যালিস। বব কিছুটা ঢোকার পরে চিৎকার করে জানালে তখন অ্যালিস ঘুরে দাঁড়াতে পারে। অর্থাৎ অ্যালিস জানতে পারবে না যে বব কোন সুড়ঙ্গ দিয়ে ঢুকছে, কিন্তু দেখতে পাবে যে সে কোন সুড়ঙ্গ দিয়ে বেরোচ্ছে। এ বার তা হলে সমাধান কী ভাবে সম্ভব?

এখানেই কাজে লাগানো হয় সম্ভাবনাতত্ত্ব। বব ঢুকে যাওয়ার পর অ্যালিস উঁচু গলায় জানিয়ে দেবে যে কোন দরজা দিয়ে বেরোতে হবে। বব যে সুড়ঙ্গ দিয়ে ঢুকেছে, অ্যালিস যদি সেই সুড়ঙ্গের কথাই বলে তা হলে ববকে আর চাবি খুলতে হবে না, যেখান দিয়ে ঢুকেছে, স্রেফ বেরিয়ে এলেই হল। কিন্তু অ্যালিস যদি অন্য দরজার কথা বলে, তখন চাবি খুলে ঘরে ঢোকা অন্য দরজা দিয়ে বেরোনো ছাড়া উপায় নেই।

তর্কের খাতিরে না হয় ধরে নেওয়া গেল যে, অ্যালিস এক বার এমন দরজার কথা বলল, যেখানে ববকে চাবিটা খুলতে হল না। কিন্তু, এই ঢোকা-বেরোনোর কাজটা যদি বারবার করা হয়, তা হলে বোঝাই যায় যে, একবার না একবার বব ধরা পড়ে যাবেই। আছেই দু'টি মাত্র সুড়ঙ্গ, তাই অ্যালিস একবার কোনও একটার কথা বললেও বারবার সেটাই বলবে, তা হওয়ার সম্ভাবনা কম, আসলে নেই বললেই চলে। তাই, একবার না একবার ববকে দরজা খুলতে হবেই। আর, সেটা করতে গেলে চাবিটি থাকতেই হবে।

পুনশ্চ: লালমোহনবাবুর খুব ইচ্ছা যে প্রখর রুদ্রের জ্ঞানের বহর বোঝাতে এই সম্ভাবনাতত্ত্বের বিষয়টিও রহস্যপোন্যাসে ঢুকিয়ে দেবেন। ফেলুদা অবশ্য তা শুনে হাঁ হাঁ করে উঠেছে। আপনারা বুঝতেই পারছেন, কেন।

———

ভাইরাস — জীবন থেকে মুঠোফোন
----------------------

।।১।।

ভাগ্যিস করোনার আক্রমণে বাড়াবাড়ি হতে পারে বুঝে লালমোহনবাবুকে আগেই সাবধান করেছিল ফেলুদা। কয়েকদিন আগে পর্যন্ত তিনি একেবারে সাদামাটা ছোট্ট মোবাইল ফোন ব্যবহার করতেন। গত কয়েক বছরে ফেলুদা বেশ কয়েকবার চাপাচাপি করে হাল ছেড়ে দিয়েছিল।

— "আমার দ্বারা এসব হবে না ফেলুবাবু। কতদিন ধরে পাবলিশার বলছে উপন্যাসগুলো কম্পিউটারে টাইপ করে দিতে। আমাকে একটা ভালো ল্যাপটপও দিয়েছিল। কিন্তু বাংলা টাইপ দূরে থাক, কম্পিউটারের সুইচ অন্য করতেই আমার গায়ে জ্বর আসে। আমার হল — কালি, কলম, মন, লেখে তিনজন। কী-বোর্ড আর মাউসের ভয়ে মাথা থেকে প্রখর রুদ্র তিন লাফ মেরে ভ্যানিশ হয়ে যায়।"

তবে কোভিদ-১৯ এর আক্রমণ শুরু হওয়ার পর থেকেই ফেলুদা অনেক বেশি সিরিয়াস হয়ে গেছিল। শুরুতে কয়েকদিন চোখ কুঁচকে ভাবছিলও অনেকটা সময় ধরে। শীতের সকালে যোগব্যায়াম শেষ করে উঠে চায়ে চুমুক দিতে দিতে বলল, 
— "বুঝলি তোপসে, এবারের ভাইরাসটা কিন্তু অত সহজ সরল বলে মনে হচ্ছে না। সার্স বা মার্স গোত্রের হলেও এর চরিত্রে অনেক বেশি গোলমাল আছে। সত্যিই উহানের উদ্ভট পশুপাখির বাজার থেকে ভাইরাসটা এলো, নাকি বানানো হল কোন ল্যাবরেটরিতে, তা হয়ত কোনদিনই জানা যাবে না। তবে জীবাণুটা এমনই সাংঘাতিক যে দুতিন মাসের মধ্যে কিন্তু একেবারে সভ্যতার সংকট ঘটে যেতে পারে।"

জানুয়ারি শেষের দিকে এক সন্ধেয় সেই গল্পই হচ্ছিল। ফেলুদা আবার মনে করিয়ে দিল। 
— "শুনুন লালমোহনবাবু, এযাত্রা খুব তাড়াতাড়ি স্মার্টফোন নিয়ে নিন। করোনার উপদ্রবে কিন্তু দেশের সব কিছু থমকে যেতে পারে। স্মার্টফোন না থাকলে যে কত ঝামেলা তা তখন হাড়ে হাড়ে টের পাবেন।"

ভাগ্যিস লালমোহনবাবু কথা শুনেছিলেন। আর কথা শোনা শুধু নয়। মাসখানেকের চেষ্টায় একেবারে এক্সপার্ট। এই মার্চের শেষ রবিবারে "লকডাউনে লালমোহন" গড়পাড়ের বাড়িতে বসে যে ২১ রজনী সেন রোডে উঁকি মারছেন, তার কৃতিত্ব ফেলুদার সঙ্গে জটায়ুকেও দিতে হবে। একেবারে হোয়াটসঅ্যাপে ভিডিও কল। কত কি যে শিখে নিয়েছেন এরমধ্যে। এমনকি খাতায় লিখে তার ছবি তুলে পাঠিয়ে দিচ্ছেন প্রকাশককে। 

জানালেন এবারের পুজোতে একেবারে হাইটেক প্রখর রুদ্রকে খুঁজে পাওয়া যাবে। এমনিতে শিলং থেকে চেরাপুঞ্জি ঘুরে বিভিন্ন অ্যাডভেঞ্চার করবেন হিরো। গত শীতে জটায়ু যেহেতু ওইদিকটা ঘুরে এসেছিলেন তাই উপন্যাস নিয়ে গিয়ে ফেলেছেন আসামে। তবে শেষমেশ যখন বললেন যে প্রখর রুদ্র নাকি এমন যন্ত্র আবিষ্কার করে ফেলেছে যে একেবারে তরঙ্গপথে অন্যের কম্পিউটারে ঢুকে যাবে, তখন বাধ্য হয়ে ফেলুদাকে আবার নাক গলাতে হল। 

— "এতোটা বাড়াবাড়ি করবেন না লালমোহনবাবু। বাংলার ছেলেমেয়েরা চট করে এতোটা গাঁজা টানতে চাইবে না। তার থেকে বরং প্রখরবাবুকে সফটওয়্যার বিশারদ করে দিন, যিনি কিনা ভাইরাসের প্রোগ্রাম লিখতে পারেন। সেই ভাইরাস তিনি অন্তর্জালের মাধ্যমে পাঠিয়ে দেবেন ভিলেনের কম্পিউটারে। সেখান থেকে তথ্য চুরি করে আনবে প্রখরবাবুর প্রোগ্রাম।"

এর মধ্যে মুঠোফোনের দৌলতে প্রযুক্তির অনেকটাই শিখেছেন লালমোহনবাবু। কিন্তু সর্দিজ্বর থেকে কোভিড-১৯ পর্যন্ত জীবনমুখী ভাইরাসের কথা জানলেও, কম্পিউটারের ভাইরাস সম্পর্কে খুব কিছু বুঝে উঠতে পারেন নি। তাই ফেলুদাকে আবার একটা ছোট্ট লেকচার দিতে হল। সেটাই হুবহু টুকে দিলাম নিচে।

।।২।।

কম্পিউটার বলুন কিংবা মুঠোফোন, সবেরই মূলত দুটো ভাগ — হার্ডওয়্যার আর সফটওয়্যার। প্রথমটা হল যন্ত্রটা, যার মধ্যে আছে বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্রপাতি। আর তার ওপরে লেখা হয় কিছু নির্দেশ। একেবারে মানুষের ভাষায় নয়, তবে অনেকটা সেই রকমই নিয়ম মেনে। সেই নির্দেশগুলো পরপর কাজ করে যন্ত্রের ওপর। এদের বলা হয় কম্পিউটার প্রোগ্রাম, যা সফটওয়্যারের অন্তর্গত। আজকাল অন্তর্জালের কল্যাণে আপনি সবসময়েই অনলাইন। অর্থাৎ সারা বিশ্বের সঙ্গে আপনার যোগাযোগ একেবারে খোলা রাস্তায়। ফলে আপনি সুবিধেমত যখন তখন অন্যের লেখা প্রোগ্রাম নিজের কম্পিউটারে নামিয়ে নিতে পারেন। স্মার্টফোনও একধরণের কম্পিউটার। সেখানে আমরা যে প্রোগ্রামগুলো নামিয়ে আনি তাদের বলে অ্যাপ্লিকেশান, বা ছোট করে বহুবচনে অ্যাপস। একটু ভেবে দেখলেই বুঝবেন যে এই সমস্ত প্রোগ্রাম যে আসলে কি কাজ করে সেটা বোঝার মত প্রযুক্তিগত জ্ঞান সাধারণ মানুষের নেই। এ বিষয়ে প্রচুর জানা থাকলেও এই যে হাজার হাজার অ্যাপস তাদের মধ্যে আদতে কি কি লেখা আছে তা বোঝা খুব শক্ত। আর এই পথেই আসে বিপদ। ধরুন অন্তর্জালের মাধ্যমে ডাউনলোড করেছেন কোন সিনেমা দেখার সফটওয়্যার। সঙ্গে ঢুকে পড়েছে অন্য কোন চর। যে কিনা আবার আপনার যন্ত্র থেকে সুযোগ পেলেই ইন্টারনেট বেয়ে ঢুকে পড়বে অন্যের যন্ত্রে। এবার নিজের কম্পিউটার বা মোবাইল ফোনে যে সমস্ত গোপন তথ্য রাখা আছে তা যদি সঠিকভাবে সুরক্ষিত না থাকে তাহলে সমস্ত কিছুই চলে যাবে দুষ্টু লোকের হাতে। এমনকি আপনার যন্ত্রে সঠিকভাবে কাজ করা বেশ কিছু সফটওয়্যারকেও গোলমাল করে দিতে পারে সেই প্রোগ্রাম। অর্থাৎ এই ধরণের প্রোগ্রাম কাজ করে ভাইরাসের মতই। আপনার যন্ত্রে ঢুকে পড়ে ক্ষতি করে আর সুযোগমত সেখান থেকে পাড়ি দেয় অন্য কোন যন্ত্রে। 

"সাবধানে লিখবেন লালমোহনবাবু। ভুলভাল প্রোগ্রাম লিখে ফেলে উল্টে প্রখর রুদ্রের কম্পিউটারে যেন ভিলেনের ভাইরাস ঢুকে না যায়", ফেলুদা অবশ্যই বিধিসম্মত সতর্কীকরণ শুনিয়ে দিয়েছে।     

-----------

শুক্রবার, ২৫ জুন, ২০২১

টক্সিন-গবেষণায় এক নিভৃতচারী ~ অমিতাভ প্রামাণিক

ডিটক্স ওয়াটার নামে এক বস্তুর হালে খুব সমাদর হয়েছে। জলের মধ্যে চাকা চাকা করে কাটা লেবু, শশা, পুদিনা-পাতা আর কীসব ঘাস-ফুস ডুবিয়ে রেখে মাঝেমধ্যে চুকচুক করে খেলে নাকি শরীর থেকে যাবতীয় টক্সিন বেরিয়ে যায়। 

কথা হচ্ছে, বড়লোকদের অনেক রকম ব্যামো থাকে। বড়লোক হওয়াটাই একটা ব্যামো ছাড়া আর কী? সুতরাং তাদের ব্যাপার স্যাপার আলাদা। তারা আকুপ্রেশার হাওয়াই চপ্পল পরছে বলেই আপনাকে পাঁচগুণ দাম দিয়ে ঐ ছাতা কিনতে হবে, বিকল্পে নিজের চটিতে পিরিতি-কাঁঠালের আঠা দিয়ে সমভাবাপন্ন এঁচোড়ের ছাল লাগাতে হবে – এসব করতে যাবেন না। তেষ্টা পেলে শুধু জল খান, বিশুদ্ধ জল। ওর মধ্যে শশা-ফশা ডুবিয়ে খেলে এক্সট্রা কিছু লাভবান হবেন না। আমাদের শরীরের মধ্যে যে সব যন্ত্রপাতি আছে – লিভার, কিডনি থেকে শুরু করে রক্তের শ্বেতকণিকা, অণুচক্রিকা ও বিশেষ ধরনের কোষসমূহ – এদের কাজই শরীর থেকে অব্যবহার্য বস্তু দূরীকরণ। শশা-লেবু-পুদিনার সাহায্য ছাড়াই। এবং শশা-লেবু-পুদিনার অস্ত্রে সজ্জিত না হলে তাদের কর্মকাণ্ডে যে বিন্দুমাত্র অসুবিধা হয়, তেমন কোনো বদনাম তাদের নেই। 

এর মানে এই নয় যে শশা-লেবু-পুদিনা বাজে জিনিস। এগুলো খান যত খুশি। সুষম খাদ্যের অঙ্গ হিসাবে খান। ডিটক্স ওয়াটারের অঙ্গ হিসাবে নয়। কেননা ডিটক্স জিনিসটা ইমিউনিটি বাড়ানোর মতই এক প্রবল ঢপ। এবং তার কারণ টক্সিন জিনিসটা আসলে কী, তা না-জানা বা ভুল জানা। মনে করুন কোনো বিষধর সাপে আপনাকে ছোবল মারল। এর ফলে আপনি মারা যেতে পারেন। এ রকম বিষাক্ত মাকড়সাও আছে, যা কামড়ালে নিয়তি ঘনিয়ে আসে ফটাফট। বা ধরুন ভিমরুলে হুল ফোটাল। বা আপনি এমন কোনো মাশরুম খেয়ে ফেললেন, যা 'বিষাক্ত'। এই যে 'বিষ', আদতে এক ধরনের প্রোটিন যা আমাদের শরীরে বিষক্রিয়া করে, সেগুলোকে বলা হয় টক্সিন। সাইটোটক্সিন, নিউরোটক্সিন, হিমোটক্সিন, সায়ানোটক্সিন ইত্যাদি নানাবিধ টক্সিন আছে, যা বিভিন্ন প্রত্যঙ্গকে বিভিন্ন ক্ষতিকর পদার্থ দিয়ে অকার্যকর করে দেয়। সাইটোটক্সিন কোষের ক্রিয়াকর্মকে, নিউরোটক্সিন নিউরাল নেটওয়ার্ককে, এটসেট্রা। 

এই সমস্ত কথা এখন বলতে যাচ্ছি কেন? সেই গল্পে এবার আসি। 

ইউজিন গারফিল্ডের নাম আপনাদের অনেকেই শোনেননি হয়ত। না, না, এর সঙ্গে কোনো কমিক স্ট্রিপের বিন্দুমাত্র সম্পর্ক নেই। ভদ্রলোক একজন আমেরিকান ভাষাবিদ, কম্পিউটার সায়েন্টিস্ট ও ব্যবসায়ী, যিনি বিব্লিওমেট্রি ও সায়েন্টোমেট্রি নামে দুই বিষয়ের প্রবক্তা, যার সূত্র ধরে তিনি 'সায়েন্স সাইটেশন ইন্ডেক্স' নামে এক সূচক প্রবর্তন করেছিলেন। গত শতকের মাঝামাঝি এক সময় তিনি 'ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক ইনফর্মেশন' নামে এক সংস্থা চালু করেন, যার পোশাকি নাম আইএসআই। এটা পাকিস্তানের গুপ্তচর শাখা নয়, এর কাজ হচ্ছে ঐ সাইটেশন ইন্ডেক্স জিনিসটাকে প্রতিষ্ঠিত করা। যাঁরা বিজ্ঞানে গবেষণার লাইনে আছেন, তাঁরা তো জানবেনই, যাঁরা নন, তাঁদের জন্যে খুব অল্প কথায় বলি – গবেষকরা যে 'পেপার' লেখে, সেই পেপারের গুরুত্ব কেমন, তার এক বিচার হয় সেই লেখা পড়ে কেউ তাদের-লেখা পেপারে এই পেপারের কাজের কথা উল্লেখ (রেফার) করেছে কিনা। আমি যদি একটা পেপার লিখি, যা কেউ পড়ে না, বা পড়লেও গুরুত্বপূর্ণ বলে মনে করে না, তার মানে আমার পেপারটা একটা জাঙ্ক, ওর কোনো ভ্যালু নেই। পক্ষান্তরে যদি শ' খানেক বিজ্ঞানী সেই লেখা পড়ে তাকে গুরুত্বপূর্ণ জেনে তাঁদের নিজের পেপারে রেফার করেন (মানে কোনো উল্লেখযোগ্য তথ্য বা সিদ্ধান্ত আমার ঐ পেপার থেকে তিনি পেয়েছেন), তবে আমার পেপারের শ'-খানেক সাইটেশন হল। এই সাইটেশন অনুযায়ী জার্নালগুলোর আবার র‍্যাঙ্কিং হয়, তাকে বলা হয় 'ইমপ্যাক্ট ফ্যাক্টর'। যে জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর বেশি, সে তত বেশি কুলীন, তাতে পেপার পাবলিশ করা তত বেশি টাফ। 'নেচার' আর 'সায়েন্স' নামে দুটো ম্যাগাজিন আছে, তারা হচ্ছে কুলীনস্য কুলীন। সেখানে কারও পেপার বেরোলে সে কদিন কলার উঁচু করে ক্যাম্পাসে ঘুরে বেড়ায়। 

সাধারণ প্রবন্ধে যে তথ্যসূত্র লেখা হয়, যাকে ইংরাজিতে বলা হয় বিব্লিওগ্রাফি, তার বিজ্ঞানভিত্তিক বিশেষ পর্যালোচনাই বিব্লিওমেট্রি। একজন সারা জীবনে কোথায় কতগুলো পেপার পাবলিশ করেছেন, তাদের ইমপ্যাক্ট ফ্যাক্টর ও সাইটেশন কত, ইত্যাদি নিয়ে তেমনি সায়েন্টোমেন্ট্রি। ইউজিন গারফিল্ড এই জিনিসটা প্রথম চালু করেছিলেন, তাঁর পরে আরও অনেকে নতুন নতুন ইকুয়েশন বানিয়ে জিনিসটা ক্রমে ক্রমে বেশ কঠিন এক খিচুড়ি বানিয়ে ফেলেছেন। 

রিল্যাক্স। আমার এই নগণ্য প্রতিবেদন এ সব জিনিস নিয়ে ততটা নয়। 


ইউজিন গারফিল্ড আরও একটা কাজ করেছিলেন। তিনি 'কারেন্ট কনটেন্টস' নামে এক জার্নাল বের করেছিলেন। ঐ যে নেচার, সায়েন্স নামের ম্যাগাজিনের কথা বললাম, সায়েন্স জার্নাল তো আর দু-একটা না, বেশ কয়েক হাজার। শুধু কেমিস্ট্রির জার্নালই কয়েক শো। লোকে জানবে কী করে কোথায় কী পাবলিশ হচ্ছে? তার জন্যে প্রতিটি জার্নাল আলাদা আলাদা করে তো পড়তে হবে। সে এক মস্ত হ্যাপা। উনি যেটা করেছিলেন, তা হচ্ছে, এক জার্নাল বের করলেন, যাতে প্রথম সারির বেশ কিছু জার্নালের লেটেস্ট ইস্যুর কন্টেন্ট পেজ একসঙ্গে করে ছাপিয়ে দিতেন। শুধুমাত্র সূচিপত্র। সেটাতে চোখ বুলিয়ে নিলে নজরে পড়ে যাবে কোন জার্নালে কী বিষয়ে লেখা ছাপা হয়েছে। তার সবগুলো তো নিজের কাজে গুরুত্বপূর্ণ হয় না। যেটা হয়, এবার সেই জার্নাল বের করে পড়ে নাও। 

এই নীরস জিনিসের সঙ্গে তিনি নিজের লেখা কিছু কিছু প্রবন্ধ ছাপতেন। সাইটেশন জিনিসটার গুরুত্ব প্রতিষ্ঠিত করতে তিনি ১৯৮৬ সালের কারেন্ট কনটেন্টসের এক ইস্যুতে এমন এক প্রবন্ধ ছাপলেন, যা পড়ে অবাক হয়ে গেল পৃথিবীর এক শ্রেণির গবেষকরা। 

সে সময় কলেরা রোগের ভীষণ প্রাদুর্ভাব হয়েছিল পৃথিবীর কিছু অঞ্চলে, মহামারীর মতো। গারফিল্ড দেখালেন গত প্রায় দুশো বছরে সেটা হচ্ছে কলেরা সংক্রান্ত সপ্তম মহামারী। কলেরা নিয়ে উল্লেখযোগ্য গবেষণা যাঁরা করেছেন, আইএসআই সাইটেশনে তাঁদের কাজের এক ডেটাবেস তৈরি করে সেই কাজকর্মের সাইটেশন পিছন ফিরে দেখতে দেখতে তিনি আবিষ্কার করলেন – 'সব পথ শেষে মিলে গেল এসে' এমন একজনের গবেষণালব্ধ পেপারে, যাঁর তেমন কোনো নামই শোনেনি বৃহৎ বিজ্ঞানজগত। 

সেই মানুষটির নাম শম্ভুনাথ দে! একজন বঙ্গসন্তান! 

শম্ভুনাথ দে-র যে পেপারটা নিয়ে এই মন্তব্য, সেটা ছাপা হয়েছিল নেচার পত্রিকায়। তার বিষয় ছিল কলেরার জীবাণু ভিব্রিও কলেরি-নিঃসৃত এক এন্টারোটক্সিনের কথা। শম্ভুনাথ প্রতিষ্ঠিত করেছিলেন, এই টক্সিন তথা প্রোটিন নিঃসৃত হয় ভিব্রিও কলেরি জীবাণু থেকে, যা অন্ত্রের আভ্যন্তরীণ ঝিল্লিতে সেঁটে যাওয়ার প্রতিক্রিয়ায় শরীর প্রচুর জল ঐ ঝিল্লি মারফত ঢেলে দেয় অন্ত্রের মধ্যে। এর ফলেই পাৎলা পায়খানা ও দ্রুত ডিহাইড্রেশন। নির্গত জল প্রতিস্থাপনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে অবধারিত মৃত্যু। 

শম্ভুনাথের এই গবেষণালব্ধ ফলই জন্ম দেয় ওরাল রিহাইড্রেশন সলিউশন তথা ওআরএসের, তার আবিষ্কারকদের অন্যতম আর এক বঙ্গসন্তান কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালের ডাক্তার হেমেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এবং জীবন্ত ব্যাক্টেরিয়া নয়, বরং তার দেহনিঃসৃত এই টক্সিনই যে কলেরার কারণ, শম্ভুনাথ এই সত্য প্রতিষ্ঠিত করায় সেই টক্সিনের প্রতিষেধক টিকা প্রস্তুতির লক্ষ্যও স্থির করে দেয় তাঁর গবেষণা। 

শম্ভুনাথের জন্ম চুঁচড়োর বুড়োশিবতলার কাছে গড়বাটিতে, ১৯১৫ সালে, এক অভাবী পরিবারে। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে। ঠাকুরদার অকালমৃত্যুতে বাবা দাশরথিকে অনেকগুলো ভাইবোনদের মধ্যে বড় বলে ছোটবেলা থেকেই সংসারের হাল ধরতে হয়েছিল, তিনি এক মুদিখানার দোকানে কাজ করতেন। পরে নিজের ব্যবসা শুরু করেছিলেন, যদিও তা তেমন চলেনি। কাকা পড়াশুনা শিখেছিলেন, তিনিই ছিলেন শম্ভুনাথের অনুপ্রেরণা। গড়বাটি হাই স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক পাশ করে তিনি হুগলি মহসীন কলেজে স্কলারশিপ নিয়ে ভর্তি হন। সেখানেও ভালো রেজাল্টের সুবাদে কলকাতা মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ আসে। পরিবারের আর্থিক অনটনের দিনে তাঁকে সাহায্য করেছিলেন কলকাতার ধনী ব্যবসায়ী কেষ্টধন শেঠ। মেধাবী ও ধীরস্থির প্রকৃতির শম্ভুনাথ অধ্যাপকদের প্রিয়পাত্র ছিলেন। ১৯৩৯ খ্রিস্টাব্দে শম্ভুনাথ এমবি এবং ১৯৪২ সালে ট্রপিক্যাল মেডিসিনে ডিপ্লোমা অর্জন করেন। ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড মাইক্রোবায়োলজির অধ্যাপক মণীন্দ্রনাথ দে তাঁকে বিশেষ স্নেহ করতেন। নিজের মেয়ে তরুবালার সঙ্গে শম্ভুনাথের বিয়ে দেন তিনি। 

১৯৪২ সালে শম্ভুনাথ কলকাতা মেডিকেল কলেজে প্যাথলজির ডেমনস্ট্রেটর পদে নিযুক্ত হন ও অধ্যাপক বিপি ত্রিবেদীর অধীনে গবেষণা শুরু করেন। কয়েকটা পেপারও পাব্লিশ করেছিলেন তাঁরা। দেশ স্বাধীন হল যে বছর, সে বছর শ্বশুরমশাই তাঁকে পাঠালেন লন্ডনের ইউনিভার্সিটি কলেজ হাসপাতালে গবেষণার জন্যে। প্রফেসর জি আর ক্যামেরনের অধীনে হাইড্রোসেফালাস নিয়ে তিনি গবেষণা করে পিএইচডি পেলেন ১৯৪৯ সালে। দেশে ফিরে তিনি নীলরতন সরকার মেডিকেল কলেজের প্যাথলজি ও ব্যাক্টিরিয়লজি বিভাগে যোগ দেন। কলেরা নিয়ে তাঁর গবেষণা শুরু তখনই। ১৯৫৫ সালে তিনি কলকাতা মেডিক্যাল কলেজে প্যাথলজি ও ব্যাক্টিরিয়লজি বিভাগের প্রধান হিসাবে যোগ দেন ও অবসর নেওয়ার আগে পর্যন্ত সেই কাজেই ব্যস্ত ছিলেন। অবসরের পর বোস ইনস্টিটিউটেও তিনি কিছুদিন গবেষণা করেছিলেন।

স্মরণ থাকতে পারে, এই কলকাতায় এসেই রবার্ট কখ কলেরার জীবাণু ভিব্রিও কলেরি আবিষ্কার করেছিলেন ১৮৮৩-৮৪ সালে। কিন্তু তিনি এই জীবাণুর প্রভাবে কীভাবে কলেরা হয়, তা বের করতে পারেননি, যে জন্যে এর প্রতিষেধক বা ওষুধ কিছুই তৈরি করা সম্ভব হচ্ছিল না। পঞ্চাশের দশকে তিনখানা যুগান্তকারী পেপারে শম্ভুনাথ সেই সমস্যার সমাধান করলেন। ১৯৫৩ সালে তিনি পাবলিশ করলেন জার্নাল অফ প্যাথলজি অ্যান্ড ব্যাক্টিরিওলজিতে একটা পেপার বের করে দেখালেন একটা খরগোশের ক্ষুদ্রান্ত্রের কিছুটা কেটে নিয়ে দুপাশে সুতো দিয়ে বেঁধে তার মধ্যে কলেরার জীবাণু ভরে দিলে এক দিনের মধ্যেই ওই ক্ষুদ্রান্ত্র কলেরার পাৎলা পায়খানার মত চালধোয়া রঙের তরলে ভরে যায়। জীবাণুর বদলে তাদের কালচার করে ছেঁকে ফেলে শুধু জলটা ভরে দিলেও একই রেজাল্ট পাওয়া যায়। অর্থাৎ জীবাণু নিশ্চয় এমন কিছু নিঃসরণ করছে, যার ফলে কলেরার উপসর্গ দেখা দিচ্ছে। 

১৯৫৬ সালে কলেরার বদলে প্যাথজেনিক ইসচিরিচিয়া কোলাই নিয়ে একই জার্নালে এবং ১৯৫৯ সালে পুরো ব্যাপারটার ব্যাখ্যা দিতে নেচার পত্রিকায় তিনি আরও দুটো পেপার পাবলিশ করেন। নেচার পত্রিকার প্রবন্ধটার শিরোনাম ছিল – এন্টারোটক্সিসিটি অভ ব্যাক্টেরিয়া-ফ্রি কালচার-ফিলট্রেট অভ ভিব্রিও কলেরি। সেই প্রথম কলেরার ক্ষেত্রে এন্টারোটক্সিসিটি শব্দটার ব্যবহার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রির স্বনামধন্য এমিরিটাস প্রফেসর হাইনিঙ্গেনের মতে - De's paper deserves to go down as a classic in the history of cholera, and indeed, as later developments have shown, in the history of cellular physiology and biochemistry.   

পৃথিবীর যত দেশে বিজ্ঞান চর্চা হয়, প্রায় সকলেরই একটা করে সায়েন্স অ্যাকাডেমি থাকে। ইন্ডিয়ার একটা না, দু-দুখানা এই রকম অ্যাকাডেমি আছে। একটার নাম ইনসা বা ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি, যা শুরু হয়েছিল স্বাধীনতার আগেই। এর কেষ্টবিষ্টুদের সঙ্গে মতের মিল না হওয়ায় নোবেলজয়ী সিভি রামন দাক্ষিণাত্যে নিজের দল বানিয়ে প্রতিষ্ঠা করেন আইএএস বা ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সেজ-এর। ইনসা দিল্লি চালায়, আইএএস চালায় ব্যাঙ্গালোর। দেশের অধিকাংশ নামী বিজ্ঞানীরা দুটো অ্যাকাডেমিরই সদস্য। 

শম্ভুনাথ দে একটারও সদস্য ছিলেন না। তিনি যে এই এলিট সংস্থার উপযুক্ত, তা কারও মাথায় আসেনি। ইউজিন গারফিল্ডের 'ম্যাপিং কলেরা রিসার্চ অ্যান্ড দি ইমপ্যাক্ট অফ শম্ভুনাথ দে অভ ক্যালকাটা'-শীর্ষক সেই প্রবন্ধ ছাপা হওয়ার পর যখন দেশের কেষ্টবিষ্টুদের নজরে পড়ল, আরে, তাই তো, আমাদের মধ্যে তো একজন মহান ব্যক্তি আছেন, যাঁর প্রশংসায় পঞ্চমুখ একজন বিদেশীও, তার এক বছর আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন শম্ভুনাথ। 

গারফিল্ড লিখছেন, একটা ব্যাপারে শম্ভুনাথের সঙ্গে তুলনা করা যায় বারবারা ম্যাকক্লিনটকের। দুজনেই ছিলেন প্রচারবিমুখ এবং নিজস্ব গণ্ডিতে আবদ্ধ। কিন্তু বারবারা আমেরিকার ন্যাশনাল অ্যাকাডেমির সদস্য হয়েছিলেন, ফলে ১৯৮৩ সালের মেডিসিন নোবেল পেতে সুবিধে হয়েছিল। শম্ভুনাথ কোনো অ্যাকাডেমির সদস্য ছিলেন না। ফলে তাঁর কিছুই জোটেনি। ১৯৭৮ খ্রিস্টাব্দে নোবেল ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি কলেরা ও ডায়রিয়ার উপর অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে তাঁর যুগান্তকারী আবিষ্কারের ওপর বক্তৃতা দিতে গেছিলেন মাত্র।

সায়েন্স পত্রিকা প্রকাশ করে যে সংস্থা, যার নাম আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অভ সায়েন্স (এএএএস), তার এক সভায় ইন্ডিয়ান জার্নাল অভ টেকনোলজির এডিটর সুব্বাইয়া অরুণাচলম ভাষণ দিতে গিয়ে বলেন – তৃতীয় বিশ্বের দেশ থেকে হাই-ইমপ্যাক্ট-ফ্যাক্টর জার্নালে পেপার ছাপানো অতি দুঃসাধ্য কাজ। কিন্তু তা যদি সম্ভব হয়ও, সেই পেপারকে সাধারণভাবে অবজ্ঞা করেন প্রথম বিশ্বের বিজ্ঞানীরা। হাই-ইমপ্যাক্ট-ফ্যাক্টর জার্নালে পরে ছাপা-হওয়া প্রথম বিশ্বের অন্য কারও পেপার সাধারণভাবে অগ্রাধিকার পেয়ে যায়, তাঁরই নামডাক হয়। শম্ভুনাথের ক্ষেত্রেও সেই ব্যাপার ঘটেছিল। 

১৯৯০ সালে কারেন্ট সায়েন্স জার্নালের এক গোটা ইস্যু নিবেদিত হয় শম্ভুনাথের প্রতি শ্রদ্ধায়। তাতে প্রবন্ধ পাবলিশ করেন দেশ-বিদেশের বহু স্বনামধন্য ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে ছিলেন নোবেলজয়ী বিজ্ঞানী জশুয়া লিডেরবার্গও। তিনি জানান, তিনি একাধিকবার শম্ভুনাথের নাম নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন করেছিলেন। তাঁর মতে - our appreciation of De must extend beyond the humanitarian consequences of his discovery. . . he is also an examplar and inspiration for a boldness of challenge to the established wisdom, a style of thought that should be more aggressively taught by example as well as precept. 

ইন্ডিয়ান ইনস্টিট্যুটের (তখনকার ভাবী, এখনকার প্রাক্তন) ডিরেক্টর অধ্যাপক বলরাম লিখলেন, শম্ভুনাথের মৃত্যু হয়েছে সম্মানহীনভাবে, অগীতভাবে। তিনি যে জীবনে বিশেষ কোনো সম্মান বা পুরস্কার পাননি, এটা আমাদের বিজ্ঞানী-সমাজের এক বিশাল ত্রুটি। যে বিষয় নিয়ে তিনি গবেষণা করেছিলেন, দেশের পক্ষে তা ছিল অত্যন্ত প্রয়োজনীয়। সাহসী চিন্তাধারা, দৃঢ় অধ্যবসায় ও গভীর মনোনিবেশে তিনি এক ব্রেক-থ্রু সিদ্ধান্তে উপনীত হতে পেরেছিলেন। তাঁর দৃষ্টান্ত নিঃসন্দেহে উদ্বুদ্ধ করবে সেই সমস্ত তরুণ গবেষকদের যাদের সামনে ঝুলছে গবেষণার নামে বড় বড় প্রোজেক্ট, প্রচুর টাকা-পয়সা-ডলার এবং ঢক্কানিনাদ-সর্বস্ব এক অন্তঃসারশূন্য প্রচার।    

আশ্চর্য এই, আমেরিকান কম্পিউটার সায়েন্টিস্ট ইউজিন গারফিল্ড সায়েন্স সাইটেশনের খড়ের গাদায় সূঁচের মতন তাঁর খোঁজ না পেলে এতসব হয়ত আমরা জানতেও পারতাম না।  

অমিতাভ প্রামাণিক / ২৩ জুন ২০২১

বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

ডা: সুভাষ মুখোপাধ্যায় কে নিয়ে বিতর্ক ~ ডাঃ সমুদ্র সেনগুপ্ত

"গোড়ার কথা"---
একেবারে শুরুতেই একটি কথা স্বীকার করে নেওয়া ভালো। ডা: সুভাষ মুখোপাধ্যায় এর মৃত্যুদিনে তাকে নিয়ে অজস্র ভুলে ভরা বা অসম্পূর্ণ তথ্য নিয়ে মনগড়া কাহিনীমূলক নানান লেখার রিবাটাল নয় এই লেখাটা। এটা লেখার কারণ অন্য। একটি লেখায় আহুত হয়ে মন্তব্য করেছিলাম যে "ওনার মৃত্যুতে ন্যাশনাল মেডিক্যাল কলেজের একজন প্রাক্তনী হিসেবে আমি গভীরভাবে দুঃখিত, পশ্চিমবঙ্গবাসী হিসেবে, ও ভারতীয় হিসেবে, আমি অত্যন্ত ক্রুদ্ধ, এবং বামপন্থী হিসেবে অত্যন্ত লজ্জিত।" এইটে পড়ে এক বন্ধু জানতে চেয়েছেন যে এমনধারা মন্তব্য করার কারণ কি। বলতে পারেন বাকি লেখাটা সেই প্রশ্নের উত্তর খোঁজার তাগিদে লেখা।

"জীবন খাতার প্রতি পাতায়"---
ডা: মুখোপাধ্যায় ঠিক কি কি কারণে আত্মহনের পথ বেছে নিয়েছিলেন সেটা জানা বোঝার চেষ্টা আমরা অবশ্যই করবো। আমাদের আগেও অনেকেই জানতে বুঝতে চেয়েছেন। তাদের মতামতের মধ্যে অনেক অমিল থাকলেও একটি বিষয়ে অনেকেই একমত যে ওনার মন ভেঙ্গে দেওয়ার জন্য যাদের কাঠগড়ায় দাঁড় করানো যেতে পারে তাদের অন্যতম হল একটি কমিটি। এই বিখ্যাত বা কুখ্যাত কমিটির কাজকর্মের অনেক নমুনা আমরা পেশ করবো। শুরু করা যাক সেই জায়গাটা থেকে যখন তাঁর আবিষ্কারের কাহিনী শুনে সন্দেহ এর বীজ বপনটা সুকৌশলে এইভাবে ছড়ানো হয়েছিল ওই কমিটি দ্বারা যে উনি তো ফিজিওলজির শিক্ষক, টেস্ট টিউব বেবির উনি কি জানেন। মার্জনা করবেন। আমাদের আলোচনায় এই টেস্ট টিউব বেবি শব্দ গুলি ঘুরে ফিরে আসলেও প্রাজ্ঞ পাঠক জানেন যে আসলে বলতে চেয়েছি ইন ভিট্র ফার্টিলাইজেশন (সংক্ষেপে আইভিএফ) এর কথা যা চলতি ভাষায় টেস্ট টিউব বেবি (বাংলায় নলজাতক) নামে পরিচিত। 

তথ্যগত দিক থেকে ওই কমিটি সঠিক ছিল। সত্যিই তো, ৩রা অকটবর ১৯৭৮ সালে কলকাতার বেলভিউ ক্লিনিকে পৃথিবীর দ্বিতীয় এবং এশিয়া তথা ভারতের প্রথম নলজাতক কানুপ্রিয়া ওরফে দুর্গা জন্ম নেয় তখন তার মানসপিতা ডা: মুখোপাধ্যায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ফিজিওলজির প্রফেসর। কথায় বলে না, অর্ধসত্য মিথ্যার চেয়েও ভয়ঙ্কর। ওই কমিটি এবং কেউ কেউ সযত্নে যে তথ্যগুলো এড়িয়ে যেতে চায় তা'হল - এক) 
ডা: মুখোপাধ্যায় কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ফাইনাল এমবিবিএস পরীক্ষার গাইনকোলজি ও ধাত্রীবিদ্যার শাখায় প্রথম স্থান অধিকার করেছিলেন, "হেমাঙ্গিনী স্কলারশিপ ও কলেজ মেডেল পেয়েছিলেন। আমার জানা নেই যে বন্ধ্যাত্ব নিবারণ এর ভাবনা চিন্তা ঠিক কবে তার মাথায় এসেছিল। কিন্তু এটা অনুমান করা যায় যে ধাত্রীবিদ্যা তাঁর অন্যতম প্রিয় বিষয় ছিল। এই তথ্যটা আমাদের মহামান্য উইকি সাহেব আবার চেপে গেছেন কেন কে জানে। 

দুই) দু'বার পিএইচডি করা এই মানুষটি প্রথমবার উপাধিটি পান ১৯৫৮ সালে প্রেসিডেন্সি কলেজের ফিজিওলজি বিভাগের প্রধান ড: সচ্চিদানন্দ ব্যানার্জির তত্ত্বাবধানে রিপ্রোডাকটিভ ফিজিওলজি নিয়ে গবেষনা করে যে গবেষণার বিষয়বস্তু ছিল " দি বায়োকেমিক্যাল চেঞ্জেস ইন নর্মাল এন্ড এবনর্মাল প্রেগনেন্সি"।

তিন) এডিনবরাতে জুটিয়ে আনা দ্বিতীয় পিএইচডিটার কথা সুধী পাঠক ভুলে গেলে আরেকবার মনে করিয়ে দি, কলম্বো স্কলারশিপ পেয়ে উনি পিএইচডিটা করতে যেখানে গিয়েছিলেন সেটার নাম, "ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি রিসার্চ ইউনিট। ওনার গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন অধ্যাপক জন লোরেইন যিনি নিজে একজন রিপ্রোডাক্টিভ ফিজিওলজিস্ট হিসেবে পরিচিত; 

চার) নীলরতন সরকার মেডিক্যাল কলেজে তাঁর সমসাময়িক স্ত্রী-রোগ বিশেষজ্ঞ ডা: বৈদ্যনাথ চক্রবর্তী স্মৃতিচারণে বলেছেন যে উনি উত্তরবঙ্গ মেডিক্যাল এ ও ডা: মুখোপাধ্যায় বাঁকুড়ায় বদলি হয়ে যাওয়ার আগেও তাঁদের মধ্যে আলাপচারিতায় ওই টেস্ট টিউব বেবি নিয়ে গবেষণার কথা উঠে আসে;


এহ বাহ্য। ডা: মুখোপাধ্যায় এমবিবিএস এর আগে ওই প্রেসিডেন্সি থেকে ফিজিওলজি নিয়ে অনার্স পাশ করেছেন এবং এডিনবরা থেকে দ্বিতীয় পিএইচডি করার পরে নীলরতন সরকার এ ফিজিওলজির লেকচারার হিসেবে যোগ দিয়েছেন এই তথ্যই তাঁকে "ফিজিওলজির লোক" হিসেবে দেগে দেওয়া যথেষ্ট কারুর কারুর কাছে। 

"আজি বাংলাদেশের হৃদয় হতে"---
সত্যিই তো। কি এমন হাতিঘোড়া আবিষ্কার করে ফেলেছিলেন যে তাঁকে নিয়ে মাতামাতি করতে হবে। তর্কের খাতিরে যদি মেনেও নি যে তিনিই এশিয়া তথা ভারতের প্রথম ইত্যাদি তথ্য তো এটাই যে তিনি প্রথম হতে পারেন নি, সেকেন্ড বয়। ফার্স্ট বয় তো সেই ব্রিটিশ বায়োলজিস্ট রবার্ট এডওয়ার্ডস যিনি সুভাষবাবুর ৬৭ দিন আগে ওল্ডহ্যাম, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে লুই জয় ব্রাউন এর মানসপিতা হয়েছেন ডা: স্টেপটো এর সহযোগিতায়, নোবেল পকেটে পুরেছেন। 

একবারটি দেখে নেওয়া যাক যে গোরা সাহেবের থেকে নেটিভ বাঙালিবাবু কোথায় কোথায় আলাদা। অধ্যাপক এডওয়ার্ডস এর টিম যেখানে স্বাভাবিক ঋতুচক্রের উসাইট ব্যবহার করেছিলেন, সেখানে প্রফেসর মুখার্জির টিম ব্যবহার করেছিল হিউম্যান মেনোপজাল গোনাডোট্রপিন হরমোন স্টিমুলেটেড সাইকেল।  অবাক কথা এই যে আজকাল সবাই এসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনলোজির যে পদ্ধতি অনুসরণ করে সেটা নোবেল পাওয়া এডওয়ার্ড সাহেবের ওই ন্যাচারাল সাইকেল নয়, বরঞ্চ খেলাতচন্দ্র স্কুলের বাংলার মাস্টার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর ছাত্তর ওই ভেতো বাঙালির আবিষ্কার করা স্টিমুলেটেড সাইকেল। সাহেবকে বাঙালির দেওয়া এক নম্বর গোল।

দ্বিতীয় গুরুত্বপূর্ণ পার্থক্য হ'ল ক্রায়ো-প্রিজারভেশন অফ হিউম্যান এমব্রাও - এডওয়ার্ডস এর টিম জরায়ুতে এমব্রাওটিকে প্রতিস্থাপিত করেছিল ওই একই ঋতুচক্রে। অধ্যাপক মুখোপাধ্যায় এর টিম মনে করেছিল যে  ইউটেরাসকে সময় দেওয়া হোক ইমপ্লান্টেশনের জন্য রেডি হতে। তাই
অন্য ঋতুচক্র তে এমব্রাওটিকে প্রতিস্থাপনের আগে প্রিজার্ভ করা হয়েছিল হিমায়িত অবস্থায়  ৫৩ দিন রেখে। ওঁর টিম বিশ্বে সর্ব প্রথম এই এমব্রাও ক্রায়ো-প্রিজারভেশন টেকনিক ব্যবহার করে সফল ভাবে। এর পরে দ্বিতীয়বার এই টেকনিক ব্যবহার করে ট্রনসন ও সহযোগীরা নেচার পত্রিকায় প্রবন্ধ লেখেন ১৯৮৩ সালে। এখন এই টেকনিকই ব্যবহার করা হয়। সাহেবকে দেওয়া বাঙ্গালির দু'নম্বর গোল। এই হিমায়িত করা বিষয়টা সুধী পাঠক মনে রাখবেন। আবার আসবে এই প্রসঙ্গ। কুখ্যাত সেই এনকোয়ারী কমিটি এটা নিয়েও ব্যঙ্গ করেছিল। তাদের প্রশ্ন ছিল ওই লোড শেডিং এর বাজারে ফ্রিজে রেখে ঠান্ডা করা গেল কি ভাবে, কারেন্ট চলে যায় নি ?

তৃতীয় গুরুত্বপূর্ণ পার্থক্য হ'ল - ট্রান্স ভ্যাজাইন্যাল রিট্রিভাল অফ উসাইট। উসাইট সংগ্রহ করার জন্য ডা: স্টেপটো ব্যবহার করেছিলেন ঝুঁকিপূর্ণ ইনভেসিভ ট্রান্স এবডমিনাল রুট, পেট কেটে ল্যাপরোস্কপি দিয়ে, আর ডা: মুখার্জির টিম করেছিল অপেক্ষাকৃত নিরাপদ মিনিমাল ইনভেসিভ ট্রান্সভ্যাজাইন্যাল রুট। ওনারা কলকাতায় বসে সেই সময়ে আল্ট্রা সোনোগ্রাফি ব্যবহারের সুযোগ পান নি তাই পোস্টিরিয়ার কল্পটমি করতে হয়েছিল। মধ্য-আশির দশক থেকে আল্ট্রা সোনোগ্রাফির সুযোগ নিয়ে ওই ট্রান্সভ্যাজাইন্যাল রুটই ব্যবহার করা শুরু হয় এবং এখন সেটাই চলছে। বাঙালির তিন নম্বর গোল। 

বৈজ্ঞানিক জার্গনের কচকচি ছেড়ে মোদ্দা কথা এটাই দাঁড়ালো যে ডা: মুখার্জীদের আবিষ্কৃত টেকনিক ওই লন্ডন স্কুলের  পদ্ধতি থেকে একেবারেই আলাদা ছিল। পরবর্তীকালে ডা: মুখার্জীর পদ্ধতিটিই মোটামুটি অনুসরণ করা হয় অন্যান্য জায়াগায় কারণ ওনাদের পদ্ধতিটি তুলনামূলক ভাবে অনেক সহজ-সরল, নিরাপদ ও সাফল্যের হার অনেক বেশি। ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে মোহনবাগানের দুই-এক গোলে হারানো নয়, এ একেবারে ম্যানচেস্টার ইউনাইটেডকে তিন-শূন্য গোলে হারানো। জিতে মোহনবাগান শিল্ড পেয়েছিল, আর ডা: মুখোপাধ্যায় কি পেয়েছিলেন ?

"কি পেয়েছি তার হিসাব মিলাতে" ---
বেঁচে থাকতে যা যা সাহায্য সহযোগিতা সন্মান পেয়েছিলেন তা নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় তাঁর স্ত্রী নমিতার কথা। ....


এর পরে বলতে হয় ১৯৬৬ এনআরএস মেডিক্যাল কলেজে তাঁর সমসাময়িক গাইনকলজি বিভাগের এসিস্টেন্ট প্রফেসর বৈদ্যনাথ চক্রবর্তীর কথা। অধ্যাপক চক্রবর্তীর স্মৃতিচারণ অনুযায়ী তিনি ও তাঁর বন্ধু ডা: সুভাষ মুখোপাধ্যায়, দুজনেরই আনকমন সাবজেক্ট নিয়ে গবেষণার ঝোঁক ছিল ও সেই সময়ে সুভাষবাবু এন্ডোক্রিনোলজি নিয়ে কাজ করছেন। সেই সময়ে দুজনেই বয়েস মধ্য চল্লিশ। নিজেদের মধ্যে প্রচুর আইডিয়া ও উৎসাহের আদান-প্রদান হ'ত।

কালক্রম অনুসারে এর পরে আসবে ওনার রিচার্চ টিমের অন্য দুই সদস্যের কথা। টেস্ট টিউব বেবি সংক্রান্ত গবেষণায় ওনার সহযোগী ছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের গাইনকোলজি বিভাগের প্রফেসর ডা: সরোজকান্তি ভট্টাচার্য এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি ও বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সুনীত মুখার্জি। উইকিবাবা আবার ভুল করে এনাকে "ক্রায়ো-বায়োলজিস্ট" বানিয়ে ছেড়েছে। ডা: মুখোপাধ্যায় এর সহযোগী ও আজীবন তাঁর একনিষ্ঠ অনুগামী এই ইঞ্জিনিয়ার মানুষটির কথায় আমরা আবার ফিরে আসবো। আপাততঃ এটুকু বলে রাখি যে সুনীতবাবু .. এর সহযোগিতায় "ডা: সুভাষ মুখোপাধ্যায় মেমোরিয়াল রিপ্রোডাক্টিভ বায়লজি রিসার্চ সেন্টার" গড়ে তোলেন। 



এছাড়াও সহযোগিতার একটি বিচিত্র নমুনা পেশ করা যাক। অধ্যাপক মুখোপাধ্যায় এর গবেষণার জন্য প্রয়োজন "এনিম্যাল হাউস"। অর্থবরাদ্দে কলেজের প্রিন্সিপাল রাজি তবে তার জন্য বিনিময়প্রথায় আসতে হবে। ওনাকে হোস্টেল সুপারের অতিরিক্ত দায়িত্ব নিতে হবে। গবেষণারত এক বিজ্ঞানীর কাছে সময়ের মূল্য অপরিসীম। সেই মূল্যবান সময়ের কিছুটা খরচ হবে হোস্টেলের পেছনে। তাই হোক, অন্য উপায় কি। অধ্যাপক মুখোপাধ্যায় রাজি হয়ে গেলেন। পেলেন ইঁদুর, বাঁদর, গিনিপিগ ওয়ালা এনিম্যাল হাউস। আরেকটা লাভ হয়েছিল, তাঁর গুণমুগ্ধ ছাত্র-ছাত্রীদের তালিকায় যুক্ত হল ওই হোস্টেলের আবাসিকবৃন্দ।

অধ্যাপক মুখোপাধ্যায় এর মৃত্যুর পরে বিশেষকরে তাঁর মরণোত্তর খ্যাতিলাভের পরে তাঁর একসময়ের সহকর্মীদের একাংশ নিজেদের গুণমুগ্ধ বলে দাবি করেছিলেন কিন্তু ওনার বিপদের দিনে তাঁদের আচার-আচরণ তাঁদের বিতর্ক এড়িয়ে যাওয়ার প্রবণতা তাঁদের মরাল সাপোর্টের অভাব ইত্যাদি দেখেশুনে তাঁদের ওই গুণমুগ্ধতার দাবি ঠিক ধোপে টিঁকছে না।

অধ্যাপক মুখোপাধ্যায় এর চাওয়া-পাওয়ার তালিকায় সর্বশেষ ও সম্ভবত সর্ববৃহৎ অবদান যাঁর, যিনি প্রায় একক প্রচেষ্টায় অধ্যাপক মুখোপাধ্যায় এর ভাবমূর্তিকে একজন টিপিক্যাল ট্র্যাজিক বাঙালি হিরো থেকে বিশ্বখ্যাত বিজ্ঞানীতে রূপান্তরিত করেছেন তিনি কোনও বাঙালিই নন, তিনি নিজে প্রথিতযশা বিজ্ঞানী ও আইসিএমআর এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ হেল্থ এর প্রাক্তন ডিরেক্টর ডা: তিরুচিলাপল্লি চেলভারাজ আনন্দকুমার। তাঁর আরেকটি পরিচয় যে তিনি ও তাঁর সহযোগী ডা: ইন্দিরা হিন্দুজা ও তাঁদের টিম ১৯৮৬ সালের ১৬ই আগস্ট ভারতের প্রথম "সায়েন্টিফিক্যালি ডকুমেন্টেড" টেস্ট টিউব বেবির জন্ম দেয়। ওনার এই কাজ ১৯৮৬ সালে আইসিএমআর বুলেটিনে প্রকাশিত হয় এবং  ১৯৮৮ সালে "জার্নাল অফ ইন ভিটরো ফার্টিলাইজেশন এন্ড এমব্রাও ট্রান্সফার" এ প্রকাশিত হয়।

অধ্যাপক সুনীত মুখার্জি ১৯৮৩ সালে ডা: কুমারকে সুভাষ মুখার্জি মেমোরিয়াল বক্তৃতা দেয়ার জন্য আমন্ত্রণ জানান। ডা: কুমার আসতে পারেন নি। পরে ১৯৯৭ সালে কলকাতায় এআরটি এর তৃতীয় জাতীয় কনফারেন্স এ এসে উনি ডা: সুভাষ মুখার্জী মেমোরিয়াল লেকচার দিতে আসেন। এই সময়ে সুনীতবাবু ডা: কুমারের হাতে তাঁর কাছে সযত্নে রাখা অধ্যাপক মুখোপাধ্যায় এর গবেষণার বেশ কিছু কাগজপত্র ও হাতে লেখা নোটস তুলে দেন এবং অনুরোধ করেন সেগুলি উল্টে পাল্টে দেখতে। 

স্বভাবসিদ্ধ চালে ডা: কুমার ওই কাগজপত্র ও নোটসগুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন এবং স্তম্ভিত হয়ে যান। ততদিনে ভারতের প্রথম নলজাতক এর আবিষ্কারক হিসেবে তাঁর ভুবন জোড়া খ্যাতি লাভ হয়ে গেছে। তবুও তিনি অসীম সাহস ও উদার্যের পরিচয় দিয়ে সিদ্ধান্ত নেন যে তিনি নন, ডা: মুখোপাধ্যায়ই ভারতের প্রথম টেস্ট টিউব বেবির জনক। তিনি কেবলমাত্র "সায়েন্টিফিক্যালি ডকুমেন্টেড ফার্স্ট টেস্ট টিউব বেবি" এর জনক। তাঁর এই দাবি প্রমাণ করার জন্য তিনি ডা: মুখোপাধ্যায় এর এতাবৎকাল প্রকাশিত ও অপ্রকাশিত গবেষণা কাজের ওপর ভিত্তি করে  একটি নিবন্ধ লেখেন এবং সেটি "দি আর্কিটেক্ট অফ ইন্ডিয়াজ ফার্স্ট টেস্ট টিউব বেবি - ডা: সুভাষ মুখার্জি" এই শিরোনামে কারেন্ট সায়েন্স পত্রিকায় ১৯৯৭ সালে প্রকাশিত হয়। 

কলকাতার কনফারেন্সে যখন ডা: আনন্দ কুমার স্বেচ্ছায় তাঁর প্রথম আসনটি ত্যাগ করে দ্বর্থহীন ভাষায় ঘোষণা করেন যে, "লেট মি টেল ইউ দ্যাট সুভাষ মুখার্জি মাস্ট বি গিভেন ক্রেডিট ফর দ্যা ফার্স্ট টেস্ট-টিউব বেবি" এবং "অল আদার এচিভমেন্টস ডোয়ারফ ইন কম্পরাইজন টু হোয়াট হি এচিভড" তখন যথারীতি গণমাধ্যম লুফে নেয় এই চনমনে খবরটি। বন্যায় জলের মতো একের পর এক খবরের কাগজে টিভিতে খবর প্রকাশিত হয়। 

"জীবনে যারে তুমি দাও নি মালা"---
অধ্যাপক মুখোপাধ্যায় এর মৃত্যুর পরে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে যে যে উদ্যোগগুলি গ্রহণ করা হয়েছিল তার কয়েকটি উল্লেখ না করলে এই লেখা অসম্পূর্ণ থেকে যেতে বাধ্য। কালক্রম অনুযায়ী:-

১৯৮২ সালে ইন্ডিয়ান ক্রায়োজেনিক্স কাউন্সিল শুরু করেন "ডা: সুভাষ মুখার্জি মেমোরিয়াল অরেশন"। ১৯৮৫ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান ক্রায়োজেনিক্স কাউন্সিল এবং বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতালের যৌথ উদ্যোগে বেহালায় তৈরি হয় 'ডা: সুভাষ মুখার্জি মেমোরিয়াল রিপ্রোডাক্টিভ বায়োলজি রিসার্চ সেন্টার"। 

এর পরে স্মৃতি রক্ষার কাজকর্মে ভাঁটা পরে কিছুদিন। তাতে আবার জোয়ার আসে ডা: আনন্দ কুমারের প্রবন্ধের পরে। 

২০০২ সালে, তাঁর মৃত্যুর ২১ বছর পরে আইসিএমআর তাঁর বিষয় নিয়ে চর্চার জন্য একটি বারো সদস্যের কমিটি গঠন করেন। কমিটি শব্দটি দেখে সুধী পাঠক আঁতকে উঠবেন না। দিনের শেষে আইসিএমআরও একটি সরকারি প্রতিষ্ঠান, আমলাতন্ত্র বাদ দিয়ে চলতে পারে না। তবে এবারের অভিজ্ঞতা সুখকর। শেষ অবধি ২০০৩ সালে অধ্যাপক মুখার্জির কাজ স্বীকৃতি পায়। এবং ২০০৮ সালে তাতে সরকারি সিলমোহর পরে।

১৯শে ২০০৬ সালে নীলরতন সরকার মেডিক্যাল কলেজের একাডেমিক বিল্ডিং এ পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্বীকৃতি হিসেবে একটি স্মৃতিফলক বসে যার আবরণ উন্মোচন করেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডা: সূর্যকান্ত মিশ্র।

২০০৭ সালে মেডিক্যাল সায়েন্সের জগতে মার্গদর্শনের কাজ করে গেছেন এমন ১১০০ জন বিজ্ঞানীকে নিয়ে ওয়ার্ল্ড ফাউন্ডেশন একটি "ডিকশনারী অফ মেডিক্যাল বায়োগ্রাফি" প্রকাশ করে। তাতে জায়গা পান অধ্যাপক মুখোপাধ্যায়। 

আইভিএফ এর ৩০ বছর পূর্তি উপলক্ষে ২০০৭ সালের ৭ই নভেম্বর ব্রাজিলীয় মেডিক্যাল সোসাইটি একটি অনুষ্ঠানের আয়োজন করে এবং তারা 'ডা: সুভাষ মুখার্জি মেমোরিয়াল রিপ্রোডাক্টিভ বায়োলজি রিসার্চ সেন্টার" কে একটি ট্রফি প্রদান করে।

২০১২ সালে এসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনলোজি, রিপ্রোডাক্টিভ বায়োলজি এন্ড এনডোক্রিনলোজির জগতে অসামান্য অবদানের জন্য আইসিএমআর চালু করে "ডা: সুভাষ মুখার্জি পুরস্কার"। 

গণমাধ্যমে ও জনপ্রিয় মাধ্যমে অধ্যাপক মুখোপাধ্যায়কে নিয়ে নানান "চনমনে" চর্চার পাশাপাশি কয়েকটি অবদান আলাদাভাবে উল্লেখের দাবি রাখে। 

প্রখ্যাত কথাশিল্পী রমাপদ চৌধুরী অধ্যাপক মুখোপাধ্যায়ের জীবনী অবলম্বনে ১৯৮২ সালে লেখেন 'অভিমন্যু' উপন্যাসটি। ১৯৯১ সালে এই উপন্যাস অবলম্বনে প্রকাশ পায় তপন সিনহা পরিচালিত ছায়াছবি "এক ডক্টর কি মৌত"। ২০১৯ সালে তাঁর মৃত্যুকে নিয়ে রাজীব সরকার ডকুমেন্টারি ফিল্ম "ব্লাড স্টেইনস নেভার ফেড" মুক্তি পায়। ছবিটি ইউ টিউবে উপলব্ধ। আগ্রহী পাঠক দেখতে পারেন।

একাডেমিক জগতে মেডিক্যাল সায়েন্সের নানান জার্নালে লেখাপত্র এর পাশাপাশি দুটি লেখা অবশ্যই উল্লেখ করা দরকার। ডন নামের পিয়ার-রিভিউড জার্নালে ২০১১ সালের ১১ নং সংখ্যায় প্রকাশিত হয় " লাইফ এন্ড ওয়ার্কস অফ ডা: সুভাষ মুখার্জি" প্রবন্ধটি।

হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সান্দ্রা বার্নাথর তাঁর পিএইচডির থিসিস হিসেবে রচনা করেন "দ্যা হিস্ট্রি অফ আইভিএফ ইন ইন্ডিয়া" যেখানে তিনি অধ্যাপক মুখোপাধ্যায় এর অবদানকে বিশেষ ভাবে উল্লেখ করেন।

অধ্যাপক মুখোপাধ্যায় এর জীবন ও কাজকর্ম নিয়ে আগ্রহ তৈরি করার উদ্দেশ্যে আইসিএমআর এর অর্থসাহায্যে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি একটি প্রজেক্ট নেয়। তার ফলশ্রুতিতে ড: শ্রাবনী মুখার্জি ও ড: রাজভী মেহতা একটি পুস্তিকা লেখেন যেটি নাম, "ডা: সুভাষ মুখার্জি - এ ভিশনারী এন্ড পাইয়নিয়ার অফ আইভিএফ" নামে ২০২০ সালে প্রকাশিত হয়। এই বইটি অন্তর্জাল জগতে পিডিএফ ফরম্যাটে পাওয়া যায়। 

ওপরে উল্লেখিত বেশ কিছু রচনা এই প্রবন্ধ লেখার তথ্য সূত্র হিসেবে কাজ করেছে। একটি বইকে এড়িয়ে যাওয়া হয়েছে ঘনিষ্ঠতার সুবাদে যাতে বায়াসনেস এর অভিযোগ না ওঠে। বইটি হল সুনীত মুখার্জি রচিত "সুভাষ-নমিতা-সুনীতের উপকথা। আগ্রহী পাঠক চাইলে পড়ে দেখতে পারেন।

"এ কাকে দিয়েছ রাজার পার্ট"---
ভালো কথা অনেক হল এবার খারাপ কথা বলার পালা। সেই এনকোয়ারী কমিটি নিয়ে আরো একটু কথা বলা যাক যেটি "দাশগুপ্ত কমিটি" নামেও পরিচিত। কমিটির সদস্যরা হলেন: ডা: মৃণালকান্তি দাশগুপ্ত, রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স; ডা: ডি এন কুন্ডু, ডিরেক্টর, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, ডা: জে সি চট্টোপাধ্যায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ; ডা: কৃপা মিনা, স্ত্রীরোগ বিশেষজ্ঞ; অধ্যাপক অজিত মাইতি, নিউরোফিজিওলজি, কলকাতা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক অচিন্ত্য মুখোপাধ্যায়, প্রেসিডেন্সি কলেজ।


কোনও গবেষণামূলক কাজের পিয়ার রিভিউ একটি অতি প্রচলিত পদ্ধতি। ওই এক্সপার্ট কমিটি কিছুটা পিয়ার রিভিউ টেকনিক অবলম্বন করে থাকবেন এটা আমরা ধরে নিতে পারতাম। মুশকিলটা এখানেই যে পিয়ার রিভিউয়ার হতে গেলে কিছু যোগ্যতা লাগে, সংশ্লিষ্ট বিষয়ে কিছু অভিজ্ঞতা লাগে- সেটা যে এই কমিটির সদস্যদের মধ্যে বহুল পরিমানে অনুপস্থিত ছিল তা কমিটির প্রশ্নোত্তর পর্বগুলি খুঁটিয়ে দেখলে ধরা পরবে। শুধু এই লেখক নয়, ডা:আনন্দ কুমার এর মতো বিজ্ঞানীও ওই আপত্তি জানিয়েছেন। তাঁর ভাষায়, "নান অফ দিজ কমিটি মেম্বার্স কুড হ্যাভ হ্যাড এনি ব্যাকগ্রাউন্ড অর ইনসাইট ইনটু মর্ডান রিপ্রোডাক্টিভ টেকনলোজি, এ সাবজেক্ট আপঅন হুইচ দে ওয়ার টু হোল্ড এন এনকোয়ারী"। 

দু'একটি নমুনা পেশ করা যাক, এক সদস্য বই পড়ে সবজান্তাভাব দেখিয়ে ওভাম নেগেটিভলি চার্জড এর সমস্যা নিয়ে কূটপ্রশ্ন তুলে ডা: মুখার্জিকে বিব্রত করতে চাইলেন যেটা আদৌ এই কাজের সাথে সম্পর্ক যুক্ত নয়। সেই সদস্যকে ডা: মুখার্জীর পাল্টা প্রশ্ন ছিল, "আপনি জীবনে কোনোদিন ওভাম দেখেছেন ? দেখেন নি।"

ভ্রূণ হিমায়ণ প্রসঙ্গে এক সদস্য প্রশ্ন করেছিলেন যে এই লোডশেডিং এর বাজারে উনি ফ্রীজে রেখে ঠান্ডা করাটা বজায় রাখলেন কি করে। হ্যাঁ এটা সত্যি যে সেই সময়ে প্রচুর লোডশেডিং হত। এমন প্রশ্ন কোনো সাধারণ মানুষ করলে তাকে মানতো কিন্তু তাই বলে একজন বিশেষজ্ঞ কমিটির সদস্য জানবেন না, তাঁর এই নূন্যতম পড়াশোনাটুকু থাকবে না যে ক্রায়োপ্রিজার্ভেশন এর জন্য বাড়ির ডোমেস্টিক ফ্রিজ নয়, লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয়। 

আরেকটি প্রশ্নের নমুনা এই রকম। এম্পিউলসগুলি হিট সিল করা হয়েছিল জানার পরে এক সদস্যের প্রশ্ন, আচ্ছা, ওই  সময় তাপ লেগে গোটা মিশ্রণটা গলে গেল না কেন। তাকে কে বোঝাবে যে হাজার লক্ষ ওষুধের এম্পিউলস হিট সিলই করা হয় আর কাচ তাপের অত্যন্ত কূপরিবাহী। সেজন্যই অন্য মেটেরিয়াল এর বদলে কাচ ব্যবহার করা হয়। 

আর নমুনা দিয়ে পাঠকদের ধৈর্য্যচুতি ঘটাবো না। মোদ্দা কথা এই যে, ক্রমাগত প্রশ্নকর্তাদের এই ধরনের অপরিসীম অজ্ঞতা মিশ্রিত ঔদ্ধত্যমূলক প্রশ্নবানে জর্জরিত হতে হতে  উত্তরদাতার উত্তরের মধ্যেও ফুটে উঠতে থাকে একধরণের করুণা মিশ্রিত তাচ্ছিল্য। 

এই কমিটি কি রায় দিতে পারে তা সহজেই অনুমেয়। আমরা এবার একটু জানা বোঝার চেষ্টা করবো যে এই তথাকথিত এক্সপার্ট কমিটির এমন বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল কেন। কারণ অধ্যাপক মুখার্জিকে নিয়ে সামান্য চর্চার পরে এই প্রবন্ধ লেখকের এটাই মনে হয়েছে যে কেবলমাত্র খ্যাতি উদ্ভূত ঈর্ষা বা প্রফেশনাল জেলাসি বা তথাকথিত কাঁকড়া মনোবৃত্তি দিয়েই এটা ব্যাখ্যা করা অতি সরলীকরণ হয়ে যাবে।  

সমসাময়িক বিজ্ঞানের জগৎ থেকে অনেকটা এগিয়ে থাকা মানুষের চিন্তাভাবনার নাগাল পাওয়া অন্যদের পক্ষে প্রায়ই সম্ভব হয় নি- এই ঘটনা বিজ্ঞানের ইতিহাসের পাঠক-পাঠিকাদের কাছে অজানা নয়। নাগাল না পাওয়ার ফলে নতুন কোনও আবিষ্কারকে গড়পড়তা মানুষতো বটেই, এমনকি গড়পড়তা চিকিৎসক বিজ্ঞানীর কাছেও "অবিশ্বাস্য" ঠেকতে পারে। অধ্যাপক মুখার্জি যে তার সময়ের চেয়ে অনেকটাই এগিয়ে ছিলেন  এটা তার সমস্ত আলোচকদের কথায় বারবার ঘুরে ফিরে এসেছে। ডা: আনন্দ কুমারের ভাষায় "পাইয়নিয়ারিং ওয়ার্ক"।

অধ্যাপক মুখার্জি গণমাধ্যমেতো বটেই এমনকি  পেশাদার সহকর্মীদের সাথেও তাঁর গবেষণার বিষয়টি নিয়ে খুব বেশি আলোচনা করেন নি, বৈজ্ঞানিক জার্নালে ধারাবাহিক এমন কোনও নিবন্ধ প্রকাশ করেননি যা থেকে ওয়াকিবহাল মহলে এমন ধারণা তৈরি হতে পারে যে উনি একটা বড়সড় ব্রেক থ্রু এর সামনে আছেন। তাই ওনার সাফল্য সংবাদটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। খবরটা প্রকাশিত হওয়ার পরে প্রচন্ড বিস্ময়বোধের জন্ম দিয়েছিল। এই বিস্ময়বোধ কিন্ত প্রকারান্তরে ওই অবিশ্বাসকেই বাড়িয়ে তুলেছে, বিশ্বাসকে নয়।এই অপরিচিত অচিন্তনীয় পদ্ধতিটি নিয়ে অবিশ্বাস ও সন্দেহ এর মাত্রা উত্তরোত্তর বেড়েছে। 

এর সাথে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি যোগ করতে হবে, সেটি হ'ল আমাদের, ভারতীয়দের কলোনিয়াল হ্যাংওভার। সাহেবরা এতকিছু টেকনোলজি ও ফান্ডের সাপোর্ট পেয়ে কিছু করতে পারলো না আর আমাদের ঘরের ছেলে সুভাষ একটা "ডোমেস্টিক" ফ্রিজ নিয়েই কামাল করে দিলো - এ হতেই পারে না। একথা সত্যি যে আজকালকার দিনে সাইনিটিফিক রিসার্চ এর সাফল্যলাভের সম্ভাবনার এর সাথে ওই অত্যাধুনিক টেকনোলজি ও প্রভূত ফান্ডিং যোগসূত্রটি চিহ্নিত এবং সেই কারণে আমাদের মননে স্মরনে গ্রথিত ও প্রোথিত তাই অবিশ্বাসটা খুব আনকমন নয়। 

ভারতীয় তথা বাঙালির আরেকটি বৈশিষ্ট্য এর কথাও না বললেই নয়। কুপমণ্ডূকতা। বিজ্ঞানের জগৎ এ নিজেকে ওয়াকিবহাল রাখতে আপটুডেট রাখতে নিয়মিত বৈজ্ঞানিক জার্নাল পত্রপত্রিকা পড়ে যেতে হয় নৈলে পিছিয়ে পরতে হয় - যে অভ্যাসটি অনেকে বিজ্ঞানীই ত্যাগ করে থাকেন বিশেষ করে তার যদি মাস গেলে একটা ভদ্রস্থ মাইনের বন্দোবস্ত থাকে। এই কমিটির কারুর মধ্যে যে এই মানসিকতা থেকে বেরিয়ে আসা, জাতীয়/ আন্তর্জাতিক স্তরের গবেষনা সম্পর্কে তারা ওয়াকিবহাল - তার প্রমাণ অন্ততঃ তাদের প্রশ্নোত্তরে ধরা পরেনি। 

"দোষ কারো নয় গো মা"---
আমরা এবার ফিরে আসছি অধ্যাপক মুখোপাধ্যায় এর জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়টিতে। কি এমন ঘটলো যে নোবেল প্রাইজ পাওয়ার বদলে মানুষটি আত্মহত্যা করলেন। 

সিজার করে দুর্গা জন্ম নেয় ৩রা অক্টোবর ১৯৭৮ সালে কলকাতার বেলভিউ হাসপাতালে। তার জন্মের খবর অর্থাৎ সে যে নলজাতক সেটি সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। অধুনালুপ্ত অমৃতবাজার পত্রিকায় খবরটি প্রকাশিত হয় ৬ই অক্টোবর। 

সেই সময়ে পশ্চিমবঙ্গে প্রথম বামফ্রন্ট সরকার যার স্বাস্থ্যমন্ত্রী ননী ভট্টাচার্য। স্বাস্থ্য অধিকর্তার পদে ডা: মনিকুমার ছেত্রী। স্বাস্থ্য অধিকর্তাই তখন স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ স্বাস্থ্য-প্রশাসক, তখনও এখনকার মতো আলাদা মেডিক্যাল এডুকেশন ডাইরেকটরেট তৈরি হয় নি। তাঁর নির্দেশে ১৯৭৮ সালের ১৯শে অক্টোবর অধ্যাপক মুখার্জি একটি রিপোর্ট জমা দেন। নানান কারণে রিপোর্টটি সংক্ষিপ্ত ছিল। কেন ছিল এ বিষয়ে অধ্যাপক মুখার্জি স্বাস্থ্য অধিকর্তাকে তাঁর লেখা ১লা ডিসেম্বরের চিঠিতে পরে ব্যাখ্যা দিয়েছিলেন।

ওই রিপোর্ট এর ওপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যদপ্তর অধ্যাপক মুখার্জির দাবির সত্যাসত্য জানার জন্য ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশন ও বেঙ্গল অবসটেট্রিক্স এন্ড গাইনকোলজি এসোসিয়েশনের অধীনে একটি "এক্সপার্ট" কমিটি তৈরি করেন। 

১৭ই নভেম্বর, ১৯৭৮ সালে ইনস্টিটিউট অফ রেডিও ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স এর সভাঘরে বিশদ আলোচনার পরে কমিটি এই সিদ্ধান্তে পৌঁছায় এবং ঘোষণা করে যে "দ্যা ওয়ার্ক অফ ড: সুভাষ মুখার্জি এন্ড হিজ টিম এজ ইমপ্লজিবল এবং বোগাস।

তদন্ত কমিটির এই রায় সামনে আসার পরে অধ্যাপক মুখার্জি ১লা ডিসেম্বরের সেই চিঠিটি লেখেন। তাতে তিনি জানান যে তাঁর প্রাথমিক রিপোর্টটি তৈরি করার জন্য তিনি বিশেষ সময় পান নি। তাকে আরেকটু সময় দেওয়া হোক। আগের সংক্ষিপ্ত রিপোর্টে বেশ কিছু তথ্য হাজির না করার কারণ হিসেবে তিনি জানান যে তার ইচ্ছে ছিল যে "ওই এক্সপেরিমেন্ট এর রিপ্রোডিউসেবিলিটি সম্পর্কে মোটামুটি আশ্বস্ত হয়ে সেটি কোনো স্বীকৃত মেডিক্যাল জার্নালে প্রকাশ করার।"। 

তিনি ওই চিঠিতে তদন্ত কমিটির তোলা একটি বিশেষ পয়েন্ট - তাঁর আবিষ্কৃত হিমায়ণ এর পদ্ধতি ও ডিএমএসও নামের উপাদানের বিস্তারিত তথ্য তিনি জনসমক্ষে আনতে চাননি বলেই ইচ্ছে করেই উল্লেখ করা থেকে বাদ দিয়েছেন কারণ, তাঁর ভাষায়, "আই হ্যাড টু বি কেয়ারফুল টু গার্ড আওয়ার আনপাবলিশড ডাটা বিকজ বাই দ্যাট টাইম আই বিকেম এওয়ার অফ দ্যা পেনিট্রেটিং এফিসিয়েন্সি অফ দ্যা টেনটাকলস অফ দি মাস মিডিয়া।"

ডা: আনন্দ কুমার এই চিঠির বয়ানকে অর্থাৎ ডাটা গোপন রাখার সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। বৈজ্ঞানিক গবেষনা ও তার ফলাফল প্রকাশ সম্পর্কে যাদের বিন্দুমাত্র ধারণা আছে তারাও ডা: কুমারের সাথে একমত হবেন। অন্যের গবেষণার ফল চুরি করে নিজে নামী হওয়া (এবং কিছু ক্ষেত্রে দামী) এর ঘটনা আকছার ঘটে।

গবেষণাপত্র প্রকাশের তাগিদে নিয়োগকর্তার কাছে তথ্য গোপন করার এই "অপরাধ" এর জন্য অধ্যাপক মুখার্জিকে কি নিদারুণভাবে শাস্তি পেতে হয়েছে সেটা আমরা পরে দেখবো। ওই শাস্তি ওনাকে পেতে হয়েছে কারণ দিনের শেষে তিনি অধ্যাপক, বিজ্ঞানী ফিজ্ঞানী কিস্যু নন, তিনি স্রেফ সরকারি চাকুরী করা একজন ডাক্তার। 

একটি তথ্যসূত্র মোতাবেক কেবল এনকোয়ারী কমিটি নয়, কেবল আমলাতন্ত্রও নয়, "সাম প্রফেসনাল বডিজ অলসো হেকেলড হিম ইন সাম মিটিংস", অর্থাৎ ডাক্তারদের কিছু পেশাদারি সংগঠনও কিছু সভায় তাঁকে হেনস্থা করে।  

আমরা আমাদের গোটা আলোচনায় একটি প্রসঙ্গ প্রায় এড়িয়ে গেলাম -সেটা হল, বন্ধ্যাত্ব দূরীকরণ কর্মসূচির অর্থকরী দিকটি। এড়ানো হল এই কারণে নয় যে অর্থ এই লেখকের একটি ব্যক্তিগত অপ্রীতিকর বিষয়, এই কারণেই এড়ানো হল যে এ বিষয়ে পাথুরে প্রমান ও তথ্যের অভাব। 

এসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনোলজিতে পাইয়নিয়ার হিসেবে বিখ্যাত একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ যিনি পরবর্তীকালে এই ফিল্ডে সুনাম ও অর্থ দুই কুড়িয়েছেন, তিনি ডা: মুখার্জির সাথে বন্ধুত্বের সুযোগ নিয়ে থিসিস চুরি করেছেন বলে অভিযোগ উঠেছিল। ওনার স্ত্রী যেহেতু নামটি নিতে চান নি তাই সেটি অপ্রকাশিতই রয়ে গেল। 

এনকোয়ারী কমিটি, আমলাতন্ত্র, সহকর্মী, প্রফেশনাল বডি - কাকে বাদ রাখবো ! সাধে কি আর রমাপদ চৌধুরী মশাই তাঁর উপন্যাসের নাম রেখেছিলেন "অভিমন্যু"। পুরানের অভিমন্যু বাঁচে নি। আমাদের অভিমন্যুরও বাঁচার কথা ছিল না।

যারে দেখতে নারি তার চলন বাঁকা-
ওই তথাকথিত এক্সপার্ট কমিটির সমালোচনা এবং মাস মিডিয়া সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত নানান খবর পড়ে কোনো পাঠকের মনে হতে পারে যে অধ্যাপক মুখার্জি তাঁর গবেষণার কাজের ডকুমেন্টেশন এ অবহেলা করেছিলেন, স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী পিয়ার রিভিউ জার্নালে তাঁর গবেষণার ফলাফল প্রকাশ করেন নি। প্রকৃত পক্ষে এর কোনোটাই সত্যি নয়। 

তিনি জার্নালে অনেক পেপার পাবলিশ করেছেন, সাইন্টিফিক কনফারেন্স এ বক্তৃতা দিয়েছেন। কয়েকটি উল্লেখ করা হল। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন এর উৎস সম্পর্কে তাঁর গবেষণা ১৮৭০ সালের হাইপোথিসিসকে ভুল প্রমাণিত করে। ফিমেল ইনফার্টিলিটি নিয়ে টেস্টস্টেরণ এর প্রয়োগ নিয়েও তাঁর গবেষণা ছিল। ফিমেল ইনফার্টিলিটি এর কারণ এর মানসিক চাপ এর যোগাযোগ আছে এনিয়ে তিনি ১৯৭৭ সালের জুলাই মাসে প্যারিসে আন্তর্জাতিক কনফারেন্সে পেপার হাজির করেন।

১৯৭৮ সালের ১৭ই আগস্ট বেলুড় রোটারি ক্লাবে টেস্ট টিউব বেবি নিয়ে বক্তব্য রাখেন। ১৯৭৮ সালের ৩রা অক্টোবর তাঁর টেস্ট টিউব বেবির জন্ম হয়। তিনি তাঁর গবেষণার কিছুটা অংশ ইন্ডিয়ান জার্নাল অফ ক্রায়োজেনিক্স এ প্রকাশ করেন এবং ১৯৭৯ সালের জানুয়ারি মাসে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে হাজির করেন।

তিনি তার গবেষণা নিয়ে নয়া দিল্লিতে ১৯৭৮ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে অনুষ্ঠিত ফিফথ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হরমোনাল স্টেরয়েড এ আলোচনা করেন। তিনি এ বিষয়টি নিয়ে হার্ভার্ড মেডিক্যাল স্কুলের ল্যাবরেটরি অফ হিউম্যান রিপ্রোডাকশন এর অধ্যাপক জন ব্রিগস এবং কর্নেল বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক সাক্সেনার সাথে আলোচনা করেন। 

তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি দ্বারা আমন্ত্রিত হন এমব্রাও ট্রান্সফার নিয়ে বক্তৃতা দেওয়ার জন্য। তিনি গৌহাটি ও এন্ড জি সোসাইটি দ্বারা আয়োজিত কনফারেন্সে বক্তব্য রাখেন ও একটি মানপত্র দ্বারা সম্মানিত হন। 

আরো একটি গুরুত্বপূর্ণ  অভিযোগ ছিল অধ্যাপক মুখার্জির টিমের বিরুদ্ধে। মিডিয়া একটা সময় সর্বসম্মতিক্রমে একমত হয় যে অধ্যাপক মুখার্জির সবচেয়ে বড় অসুবিধের জায়গা ছিল তাঁর দাবির সপক্ষে ফিজিক্যাল এভিডেন্স হিসেবে নলজাতককে হাজির করতে না পারা। ১৯৭৮ সালে দুর্গার মা-বাবা প্রভাতকুমার ও বেলা আগরওয়াল তাদের কন্যার জন্মের বিশদ বিবরণ লোকসমক্ষে আনার অনুমতি দেন নি অধ্যাপক মুখার্জিকে।  লোকলজ্জা, রক্ষণশীল মাড়ওয়ারিসমাজে একঘরে হয়ে যাওয়ার ভয় - কারণটা সুধী পাঠক সহজেই অনুমান করতে পারেন। যদিও পরবর্তী কালে এক সাক্ষাতকারে দুর্গার বাবা প্রভাতবাবু দাবি করেছেন যে ভয় নয়, মিডিয়া হাইপ ও এটেনশনে তিনি অস্বস্তি বোধ করেন তাই তার ওই সিদ্ধান্ত। এই প্রসঙ্গে ডা: আনন্দ কুমারের বক্তব্য প্রণিধানযোগ্য। তিনি বারবার সেই বিশেষ "ইন্ডিয়ান সাইকি" এর কথা বলেছেন যা সন্তান উৎপাদন হীনতা কে, "বাঁজা" হওয়াকে একটা অভিশাপ বলে মনে করে।

একথা মনে করার কারণ নেই যে সশরীরে ওই শিশু দুর্গা ও তার বাবা-মাকে উপস্থিত করলেই সব ঝামেলা মিতে যেত। অধ্যাপক মুখার্জিকে এমন প্রশ্নও শুনতে হয়েছে যে ওই সদ্যজাতক যে  'ইন ভিভো' ফার্টিলাইজেশন অর্থাৎ স্বাভাবিক জনন ক্রিয়ার উৎপাদন নয়, ওনার দাবি মতো 'ইন ভিট্রো' ফার্টিলাইজেশন (আইভিএফ) এর ফসল অর্থাৎ 'টেস্ট টিউব বেবি'- তার কি প্রমাণ আছে। শিশুটির মা বেলা দেবীর ঋতুচক্র স্বাভাবিক থাকলেও তার ফ্যালোপিয়ান টিউব ক্ষতিগ্রস্থ ছিল, স্বাভাবিক পদ্ধতি মেনে ওই মা কোনোদিনই সন্তান ধারণ করতে পারার কথা নয়। ডাক্তারি পরিভাষায় প্রাইমারি ইনফার্টিলিটি। অন্য এক চিকিৎসক তার কেসটা ডা: মুখার্জিকে রেফার করে। তিনি ওই দম্পত্তিকে একটি অভুতপূর্ব পদ্ধতি অবলম্বন করার প্রস্তাব দেন। সেই সময় তিনি ওদের আরো জানিয়ে দেন যে এটি একটি পরীক্ষামূলক পদ্ধতি, এতে সাফল্যের কোনো গ্যারান্টি নেই। দম্পত্তি রাজি হয়ে যায়। 

এক্সপেরিমেন্ট শুরু হয় অধ্যাপক মুখার্জির নেতৃত্বে, তিনি তখন বাঁকুড়া মেডিক্যাল কলেজে পোস্টেড, সপ্তাহ অন্তে বাড়ি আসতেন। উসাইট সংগ্রহ করার আগে ওভারিকে স্টিমুলেট করার জন্য গোনাডোট্রপিন ব্যবহার করা হয়। ট্রান্স ভ্যাজাইন্যাল রুটে ফ্লুইড এসপিরেট করা হয়। শেষ পর্যায়ে এমব্রাওকে লিকুইড নাইট্রোজেন ব্যবহার করে হিমায়িত করা হয়। এই কাজে ডাইমিথাইল সালফক্সাইড (ডিএমএসও) যৌগটিকে ক্রায়োপ্রটেকট্যান্ট হিসেবে ব্যবহার করা হয়। ৫৩ দিন বাদে ভ্রূণ কে হিমায়িত অবস্থা থেকে বের করে ৩৭ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ১ ঘন্টার জন্য ইনকিউবেটরে দিয়ে গলানো হয় এবং তারপরে মায়ের জরায়ুতে স্থাপন করা হয়। ১৯৭৮ সালের ১৪ ফেব্রুয়ারি বেলা দেবীর প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ আসে। এ সবই ডকুমেন্টেড ছিল। 

সর্বোপরি অধ্যাপক মুখার্জির টিমের অন্যতম সদস্য সুনীত বাবুর বক্তব্য অনুযায়ী, ওই দম্পত্তিকে এক্সপেরিমেন্ট চলাকালীন যৌনমিলন থেকে বিরত থাকার কথা বলা হয়েছিল এবং ওরা সেই পরামর্শ মেনে চলেছিলেন। 

ওই দম্পত্তিকে যেহেতু সশরীরে হাজির করা যায় নি সেহেতু অধ্যাপক মুখার্জির কাছে বিশেষ কোনো অপশন ছিল না। তিনি প্রকৃত বিজ্ঞানীর মতোই সুনির্দিষ্টভাবে বলেছিলেন যে এই মুহূর্তে তিনি আইভিএফ এর সপক্ষে কোনো সুনিশ্চিত প্রমাণ দাখিল করতে পারছেন না কিন্তু কোনো জেনেটিক মার্কার তাঁর হাতে থাকলে এটা প্রমাণ করা যেত। সেই সত্তর দশকের শেষের দিকে ভারতের মাটিতে দাঁড়িয়ে এর বেশি কিছু বলা তিনি কেন, অন্য কোনও বিজ্ঞানীর পক্ষেও সম্ভব ছিল না। 

"উটের পিঠে শেষ খড়ের টুকরো"---
তাঁর নিজের কাজকর্ম নিয়ে আলোচনা করার জন্য অধ্যাপক মুখার্জি ১৯৭৯ সালের ২৫শে জানুয়ারি জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের প্রাইমেট রিসার্চ সেন্টার আয়োজিত একটি বৈঠকে যোগদানের আমন্ত্রণ পান। খরচ ওদের। তিনি নিয়ম মেনে বিদেশযাত্রার অনুমতি (নো অবজেকশন সার্টিফিকেট) চেয়ে আবেদন করেন। তখনও স্বাস্থ্য ভবন তৈরি হয় নি, রাজ্য স্বাস্থ্যদপ্তরের ঠিকানা রাইটার্স বিলিডিং। তাঁর আবেদনপত্রের ফাইলে রাইটার্স এর কনিষ্ঠ রাইটার বাবু বা বরিষ্ঠ মন্ত্রী কি নোট দিয়েছিলেন তা জানা নেই (একদিন জানার ইচ্ছে আছে)। স্বাস্থ্য অধিকর্তার সই করা চিঠি গেল চটপট তাঁর কাছে। ১৬ই ফেব্রুয়ারি তারিখের ওই চিঠিতে স্বাস্থ্য অধিকর্তা অশেষ দুঃখের সাথে জানালেন যে তাঁর আবেদন নামঞ্জুর। তাঁকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তিনি যেন সরকারের অনুমতি ব্যতিরেকে দেশত্যাগ না করেন। ভাবুন একবার, অধ্যাপক মুখার্জি যেন কোনো বিখ্যাত বিজ্ঞানী-গবেষক নন, তিনি যেন কোনও কুখ্যাত অপরাধী যে বিদেশে পালিয়ে যাওয়ার ধান্দায় আছে।

এই পর্যন্ত পড়ে যারা ভাবছেন যে যাক নিশ্চিত হওয়া গেল, এই গল্পের হিরো কে সেতো জানাই ছিল, এইবার ভিলেন কে সেটাও জানা গেল - তাদের জন্য তথ্য হিসেবে দু'একটা কথা। কারণ এই উপাখ্যানটি কোনো রগরগে বাজার চলতি তৃতীয় শ্রেণীর হিন্দি সিনেমার চিত্রনাট্য নয়। এতে সম্পুর্ন সাদা বা সম্পূর্ণ কালো কোনো চরিত্র নেই। সবাই ডিফারেন্ট সেডস অফ গ্রে - ধূসর। স্বাস্থ্য অধিকর্তা ডা: ছেত্রী নিজগুনে একজন প্রোথিতযশা চিকিৎসক ছিলেন। তিনি ১৯৭৬ সালে, বাম সরকারের আগের সরকারের আমলে নিযুক্ত হলেও বাম সরকারের যথেষ্ট আস্থাভাজন ছিলেন এর ভুরি ভুরি প্রমাণ আছে। 

উল্টোদিকে তদানীংতন স্বাস্থ্যমন্ত্রী ননী ভট্টাচার্য  ডুয়ার্স-তরাই অঞ্চলের পরিচিত ট্রেড ইউনিয়ন নেতা থেকে মন্ত্রীর আসনে বসেছিলেন। প্রয়াত এই মানুষটির অতিবড় রাজনৈতিক প্রতিপক্ষও স্বীকার করবেন যে এককথায় তিনি স্বজ্জন ব্যক্তি ছিলেন। অধ্যাপক মুখার্জির এই হেনস্থার জন্য তিনি ডা: ছেত্রীর সাথে বা অন্যকারুর সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র রচনা করেছিলেন এটা ভাবা কষ্টকর। কিন্তু হেনস্থাতো হয়েছিল। তাই তার মন্ত্রকের নৈতিক দায়িত্ব তিনি এড়াতে পারেন না, যেমন পারেন না ডা: ছেত্রী। 

উটের কথায় ফিরে আসা যাক। বিদেশ যাত্রা প্রত্যাখ্যান এর ওই ঘটনার অল্প কিছুদিন পরে অধ্যাপক মুখার্জির হার্ট এটাক হয়। সুধী পাঠক, আপনি কি বলবেন জানি না, "দুষ্টজনে" বলে থাকে যে ওই বিদেশযাত্রা প্রত্যাখ্যান আর হার্ট এটাকের মধ্যে সরাসরি সম্পর্ক আছে। অসুস্থ অধ্যাপক মুখার্জি দুটি আবেদন করেন স্বাস্থ্য অধিকর্তার কাছে। স্পেশাল লিভ এবং বাঁকুড়া মেডিক্যাল কলেজ থেকে বাড়ির কাছে বদলি। স্বাস্থ্য অধিকর্তা প্রথমটি নামঞ্জুর করলেও দ্বিতীয়টি মঞ্জুর করেন। তাঁকে ১৯৮১ সালের ৫ই জুন বদলি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ সংলগ্ন রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে "ইলেক্ট্রফিজিওলজি" বিভাগের প্রফেসর হিসেবে। এমন একটি বিভাগ যে বিষয়ে তার কোনও অভিজ্ঞতাই নেই।

এটাই বোধহয় ছিল সেই প্রবাদবাক্যের উটের পিঠে শেষ খড়ের টুকরো। সরকার তাঁকে বিজ্ঞান-সম্মেলনে গিয়ে নিজের গবেষনাপত্র হাজির করার সুযোগ দেবে না, গবেষণার ফলাফল গুছিয়ে লেখার জন্য সময় বের করার ছুটি দেবে না, সহকর্মীরা করবে ব্যঙ্গ-বিদ্রুপ। উট আর বইতে পারে নি। ক্লান্ত শ্রান্ত ন্যুব্জ পিঠ ভেঙে গেছিল। তাঁর বদলির আদেশনামা বেরোনোর ৪৪ দিন পরে ১৯শে জুলাই, ১৯৮১ অধ্যাপক মুখার্জি আত্মহননের রাস্তা বেছে নেন। সুইসাইড নোটে লিখেছিলেন,"প্রত্যেক দিন হার্ট এটাক হওয়ার চেয়ে একবার হওয়া ভালো"।  নোটের এই "হার্ট" শব্দটা বেছে নিয়ে তাঁর এক নিকট আত্নীয় আবেদন করেছিলেন আমাদের কাছে, "দোহাই আপনাদের, দয়া করে ওই হার্ট শব্দটার বাংলা তর্জমা করার সময় "হৃদযন্ত্র" আনবেন না, জানেন তো হার্ট এর আরেকটা বাংলা 'হৃদয়' ?"

"তোমার মৃত্যু আমাদের অপরাধী করে দেয় চে"---
ফিজিওলজি বা বিজ্ঞানের কোনো শাখায় কোনো বাঙালি নোবেল পান নি আজ অবধি।অধ্যাপক মুখার্জির আবিষ্কার বোধহয় সবচেয়ে কাছাকাছি সুযোগ ছিল। 

পিতৃদিবসে অনেকেই তাঁর বাবাকে নিয়ে তাদের ভালোবাসা শ্রদ্ধার কাহিনী শুনিয়েছেন। আমার অদেখা এই মানুষটি কে আজ স্মরণ করলাম যিনি ডা: আনন্দ কুমারের ভাষায় ছিলেন ভারতের তথা এশিয়া মহাদেশের প্রথম নলজাতকের "সাইন্টিফিক ফাদার"। গবেষণা পাগল নিঃসন্তান এই মানুষটি আমাদের জন্য যে লিগ্যাসি রেখে গেছেন তা হল এই যে আমরা বাঙালিরা, ভারতীয়রাও পারি। 

তার জীবন কেবল কতগুলি কুচক্রী মানুষের হাতে এক প্রতিভাবান এর মৃত্যুর উপাখ্যান নয়। বাঙালি তথা ভারতীয়রাও যে চেষ্টা করলে বিজ্ঞানেও নোবেল পেতে পারে সেই আত্মবিশ্বাস খুঁজে পাওয়ার জন্যই তাঁর জীবনের কাছে ফিরে যেতে হবে। ফিরে যাবো বার বার দু হাত জড়ো করে তাঁর আশীর্বাদ পেতে।

শনিবার, ১৯ জুন, ২০২১

মহাবিশ্বে মহাকাশে ~ অমিতাভ প্রামাণিক

বিজ্ঞান নামের জিনিসটা তো একদিনে তৈরি হয়নি। সেই সুদূর অতীতে মানুষ হাঁ-করে তাকিয়ে থাকত আকাশের দিকে, দেখত সূর্য-চাঁদ-তারাদের গতিপথ। দেখত কেমন তাদের অবস্থান বদলে বদলে যায় সময়ের সঙ্গে। সূর্য রোজ পুব আকাশেই ওঠে বটে, কিন্তু ঠিক এক জায়গায় ওঠে না। সরে সরে যায়। সরতে সরতে এক জায়গায় এসে আবার উল্টোদিকে সরতে থাকে। শীত পড়তে শুরু করলে যেমন দক্ষিণ দিকে সরতে থাকে। অনেক শীতে এমন এক দক্ষিণে পৌঁছে যায়, যেখান থেকে আবার শুরু হয় উত্তরমুখী চলা। সেই দিনটাকে বলা হতে লাগল মকর-সংক্রান্তি। উত্তর আকাশে একপিস তারা আবার সরে-টরে না বললেই চলে। তাকে বলা হল ধ্রুবতারা, ইত্যাদি। 

মার কাছে মাসির গল্প আর কী শোনাবো, আপনারা তো জানেনই, এর নাম অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি হচ্ছে বিজ্ঞান, অ্যাস্ট্রলজি হচ্ছে ঢপবাজি। যারা পড়াশুনা করে, যাদের অঙ্কে খুব মাথা, তারা পড়াশুনা করে অ্যাস্ট্রনমার হয়; যারা পড়াশুনা করে না, ফেলুড়ে, তারা চাকদা রেলস্টেশন প্ল্যাটফর্মে ডুগডুগি বাজিয়ে মাদুলি বিক্কিরি করে, নিজেদের বলে অ্যাস্ট্রলজার। প্রথমটা বিজ্ঞান, দ্বিতীয়টা কাইন্ড অফ ধর্ম।

বিজ্ঞান আর ধর্ম জানা হয়ে গেল। এবার খানিকটা ভূগোল আর ইতিহাস জানা যাক। 

বনগাঁ-র নাম নিশ্চয় সবাই জানেন। শিয়ালদা থেকে বনগাঁ লোকাল বোধহয় চার বা চারের-এ প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। তো সেই বনগাঁর কাছে হচ্ছে গিয়ে আপনার পেট্রাপোল সীমান্ত। এদিকে পেট্রাপোল, ওদিকে বেনাপোল। এদিকের রাস্তাটার নাম যশোর রোড বা ন্যাশনাল হাইওয়ে ১১২, ওদিকের রাস্তাটার নাম এন-৭০৬ জাতীয় সড়ক। এদিকে উত্তর চব্বিশ পরগনা, ওদিকে যশোর। তো সীমান্ত পেরিয়ে ওই জাতীয় সড়ক ধরে নাক বরাবর চোদ্দ কিলোমিটার চলে যান, পেয়ে যাবেন নাভারন নামে একটা জায়গা। সেখান থেকে ডানদিকে ঘুরে যান আর-৭৮০ জাতীয় সড়ক ধরে, সোজা চলুন আরও চোদ্দ কিলোমিটার। দেখবেন রাস্তার ডানদিকে আসবে বাঘ-আঁচড়া গ্রাম।

ওখানে দাঁড়িয়ে যান, আমাদের কাহিনি ওখানেই শুরু। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কিশোর ছোট ছেলেটা যখন পকেট-খাতায় লুকিয়ে লুকিয়ে 'গহন কুসুমকুঞ্জমাঝে মৃদুল মধুর বংশী বাজে' ধরনের অ্যাডাল্ট গান লিখছে, সেই সময় ঐ বাঘ-আঁচড়া গ্রামে পদ্মমুখীর গর্ভে জন্ম হল রাধাগোবিন্দ-র। বাবা গোরাচাঁদ ওখানকার এক ডাক্তারের কম্পাউন্ডার, ডাক্তারবাবুর ফরমাশ মতন তিনি শিশির গায়ে খাঁজকাটা খাঁজকাটা কাগজ আঠা দিয়ে সেঁটে শিশিতে মিকচার ঢেলে দেন, বলে দেন কখন কত দাগ করে খেতে হবে। পদ্মমুখী জমিদারবাড়ির মেয়ে, ফলে রাধাগোবিন্দর যত মজা মামার বাড়িতেই, সেখানে তো কিল-চড় নাই। 

গ্রামের স্কুলে প্রাইমারির পাঠ শেষ হলে রাধাগোবিন্দকে ভর্তি করে দেওয়া হল যশোর জিলা স্কুলে। কিন্তু বাবুর পড়াশুনায় মন নেই। মামাবাড়ির দুধ-ঘি আম-জাম-কাঁঠাল নিয়মিত সাপ্লাই পেলে কারই বা থাকে! সে ছাদে শুয়ে থাকে আর আকাশের তারা দেখে। মাঝরাতে আকাশ কত নীচে নেমে আসে, সে অবাক হয়ে দেখে আকাশে কত কত তারা। ইস্কুলের পাঠ্যবইতে অক্ষয় কুমার দত্তের একটা গদ্য পড়েছে সে, সেটার নাম 'ব্রহ্মাণ্ড কী প্রকাণ্ড'! সত্যিই তো, এ যে অগুন্তি তারা। কোনোটা খুব উজ্জ্বল, কোনোটা মাঝারি, কোনোটা অতিকষ্টে দেখা যায়। রাধাগোবিন্দ সব লিখে রাখে, কোন আকাশে কেমন ধরনের উজ্জ্বল তারা দেখছে। এই করতে করতে স্কুলের লেখাপড়া ডকে উঠে যায়। গাঁয়ের উকিল কালীনাথ মুখুজ্জে দেখেন, ছোকরা আকাশের তারা নিয়ে মেতে আছে। তিনিও তারা-টারা নিয়ে উৎসাহী, 'স্টার অ্যাটলাস' নামে একটা বই এডিট করছেন। তাঁর পড়াশুনা কৃষ্ণনগরের স্কুলে, সেখানে তিনি কৃষ্ণনগর কোর্টের বিচারক হার্শেলের সংস্পর্শে এসেছিলেন। এই হার্শেল আবার বিখ্যাত আস্ট্রনমার উইলিয়াম আর জেমস হার্শেলের বংশধর। তাঁর কাছে অ্যাস্ট্রনমির প্রাথমিক পাঠ তাঁর হয়েছিল। রাধাগোবিন্দকে তিনি চিনিয়ে দিলেন আকাশের বড় বড় তারা আর রাশিগুলোকে। ফলে রাধাগোবিন্দ সেখান থেকেও প্রশ্রয় পেতে শুরু করল। 

সুকুমার রায় যখন ব্যাগ দুলিয়ে স্কুলে যাওয়া শুরু করছেন, তখন রাধাগোবিন্দর এন্ট্রান্স পরীক্ষা এসে গেল। এবং সে ফেল করল। ও রকম ফেল ধর্তব্যের মধ্যে পড়ে না। মামারা তাকে আরও আম-কাঁঠাল খাওয়ালো এবং সে পরের বছরও এন্ট্রান্সে ফেল করল। বিরক্ত রাধাগোবিন্দ দুচ্ছাই করে আকাশ দেখতে লাগল আরও নিবিড়ভাবে এবং তৃতীয়বারও ধেড়িয়ে এন্ট্রান্সে ফেল করে পড়াশুনার পাট চুকিয়ে ফেলল। 

ফলে মেঘনাদ-সত্যেন্দ্র-প্রশান্তচন্দ্রের মতো বড় বড় ভবিষ্যৎ-বিজ্ঞানীরা যখন জন্মে গেছেন, জন্মে গেছেন এমনকি সুভাষ এবং নজরুলও, আমাদের রাধাগোবিন্দ তখনও ফেলুড়ে! 

এদিকে গোঁফদাড়ি গজিয়ে যাচ্ছে! মানে ছেলে সেয়ানা হচ্ছে। সেয়ানা হলে ছেলেকে কী করে বাপ-মায়? বিয়ে দেয়। তাই এক শুভলগ্নে একুশ বছরের রাধাগোবিন্দর বিয়ে হয়ে গেল। পাত্রী মুর্শিদাবাদের ন-বছরের মেয়ে গোবিন্দমোহিনী। পাত্রের নামেও গোবিন্দ, পাত্রীর নামেও গোবিন্দ, পুরো মাখো মাখো ব্যাপার। খই উড়িয়ে নমো-টমো করে বিয়ে হয়ে গেল। শতাব্দী ঘুরে গেল।

বিয়ের কনে একদিন তার কানে কানে বলল, এ মা, তুমি ফেলুড়ে! শুনে ক্ষেপে গেল রাধাগোবিন্দ। সে ততদিনে আকাশের তারা-ফারা সব মুখস্থ করে ফেলেছে, সামান্য বই মুখস্থ করতে পারবে না? তেড়েফুঁড়ে উঠে সে আবার এন্ট্রান্স পরীক্ষা দিল। এবং আবারও ফেল করল। 

গঙ্গারামের মতো উনিশবার টানতে পারল না রাধাগোবিন্দ। এখন সে রীতিমত এক গৃহস্থ, ঘরে তার গৃহিণী আছে। তাকে তো খাওয়াতে পরাতে হবে। চাকরি খুঁজতে লাগল সে। ফেলুড়ে ছেলেকে কে চাকরি দেবে? খুঁজতে খুঁজতে জুতোর শুকতলা ক্ষয়ে গেলে বছর দুয়েক পরে যশোর কালেক্টরেট আপিসে তার চাকরি হল। কাজ খাজাঞ্চিগিরির। ট্যাক্স কালেক্ট করা, সে টাকার হিসেব রাখা। গঙ্গারামের কনিষ্ঠ ভাই তিনরাত্তির যাত্রাদলে তবলা বাজিয়ে যা পেত, তার বেতন মাসান্তে সেই পনেরটি টাকা। 

এর মধ্যে বঙ্গভঙ্গ-টঙ্গ চলে এল। রাখি-টাখি পরানো হল কলকেতায়। ক্ষুদিরাম-প্রফুল্ল বোম ছুঁড়লেন। ফাঁসি-টাসি হল। গোবিন্দমোহিনীর কোল আলো করে এক সময় এল এক পুত্রসন্তান, তার নাম রাখা হল কাল। আর কিছুকাল পরে এক ঘোর বরিষণে এক কন্যাসন্তান, তার নাম রাখা হল বর্ষা। কাল-বর্ষা শশিকলার ন্যায় বেড়ে উঠতে লাগল। ততদিনে আকাশের দিকে হাঁ-করা তাকিয়ে থাকা রাধাগোবিন্দ একটা সস্তার দূরবিন কিনে নিয়েছে। খাজাঞ্চিখানার কাজ শেষ হলেই সে বাড়ি এসে সেটা নিয়ে তাক করে থাকে আকাশের দিকে। যাবতীয় তারার হিসেব তার মোটামুটি নখদর্পণে। জাবেদা খাতায় সে প্রতিদিন তাদের হিসেব লিখে রাখে। 

১৯১০ সালে হ্যালির ধূমকেতু নামে এক বস্তু আকাশে উদিত হল। পঁচাত্তর বছর পর পর তিনি পৃথিবীর মানুষকে দর্শন দিয়ে ধন্য করেন। রাধাগোবিন্দ তার দূরবিন তাক করল সেই ধূমকেতুর দিকে। লেজ-ফেজওলা সেই অদ্ভুত জিনিস দেখে তার নেশা ধরে গেল। পুঙ্খানুপুঙ্খভাবে তার চেহারা দেখে সে, কী দেখে সব লিখে রাখে। কখন সেটা কোন তারার পাশ দিয়ে কোন দিকে যাচ্ছে, কতটা উজ্জ্বল সেটা, তার ধারাবিবরণী জমে ওঠে তার খাতায়। কালীনাথবাবুর পরামর্শে সে এই নিয়ে প্রবন্ধও লিখে ফেলল, সেই প্রবন্ধ ছাপা হয়ে গেল রায়বাহাদুর যদুনাথ মজুমদার প্রকাশিত যশোরের 'হিন্দু' নামে এক পত্রিকাতেও।  

সেই প্রবন্ধ চোখে পড়ে গেল রবি ঠাকুরের শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমের বিজ্ঞান-শিক্ষক জগদানন্দ রায়ের। তাঁর মতন অমন সুন্দর করে বিজ্ঞান আর কেই বা বোঝাতে পারত তখন! জগদানন্দ চিঠি লিখলেন রাধাগোবিন্দকে – বাপু হে, খালি চোখে বা ঐ সস্তার দূরবিন দিয়ে কি আর তারা দেখে কিছু শেখা যায়! ভালো কিছু করতে হলে একটা টেলিস্কোপ যে জোগাড় করতে হবে! 

নিম্নবিত্ত রাধাগোবিন্দের ওই একটিই নেশা – তারা দেখা। টেলিস্কোপ সে পাবে কোথায়? তার দাম কত, কোথায় পাওয়া যায়, কিছুই জানে না। খোঁজখবর নিয়ে জানতে পারল, সে জিনিস এ দেশে পাওয়া যায় না, কিনতে গেলে আনাতে হবে বিলেত থেকে, তার খরচা কম না। সবচেয়ে কমদামী এক টেলিস্কোপের দাম তেরো পাউন্ড! কত টাকা কে জানে! আনাতেই বা কত খরচা! সারা বছরের বেতন চলে যাবে একটা সস্তার টেলিস্কোপ কিনতেই। 

অল্প কিছু সঞ্চয় হয়েছিল ততদিনে। বাকিটা ম্যানেজ করতে কিছু জমি বিক্রি করে দিতে হল, এ ছাড়া উপায় কী! ১৯১২ সালের পুজোর আগে সেই টেলিস্কোপ এলো রাধাগোবিন্দর বাড়ি। ইংল্যান্ডের এফ বার্নার্ড কোম্পানি মেসার্স কক্স শিপিং এজেন্সির মাধ্যমে সেই টেলিস্কোপ পাঠিয়েছে, এর জন্যে রাধাগোবিন্দর খরচা পড়েছে ১৬০ টাকা ১০ আনা ৬ পাই। তিন-ইঞ্চি ব্যাসের লেন্সওয়ালা টেলিস্কোপ, তার টিউব মোটা কার্ডবোর্ডের। নিজের জাবদা খাতায় প্রথম পুরুষে নিজের সম্বন্ধে লিখলেন – সন ১৩১৯ সালের আশ্বিন মাসে দূরবিন আসার পরে রাধাগোবিন্দ চন্দ্রের নক্ষত্রবিদ্যা অনুশীলনের চতুর্থ পর্ব আরম্ভ। এই সময় তিনি কালীনাথ মুখোপাধ্যায়ের 'ভূগোলচিত্রম' ও 'তারা' পুস্তকের সাহায্যে এটা-ওটা করিয়া যুগল নক্ষত্র, নক্ষত্র-পুঞ্জ নীহারিকা, শনি, মঙ্গল প্রভৃতি গ্রহ দেখিতেন। পরে জগদানন্দ রায়ের উপদেশ মত 'স্টার অ্যাটলাস' এবং 'সেলেসসিয়াল অবজেক্ট' ক্রয় করিয়া যথারীতি গগন পর্যবেক্ষণ করিতে আরম্ভ করেন। কিন্তু ইহাতেও তাঁহার কার্য বেশীদূর অগ্রসর হয় নাই। তবে তিনি এই সময় গগনের সমস্ত রাশি-নক্ষত্র ও যাবতীয় তারা চিনিয়া লইয়াছিলেন এবং কোন নির্দিষ্ট তারায় দূরবিন স্থাপনা করিতে পারিতেন।

রোদ-জলের পক্ষে নিতান্তই অনুপযুক্ত টেলিস্কোপের কার্ডবোর্ডের ব্যারেল। ফলে আরও টাকা জোগাড় করতে হল রাধাগোবিন্দকে। এবং নিজের উদ্যোগেই আরও কড়কড়ে ৯৬ টাকা ১০ আনা খরচা করে ইংল্যান্ডের ব্রডহার্স্ট ক্লার্কসন অ্যান্ড কোম্পানি থেকে আনিয়ে নিলেন পিতলের ব্যারেল, তাতে নিজেই ফিক্স করে নিলেন লেন্স-টেন্স। 

এর মধ্যে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন, তারপর একটা গোটা বিশ্বযুদ্ধ হয়ে গেল। স্প্যানিশ ফ্লু নামে মারণব্যাধি ভারতে ঢোকার ঠিক আগের বছর, ১৯১৮ সালের জুনমাসের প্রথম সপ্তাহে তিনি আকাশে হঠাৎ এক উজ্জ্বল তারা দেখলেন, যা তার আগের ছবির সঙ্গে মিলল না। এ রকম ছিল না আকাশের ওখানে, হঠাৎ করে একটা তারা উজ্জ্বল হয়ে গেল কী করে! এই অভূতপূর্ব ব্যাপার চেপে রাখার মানেই হয় না। তিনি ছবি-টবি এঁকে এ খবর চিঠি লিখে জানালেন হার্ভার্ডের মানমন্দিরে। হার্ভার্ড স্পেস অবজার্ভেটরি রাধাগোবিন্দর চিঠি পড়েই বুঝতে পারল, এ হচ্ছে এক নোভা। নোভা মানে এমন এক তারা যার অবস্থার দ্রুত পরিবর্তন হওয়ার জন্যে সে খুব দ্রুত কয়েকদিনের মধ্যে তার ঔজ্জ্বল্য বাড়িয়ে ফেলে বহুগুণ, যা ধীরে ধীরে পরে কমে যায়। নতুন এক নোভা আবিষ্কার করে ফেলেছে রাধাগোবিন্দ! এবং এই আবিষ্কার শুধু যশোরে বা বাংলায় নয়, নয় এমনকি ভারতবর্ষেও, সমগ্র এশিয়ার সেই প্রথম পর্যবেক্ষক যে নতুন নোভা আবিষ্কার করেছে। সেটার নাম দেওয়া হল নোভা অ্যাকুইলিয়া ৩। 

হার্ভার্ড মানমন্দিরের ডিরেক্টর এডওয়ার্ড চার্লস পিকারিং রাধাগোবিন্দকে উৎসাহিত করতে কিছু বইপত্র পাঠালেন। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ভেরিয়েবল স্টার অবজার্ভার্স বা আভসো-র সদস্যপদ গ্রহণের নিমন্ত্রণও এসে গেল রাধাগোবিন্দর কাছে। ঠিক হল, আভসোর অন্যান্য নিমন্ত্রিত সদস্যদের মতো তিনি তাঁর যাবতীয় পর্যবেক্ষণ ওদের কাছে পাঠাবেন। এবং তারই স্বীকৃতিস্বরূপ ১৯২৬ সালে আভসো থেকেই আমেরিকায় তৈরি ছয়-ইঞ্চি ব্যাসের এক টেলিস্কোপ পাঠানো হল রাধাগোবিন্দকে। সঙ্গে হার্ভার্ড স্পেস অবজার্ভেটরির প্রধান হ্যারলো শেপলি-র চিঠি – বিদেশ থেকে পরিবর্তনশীল নক্ষত্র সংক্রান্ত আমরা যে সব পর্যবেক্ষণমূলক তথ্য পাই, তারমধ্যে আপনার দান অন্যতম। আপনাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি।

এর দু-বছর পরে চারবারের এন্ট্রান্স-ফেল রাধাগোবিন্দকে ফরাসী সরকার পাঠাল তাদের দেশের সম্মান - Officer d'Academic Republic Francaise. 

আরও অনেক পরিবর্তনশীল নক্ষত্র, ধূমকেতু, ক্যালেন্ডার ফর্মেশন ইত্যাদি মহাজাগতিক কাজকারবার পর্যবেক্ষণ করে চললেন রাধাগোবিন্দ। এই সব করতে করতে ভারত স্বাধীন এবং দু-ভাগ হয়ে গেল। রাধাগোবিন্দর গ্রাম গিয়ে পড়ল পূর্ব পাকিস্তানে। যশোরের জিলা কমিশনার এম আর কুদ্দুস সাহেব রাধাগোবিন্দকে বললেন – চন্দরবাবু, আফনে ইন্ডিয়ায় চইলা যান। ওদিকে এ সবের কদর বেশি, আফনার সুবিধা অইব। 

নিজের পুরনো তিন-ইঞ্চি আর আমেরিকার দানের ছ-ইঞ্চির টেলিস্কোপ নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে বনগাঁয় ঢুকতে গেলে সীমান্তের কাস্টমস তাঁর টেলিস্কোপ দুটো বাজেয়াপ্ত করল। ক্ষুব্ধ রাধাগোবিন্দ প্রাণের ধন ছেড়ে ভারতে ঢুকে আস্তানা গাড়লেন পানিহাটিতে। টেলিস্কোপ খোয়া গেছে জানিয়ে চিঠি লিখলেন আমেরিকার হার্ভার্ডে আর ফ্রান্সের প্যারিসে, যাদের সাম্মানিক পদ তিনি গ্রহণ করেছেন। 

সেই চিঠির জেরে কিনা কে জানে, ক-দিন পরে যশোরের জিলা কালেক্টর নিজে সেই টেলিস্কোপ দুটো বগলদাবা করে তাঁর বাড়িতে দিয়ে গেল। 

পানিহাটিতেও একই উৎসাহে কাজকর্ম চলতে লাগল, আকাশ দেখতে ছেলে-ছোকরাদের উৎসাহিত করতে তিনি তৈরি করলেন একটা ক্লাবও। ছিয়াত্তর বছর বয়সে ১৯৫৪ সালে তিনি বুঝতে পারলেন, তাঁর চোখের দৃষ্টি অতি ক্ষীণ হয়ে এসেছে। এই চোখ নিয়ে আর দূর আকাশের তারা দেখা সম্ভব না। ততদিনে তিনি আভসোর শ্রেষ্ঠ সদস্যদের মধ্যেও সর্বোচ্চ স্তরের একজন হিসাবে সাঁইত্রিশ হাজার আড়াইশোর কাছাকাছি ট্রেইন্ড-আই পর্যবেক্ষণ কমিউনিকেট করে ফেলেছেন, তাঁর সারা জীবনের পর্যবেক্ষণ উনপঞ্চাশ হাজার সাতশো! পূর্ব গোলার্ধে তখন তাঁর সমকক্ষ কোনো পর্যবেক্ষক নেই। 

আভসোর প্রধানকে চিঠি লিখলেন তিনি – আমাকে আপনারা আকাশ-দেখার একটা টেলিস্কোপ দান করেছিলেন। সেই যন্ত্র ব্যবহার করে আমি গত আঠাশ বছর ধরে নিরবচ্ছিন্ন ভাবে আকাশ দেখে গেছি, আমার সেই আনন্দ আমি ভাগ করে নিয়েছি আপনাদের সঙ্গে। আমার বয়স হয়েছে, চোখের জ্যোতি চলে গেছে, আমার আর আকাশ দেখার ক্ষমতা নেই। যন্ত্রটা আপনাদের কাছে ফেরত দেওয়া উচিত ছিল আমারই, কিন্তু ফেরত পাঠানোর মতো আর্থিক সঙ্গতি আমার নেই। আপনারা নিজে ব্যবস্থা করে যদি যন্ত্রটা আমার কাছে থেকে ফেরত নেওয়ার ব্যবস্থা করেন, তবে আমি বাধিত হব।

আভসো আপ্লুত হয়ে তার উত্তরে লিখল, যন্ত্রটা আপনাকে দান করা হয়েছিল ফেরত নেওয়ার বাসনাতে নয়। আকাশ পর্যবেক্ষণে আপনার অবদান অসামান্য। আপনি নিজে ব্যবহার করতে না পারলে যোগ্য কাউকে সেটা দান করতে পারেন, আমাদের এতে বিন্দুমাত্র আপত্তি নেই। 

রাধাগোবিন্দ সেই ছয়-ইঞ্চির আমেরিকান টেলিস্কোপ দান করে দিলেন নৈনিতালের জনৈক ভাইনু বাপ্পুকে। 

জীবনসায়াহ্নে পৌঁছে তিনি স্মৃতিচারণা করে বলেছিলেন – ক্লাস সিক্সে সেই যে পড়েছিলাম অক্ষয় দত্তের চারুপাঠ, তাতে যে লেখা ছিল ব্রহ্মাণ্ড কী প্রকাণ্ড, সেটা পড়ে কতজনের ব্রহ্মাণ্ড দেখার বাসনা জেগেছিল, সে তো বাপু আমি জানি না, আমার জেগেছিল। সেই অদম্য ইচ্ছা প্রশমিত করার কোনো চেষ্টাই আমি করিনি। পড়াশুনা হয়নি আমার। সারাটা জীবন ঐ করেই কাটিয়ে দিলাম। এখন মনে হয়, ঠিকই করেছিলাম। 

দারিদ্র্য তাঁর পিছন ছাড়েনি। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স থেকে সম্মান-পাওয়া রাধাগোবিন্দ স্বাধীন ভারতে কানাকড়ি বা স্বীকৃতি কিছুই পাননি। পাঠ্যবই দূরে থাক, তাঁর নাম কোনোদিন কাগজেও ওঠেনি। পানিহাটি থেকে পরে তিনি পাততাড়ি গুটিয়ে বাসা বেঁধেছিলেন বারাসাতের দুর্গাপল্লীতে। ১৯৭৫ সালে শীতের শেষে গরম পড়তে তিনি অসুস্থ হয়ে পড়েন। অনুজ্জ্বল চোখে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতেই এপ্রিলের তিন তারিখে প্রায় বিনা চিকিৎসায় আকাশের তারা হয়ে যান সাতানব্বই বছর বয়সী চন্দ্রবংশীয় রাধাগোবিন্দ। 

১৯ জুন ২০২১

রবিবার, ১৩ জুন, ২০২১

সাঁইবাড়ি তে কী ঘটেছিল ~ নীল লোহিত

১২ ই মার্চ, ১৯৭১। বর্ধমান টাউন হলে কংগ্রেসের জেলা জমায়েত ছিল। চাঁদু চৌধুরী নামে এক যুবক বাসে চেপে সেহারা, কাঁটাপুকুর থেকে আসছিল। সেই বাসেই ছিল জমায়েতে যোগদানকারী বিরোধী পক্ষের পান্ডারা। বাসে ওরা চাঁদুকে দেখতে পেয়েই পকেটমার, পকেটমার চিৎকার করে ওঠে। বাস তখন সগড়াই মোড়ে। ক্ষোভে লজ্জায়, নিজের প্রাণ বাঁচাতে চাঁদু সগড়াই মোড়ে নেমে ধানক্ষেতের উপর দিয়ে দৌড়াতে শুরু করে। সগড়াই মোড় থেকে উদিত গ্রাম পেরিয়ে আহ্লাদিপুর। সেখানে ছিল তাঁর পিসির বাড়ি। গ্রামের মানুষ খেয়ে তখন ভাতঘুম দিচ্ছিল। এমন সময় ইশু চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসী গুন্ডারা চাঁদুর খোঁজে গ্রাম আক্রমণ করলো। চাঁদু তার পিসির বাড়িতে খবর দিয়েই পাশের গ্রাম উগ্রতিতে খবর দিতে চলে গেল। কংগ্রেসী গুন্ডাদের হাতে বন্দুক অন্যদিকে নিরীহ গ্রামবাসীরা। গ্রামবাসীদের সম্বল বলতে তীর ধনুক, টাঙ্গি। আহ্লাদিপুর গ্রামের পাশাপাশি উগ্রতি গ্রাম থেকে লালচাঁদ বাগদী সহ অন্যরা এসে গেছে। বিকেল চারটে সাড়ে চারটের সময় বন্দুক হাতে নব সাঁই এসে হাজির। ৭৫ বছরের আনসার মির্জাকে বলা হল গ্রাম ছেড়ে চলে যেতে। আনসার মির্জা বললো আমরা তো বুড়ো মানুষ, কোথায় যাবো? টাঙ্গির এক কোপে পাশের ডোবায় আনসার মির্জার মুন্ডু পাঠিয়ে দেওয়া হলো। সৈয়দ মির্জা প্রথমে পালিয়ে গেছিলো, পরে পরিবারের খবর নেওয়ার জন্য গ্রামে ফিরতেই খুন করা হল। ৬৫ বছরের শরৎ দলুই মাঠের উপর দিয়ে পালানোর সময় খুন হন। খুন হলেন কমঃ শিবু রাম। মোট ৪ জন শহীদ হলেন আহ্লাদিপুরে। গোটা গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ধানের মড়াই, গমের মড়াই সব পুড়িয়ে দেওয়া হয়েছিল। গ্রামের সবাই তখন পালিয়ে মাঠে বসবাস করছে।

ওমর আলির বয়স্ক বাবাকে মারধর করলো নব সাঁই এর নেতৃত্বে কংগ্রেসী গুন্ডারা। লালচাঁদের পায়ে গুলি করা হয়েছিল। লালচাঁদের পা ভেঙে যায়। ওই অবস্থায় ও নব সাঁই, ইশুকে আঁকড়ে ধরে মাটিতে ফেলে গলায় টাঙ্গির এক কোপ। মাথাটা ওদের ছিটকে গেল। রক্ত, রক্ত, রক্তে ভেসে গেল গোটা আহ্লাদিপুর গ্রাম। 

সাঁই রা ছিল অর্থ, ক্ষমতা আর বন্দুকের জোরে বর্ধমান জেলার অত্যাচার, সন্ত্রাস ও নৃশংসতার প্রতীক। 'ওই মলয়-প্রণব আসছে' গোটা বর্ধমানে আতঙ্কের প্রতীক হয়ে উঠেছিল সাঁইরা। মলয় সাঁই ও প্রণব সাঁই দু দফার পিভি অ্যাক্টে বন্দী ছিল। বহু খুন, জখম মামলার আসামী ছিল সাঁইরা। হরিসভার হিন্দু বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা রাজলক্ষ্মী মুখার্জির বাড়িতে মলয় সাঁই এর নেতৃত্বে হামলা করা হয়েছিল। তাঁর মাকেও প্রহার করা হয়েছিল। আদালত থেকে জামিনের শর্তই ছিল বর্ধমান শহরের বাইরে থাকতে হবে। ওদের ভগ্নিপতিও পিভি অ্যাক্টে বন্দী ছিল। 

১৬ ই মার্চ মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি ইস্তফা দিলে যুক্তফ্রন্ট সরকার পরে যায়। অনৈতিকভাবে সরকার ভাঙার প্রতিবাদে বামফ্রন্ট ধর্মঘট ও মিছিলের ডাক দেয়। সারা রাজ্যের মত বর্ধমান শহরেও মিছিল হয়েছিল। মিছিল যখন এস বসু রোডে, প্রতাপেশ্বর শিবতলায় এসে উপস্থিত তখন সাঁইরা হাতবোমা, পাইপগান নিয়ে হামলা চালায়।সাঁইদের ছোঁড়া বোমার আঘাতে জখম হয়ে হাসপাতালে ভর্তি হন গৌর সরকার। পরে এই গৌর সরকারকেই পুলিশ গ্রেফতার করে। বোমার ঘটনায় উত্তেজিত হয়ে মিছিলে অংশগ্রহণকারীরা সাঁইবাড়িতে হামলা চালায়। মলয় সাঁই, প্রণব সাঁই ও জিতেন রাই মারা যান। সেদিন কিন্তু বাড়ির জামাই কিংবা নব সাঁই এর কিছু হয়নি। সাঁইদের বড়ভাই এর চোখে নাকি অ্যাসিড ঢেলে দিয়েছিল। রাজ্যপাল ধরমবীরের সামনে চোখে ব্যান্ডেজ বেঁধে মিডিয়ায় তাই বলেছিল। অথচ ১৫ দিন পর জনসভায় ভাষণ দেন তখন চোখে ব্যান্ডেজ ছিল না। ভাবা যায় অ্যাসিড ঢালার পর মাত্র কয়েকদিনে সুস্থ হয়ে গেছিলো নব সাঁই। এই নব সাঁই খুন হলেন ১২ ই জুন, রায়নার আহ্লাদিপুর গ্রামে আক্রমণ করতে গিয়ে।

সাঁই মামলায় একদিনে ৭০ জন গ্রেপ্তার হলেন। এলাকার হেডমাস্টার থেকে বহিরাগত সবাই গ্রেপ্তার হলেন। সাঁইদের সহানুভূতি দেখাতে তৎকালীন রাজ্যপাল ধরমবীর থেকে সিদ্ধার্থ শংকর রায় সবাই সাঁইবাড়ি গেছিলেন। রাজ্যপালের এই যাওয়াকে ব্যঙ্গ করে মিছিল সংগঠিত করলেন বিনয় কোঙার। এবার বিনয় কোঙার টার্গেট হয়ে গেলেন। এপ্রিলের ২/৩ তারিখে মেমারির বিধায়ক বিনয় কোঙার গ্রেপ্তার হলেন। এমনকি স্বাধীনতা সংগ্রামী বর্ধমান জেলা পার্টির সম্পাদক সুবোধ চৌধুরী পর্যন্ত গ্রেপ্তার হলেন। 

২৩ শে মে খুন হলেন স্বাধীনতা সংগ্রামী শিবশঙ্কর চৌধুরী ওরফে কালো চৌধুরী। এহেন প্রবীণ নেতাকে ছাড় দেয়নি নব সাঁই এর নেতৃত্বে কংগ্রেসের গুন্ডাবাহিনী। মামলা লড়ার জন্য কোনও উকিল দাঁড়ায়নি। সবারই তো প্রাণের ভয় আছে। কালো চৌধুরীর এক কথাতে রাজী হয়ে গেলেন উকিল ভবদীশ রায়। বিনা অর্থে বিনয় কোঙার সহ অন্যান্য বন্দীদের হয়ে সাঁই মামলায় সওয়াল করার জন্য। ৬ ই এপ্রিল বর্ধমান শহরে খুন হলেন লক্ষ্মী নায়েক। তার কয়েকদিন পরে খুন হয়ে গেলেন উকিল ভবদীশ রায়। সকাল সাড়ে দশটায়, যখন রিকশায় চেপে মুহুরির সাথে কোর্টে যাচ্ছিলেন তখন বর্ধমান থানার পাশেই খোসবাগানে গুলি করা হল। পুলিশ ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েও কোনও ব্যবস্থা নেয়নি। বার্তা পৌছে দেওয়া হল হত্যার সপক্ষে পুলিশ আছে। আর মে মাসে খুন হলেন কালো চৌধুরী। পার্টির কাজ সেরে ভাইপো অমিতাভের বাড়ি থেকে খেয়ে বর্ধমান শহরের নিজের ভাড়া বাড়িতে সাইকেলে করে যখন ফিরছিলেন সেই সময় রাতের অন্ধকারে গুলি করে খুন করলো কংগ্রেসী গুন্ডারা। দিনটা ছিল ২৩ শে মে, ১৯৭১। না ভবদীশ রায় না শিবশঙ্কর চৌধুরী ওরফে কালো চৌধুরীর খুনের ঘটনায় কেউ গ্রেপ্তার হলেন। সারা বর্ধমান জুড়ে সন্ত্রাসের রাজত্ব চললো।

১৯৭০ সালের ২৮শে এপ্রিল গঠিত হয় তারাপদ মুখার্জি কমিশন। তখন কমিউনিস্ট পার্টির নেতারা সব জেলে। টাউনহলে সেই কমিশনের সামনে সাক্ষ্য দেবার মতো পরিবেশ ছিল না। শুধুমাত্র কংগ্রেসের কর্মী ও নেতারা কমিশনের কাছে সাক্ষী দেয়। সেই রিপোর্ট পেশ হয় ২৫শে এপ্রিল ১৯৭১সালে। সেখানে কমিশনের রিপোর্টে প্রকাশ- এটা কোন ষড়যন্ত্র বা সুপরিকল্পিত ঘটনা নয়। ১৯৭২সালের ১০ই মার্চ নির্বাচনে রিগিং-এর মাধ্যমে জিতে সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী হন। তখন তারাপদ মুখার্জি কমিশনের রিপোর্ট বিধানসভাতে কেন পেশ করা হলো না? রাষ্ট্রপতি শাসন চলাকালীন তারাপদ মুখার্জি রিপোর্ট জমা করলেও লোকসভাতে সেই কমিশনের রিপোর্ট পেশ করা হয়নি।

১৯৭০ সালের ১৭ ই মার্চ সাঁই বাড়ির ঘটনায় যারা নিহত হন তাঁদের বর্ধমান শহরে ঢোকা নিষেধ ছিল আদালতের নির্দেশে। তারা শর্তাধীনে জামিন পেয়ে বাইরে ছিলেন। কমিশন বিষ্ময় প্রকাশ করে এরা বর্ধমান শহরে ঢুকলেন কিভাবে? তারাপদ মুখার্জি কমিশন কোথাও উল্লেখ করেননি নিরুপম সেন, বিনয় কোঙারের নাম। শুধুমাত্র পুলিস ও প্রশাসনের অপদার্থতার কথায় উল্লেখ ছিল। মহকুমা শাসককে সাসপেন্ডও করা হয়। বদলি করা হয় থানার আইসি ও অতিরিক্ত জেলাশাসককে।

সাঁই কান্ডের কয়েক মাস পরেই রাষ্ট্রপতি শাসনের মধ্যে ভোট হয়েছিল। যথারীতি সেই ভোটেও জিতেছিল বাম প্রার্থী বিনয় চৌধুরী।

আগামী ১২ ই জুন অন্যান্য বছরের মতো এবছরও আহ্লাদিপুর গ্রামে নব সাঁই এর গুন্ডাবাহিনীর হাতে নিহতদের স্মরণ করা হবে সামাজিক দূরত্ব মেনে। চাইলে আপনিও উপস্থিত থাকতে পারেন।

আহ্লাদিপুর গ্রামের ঠিকানা - 
গ্রাম - আহ্লাদিপুর, পোস্টঃ শ্যামসুন্দর, পি এস - রায়না, জেলা - পূর্ব বর্ধমান, পিন কোড - ৭১৩৪২৪