মঙ্গলবার, ৯ মার্চ, ২০১০

নারী দিবস ~ দিপংকর


একটা মেয়ের চায়ের দোকান
একটা মেয়ে ঠিকের মাসি
দাঁত কামরে শরীর বেচেও
একটা মেয়ের দেখন-হাসি

বিপিও তে রাত কে ফেলে
ভোর কে নিয়ে বাড়ি ফিরে
রান্না চাপায় একটা মেয়ে
বরের জন্যে যত্ন করে

চায়ের দোকানে ঝাঁপ বন্ধ
ঘড়িতে রাত দশটা দশ
মাতাল বরের খিস্তি লাথি
তবুও আজ নারী দিবস!

অসম(একটি প্রেমের কবিতা) ~ শ্রদ্ধা

ও বলল "বাদাম খাবে?"
তখন সামনে বাদামওয়ালা দাঁড়িয়েছিলো
লেকের জলে দু তিনটে হাঁস
সাঁতার কাটছে। হাত বাড়িয়ে বাদাম নিলো।

ও বলল "ব্যাপারটা কি?
আজকে এমন গোমরা কেন? ঠিক আছো তো?"
বসন্তকাল আসলে পরেই কোকিলগুলো বড্ড জ্বালায়!
গা জ্বলে যায়, আপদ যত !

ও বলল "একটু হাসো,
হাসলে তোমায় মিষ্টি দেখায়, মিষ্টি সোনা"
ফুল ফুটেছে কৃষ্ণচূড়ায়, একটা পাখী
কি যেনো নাম- উড়ছে মেলে নীলচে ডানা।

ও বলল "আজকে ছুটি, তুমি চাইলে
নাটক-টাটক দেখতে যেতাম একাডেমী..."
বেঞ্চি থেকে উঠে আমি
হাটতে শুরু করেছিলাম, একটু থামি।

ও বলল "গৌরি তোমায় বুকের ভিতর লুকিয়ে রাখি;
চুপটি করে থাকছো কেন! কষ্ট বাড়ে।"
আমি বললাম "কষ্ট কিসের?
এই তো আছি তোমার সঙ্গে, লেকের ধারে।"

ও তাকালো আমার চোখে
এক ফোঁটা জল মহসীনের গভীর কালো চোখের কোনায়
আমি বললাম "আজ বাড়ি যাই, পাত্রপক্ষ দেখতে আসবে
কালকে থেকো সিঁথির মোড়ে, ঠিক বারোটায়।"

সোমবার, ৮ মার্চ, ২০১০

সংযমী অর্থমন্ত্রী

সংযমী অর্থমন্ত্রী !!

ক্ষুদ্র জীবন ~ দীপক কুমার পাল


একটাই জীবন
দৈনিক চাহিদা অতি সামান্য
তবুও সারা জীবন কাটে
পর্যবেক্ষন সংগ্রহ আর সংরক্ষনে
কমিউনে গড়ে তোলে খাদ্য ভান্ডার
এতদসত্ত্বেও শরীরে তাদের পুষ্ঠির অভাব
জগৎ সংসারে নিতান্তই বেচারা
চাহিদা যাদের কম
ভবিষৎ শঙ্কায় নিরন্তর কাঁপে বুঝি তারাই
পিঁপড়েদের বিশালাকার কমিউনে
যুথবদ্ধ পিঁপড়েরা সংখ্যায় অগুন্তি
একটি আস্ত হরিণ ভক্ষন করে নিমেষে
তাদের এ হেন আচরণে
তাচ্ছিল্য দুরস্ত, অতি ক্ষুদ্র হলেও
বৃহৎ প্রাণীরা তাদের রীতিমত সমঝে চলে... 
 

শুক্রবার, ৫ মার্চ, ২০১০

সূর্য বুঝি ~ শ্রেয়সী রয়

আমরা যারা জেগে থেকেও স্বপ্ন খুঁজি,
আমরা যারা রাতদুপুরেও সূর্য বুঝি,
আমরা যারা রোজ দুবেলা বাঁচতে গিয়ে,
ভুলেই গেছি সেসব দুপুর-
যখন নাকি স্বপ্ন মানে তুমি-ই ছিলে,
যখন নাকি স্বপ্ন মানে লাল নিশানে,
যখন শুধুই স্লোগান তোলা হাজার গলায়,
যখন শুধু মিছিল ছিল তোমার ভাষা,
যখন হাজার পায়ের দাপট পাহাড় টলায়,
ভুলেই গেছি একসাথে সেই ভাবতে শেখা,
ভুলেছি আজ প্রশ্ন তোলার সব অভ্যেস,
ভুলেই গেছি হিসেব বোঝার তীব্র তাগিদ,
সব ভুলেছি -
শুধু জানি, ফিরতে হবে...

শুধু জানি ভুললে আমার চলবে না আর,
শুধু জানি মিছিল আজো ডাক দিয়ে যায়,
তাইতো আজও রাতদুপুরে সূর্য বুঝি,
সূর্য বুঝি মিছিল জোড়া লাল পতাকায়।

সোমবার, ১ মার্চ, ২০১০

পথ


আমাদের দাবি একটাই
পথে হাটো আমাদের সাথে
পথে নামাই একমাত্র পথ
কালো মানুষের ভিড়ে
আমার আমিকে হারিয়ে
মুক্ত সুরে, মুক্তির গান গেয়ে
আমাদের দাবি একটাই
পথের শেষ নাই বা দেখলে
হয়তো পথেই শেষ হবে আমাদের পথ
হয়তো অনেক পথ হাঁটা বাকি থেকে যাবে
তবুও
আমাদের দাবি একটাই
যতটা হাঁটা শেষ করবো
রোদে মিশে
কালো মানুষের ভিড়ে
নতুন দিনের শিশুটি যেন সেখান থেকেই তার পথ শুরু করে।

লাল নিশান (The Red Flag এর অনুবাদ)


জনগনের নিশান রক্তলাল
জড়িয়েছে কত শহিদের দেহ
শীতল হয়েছে তারা
আর হৃদয়ের রক্তে রঞ্জিত করেছে একে
লাল নিশানটা ওড়াও উচুতে
এর ছায়াতেই বাঁচবো, মরবো আমরা
ভীরুর দল কাঁপবে, খুনিরা কাষ্ঠহাসি হাসবে
আমরা লাল নিশান কে উড়িয়ে রাখবো এখানে
নিশান আমাদেরকে শক্ত করেছে
যখন চারিদিকে ঘনিয়ে এসেছিলো কালো অন্ধকার
কত লড়াইয়ের সাক্ষী হয়ে রয়েছে
নিশানের রঙ বদলাবে না আর
লাল নিশানটা ওড়াও উচুতে
এর ছায়াতেই বাঁচবো, মরবো আমরা
ভীরুর দল কাঁপবে, খুনিরা কাষ্ঠহাসি হাসবে
আমরা লাল নিশান কে উড়িয়ে রাখবো এখানে
নিশান মনে রেখেছে আমাদের জেতা লড়াই
রক্তিম সকালে আসবে শান্তি নিয়ে,
উজ্জ্বল নিশানের সহজ প্রতীক করে বড়াই
মানুষের অধিকার, মানুষের সংগ্রাম দিয়ে
লাল নিশানটা ওড়াও উচুতে
এর ছায়াতেই বাঁচবো, মরবো আমরা
ভীরুর দল কাঁপবে, খুনিরা কাষ্ঠহাসি হাসবে
আমরা লাল নিশান কে উড়িয়ে রাখবো এখানে