শহরের বৈশিষ্ঠহীন কানাগলি
রঙ ওঠা দেওয়াল, দো'তলা বাড়ি,
পারিপার্শিকের সাথে মানিয়ে নিতে
বদ্ধপরিকর, নিরন্ত গতানুগতিক
মধ্যবিত্ত অস্তিত্বের কারাগারে বন্দি
সকালের খবর আর সন্ধের নিউজ
লোহার গরাদের ফাঁক দিয়ে দেখা বিশ্ব...
লেখার উপাদান ছিলো না,
তাই কবিতা লিখতাম না।
তারপর তোমার সাথে দেখা, মুক্তির স্বাদ...
সত্যি বলি, সেই আমার লেখালেখির শুরু,
প্রথম কবিতা লেখা - তোমাকে নিয়ে।
তারপর... তারপর কবিতাই আমাকে জগত চেনালো
দেখালো শহরের নৈশব্দের নিচে বয়ে চলা চোরা জনস্রোত...
দেখালো প্রতিদিন অপমানের বোঝা টানতে টানতে একদিন
কিভাবে মানুষ দাবানলে পরিনত হয়...
দেখালো তোমার পরেও কিভাবে বেঁচে থাকা যায়...
এই শেষেবার আমি তোমাকে কবিতা লিখছি...
তাই, আমার কবিতা লেখা আজ'ই শুরু হোল।।
রঙ ওঠা দেওয়াল, দো'তলা বাড়ি,
পারিপার্শিকের সাথে মানিয়ে নিতে
বদ্ধপরিকর, নিরন্ত গতানুগতিক
মধ্যবিত্ত অস্তিত্বের কারাগারে বন্দি
সকালের খবর আর সন্ধের নিউজ
লোহার গরাদের ফাঁক দিয়ে দেখা বিশ্ব...
লেখার উপাদান ছিলো না,
তাই কবিতা লিখতাম না।
তারপর তোমার সাথে দেখা, মুক্তির স্বাদ...
সত্যি বলি, সেই আমার লেখালেখির শুরু,
প্রথম কবিতা লেখা - তোমাকে নিয়ে।
তারপর... তারপর কবিতাই আমাকে জগত চেনালো
দেখালো শহরের নৈশব্দের নিচে বয়ে চলা চোরা জনস্রোত...
দেখালো প্রতিদিন অপমানের বোঝা টানতে টানতে একদিন
কিভাবে মানুষ দাবানলে পরিনত হয়...
দেখালো তোমার পরেও কিভাবে বেঁচে থাকা যায়...
এই শেষেবার আমি তোমাকে কবিতা লিখছি...
তাই, আমার কবিতা লেখা আজ'ই শুরু হোল।।