সোমবার, ১৫ নভেম্বর, ২০১০

ঘরে তোর ভোটার আছে কয়জনা ~ জয়দেব বসু

গান

ঘরে তোর ভোটার আছে কয়জনা
মন জানো না ......

দিব্যি আছো, খাচ্ছো-দাচ্ছো
সকাল-বিকেল জল মাপাচ্ছো।
বাঁও মিলছে, মনে ভাবছো,
আসলে বাঁও মিলছে না।

ঘরে তোর ভোটার আছে কয়জনা ....

ভাবছো এমন কাটবে বঁধু
ঝোলে লাউ, অম্বলে কদু,
বাড়িওয়ালার বিপত্তারণ
ভাড়াটের লর্ড শ্রীকৃষ্ণা।
মন জানো না,
ঘরে তোর ভোটার আছে কয়জনা ?

বলছো বটে "একটু-একটু"
আসলে খুব একটু না,
জায়গাটা তো এই বাংলা,
নরওয়ে-টিমবাকটু না;
ঠগ বাছতে গাঁ যে উজাড়
কাঁকর বেছে চাল,
সদসতের সব পাঁচালী
হয়েছে জঞ্জাল ।
মন জানোনা ,
ঘরে তোর ভোটার আছে কয়জনা ....

কাল মিছিলে হাঁটলো যারা
ভাবছো আজকে দেবে তারা?
সাঁই হাসিছেনঃ এই তো লীলা,
হাঁটছি, কিন্তু দিচ্ছি না ।

মন জানো না,
ঘরে তোর ভোটার আছে কয়জনা ....

19/ 06 / 2000

একটি জঘন্য কবিতা ~ দীপ্তানুজ দাশগুপ্ত

চল মাগি তোকে ভাসান দেখিয়ে আনি;
জলে পড়তেই মুহুর্তে দেব-দেবী
রং-ঠং ধুয়ে কাদা-,
ভেসে চলে যায় হাজারো দৈববাণী-
চল মাগি তোকে শ্মশান দেখিয়ে আনি।

আকাশ কাঁপিয়ে বইছে তুফান- ঝড়-
কালো মেঘ চিড়ে বিদ্যুৎ নামে জোরে-
তপ্ত বুলেটে মরছে লখীন্দর,
বাঁচাও বেহুলা-, দেবতার সাথে লড়ে।

চল মাগি তোকে শ্মশান দেখিয়ে আনি;
লাশকাটা ঘরে ভগবান ভয়ে কেঁপে
মুহুর্তে হয় সাদা-
মানুষ তবুও ঘুরে দাঁড়াবেই জানি-
চল মাগি তোকে ভারত ঘুরিয়ে আনি।।

বুধবার, ৩ নভেম্বর, ২০১০

পুলিশ ~ জয়দেব বসু

(ঋণস্বীকার: ট্রেসি চ্যাপম্যান)

যখন তোমাকে রাস্তার কোনো মস্তান
পথ আটকিয়ে শোনায় আজিব দস্তান,
আপত্তি দেখে মুখ ঠেসে ধরে কাদায়,
ধরতেই পারে, সেই তো পাড়ার দাদা ....
তখন তোমার অবস্থা দেখে কারা
হে-হে করে হাসে, কারা বিশ্বাস হারায়?

পুলিশ....

যখন তোমার দাউ-দাউ করে ঘর
তুলে নিয়ে যায় বোন-কে সওদাগর,
সে সময়ে কারা অসন্তুষ্ট শ্বাসে
অতি অনিচ্ছা, একেবারে শেষে আসে?
কারা আসতেই উলটে এবং পালটে
চার্জশিট হয় আততায়ীকেই সাল্টে?

পুলিশ....

যখন তোমার মেয়ে রাজনীতি করে,
সেই জন্যই যারা ঢুকে পড়ে ঘরে
মাঝরাতে, বিনা অনুমতিতেই, জেনো,
পাল্টাবে না কখনোই, কোনোদিনও....
তাদের নামটা জানা আছে ওগো প্রিয়,
পৃথিবীতে তারা চিরকাল স্মরণীয়.....
 

উঁহ, পুলিশ...