রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৩

চড়ুই ~ অনির্বাণ মাইতি

ওরা ঠোঁটের ডগায় স্বপ্ন বুনতে পারে 
নরম ডানায় রোদ্দুর পিছলায়
ধুলো স্নান সেরে রোজ ফিরে ফিরে আসে 
শরীরের শেষ ক্লেদটুকু নিংড়ায় 

ওদের কাছে এসব কিছুই যেন 
সাতটি রাজার ধনএর চেয়েও দামী
জানার পরে হঠাত চেয়ে দেখি 
আমার কোলে সদ্যোজাত আমি 

হার মানে না নাছোড়বান্দা ওরা 
চিল শকুনের মিলিত সন্ত্রাস 
ঝড়ের মুখে আঁকড়ে ধরে থাকে 
শেষ কুটোটাই চূড়ান্ত আশ্বাস 

আমিও ঠিক ওদের মতই হব 
চড়ুই পাখির যেটুকু দরকার 
প্রবল শীত এ এক ফোঁটা ওম দেব 
আমৃত্যু চাই ইচ্ছেটা বাঁচবার .......

বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৩

ফাগুন ~ দীপ্তানুজ দাশগুপ্ত

ওগো আমার হারিয়ে যাওয়া ফাগুন-,
দাও জুড়িয়ে মাসের শেষের
বুক জ্বালানো আগুন।

(বলতো)  এমন কেন  হয় ?
রাত-বিরেতে, দিন দুপুরে একলা হওয়ার ভয় ?
কাঁপায় আমায়, কুঁকড়িয়ে যাই, শশব্যস্ত প্রাণ,-
হাতড়ে বেড়ায় – হারিয়ে যাওয়া আগুন-দিনের গান।

আগুন-দিন - ঝড়ের পাখি – মিছিল-জোড়া ঢেঊ –
সব হারিয়ে এখন আমার সঙ্গে যে নেই কেউ !

আবার যদি ইচ্ছে করি , আবার যদি যাই  -
আবার যদি পেরতে পারি চড়াই - উৎরাই ,
ফিরিয়ে দেবে ? ওগো আমার সুর্য ধোয়া মেঘ –
ভাসিয়ে দেবে মনের কোণের লুকোনো উদ্বেগ ?

ওগো আমার হারিয়ে যাওয়া ফাগুন –
দাও জ্বালিয়ে বুকের ভিতর ভালবাসার আগুন!

রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৩

স্যাটানিক ভার্সেস ~ স্বপন দাস


সামনেই ভোট, শোন গোয়েন্দা দফতর
ভোটে জেতানোর দায় জেনে রাখ সব তোর
চুপি চুপি ছকে দিবি শুরু থেকে তার শেষ
'সিটি অব ভয়'-এ ওড়ে স্যাটানিক ভার্সেস"


উত্‌সবে যাই... হরেক মেলায়। কেউ দিয়ো না বাগড়া।
শিল্পী পাবেন শাল দোশালা, পায়ে জরির নাগরা!
উড়বে পটের ময়ূরছানা ‘বিশিষ্ট’রা খাবেন দানা।
শিল্প এটাই। দরকার নেই গুজরাত বা আগ্রা।