বিরুদ্ধতার চাবুক ওঠাও হাতে
তোমার স্বদেশ লুঠ হ’য়ে যায় প্রতিদিন প্রতিরাতে
তোমার মাঠের ফসল কেন হে
পরের জাহাজে ওঠে
খুদকুঁড়ো শুধু তোমার জন্যে
তা-ও কি দুবেলা জোটে
তোমার কয়লা, লোহা কেন যায় আমেরিকা, রাশিয়া-তে
বিরুদ্ধতার চাবুক ওঠাও হাতে
তোমার বুকের ওপর চাপানো
বিরাট পাষাণ ভার
তোমাকে পিষছে দেশের মাটিতে
পুঁজিপতি জমিদার
তোমার বাঁ পাশে ডান পাশে, সাথী
উদ্যত বেয়নেট
দুষমণদের সাবাস জানায়
মার্কিন, সোভিয়েত
বিদেশী ঘাতক মেলায় যে হাত দেশী ঘাতকের সাথে
বিরুদ্ধতার চাবুক ওঠাও হাতে
মুক্তির ডাক দনিয়া কাঁপায়, কাঁপবে কি শঙ্কাতে
বিরুদ্ধতার চাবুক ওঠাও হাতে
[ কাব্যগ্রণ্থ: তোমার মারের পালা শেষ হ’লে / রচনা কাল: ১৯৭৮ ]