শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

লক্ষীর ভাণ্ডার ~ শতদ্রু দাস

লক্ষীর ভান্ডার নিয়ে কয়েকটি শুকনো পরিসংখ্যান: 

প্রথমত, এই প্রকল্পের আওতায় আসতে গেলে কী কী যোগ্যতাপূরণ করতে হবে সেটা দেখে নেওয়া যাক - ১) পশ্চিমবঙ্গবাসী হতে হবে ২) মহিলা হতে হবে ৩) বয়স ২৫-৬০ এর ভেতর হতে হবে ৪) সরকারী চাকুরিরতা বা পেনশনভোগী হওয়া চলবে না।

দ্বিতীয়ত, কত টাকা পাওয়া যাবে? জেনারেল ক্যাটাগরি হলে ৫০০ টাকা, সংরক্ষিত ক্যাটাগরি হলে ১০০০ টাকা।

তৃতীয়ত, সরকারের হিসেব অনুযায়ী কতজন উপভোক্তা ও কত কত খরচ হবে? সরকারী হিসেবে ১.৬ কোটি উপভোক্তা এবং মাসে ১১০০ কোটি টাকা খরচ হবে। অর্থাৎ মাথাপিছু ৬৮৮ টাকা। 

সরকারের হিসেব কি সঠিক? পশ্চিমবঙ্গে, ২০১১ জনগণনা অনুযায়ী ১৫-৫০ বছর বয়সী মহিলার সংখ্যা ছিল ২.৫৪ কোটি। ২০২১-এ এসে এনাদের বয়স হবে ২৫-৬০। এঁদের মধ্যে সরকারী চাকরি বা পেনশনভুক্ত হবেন খুব বেশি হলে ৪-৫ লক্ষ। ধরে নিচ্ছি আরো ১৫-২০ লক্ষ মহিলার অবস্থাপন্ন পরিবার হওয়ার কারণে এই প্রকল্পে আগ্রহী হবেন না। সে ক্ষেত্রে ২.৩ কোটি মহিলা এই প্রকল্পে যুক্ত হতে চাইবেন বলে ধরা যায়। অর্থাৎ, সরকারের ১.৬ কোটি উপভোক্তার হিসেব ভুল অথবা তারা সকলকে এই প্রকল্পের আওতায় আসতে দেবে না, কোনো ছুতো দিয়ে বাধা দেবে। সরকারের মাথাপিছু ৬৮৭ টাকার হিসেবও কি ঠিক? ৬৮৭ টাকা হতে গেলে, রাজ্যের ৬৩ শতাংশ মহিলাকে জেনারেল এবং ৩৭ শতাংশ মহিলাকে রিজার্ভ ক্যাটাগরি হতে হবে। ২০১১-এর জনগণনা অনুযায়ী রাজ্যের ৩১ শতাংশ মানুষ এসসি-এসটির আওতায় পড়েন। এর ওপর ১০ শতাংশের বেশি ওবিসি আছেন। অর্থাৎ সংখ্যাটা ৪০%-এর বেশি হবে। সেনসাসে বহুদিন যাবৎ দেখা গেছে যে এসসি-এসটির ভেতর জন্মহার জেনারেলের তুলনায় কিছু বেশি। তা ছাড়া যাঁরা অবস্থাপন্ন বা সরকারী চাকরি করার দরুন এই প্রকল্পতে আগ্রহী হবেন না, তাঁদের মধ্যেও অধিকাংশ  জেনারেল হবেন কারণ উচ্চবর্ণরা অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে। অর্থাৎ অন্তত ৪০% রিজার্ভড ক্যাটাগরির উপভোক্তা হবেন। সে ক্ষেত্রে মাথাপিছু খরচ কম করে ৭০০ টাকা হওয়া উচিত। তাহলে মোট মাসিক খরচ হয়ে দাঁড়ায় ২.৩*৭০০ = ১৭১০ কোটি টাকা। বার্ষিক খরচ দাঁড়ায় ২০,৫০০ কোটি টাকা। 

সরকারের হিসেবের থেকে ৬০% বেশি।

হয় সরকার ঠিকই করেছে যে সকল যোগ্য ব্যক্তিকে প্রকল্পর আওতায় আনবে না, নয় সারা বছর এই টাকা আসবে না, বকেয়া পড়ে থাকবে। অথবা হিসেবে বড় সর গোলমাল করছে।

এই ২০,৫০০ কোটি টাকা ঠিক কতটা? পশ্চিমবঙ্গ সরকারের বার্ষিক আয় গত বছর ১ লক্ষ ৫০ হাজার কোটি টাকার কিছু কম ছিল। অর্থাৎ, লক্ষীর ভান্ডার প্রকল্পে সরকারের বার্ষিক আয়ের ১৩.৩ শতাংশ খরচ হবে। 

কোথা থেকে আসবে এই বাড়তি টাকা? রাজ্য সরকারের হাতে কর বৃদ্ধির রাস্তা জিএসটির পর থেকে একেবারেই সংকুচিত। রাজ্য আয়কর নিতে পারে না, জিএসটির ফলে সামগ্রীর ওপরও নিজের ইচ্ছে মত কর চাপাতে পারে না। রাজ্যের হাতে পড়ে রয়েছে শুধু জমি থেকে আদায় করা কর আর আবগারি কর। এই দুই উৎস থেকে ২০ হাজার কোটি টাকা কর বৃদ্ধির দূর দুরান্তের কোনো সম্ভাবনা নেই। তাহলে? পড়ে রইলো দুটো পথ - ধার করা এবং অন্য খাতে খরচ কমানো। কিন্তু এই দুটো পথ আসলে একই। ধার করলে যে সুদ গুনতে হবে তা অন্য খাতে খরচের ওপর প্রভাব ফেলবে এবং শেষ অবধি সুদ সমেত ধার ফেরত দিতে খরচ হবে প্রায় দ্বিগুণ। আয় উল্লেখযোগ্যভাবে না বাড়লে, সেই দ্বিগুন টাকা শোধ হবে অন্য খাতের খরচ কমিয়েই। 

অর্থাৎ লক্ষীর ভান্ডারের টাকা আসবে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, কৃষি, পঞ্চায়েত, যুবকল্যান, সংখ্যালঘু উন্নয়ন ইত্যাদি দফতর থেকে টাকা কেটেই। কেউ কেউ হয়ত বলবেন যে এসব সরকারী দফতরের প্রকল্প কাটছাঁট করে, সরাসরি লোকের হাতে বেশি টাকা গেলে ভালোই। তারা হয়ত বিশ্বাস করেন যে টাকার অভাবে ভাঙা রাস্তা সরকার মেরামত না করলে বা সেচের খালের সংস্কার না করলে, হাজার হাজার গ্রামবাসী লক্ষীর ভান্ডার থেকে কিছু টাকা চাঁদা তুলে নিজেরাই তা করে নেবে। 

বুধবার, ১৮ আগস্ট, ২০২১

১৫ই আগস্ট ও গিরিশ চন্দ্র সেন ~ শুভাশীষ মোদক চৌধুরী


পনেরই আগস্ট স্বাধীনতা দিবস পালনের জন্য যা আমরা ভুলে যাই বলে মনে করি - তা হল অরবিন্দের জন্মদিন, কিন্তু সত্যি সত্যি ভুলিনা । যেটা ভুলে যাই তা হল গিরিশ সেনের মৃত্যুদিন । 

উনি কে ছিলেন, কেন মনে রাখবো, ইত্যাদি ইত্যাদি লেখার আজকাল আর কোনো প্রয়োজন নেই । কারন: যার ইচ্ছে, সে এখুনি একটু Google করতে পারে, আর যার ইচ্ছে নেই তার তো অন্য কাজ রয়েইছে । উনি অনেক কিছু করেছিলেন । কিন্তু যার জন্য ওনাকে কেউ কেউ হয়ত মনে রেখেছে, এবং যার জন্য এই post এর অবতারণা, তা হল: উনিই ছিলেন কোরান এর প্রথম (এবং তর্ক সাপেক্ষে সবচেয়ে ভাল) বাংলা অনুবাদক ।

এসব আমরা ছোটবেলায় পড়েছি, ভুলেও হয়ত যেতাম - যদিনা ওই বই এর এক খন্ড আমার ISI হোস্টেলের লাইব্রেরীতে থাকতো ।  প্রায় এক বছর আমার দায়িত্বে ওই লাইব্রেরি ছিল, ফলে বই প্রচুর পড়তাম । তার আগে ওটার ভার ছিল কৌ বলে একজনের ওপরে (কেউ কেউ হয়তো চিনবে), সে ওই কোরান এর অনেক জায়গায় দাগ দিয়ে রেখেছিল । কৌ যেহেতু কড়া হিন্দু ছিল, তাই দাগ দেয়া জায়গাগুলো খুব একটা সুবিধের ছিলনা । কিন্তু সত্যি কথা বলতে কি, সে জন্য পড়তে কোনো অসুবিধে তো হয়ইনি, বরং চটপট পড়া হয়ে গিয়ে ছিল ।

এই গিরিশ সেনকে যে হিন্দুরা ভুলে যাবে এতে নতুনত্ব বা আশ্চর্যের কিছু নেই । তবে অবাক হতে হবে যদি ধর্মপরায়ন বাঙালি মুসলিমরা ভোলে । এক দিন তা দেখেই মজা পেয়েছিলাম - এবং এটা তারই রোমন্থন আর কি ...

আমার বিলেত বাসের প্রায় এক দশক হতে চলল । আমি সুযোগ পেলেই যাই লন্ডনের ব্রিক লেনে।  ওখানে অনেক বাংলাদেশী/ বাঙালি মুদিখানা, মিষ্টান্নভাণ্ডার, খাওয়াদাওয়া এবং সর্বোপরি  বই এর দোকান (যা এখন উঠে গেছে) আছে । তাই গেলে বাঙলার মাছ, সবজি আর বই কিনে ফিরি । যে গল্প বলছি, তা প্রায় তিন-চার বছর আগেকার । তখন বইয়ের দোকানটি ছিল বেশ ভাল - পশ্চিম এবং পূর্ব দুই বঙ্গেরই বই পাওয়া যেত, এবং ভয়ঙ্কর সিরিয়াস বই থেকে বটতলা - সব কিছুর যোগান ছিল । দোকানদার মানুষটি যদিও ছিলেন বেশ গম্ভীর, ফলে তার সাথে কথা বিশেষ হয়নি ।

একদিন আমি যখন বই ঘাঁটছি, এক বয়স্ক দম্পতি দোকানে এলেন এবং বাংলা কোরানের খোঁজ করলেন । ওনাদের বেশ ভূষাতেই বোঝা যায় ওনারা practicing মুসলিম। দোকানদার দু-এক কথায় জিজ্ঞাসা করলেন কি কারনে বাংলা কোরান দরকার (আমি বই এর স্তুপের অন্য দিক থেকে শুনে জানতে পারলাম যে, কোরান মূল ভাষা ছাড়া অন্য ভাষায় পড়লেও দোষ হয়) ! ওই দম্পতি বললেন যে তারা ভালো করে বোঝার জন্য বাংলা কোরান চান, কারণ এই বয়সে আর নতুন ভাষা শিখতে পারবেননা ।   

দোকানদার তখন বললেন যে তাহলে উনি গিরিশ চন্দ্র সেনের অনূদিত কোরান কিনতে বলবেন । তারপর কিছুক্ষন নিস্তব্ধতা । আমি উঁকি মেরে দেখি দম্পতি, যাকে বলে, বজ্রাহত । ওনারা জিজ্ঞেস করলেন অন্য 'ভালো' কিছু আছে কিনা । তাতে দোকানদার জানালেন ওটাই সবচেয়ে ভালো এবং মূলের প্রতি তন্নিষ্ঠ । আমি ক্রেতা ভদ্রলোকের মুখ দেখে বুঝলাম 'আতান্তর'  কাকে বলে ।

শেষে ক্রেতা বললেন যে - যার নামই কোনো দিন শোনেননি তার অনুবাদ করা বই কিনতে ওনার ইচ্ছে নেই, এবং অন্য কারোর অনুবাদ করা বই আছে কিনা দোকানদার যেন জানান । বেগতিক বুঝে দোকানদারও আরো দু তিনটে নাম জানালেন । সত্যি কথা বলতে কি, ওনাদের নামও ক্রেতা ভদ্রলোক কোনোদিন শুনেছেন বলে আমার মনে হলনা, তবে একটা বই কিনলেন শেষ অবধি ।


আমি আমার বই কেনার সময় দোকানদার ভদ্রলোকের সাথে একটু কথা হয় । উনি জানান যে - গিরিশ সেনের বইই উনি পড়েন কিন্তু ওটা বিক্রি করা খুব কঠিন, কারন বাঙালি (উনি হিন্দু মুসলাম কিছু বলেন নি) ওনাকে ভুলে গেছে ।

এইতো আরেকটা পনেরই আগস্ট চলে গেলো, আরেকটা প্রয়াণ দিবস । আমরা সত্যি ভুলে গেছি ব্রাহ্ম গিরিশ সেনকে: (আমার মতে) হিন্দুরা - উনি কোরান অনুবাদ করেছিলেন বলে, আর মুসলিমরা -  উনি মুসলিম না হয়েও কোরান অনুবাদ করেছিলেন বলে ।

শনিবার, ১৪ আগস্ট, ২০২১

‘‘আমরা মেডিকেল কলেজে পড়ি’’:সেকাল ও একাল ~ ডঃ সমুজ্জ্বল মাইতি

১৯৫৬ সাল । মুক্তি পেল উত্তম কুমার,সুচিত্রা সেনের বিখ্যাত ছায়াছবি সাগরিকা । সতীনাথ মুখোপাধ্যায়,উৎপলা সেন,দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া সেই ছবির জনপ্রিয় গান,''আমরা মেডিকেল কলেজে পড়ি''।কিছুদিন আগে এক নিভৃত নিরালায় সেই গানখানি শুনতে শুনতে মনে হল,''আমরা মেডিকেল কলেজে পড়ি''---যে অহংকরের সঙ্গে গাওয়া হল,তার কারণখানি কি নিছকই চিকিৎসা শাস্ত্রের চর্চা করা?শুধুই কি অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি সহ আরো বিভিন্ন ''লজি''-র জ্ঞানগম্ভীর অধ্যয়ন করা?এশিয়ার প্রাচীনতম মেডিকেল কলেজটির উৎকর্ষতা ঠিক কোন জায়গায়?কেন সেটি আজও অনন্য সাধারণ?

এই প্রশ্নগুলি যখন মাথায় ঘুরছে তখন হঠাৎই মনে পড়ল ২০০৮ সালে যখন মেডিকেল কলেজে প্রথম বর্ষের ছাত্র,তখন অ্যানাটমির কোন এক ক্লাসে ডাঃ পীতবরণ চক্রর্তীর মুখে প্রথম শোনা পণ্ডিত মধুসূদন গুপ্তর ইতিহাস । তিনি ছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক এবং আধুনিক মেডিসিনের শিক্ষা নেওয়া প্রথম ভারতীয় । মেডিকেল কলেজের ১৮৩৫ সালে পথ চলা শুরু হলে তিনি এই কলেজে যোগ দেন এবং রক্ষণশীল হিন্দু সমাজের চোখ রাঙানীকে নস্যাৎ করে প্রথম শব দেহের ব্যবচ্ছেদ করেন (১৮৩৬) ভারতে প্রচলিত চিকিৎসা পদ্ধতির উন্নয়নের স্বার্থে। প্রাণহানি,মর্যাদাহানি ও সমাজের দ্বারা বহিষ্কৃত হওয়ার প্রভূত সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি রক্ষণশীল হিন্দু সমাজের অন্ধত্বের বিরুদ্ধে বারবার সরব হন এবং পরিশেষে জয়ী হন।সেদিনই শুরু হয় মেডিকেল কলেজের আসল লড়াই।আসল পথ চলা।মেডিকেল কলেজের সামাজিক দায়িত্ব সেদিনই ঘোষিত হয়ে যায়।

এবার আসা যাক কাদম্বিনী গাঙ্গুলির কথায়।তিনি ছিলেন বিখ্যাত ব্রাহ্ম সমাজ সংস্কারক ব্রজকিশোর বসুর কন্যা এবং বেথুন কলেজ থেকে উত্তীর্ণ কোলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা গ্রাজুয়েট(১৯৮৩)।১৮৮৬ সালে তিনি বেঙ্গল মেডিকেল কলেজ থেকে পশ্চিমী মেডিসিনের ডিগ্রী লাভ করেন এবং প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক হিসাবে ইতিহাসে পরিচিতা হন। রক্ষণশীল হিন্দু সমাজ,এমনকি মেডিকেল কলেজের কতিপয় চিকিৎসক শিক্ষকের বিরুদ্ধেও তাঁকে লড়াই করতে হয়।''Her decision to do so as a woman received severe backlash in the Bhadralok (upper caste Bengali) community''. এরই মধ্যে ১৮৮৩ সালে অন্যতম ব্রাহ্মসমাজ নেতৃত্ব দ্বারকানাথ গাঙ্গুলীকে বিবাহ করার পর,পূর্ব ভারতের কয়লাখনিগুলিতে কর্মরত মহিলা শ্রমিকদের অবস্থার উন্নয়নের জন্য তিনি আন্দোলন শুরু করেন।১৮৮৯সালে জাতীয় কংগ্রেসের সম্মেলনে তিনি ছিলেন একজন মহিলা প্রতিনিধিও।১৯০৫ সালে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গৃহীত হলে,তিনি মহিলাদের নিয়ে সম্মেলনে নেতৃত্ব দেন।১৯০৮ সালে সাউথ আফ্রিকাতে ভারতীয় শ্রমিকরা সত্যাগ্রহ শুরু করলে তার সমর্থনে কোলকাতাতে যে সংহতি সমাবেশ হয়,তাতে সভানেত্রীত্ব দেন ডাঃ কাদম্বিনী গাঙ্গুলি।শ্রমিকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য একটি কমিটি গড়ে তিনি অর্থ সংগ্রহও শুরু করেন।ব্রাহ্মসমাজ আন্দোলনের পটভূমিতে বাংলা জুড়ে যে নব্য চেতনার জাগরণ হয়,যে অধিকার বোধের আলোকশিখা প্রজ্জ্বলিত হয়,ডাঃ কাদম্বিনী ছিলেন সেই চেতনারই এক অগ্রগণ্যা মহীয়সী।১৯১৫ সালে মেডিকেল সম্মেলনে তিনি বেঙ্গল মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকদের মেডিসিনের শিক্ষালাভের সুযোগ দানের পক্ষে প্রতিবাদী বক্তব্য রাখেন এবং এর অনতিকাল পরেই মেডিকেল কলেজের প্রবেশদ্বার ছাত্রীদের জন্য চিরকালের মত উন্মুক্ত হয়ে যায়।জীবনের সায়াহ্ণে পৌঁছে ১৯২২ সালে তিনি  বিহার ও ওড়িশার মহিলা খনি শ্রমিকদের চিকিৎসা শুরু করেন।মৃ্ত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আর্তের সেবায় তিনি জীবন উৎসর্গ করে গেছেন। 

এরপর এল স্বদেশী আন্দোলনের যুগ।ত্রিশের কোলকাতা।অনেক কর্মকাণ্ডে কোলকাতা তখন উত্তপ্ত।স্বরাজীরা মেতেছেন স্বরাজের চিন্তায়।প্রস্তাব আর প্রস্তাবের বয়ান নিয়ে তর্কবিতর্কের শেষ নেই।বিপ্লবীরা যে যেখানে পারছেন ঝাঁপিয়ে পড়ছেন ইংরেজের ওপরে।ভূপেন্দ্রনাথ দত্ত আগেই ইওরোপ থেকে কোলকাতায় ফিরে এসে সাম্যবাদের কথা বলেছেন।বিশ্ব কমিউনিস্ট আন্দোলনর নেতা মানবেন্দ্রনাথ রায় ভারতে এসে গা ঢাকা দিয়ে ঘুরছেন।চেষ্টা করছেন কমিউনিস্ট পার্টির সংগঠন গড়ে তুলতে।এই সময়ে কিছু ঘটনা গোটা ভারতবর্ষকে আন্দোলিত করল-১৯১৩-১৪ সালে রাসবিহারী বসুর সারা ভারতে সিপাহী বিদ্রোহের পরিকল্পনা,১৯১৪-১৫ সালে বাঘাযতীনের বিদেশী অস্ত্রের সাহায্যে সারা ভারতে বৈপ্লবিক অভ্যুত্থানের চেষ্টা এবং ১৯৩০ সালে চট্টগ্রামে সময়িকভাবে স্বাধীন সরকারের প্রতিষ্ঠা।ঠিক এই অগ্নিগর্ভ সময়ে ডালহৌসী স্কোয়ারে পুলিশের বড়কর্তা টেগার্টের গাড়ীতে বোমা ছুঁড়লেন দুই বিপ্লবী অনুজা সেনগু্প্ত ও দীনেশ মজুমদার।টেগার্ট প্রাণে বাঁচলেন কিন্তু ভয়ে বিলেতে পালিয়ে গেলেন।সারা কোলকাতাতে ব্যাপক পুলিশী তল্লাশী শুরু হল।ডাঃ নারায়ন রায় ও ডাঃ ভূপাল বসু-দুই চিকিৎসক এবং কোলকাতা মেডিক্যাল কলেজের দুই প্রাক্তন ছাত্র- এঁদের কাছে পাওয়া গেল টি-এন-টি তৈরীর ফর্মূলা।দুজনেরই ১৯৩০ সালে ডালহৌসী স্কোয়্যার বোমানিক্ষেপ মামলায় যাবজ্জীবন দ্বীপান্তর সাজা হয়, জেল খাটেন আন্দামানে। ডাঃ নারায়ণ রায় মেডিকেল কলেজে তাঁর ছাত্রাবস্থাতেই বিপ্লববাদী 'যুগান্তর সমিতি'-তে যোগ দেন।১৯৩০ সালে তিনি মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়েন।অনতিকালের মধ্যেই তিনি হন কোলকাতা কর্পোরেশনের সর্বকনিষ্ঠ কাউন্সিলার।সরকারি মতে ডাঃ নারায়ণ রায় ছিলেন যুগান্তর সমিতির বোমার কারখানার ভারপ্রাপ্ত কর্মী।তাঁর গ্রেপ্তারের সময় পুলিশ ঐ কারখানাটিও আবিষ্কার করে।মামলার শুনানির সময় তিনি তাঁর সাথীদের বাঁচাবার উদ্দ্যেশ্যে এই ষড়যন্ত্রের সকল দায়িত্ব নিজের ও তাঁর পলাতক ভাই গোবিন্দ রায়ের ওপর দিয়ে আদালতে বিবৃতি দেন।আদালতের রায়ে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী থাকার সময়ে কমরেড কালী সেনের সংস্পর্শে এসে তিনি কমিউনিস্ট হওয়ার পথের সন্ধান পান।পরে তাঁকে আলিপুর সেন্ট্রাল জেল থেকে বোম্বাইয়ের য়েড়ারা জেলে স্থানান্তরিত করা হয়।সেখানেই কারাগারের নির্জন কক্ষে বসে তিনি পড়ে ফেলেন ইডেন অ্যাণ্ড সিডার পল অনুদিত 'মার্কসের ক্যাপিটেল'।সেই বইয়ের শেষ পৃষ্ঠায় তিনি লিখেছিলেন,
             Don't worry,
             Don't hurry,
             The wheel of time 
             Has not stopped
১৯৩৩ সালের এপ্রিলে তাঁকে পুনরায় আলিপুর জেলে,আন্দামানে প্রেরণ করার উদ্দেশ্যে স্থানান্তরিত করা হলে এখানেই তাঁর সাথে নিরঞ্জন সেন ও সতীশ পাকড়াশীর সাক্ষাৎ হয়।১৯৩৩-এর এপ্রিলের শেষ দিকে তিনি সেলুলার জেলে আসেন এবং সাথে করে নিয়ে আসেন কয়েকটি ট্রাঙ্ক ভর্তি মার্কসবাদী তত্ত্বের বই। ১৯৩৩ সালের ১২ই মে আন্দামানে শুরু হল অনশন ধর্মঘট।ডাঃ নারায়ণ রায়, ডাঃ ভূপাল বসু,উল্লাসকর দত্ত ও সতীশ পাকড়াশির নেতৃত্বে একটানা ৪৬ দিন অনশন হয় পাঁচটি দাবীতে - খাবার যোগ্য খাদ্য, স্নানের জন্য সাবান, ঘুমানোর জন্য বিছানা, নিজেদের মধ্যে কথা বলার সুযোগ ও পড়বার জন্য বই। ন'দিনের মাথায় জোর করে অনশন ভাঙতে গেল কুখ্যাত ব্রিটিশ জেলর ডেভিড ব্যারী। বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন তিন বন্দী বিপ্লবী - মহাবীর সিং গদর, মোহিতকুমার মৈত্র ও মোহনকিশোর।পরের দিন জলের ঘটিতে দুধ রেখে দেওয়া হ'ল লুকিয়ে। বিপ্লবী সুশীল দাশগুপ্ত রেগে চিৎকার করলেন, 'ওরা জলের জায়গায় দুধ রেখে গেছে, কি করা উচিত আমাদের?' পাশের সেল থেকে ডাঃ নারায়ন রায়ের উত্তর ভেসে এল - 'ফুটবল খেলিস নি কোনোদিন ? কিক্ করতে জানিস না ?' যেমন বলা, তেমনি কাজ। লাথি মেরে দুধের ঘটি ফেলে দিলেন সুশীল। ৪৬-তম দিনে ২৬শে জুন-যখন সকলেই প্রায় মরণাপন্ন, বাধ্য হয়ে সব ক'টা দাবী মেনে নিল জেল কর্তৃপক্ষ। দাস ক্যাপিটাল আর কমিউনিস্ট ম্যানিফেস্টো দেওয়া হয়েছিল ওঁদের দাবী মেনে।অনশন ভঙ্গ করার পর জেলের ডাক্তাররা এসে মেপে মেপে খাবার দেওয়া শুরু করলে আবার উত্তেজনা তৈরী হয়।ডাঃ নারায়ণ রায় এই সময় জেনারেল বডি মিটিং করে সবাইকে বোঝান কেন মেপে মেপে খাবার খাওয়া জরুরী।এরপর সেলুলার জেলে ডাঃ নারায়ণ রায়ের উদ্যোগেই শুরু হল মার্কসীয় তত্ত্বের অধ্যয়ন।ক্লাসের রুটিনও তিনিই তৈরী করে ছিলেন।এই ক্লাসগুলিতেই জেলবন্দীরা তাঁর পরামর্শে ও নির্দেশে পড়েন বুখারিনের 'Historical Materialism',জুলিয়াস হেকারের 'Moscow Dialogues',প্লেখানভের 'Fundamental Problems of Marxism',মার্কসের ক্যাপিটাল,ল্যাপিডাস ও অস্ট্রোভিটিয়নেভ রচিত 'Outline of Political Economy',স্তালিনের লেখা 'Leninism',লেনিনের 'Materialism & Empirio Criticism' এবং মার্কস-অ্যাঙ্গেলস্ রচিত 'কমিউনিস্ট পার্টির মেনিফেস্টো'।নারায়ণ বসুর উদ্যোগেই প্রকাশিত হতে শুরু করে মাসিক পত্রিকা 'কালাপানি'।ইনিই জেলবন্দীদের শিখিয়েছিলেন যে, ''বাইরে গিয়ে আমাদের শুধু পার্টি সভ্য নয়,পেশাদার বিপ্লবী হতে হবে,বিপ্লব ছাড়া আমাদের যে আর কোন চিন্তা ধারণা থাকবে না''।তিনিই ছিলেন সেলুলার জেলে গড়ে ওঠা কমিউনিস্ট কনসোলিডেশন-এর প্রকৃত রূপকার। অন্যদিকে ডাঃ ভূপাল বসু এই সময়ে ছিলেন কট্টর মার্কসবাদ বিরোধী।মার্কসবাদের অসারতা প্রমাণ করার জন্য তিনি বহু বই সঙ্গে করে নিয়ে এসেছিলেন। আন্দামানের জেল বন্দীরা তাঁর কাছ থেকে নিয়েই পড়েছিলেন Laidler-এর History of Socialist Thogut। ১৯৩৭ সালে মুক্তির দাবীতে আবার শুরু হ'ল আমরণ অনশন। এবারো নেতৃত্বে ডাঃ নারয়ণ রায় ও ডাঃ ভূপাল বসু। দাবী মিটল ৩৬ দিন পর। একে একে ছাড়া পেলেন সকলে, পরের বছর জানুয়ারিতে চিরতরে বন্ধ হ'ল সেলুলার জেল।কমিউনিস্ট নেতা ডাঃ রায় পরে কোলকাতা কর্পোরেশনের কাউন্সিলর হ'ন, জেল থেকে ছাড়া পেয়ে কমিউনিস্ট পার্টির নির্দেশে তিনি পুনরায় ডাক্তারি শুরু করেন এবং আমৃত্যু অসংখ্য সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন। ১৯৪৭ সালে কোলকাতাতে দ্বিতীয় পার্টি কংগ্রেসের প্রাক্কালে 'রেডগার্ড' তৈরী হলে সেই রেডগার্ডের একজন অন্যতম প্রধান হন ডাঃ নারায়ণ রায়।অন্যদিকে ডাঃ ভূপাল বসু প্রথমে ফরোয়ার্ড ব্লক, পরে সমাজবাদী পার্টির নেতৃত্ব দিয়েছেন।

১৯৩৭ সাল ।চীন,জাপানী সাম্রাজ্যবাদী যু্দ্ধে আক্রান্ত । সাংহাই শহরের পতন আসন্ন ।সুং চিং লিং হংকং-এ ।গঠিত হয়েছে China Defence League,International Peace Hospital,যুদ্ধ ফ্রন্টের জন্য বিয়াল্লিশটি Mobile Medical Unit এবং আটটি Medical School।এহেন পরিস্থিতিতে জাপানী আক্রমণের তীব্রতা আরো বৃদ্ধি পেলে,কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে গৃহীত হয় ভারত থেকে চীনে মেডিকেল মিশন প্রেরণের সিদ্ধান্ত । অবশেষে ১৯৩৮ সালে ডাঃ মোহনলাল অটল,ডাঃ মোরেশ্বর রামচন্দ্র চোলকার,ডাঃ দ্বারকানাথ শান্তারাম কোটনিস,ডাঃ রনেন্দ্রনাথ সেন এবং ডাঃ দেবেশচন্দ্র মুখোপাধ্যায়-কে নিয়ে পাঁচ সদস্যের মেডিকেল মিশন গঠিত হয় । ডাঃ দেবেশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন কোলকাতা মেডিকেল কলেজের ছাত্র,কোলকাতা মেডিকেল থেকে ডাক্তারি পাশ করে তিনি আসামের ডিব্রুগড়ে চিকিৎসা করতেন। মেডিকেল মিশনের আহ্বান তিনি সাদরে গ্রহণ করেন এবং নেতাজীর সাথে সাক্ষাৎ করে বিদায় সম্বর্ধনা নেন।এই মিশনেরই অন্য সদস্য ছিলেন ডাঃ রনেন্দ্রনাথ সেন,তিনি ছিলেন বেআইনি কমিউনিস্ট পার্টির সদস্য এবং কোলকাতায় কমিউনিস্ট পার্টির অন্যতম সংগঠক।কিন্তু কমিউনিস্ট বিপ্লবী হওয়ার কারণে সরকার তাঁকে পাসপোর্ট দিতে অস্বীকার করে।তাই তাঁর জায়গাতে মেডিকেল মিশনের অন্তর্ভুক্ত হন ডাঃ বিজয়কুমার বসু।তিনিও ছিলেন কোলকাতা মেডিকেল কলেজের ছাত্র।তিনি ছাত্র জীবনে রাজনীতির সংস্পর্শে আসেন এবং রনেন সেনের মাধ্যমে কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন।কমিউনিস্ট নেতা সরোজ মুখার্জীর 'দীর্ঘ পথ পেরিয়ে' নিবন্ধ থেকে জানা যায় যে,কোলকাতাতে মীরাট মামলা ডিফেন্স কমিটি গড়ে উঠলে ইউনিভার্সিটি ইনস্টিটিউটে নৃত্যগীত অনুষ্ঠানের আয়োজন করে অর্থ সংগ্রহের কর্মসূচী গৃহীত হয়।''পার্টি অফিসে তখন টেবিল চেয়ার হয়নি।টাইপরাইটার,সাইক্লো যোগাড় হয়েছে।গোপনে সাইক্লো করার যে ব্যবস্থা ছিল তার মধ্যে একটি ছিল পার্টি দপ্তরের কাছাকাছি ডাঃ বিজয় বসুর মেসে।''স্বভাবতই চীনের ঘটনাবলী প্রত্যক্ষভাবে দেখবার সুযোগলাভে তিনি খুবই আগ্রহী ছিলেন।চীনে পৌঁছে হাঙ্কাউয়ের হাসপাতালে একটানা সতেরোদিন অক্লান্ত পরিশ্রম করে জাপানী আক্রমণে আহত রোগীদের সেবা করেন।এরপর ইচাং-এর একটি হাসপাতালেও প্রায় একমাস কাজ করেন।১৯৩৯ সালে ঘোড়া থেকে পড়ে গিয়ে চৌ-এন-লাইয়ের হাত ভেঙে গেলে তিনি তাঁর চিকিৎসা করেন।১৯৩৯ সালে তিনি ইয়েনানের মডেল হাসপাতালেও যোগ দেন।এখানেই মাও-সে-তুঙ এবং এডগার স্নো-এর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়।১৯৪০ সালের শেষের দিকে তিনি চিন ছাছি অঞ্চলে গিয়ে পৌঁছলেন।ডাঃ নর্মান বেথুনের Beshao হাসপাতালেই তিনি নিযুক্ত হন।১৯৪০-১৯৪২ পর্যন্ত ইয়েনানের জীবনযাত্রা কতটা কষ্টকর ছিল তা ডাঃ বসু প্রত্যক্ষ করেন।খাদ্য বস্ত্র ওষুধের খুব অভাব।শুরু হল 'Production Movement'।এই সময়ে তিনি ইয়েনানের উপকণ্ঠে 'আন্তর্জাতিক শান্তি হাসপাতালে' কাজ করেন।পরে তিনি অষ্টম রুট বাহিনীর Central Outdoor হাসপাতালে নাক-কান-গলা বিভাগের প্রধান হন।ডাঃ বসু ছিলেন প্রথম ভারতীয় যিনি চীনের নির্বাচিত পার্লামেন্টের সদস্য হন।১৯৪১ সালে তিনি চীনের কমিউনস্ট পার্টির ও সভ্যপদ লাভ করেন।অন্যদিকে,মেডিকেল কলেজের আরেক ছাত্র ডাঃ দেবেশ মুখার্জী।মেডিকেল মিশনের সঙ্গেই চীনে যাওয়ার পর অসুস্থ হয়ে তিনি ভারতে ফিরে আসতে বাধ্য হন।তাঁর একটি কিডনি অপারেশন করে বাদ দিতে হয়।তাসত্ত্বেও সুস্থ হয়ে ওষুধপত্র জোগাড় করে তিনি আবার চীনের পথে রওনা হন।এই সময়ে তিনি প্রায় ১লক্ষ টাকার ওষুধ সংগ্রহ করেন এবং খিদিরপুর ডক থেকে বর্মা উদ্দেশ্যে রওনা হন।কিনতু বর্মাতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ব্রিটিশ সরকার তাঁর পাসপোর্ট কেড়ে নেয় ও তাঁকে ভারতে প্রেরণ করে।ডাঃ দেবেশ মুখার্জী পরবর্তী কালে জাতীয়তাবাদী বিপ্লবী ভাবধারার প্রভাবে সশস্ত্র সংগ্রামের পথ অনুসরণ করেন।১৯৪২ সালে তাঁর কর্মপদ্ধতিতে এর প্রভাব পরিলক্ষিত হয়।
এরপর এল ১৯৪২ সালের অক্টোবর মাস।ভয়াবহ সাইক্লোন আর সামুদ্রিক বন্যার আঘাতে মেদিনীপুর আর ২৪ পরগণা বিধ্বস্ত।প্রায় ২৫লক্ষ মনুষ বিপন্ন হয়ে পড়ে।তারপরই কৃষকসভা ও অন্যান্য কিছু সংগঠনের উদ্যোগে ২৪৯ বৌবাজার স্ট্রীটে কৃষক সভার অফিসে গঠিত হল পিপলস্ সাইক্লোন রিলিফ কমিটি।আবার ১৯৪৩ সালে দামোদরের বন্যা।এবার গঠিত হল পিপলস্ ফ্লাড রিলিফ কমিটি।অনতিবিলম্বে আছড়ে পড়ল ১৩৫০-এর দুর্ভিক্ষ।এই সমস্ত কমিটিগুলিকে মিলিয়ে দিয়ে তৈরী হল পিপলস রিলিফ কমিটি।কোলকাতা মেডিকেল কলেজের বহু ছাত্র,চিকিৎসক এর সাথে যুক্ত হয়ে পড়েন।১৯৪৬ সলে নোয়াখালির দাঙ্গার পর এবং রংপুরে দুর্ভিক্ষ কবলিত এলাকাতে পিআরসি ঐতিহাসিক দায়িত্ব পালন করে।মেডিকেল কলেজের যে সব কৃতি ছাত্ররা পিআরসি-র সাথে যুক্ত হয়ে পড়েন তাঁদের মধ্যে ডঃপূর্ণেন্দু ঝাঁ,ডাঃবিমল সেনগুপ্ত,ডাঃকনক কাঞ্জিলাল,ডাঃ হিমাংশু রায়,ডাঃ কৌস্তভকান্তি মুখার্জী, ডাঃ অমিয় বসু,ডাঃনীরদ মুখার্জীদের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।ডাঃ নীরদ মুখার্জী পিআরসি-র কমিটি গঠিত হওয়ার পরই কাঁথি যান।কাঁথি মহকুমার খেজুরি ইউনিয়নে সেন্টার খোলা হয়।পরবর্তীকালে ডাঃ কনক কাঞ্জিলালও এখানে কাজ করতে শুরু করেন।১৯৪৬ সালে নোয়াখালিতে হাজার তিনেক হিন্দুকে যখন কৃষক সভার কর্মীরা উ্দ্ধার করেন ও নিজেদের ঘরবাড়ীতে আশ্রয় দেন,তখন তাঁদের চিকিৎসা ও অন্যান্য রিলিফের জন্য ডাক পড়ে পিআরসি-র।ডাঃ শান্তি রায়ের নেতৃত্বে একটি স্কোয়াড সেখানে গিয়ে দীর্ঘদিন কাজ করে।১৯৪৭ সালে হাইম চরে যে ক্যাম্প খোলা হয় তার দায়িত্ব পান ডাঃ পূর্ণেন্দু ঝাঁ।এরপরেই সুন্দরবনের কৃষক আন্দোলন দমনে গুলি চলে।সাতজন কৃষকের মৃত্যু হয়।সেখানে তিনি রিলিফ নিয়ে যান কালীমোহন দাসের সাথে।মালদা ও দিনাজপুরের বন্যাতেও তিনি পিআরসির কাজ করেন।পরবর্তীকালে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সীমান্তে সিংহাবাদে তিনি পিআরসি-র তরফে যান।প্রসঙ্গত উল্লেখ্য যে,ডাঃ পূর্ণেন্দু ঝাঁ ছিলেন কোলকাতা মেডিকেল কলেজ স্টুডেন্টস্ ইউনিয়নের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম।এই কলেজ থেকেই এমবিবিএস পরীক্ষায় দ্বিতীয় স্থানাধিকারী ডাঃ পূর্ণেন্দু ঝা বিভিন্ন গণ-আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ করেন, আলিপুর ও বক্সার জেলে বন্দী ছিলেন বহুবছর। ১৯৪৮ সালে বিপিএসএফ মেডিক্যাল কলেজে প্রথম স্টুডেন্টস ইউনিয়ন গঠন করলে তিনি সম্পাদক হ'ন। এই কমিউনিস্ট নেতা পরে কোলকাতা কর্পোরেশনের মেয়র পারিষদও নির্বাচিত হ'ন।বাংলাদেশের রংপুর জেলায় ৫০এর মন্বন্তরে ও তেভাগা আন্দোলনে পিআরসির হয়ে কাজ করেন যাঁরা তাদের মধ্যে অন্যতম ছিলেন মেডিকেল কলেজের ছাত্র ডাঃ বিমল সেনগুপ্ত।১৯৪৯ সালে পিআরসি কোলকাতায় বক্স কালেকশনের ডাক দিলে তিনি ও মেডিকেল কলেজের বহু ছাত্র এতে অংশগ্রহণ করেন।৬৮ টাকা সংগ্রহ করে তিনি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক হন।এক আমেরিকান ভদ্রলোক প্রায় কুড়ি মিনিট কথা বলে তাঁকে একটি পাঁচ টাকার নোট দেন।''তিনি ঘুরিয়ে জানতে চেয়েছিলেন এর পেছনে মার্কসিস্টরা আছেন কিনা।তাহলে তিনি টাকা দেবেন।''মেডিকেল কলেজেরই ছাত্র ডাঃ অমিয় বসু বিপ্লবী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন,পরে কমিউনিষ্ট পার্টির ঘনিষ্ঠ হন, খুবই নামকরা ডাক্তার ছিলেন,গরীবের জন্য বিনাপয়সায় ডাক্তারিও করতেন,পিআরসির অন্যতম সংগঠক,'৭২ সালে এপিডিআর তৈরী হলে তার অন্যতম প্রতিষ্ঠাতা হন।পিআরসির আরেকজন কর্মী ছিলেন মেডিকেল কলেজের বিপিএসএফ কর্মী,ডাঃ কৌস্তভকান্তি মুখার্জী। ১৯৪৮ সালে বিপিএসএফের ক্যালকাটা সিটি কমিটির সভাপতি হন, বিটিআর পিরিয়ডে জেলে যান-প্রথমে প্রেসিডেন্সী, পরে বক্সা। প্রেসিডেন্সী জেলের রাজনৈতিক বন্দীরা ১৯৫২ সালে বাহান্ন দিনের ঐতিহাসিক অনশন করেন, ওখানে মহিলা রাজনৈতিক বন্দীরাও ছিলেন-মণিকুন্তলা সেন, মঞ্জুশ্রী চট্টোপাধ্যায় প্রমুখ।কৌস্তভ মুখার্জী, পূর্ণেন্দু ঝাঁ-রাও তখন প্রেসিডেন্সীতে, সাতজন ডাক্তার/ডাক্তারীর ছাত্র তখন প্রেসিডেন্সীতে বন্দী ছিল, অনশনের সময় ওরাই বাকি কমরেডদের শরীরের হাল-হকিকতের দিকে নজর রাখত।
ইতোমধ্যেই তেলেঙ্গানাতে সশস্ত্র গণঅভ্যুত্থান হয়।১৯৪৪ সালে সামন্ত রাজ্য তেলেঙ্গানার কৃষক-সাধারণ মানুষ কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সামন্ততান্ত্রিক শাসন ও শোষণের বিরুদ্ধে 'Armed Partisan Struggle' শুরু করে।এই সশস্ত্র সংগ্রাম স্থায়ী হয় প্রায় ৭ বছর।১৯৫১ সালে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি সশস্ত্র কৃষক বিদ্রোহ প্রত্যাহার করে নেয়।কিন্তু এরই মধ্যে কোলকাতা মেডিক্যাল কলেজের এক কৃতী ছাত্র ডাঃ রমেন কুন্ডুর নেতৃত্বে একদল তরুন বিপিএসএফ সদস্য ১৯৪৭ সালে বি টি রণদিভের ডাকে সাড়া দিয়ে রাইফেল কাঁধে তেলেঙ্গানা সশস্ত্র সংগ্রামে যোগ দিতে বেরিয়ে পড়েন।
এরপর এল ১৯৪৭-এর জানুয়ারী মাস।ফরাসী ঔপনিবেশকদের বিরুদ্ধে ভিয়েতনামের মুক্তিযুদ্ধে পাশে এসে দাঁড়াল বাংলার ছাত্র সমাজ।২১শে জানুয়ারী ভিয়েতনাম দিবস পালনের ব্যাপক প্রস্তুতি শুরু হয়।ভারতের কমিউনিস্ট পার্টি,এআইটিইউসি এবং বিপিএসএফ ব্যাপক প্রচার সংগঠিত করে।শেষ মুহূর্তে এগিয়ে আসে ছাত্র-কংগ্রেস।সমর্থন জানায় মুসলীম স্টুডেন্টস্ লীগ।ভিয়েতনাম দিবসকে সমর্থন জানান শরৎচন্দ্র বসুও।কিন্তু বাংলর গভর্নর ব্যারোজ কোলকাতাতে ১৪৪ধারা জারি করেন।বাংলা সরকারের প্রধানমন্ত্রী মুসলীম লীগের সুরাবর্দীও এবিষয়ে কোন উচ্যবাচ্য করেননি।ফলস্বরূপ ২১শে জানুয়ারী কোলকাতার বিভিন্ন অংশে পুলিশ মিছিলের ওপর লাঠি চালায়।সিনেট হলের সামনের সিঁড়িতে বিক্ষোভরত ছাত্রদের ওপর পুলিশের গুলি চললো।মেডিকেল কলেজের ছাত্র ধীররঞ্জন সেনকে হাসপাতালে নিয়ে আসার পর মারা গেলেন।ঘটনার প্রতিবাদে ২২শে জানুয়ারি কোলকাতায় হরতাল পালন করা হয়।ইউনিভার্সিটি ইনস্টিটিউটে সেদিনের সভায় বক্তব্য রাখেন মেডিকেল স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের সংগঠক সলিল ঘোষ।এই ঘটনার কারণে বিধানসভা মুলতুবি হয়ে যায়,ঐ বছরেরই মার্চ মাসে শোকপ্রস্তাব প্রকাশিত হয় ভিয়েতনাম স্টুডেন্টস্ অ্যাসোশিয়েশনের Hanoi সম্মেলনে।

১৯৫২ সালে হায়দ্রাবাদে অনুষ্ঠিত এআইএসএফ-এর সম্মেলনে Self-Help আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত সম্বলিত প্রস্তাব অনুযায়ী একটি X-ray যন্ত্রসহ কোলকাতাতে ছাত্রদের জন্য একটি পরীক্ষা ও চিকিৎসা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।এই পরিপ্রেক্ষিতে কোলকাতার কয়েকজন সদ্য পাশ করা ও ছাত্র আন্দোলনে নেতৃস্থানীয় ডাক্তার ছাত্রনেতা নিয়ে কমিটি গঠন করা হল হেলথ্ হোম গড়ে তোলার জন্য।১৯৫২ সালে ধর্মতলা স্ট্রীটে যাঁর চেম্বারে শুরু হ'ল স্টুডেন্টস হেলথ হোমের পথ চলা, সেই ডাঃ অমিয় কুমার বসু ছিলেন কোলকাতা মেডিক্যাল কলেজের ছাত্র এবং বিপিএসএফের কর্মী।হেলথ্ হোম সংগঠিতভাবে গড়ে তোলার জন্য যে কমিটি তৈরী হল তার অন্যতম আরেকজন সদস্য ছিলেন মেডিকেল কলেজেরই ছাত্র ডাঃ কৌস্তভ মুখোপাধ্যায়।

১৯৫৯ সালের আগস্ট মাস।পঃবঃ-র জেলায় জেলায় খাদ্য আন্দোলনের প্রস্তুতি শুরু হল।৮ই আগস্ট দ্রব্যমূল্যবৃদ্ধি ও দুর্ভিক্ষ প্রতিরোধ কমিটির উদ্যোগে রাজ্য খাদ্য সম্মেলনও অনুষ্ঠিত হল।এই পরিস্থিতিতে ৩১শে আগস্ট সভা ও আইন অমান্য কর্মসূচী নেওয়া হয়।বহু প্রতীক্ষিত ৩১শে আগস্ট।মেঘাচ্ছন্ন আকাশ।সারাদিন বৃষ্টি পড়ছে টিপটিপ,প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে তাও জেলাগুলি থেকে প্রচুর মানুষ এসেছেন।মনুমেন্ট ময়দানে অসংখ্য অগণিত কালো মাথা।কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে শ্রমিকরাও।বিশ্ববিদ্যালয়ে সভার পর ৮-১০ হাজারের এক বৃহৎ ছাত্র মিছিলও সমবেত হল মনুমেন্ট ময়দানে।৬:১০ মিনিটে প্রায় ১লক্ষ মানুষের শোভাযাত্রা রাইটার্স বিল্ডিং-এর দিকে অগ্রসর হল।'আন্দোলনকারীদর শিক্ষা' দেওয়ার বাসনাকে চরিতার্থ করতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে ৮০জনের বেশী মানুষ নিহত হলেন। পরের দিন ১লা সেপ্টেম্বর সারা পশ্চিমবঙ্গে সর্বাত্মক ধর্মঘট পালিত হল।ছাত্ররা মিছিল করে রাইটার্স বিল্ডিং-এর দিকে অগ্রসর হলে পুলিশ ছাত্রদের ওপর গুলি চালায়।৪জন ছাত্র নিহত হয়।পরেরদিন মেডিকেল কলেজে মৃতদেহগুলির ময়নাতদন্তের পর মৃতদেহগুলি নিয়ে পুনরায় মিছিল হয়।এই গোটা ঘটনার প্রতি সংহতি জানিয়ে এগিয়ে আসে মেডিকেল কলেজের ছাত্ররা।মেডিকেল কলেজে আন্দোলনে নেতৃত্ব দেন ডাঃ জ্ঞানব্রত শীল,ডাঃ ইন্দ্রজিৎ রায়।প্রসঙ্গতঃ উল্লেখ্য ডাঃ জ্ঞানব্রত শীল ছিলেন মেডিকেল কলেজ হস্টেল স্টুডেন্টস্ ইউনিয়নের সম্পাদকও।স্মৃতিচারণায় তিনি লিখেছেন,Our Principal,Prof.Sudhir Bose came,was stuck dumb for some moment and then commented,I HAVE NOT SEEN SUCH BRUTAL KILLING EVEN IN BRITISH PERIOD''…there was a reportedly Bullet-proof Ambulance in our hospital and our principal allowed some of us to take it in search of Casualties''…
ডাঃ অমিত পান, কোলকাতা মেডিক্যাল কলেজের আরেক বামপন্থী(ভারতের ছাত্র ফেডারেশন) ছাত্রনেতা, তাঁর নেতৃত্বে ছাত্ররা কেরোসিনের দাবীতে প্রথমে পুরুলিয়ায়, পরে সারা রাজ্যে ব্যাপক ছাত্র-আন্দোলন গড়ে তোলেন সাতের দশকে।১৯৭৬ সালে জরুরি অবস্থার অবসানের পর সারা দেশে আবার কিছু পরিমাণ গণতান্ত্রিক পরিবেশ ফরে আসতে শুরু করে।নকশালন্থী ছাত্ররা এই সময়ে বিভিন্ন গ্রুপে বিভক্ত ছিল।১৯৭৭-৭৮ সালে এই সব 'বিপ্লবী ছাত্র'-রা কলেজে কলেজে কলেজভিত্তিক ছাত্রসংগঠন গড়ে তোলার প্রচেষ্টা শুরু করে।প্রথমে এই ধরনের যে সংগঠনগুলি গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম ছিল SA[Student Association] ও DSA[Democratic Student Association]।যদিও ইতোমধ্যেই ১৯৭৩ সালে মেডিকেল কলেজে এসএফআই-এর উদ্যোগে গঠিত হয়েছিল PCSA এবং Social Service Forum।এগুলিরই অনিবার্য ফলশ্রুতি হিসেবে '৭১ থেকে '৭৭ সন্ত্রাসের পর মেডিক্যাল কলেজে গণতন্ত্র ফেরানোর লক্ষ্যে মেডিক্যাল কলেজ ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (MCDSA) গঠিত হয়।শ্লোগান ওঠে, "Democracy, Unity, Progress"-এর। এর প্রথম কনভেনর হ'ন ভারতের ছাত্র ফেডারেশনের সদস্য অমিত পান ও স্বরূপ সরকার।১৭৭৭-৮৩ মেডিকেল কলেজের গণতান্ত্রিক আন্দোলন তথা ছাত্র সংসদ পরিচালিত হয় এমসিডিএসএ-রই নেতৃত্বে।আশির দশকে জুনিয়ার ডাক্তার আন্দোলনে এমসিডিএসএ-র ভূমিকা ছিল ঐতিহাসিক।
এরপর ২০০৭-২০০৮ সাল।রাজ্য সরকার সিঙ্গুরে মোটরগাড়ী শিল্প এবং নন্দীগ্রামে কেমিক্যাল হাব গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলে জমি অধিগ্রহণ বিরোধী কৃষক আন্দোলন শুরু হয়।মেডিকেল কলেজের অসংখ্য ছাত্র-ছাত্রী তাতে সংহতি জানায় এবং শাসক বিরোধী কৃষক আন্দোলনে সামিল হয়।

পাঠক,এটাই ছিল খুব সংক্ষেপে আমাদের মেডিকেল কলেজ বেঙ্গল-এর আন্দোলনের ঐতিহ্য।এর মধ্যে আছে আরো অসংখ্য ছোট বড় ঘটনা।বহু কিছু ই আজ বিস্মৃতপ্রায়।এর পরও আছে নকশাল যুগে বহু মানুষ,ছাত্রের,চিকিৎসকের আত্মত্যাগের ইতিহাস।যে ইতিহাসের সঠিক তথ্য দলিল দস্তাবেজের অভাবে আজ লিখে উঠতে পারলাম না।
মেডিকেল  কলেজ কোলকাতা তার প্রতিষ্ঠার সময়কাল থেকে সামাজিক ক্ষেত্রে,রাজনৈতিক  ক্ষেত্রে তার যে অনন্যতার দৃষ্টান্ত গড়ে এসেছে তা প্রায় গত তিরিশ বছর যাবৎ বিস্মৃতপ্রায় হয়ে পড়েছে। মধুসূদন গুপ্ত,কাদম্বিনী গাঙ্গুলী,ডাঃ নারায়ণ রায়,ধীররঞ্জন সেনদের স্মৃতি ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে। অস্বীকার করা যায়না যে '৯০ এর দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের পতন এবং উদারঅর্থনীতির যাত্রা রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক  ক্ষেত্রে যে বিষময় প্রভাব ফেলেছে ও ফেলে চলেছে,মেডিকেল কলেজ ও তার প্রভাবকে অতিক্রম করতে পারেনি। আমার ছাত্রজীবনে যে কয়েকজন প্রবীণ চিকিৎসকের সাথে আমার আলাপ হয়েছে তাদের কাছে শুনেছি '৫০ ও ' ৬০এর দশকের মেডিকেল কলেজের কথা,সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে সেদিনের মেডিকেল কলেজের অবদানের কথা। কিন্তু বর্তমানে সেই অবস্থা পরিবর্তিত। কিছু ব্যক্তি মানুষের স্বল্প কিছু উদ্যোগ ছাড়া তেমন কোন দৃষ্টান্ত নেই। চারিদিকে অবক্ষয়ের এই নৈরাশ্যজনক প্রেক্ষাপটে আজকের ২০১৮ সালের এই ছাত্র আন্দোলন তাই অনন্য সাধারণ,ব্যতিক্রমী। মেডিকেল কলেজের এই অনশন আন্দোলন আজ মেডিকেল  কলেজের ক্ষুদ্র পরিসর অতিক্রম করে গোটা ভারত তথা বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। আজকের এই আন্দোলনটি একটি বিষয়ে অন্যান্য সমকালীন অনশন আন্দোলন অপেক্ষা ভিন্ন। সেটা হল আন্দোলনটির কেন্দ্রীয় দাবীটি। হোস্টেলের বোর্ডারশিপের দাবীকে কেন্দ্র করে এই ধরনের অনশন আন্দোলন ও তাকে ঘিরে গণ উন্মাদনা বিরল ঘটনা।আসা যাক কোলকাতা মেডিকেল কলেজে আজকের দিনে ঘটা সেই বিরল ঐতিহাসিক অনশন আন্দোলনটির আলোচনায়।
গত একমাস ধরে মেডিকেল কলেজ কলকাতায় চলা আন্দোলনের খবর প্রত্যেকেই কমবেশি জানেন। মেডিকেল কলেজ কলকাতায় হোস্টেলের সমস্যা দীর্ঘদিনের। MCI রেগুলেশন অনুযায়ী যেখানে প্রতিটি শিক্ষাবর্ষের ৭৫% কে হোস্টেল দেওয়ার কথা সেখানে গত দুবছর কোনো হোস্টেল কাউন্সেলিং ই হয়নি অর্থাৎ কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে এই দুবছর কোনো ছাত্রছাত্রীকে হোস্টেল দেওয়া হয়নি। ইতিমধ্যে একটি ১১ তলা হোস্টেল বিল্ডিং কলেজ ক্যাম্পাসে তৈরি হয়, কিন্তু অদ্ভুতভাবে বলা হয় যে গত দু বছরের ছাত্রদের কোনো জায়গা না দিয়ে কেবল নতুন ফার্স্ট ইয়ারকে (২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রদের) দেওয়া হবে এবং তার সুপার হবে রাজ্যের শাসকদল ঘনিষ্ঠ এক ছাত্র নেতা। 
স্পষ্টতই এই গোটা পরিকল্পনা ছিল ডাক্তারি পড়ুয়াদের অবাধে শাসক দলের দলদাসে পরিণত করার জন্য। কিন্তু মেডিকেল কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা সবাই এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। গত দু বছরে হোস্টেল না পাওয়া ছাত্রছাত্রীদের জন্য নতুন হোস্টেলসহ সমস্ত হোস্টেলে স্বচ্ছ হোস্টেল কাউন্সেলিং এর মাধ্যমে(দূরত্ব ও সিনয়রিটি অনুযায়ী) হোস্টেল দেওয়া ও শাসকদল ঘনিষ্ঠ ছাত্র নেতার বদলে কোনো যোগ্য লোককে হোস্টেল সুপার করার দাবীতে ছাত্ররা অবস্থান শুরু করে। কিন্তু তৎকালীন প্রিন্সিপাল পুলিশ ও শাসকদল আশ্রিত দুষ্কৃতি দিয়ে মারধর করে ছাত্রদের অবস্থান তুলে দেন। তারপর ৬ জন ছাত্র এই দাবীতে আমরণ অনশনে বসে, পরে আরো ১৫ জন ছাত্রছাত্রী আমরণ অনশনে যোগদান করে। এর মধ্যে কলেজ কর্তৃপক্ষ মেনে নেয় ছাত্রদের দাবী ন্যায্য কিন্তু "উর্ধ্বতন কর্তৃপক্ষের" শীলমোহরের অভাবে দাবী মানা যাচ্ছে না। এরপর ২৩শে জুলাই, ২০১৮ আপদকালীন কলেজ কাউন্সিল মিটিং এ সমস্ত বিভাগীয় প্রধানরা, নতুন প্রিন্সিপাল এবং কলেজের সুপার একসাথে সিদ্ধান্ত নেন কোনো 'Higher Authority' এর সম্মতির অপেক্ষা না করে ছাত্রছাত্রীদের ন্যায্য দাবী মেনে নেওয়ার, কেননা কলেজের আভ্যন্তরীণ কোনো বিষয় মেটানোর জন্য কলেজ কাউন্সিলই যথেষ্ট । দাবী মানার পর অনশনকারীরা অনশন প্রত্যাহার করে।
কয়েকটা জিনিস স্পষ্ট করার আছে, এই আন্দোলন কিন্তু কেবল মেডিকেলের হোস্টেলের দাবীর লড়াই এ আর আটকে ছিল না, পরিকাঠামোর অভাবে ধুকতে থাকা শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার দশা সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার লড়াই ছিল, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে ক্ষমতালোভীদের দখলদারি আর দলতন্ত্রের বিরুদ্ধে লড়াই ছিল, আপামর চিকিৎসক সমাজের আত্মসম্মানের লড়াই ছিল, সর্বোপরি সমস্ত রাজ্যবাসীর গণতন্ত্রের লড়াই ছিল। 
আন্দোলনকারীরা প্রত্যেকেই ভবিষ্যতের চিকিৎসক। আজকের এই লড়াই হবু চিকিৎসকদের জীবনের লড়াই এর অংশ বলেও আমার ব্যক্তিগত অভিমত। আজকের এই আন্দোলন স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারীকরণের বিরুদ্ধে কথা বলা, মানুষের জন্য মানুষের পাশে থেকে ডাক্তারি করা, সবার জন্য স্বাস্থ্যের দাবিতে মুখর হওয়ার ভবিষ্যত অঙ্গীকারও।এই আন্দোলন কোলকাতা মেডিকেল কলেজের ১৮০ বছরের বিস্মৃতপ্রায় ইতিহাসকে আবারও একবার পুনর্জীবিত করল।ইতিহাসের উত্তরাধিকার যথার্থভাবে রক্ষা করল।নৈরাশ্যের অন্ধকারে  সন্ধান দিল চেতনার দাসত্বকে ভেঙে এগিয়ে চলার একটি নতুন সংগ্রামী পথের।সমস্ত ভণ্ডামী আর মিথ্যাচারীতার মুখোশকে ছুঁড়ে ফেলে ঘোষণা করল-
         '' কেঁপে ওঠে রঙ্গশালা 
           ভেঙ্গে পড়ে নিষিদ্ধ তোরণ
           শুয়োরের চামড়া ঢাকা
           খসে পড়ে সভ্যতার ক্লীব অঙ্গরেখা 
           পরাক্রান্ত মিছিলের
            দুরন্ত দুর্জয় পদাঘাতে
            রাজপথে গড়ায় মুখোশ।''
তথ্য সংগ্রহঃ
১। চীনে ভারতীয় মেডিকেল মিশন-অমলেন্দু দে
২। পিপলস্ রিলিফ কমিটির দ্যুতিময় ইতিবৃত্ত
৩। স্টুডেন্টস্ হেলথ্ হোম(প্রথম দশক)-পশুপতিনাথ চট্টোপাধ্যায়
৪। ভারতীয় উপমহাদেশের ছাত্র আন্দোলন-হীরেন দাশগুপ্ত,হরিনারায়ণ অধিকারী
৫।আন্দামান জেল থেকে কমিউনিস্ট পার্টিতে-সুধাংশু দাশগুপ্ত
৬।ভারতের জাতীয়তাবাদী বৈপ্লবিক সংগ্রাম-সুপ্রকাশ রায়
৭।চরকা-বুলেট-ব্যালট-কৃত্তিবাস ওঝা
৮।মুক্তি সংগ্রামে বাংলার ছাত্রসমাজ-পঃবঃ ইতিহাস সংসদ
৯।পশ্চিমবঙ্গের গণআন্দোলন ও খাদ্য আন্দোলন-ডঃ দিলীপ মজুমদার
১০।Jnanabrata Sil (16 September 2010). "Reminiscence of Food Movement - 1959".

বুধবার, ১১ আগস্ট, ২০২১

ক্ষুদিরাম বসু ~ ডঃ সমুদ্র সেনগুপ্ত

কিংসফোর্ডকে লক্ষ্য করে ক্ষুদিরাম বসুর ছোঁড়া বোমাটা সেদিন সঠিক লক্ষ্যে লাগেনি। এক অর্থে ব্যর্থ। সেই ব্যর্থ মানুষটিকে নিয়ে লিখতে বসার কিছুতো কারণ থাকবে। সেটা জানার ইচ্ছে হলে সুধী পাঠক এই লেখাটার বাকি অংশ পড়ে দেখতে পারেন।

কে এই কিংসফোর্ড, কেন তাঁকে মারার জন্য বিপ্লবীরা তৎপর হয়েছিলেন জানতে একটু পিছিয়ে যাওয়া যাক। বন্দে মাতরম পত্রিকায় রাজদ্রোহমূলক প্রবন্ধের জন্য অরবিন্দ ঘোষ অভিযুক্ত হয়েছিলেন। সেই মামলায় সাক্ষ্য দিতে অস্বীকার করায় বিপিন চন্দ্র পাল অভিযুক্ত হন। তার বিচারের দিন লালবাজার পুলিশ কোর্টের সামনে জমায়েত হওয়া জনতার ওপর এক ইউরোপীয় ইন্সপেক্টর লাঠি চালানোর নির্দেশ দেয়। তাতে উত্তজিত হয়ে সুশীল সেন ওই ইন্সপেক্টর এর মুখে ঘুষি চালায়। এই অপরাধে সেই ১৪ বছরের কিশোর কে ১৪ ঘা বেতের বাড়ি খেতে হয় যে বিচারকের আদেশে তার নাম ম্যাজিষ্ট্রেট কিংসফোর্ড। (হেমচন্দ্র কানুনগো: বাংলায় বিপ্লব প্রচেষ্টা)

নিজের দেশে মহান "বুর্জোয়া লিবারাল গণতন্ত্রী" সাজা বৃটিশরা এভাবেই ভারতের বুকে তাদের "ব্রুট" শাসন চালিয়ে এসেছিল। তাতে সাথে পেয়েছিল এই দেশেরই কিছু অনুচর কে। কিংসফোর্ড কে হত্যার চেষ্টায় জড়িত ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির এই কাজ কে সমর্থন করে বাল গন্ধাধর তিলক তার মারাঠি পত্রিকা কেশরী তে লিখেছিলেন যদিও তিনি ভায়োলেন্স কে সমর্থন করেন না, তবুও "The rulers who always exercise unrestrained power must remember that there is always a limit to the patience of humanity". And so, 'violence', however deplorable, became inevitable"

এই কারণে তিলক এর বিরুদ্ধে মামলা হয়। ভারতীয় জুরীরা তাকে নির্দোষ বলে ঘোষণা করলেও ইউরোপীয় জুরীদের রায়ে বার্মার মান্দালয় জেলে তাঁর ছয় বছরের কারাবাসের সাজা হয়। 

সেই রায়ের খবর শুনে প্রতিক্রিয়া দিলেন কয়েক হাজার মাইল দূরে থাকা এক রাশিয়ান বিপ্লবী। জেনিভার এক ছোট্ট কুঠুরি থেকে সেকেন্ড হ্যান্ড ট্রেডল মেশিন থেকে পত্রিকায় ছাপা হ'ল সেই বিখ্যাত প্রবন্ধ "বিশ্ব রাজনীতির বিস্ফোরক মালমসলা"। কি অদ্ভুত যোগাযোগ। সেই লেখকও নিজের দেশ থেকে নির্বাসিত। নাম ভ্লাদিমির ইলিচ লেনিন। কাগজের নাম প্রলেটারী। সংখ্যা তেত্রিশ।

"ব্রিটিশ খ্যাকশিয়ালরা ভারতীয় গণতন্ত্রী তিলক কে যে কুখ্যাত সাজা শুনিয়েছে" তার তীব্র সমালোচনা করে, বিপ্লবী তিলক এর অবমাননার প্রতিবাদে তথাকথিত সভ্য, নিজেদের দেশে উদারনৈতিক গণতন্ত্রের চর্চা করা ব্রিটিশ সাম্রাজ্যবাদের মুখোশ খুলে নিজের লেখনী তে উলঙ্গ করে দিলেন লেনিন লিখলেন, "In India lately, the native slaves of the "civilised" British capitalists have been a source of worry to their "masters". There Is no end to the acts of violence and plunder which goes under the name of the British system of government in India." (লেনিন: ইনফ্লেমেবল মেটেরিয়াল ইন ওয়ার্ল্ড পলিটিক্স)

"মহান" ব্রিটিশ ন্যায়বিচার কে ব্যঙ্গ করে লেনিন আরো লেখেন, "The infamous sentence pronounced by the British jackals on the Indian democrat Tilak—he was sentenced to a long term of exile, the question in the British House of Commons the other day revealing that the Indian jurors had declared for acquittal and that the verdict had been passed by the vote of the British jurors!—this revenge against a democrat by the lackeys of the money-bag evoked street demonstrations and a strike in Bombay."

জাতীয় ও আন্তর্জাতিক স্তরে দুই বিপ্লবীর বুকে আলোড়ন তুলে দেওয়া ক্ষুদিরাম এর মতো মানুষরা নিজেদের জন্য বিপ্লবী, মুক্তিযোদ্ধা, দেশের জন্য বলিপ্রদত্ত, স্বাধীনতা সংগ্রামী— এই সব বিশেষণই ব্যবহার করতেন। কিন্তু এই জাতীয় সশস্ত্র স্বাধীনতা সংগ্রামীদের হেয় প্রতিপন্ন করার জন্য ব্রিটিশ গুপ্তচর বিভাগের অফিসাররা 'অ্যানার্কিস্ট', 'টেররিস্ট' ইত্যাদি শব্দ ব্যবহার করেন। ডিরেক্টর অব ইন্টেলিজেন্স সি আর মিডল্যান্ড তো এঁদের 'পলিটিকো-ক্রিমিনাল কনস্পিরেটর' বলে নিন্দা করেন। সশস্ত্র সংগ্রামীদের সন্ত্রাসবাদী তকমা ব্রিটিশরাই দিয়েছে। (দ্র: অনুশীলন সমিতির ইতিহাস, সম্পা: অমলেন্দু দে, পৃ ১৬-১৭)। 

কলোনিয়াল শাসক ও তাদের ধামাধরা ইতিহাসবিদদের লেখা পড়ে আমাদের পূর্বসূরী ও আমাদের প্রজন্মের অনেকেই বড় হয়েছি। ওই "সন্ত্রাসবাদী" শব্দটা আমাদের মনে শিকড় গেঁড়ে বসে আছে। তাই স্বাধীনতার পরে পরেই স্বাধীন ভারতের প্রধান ক্ষুদিরাম এর মূর্তি উন্মোচন করতে অস্বীকার করেন। উনি ভিন্নধারার রাজনীতিবিদ বলে নয় শুধু, উনি "পন্ডিত" মানুষ ছিলেন, জানতেন যে ক্ষুদিরাম জাতীয় মানুষরা শুধু বৃটিশ নয়, তাঁর পক্ষেও বিপদজনক। তাঁর ধারা ধরে আমাদের অনেকেই এখনো ক্ষুদিরামকে নিয়ে বলতে ইতস্ততঃ করেন। মানুষটা "টেরোরিস্ট" ছিল যে। 

ক্ষুদিরাম ও তার সহযোগীরা ঠিক কি ছিলেন সেটা বুঝতে সম্পূর্ণ আলাদা দৃষ্টিকোন এর আশ্রয় নিতে হচ্ছে। তথ্য এক) বিপ্লবীদের দমনের জন্য সবচেয়ে কুখ্যাত ব্রিটিশ আইন এর নাম "রাউলাট বিল"। বিলটার পোশাকি নাম খেয়াল করুন সুধী পাঠক, "দি এনারকিক্যাল এন্ড রেভলিউশনারী ক্রাইম এক্ট"। ব্রিটিশ সাম্রাজ্যবাদ লিখছে "রেভলিউশনারী"!! লিখতে বাধ্য হচ্ছে। 

তথ্য দুই) স্যার চার্লস টেগার্ট তার বক্তৃতায় বলছেন, "বিপ্লবীদের কর্মতৎপরতায় সরকারি যন্ত্র অচল হওয়ার মতো বিপদের সম্মুখীন হয়েছিল" ( টেরোরিসম ইন ইন্ডিয়া, ১লা নভেম্বর, ১৯৩২, রয়েল এম্পায়ার সোসাইটি)

১৮ বছরের একটা বাঙালি ছেলে ভুল লোককে বোমা ছুঁড়ে যদি সরকারি যন্ত্র তথা রাষ্ট্র যন্ত্রের ভিত কাঁপিয়ে দিতে পারে তাহলে তাকে নিয়ে লেখাই যায় কি বলুন সুধী পাঠক। আজ ১১ আগস্ট তাঁর আত্মবলিদান দিবস। মনটা ভার হয়ে আছে। তাঁর জীবন কাহিনী নিয়ে আরেক দিন লেখা যাবে। আজ শুধু এইটুকু থাক যে আমাদেরই কেউ একজন পেরেছিল। তাঁকে শ্রদ্ধা, প্রণাম, সেলাম।

সোমবার, ৯ আগস্ট, ২০২১

বিজয় রাঙ্খলের জোটসঙ্গী তৃণমূল এখন বিপ্লব দেবদের অক্সিজেন ~ সুদীপ্ত বসু

আগরতলায় চিলড্রেন্স পার্কের কাছে অফিস খুলেছিল তৃণমূল।

২০১৭ সালের ১০ জুলাই সেই অফিসের সাইনবোর্ড নামিয়ে ফেলা হয়, খুলে ফেলা হয় মমতা ব্যানার্জির ছবিও।খুলে ফেলে তৃণমূলীরাই...

সাইনবোর্ডটুকুও নামিয়ে ফেলার আগে অন্য দল থেকে ভাঙিয়ে আনা ছয় তৃনমূল বিধায়কই বেমালুম যোগ দেয় বিজেপিতে। সুদীপ রায়বর্মণের নেতৃত্বে ছয় বিধায়কই ফের একবার প্রদুনোভা ভোল্টে ডিগবাজি খেয়ে বি জে পি-তে ঢুকে পড়েছিল, তখন ২০১৭..

২০১৬সালে এ'রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়ে তৃণমূল। বিধানসভা ভোটে জেতার পরেই প্রথম কয়েকমাস 'সর্বভারতীয় দল'এর হ্যাংওভার থাকে...

তখন ত্রিপুরায় বামফ্রন্ট সরকার..ফলে টার্গেট ত্রিপুরা...যদিও গোটা ছয় বিধায়কই ততক্ষনে বিজেপিতে ঢুকে গেছে...কংগ্রেস থেকে বি জে পি-তে যাওয়ার জন্য ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস হয়ে উঠেছিল ওয়েটিং লাউঞ্জ!

যাই হোক, এরপর ২০১৭ থেকে ফের সলতে পাকানো শুরু। লক্ষ্য ছিল ১৮ সালের ভোটে বামফ্রন্ট সরকারকে হটানো। ভালো কথা!

তো এদিক ওদিক থেকে কয়েকজনকে জড়ো করে, টাকা দিয়ে ভাড়া করে শুরু হলো অভিযান। দায়িত্ব পেলেন তৎকালীন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত, এখন পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য নেতা।

সেই ভোটে বিজেপি জোট বাঁধে 'তুইপ্রাল্যান্ড'-র দাবি তোলা আই পি এফ টির সঙ্গে।

আর মমতা ব্যানার্জির তৃণমূল জোট সঙ্গী হয় আই এন পি টি!

 আই এন পি টি-র নেতার নাম বিজয় রাঙ্খল...

কে বিজয় রাঙ্খল? ত্রিপুরার তো বটেই, স্বাধীনোত্তর ভারতে হিংসার কোনও ইতিবৃত্ত লেখা হলে বিজয় রাঙ্খলের নাম থাকবে প্রথম দিকেই । রক্তের বন্যায় 'বাঙালী খেদাও', 'স্বাধীন ত্রিপুরার' অভিযান তারই হাত ধরে শুরু হয়েছিল। বিজয় রাঙ্খলের উগ্র নেতৃত্বে সেই ত্রাসের দিনগুলিতে শুধু মান্দাইয়ে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ১৯৭৮ সাল থেকে  প্রায় ১৬৪জন খুন হয়েছেন। সিপিআই(এম)র বিধায়ক কালিদাস দেববর্মা, এ ডি সি সদস্য শচীন্দ্র দেববর্মাও রয়েছেন সেই তালিকায়। রক্তাক্ত সেই ইতিহাস।

স্বাভাবিক ভাবেই তাই তখন তৃণমূলের মসৃনতম জোটসঙ্গী আইএনপিটি!পৃথক রাজ্যের আশা আইএনপিটি'র ও  ছিল।

যারা এখন ত্রিপুরা 'বিট' করছেন সেই সাংবাদিকদেরও জেনে রাখা ভালো। ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ সাংবাদিকতায়।

ত্রিপুরায় গত তিন বছরে বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনের হাজার হাজার  নেতা, কর্মী, সমর্থকের ওপর শারীরিক আক্রমণ ছাড়াও, বাড়িঘর-দোকানপাট লুট, ভাঙচুর, আগুন দেওয়া, অর্থনৈতিকভাবে পঙ্গু করতে রাবার বাগান, সবজি বাগান ধ্বংস করা, পুকুর থেকে মাছ লুটপাট এবং বিষ মেশানো, গৃহপালিত পশু-পাখি লুট করা, গাড়ি ভাঙচুর, তোলবাজি, জরিমানা আদায়, হুলিয়া জারি করে গৃহবন্দি করে রাখা, গ্রামে একঘর করে রাখা, বিভিন্ন স্কিমে নিযুক্ত কর্মীদের জবরদস্তি ছাঁটাই, রেগা, টুয়েপ ইত্যাদি কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। সশস্ত্র দুর্বৃত্তবাহিনী রাজ্যের প্রতিটি মহকুমায় সি পি আই (এম) এবং বামফ্রন্ট শরিকদল ও গণতান্ত্রিক সংগঠনগুলোর প্রচুর অফিস ভেঙে আগুনে পুড়িয়েছে, দখল করেছে। ৩০-৪০ বছর আগে খাস জমিতে গড়ে ওঠা সি পি আই (এম) এবং বিভিন্ন গণসংগঠনের অফিস বুলডোজার দিয়ে ভেঙে গুঁ‍‌ড়িয়ে দেওয়া হয়েছে। প্রাক্তন মুখ্যমন্রীরের ওপরেও হামলা হয়েছে। মিথ্যা মামলা, পার্টি অফিসে অস্ত্র রয়েছে বলে গুজব ছড়িয়ে হামলা চালানো, পার্টি অফিস বন্ধ করে দেওয়া ,স্থানীয় নির্বাচনগুলিতে মনোননয় পেশেও বাধা, প্রার্থীদেরই অপহরণ করা, ভোট লুট কোন কিচ্ছু বাদ রাখেনি বিজেপি...

বিজেপির দুষ্কৃতীবাহিনী ভেঙে চুরমার করেছে কার্ল মার্কস, ভি আই লেনিন, চে গুয়েভারা, দশরথ দেব, বৈদ্যনাথ মজুমদারের প্রতিমূর্তি এবং অসংখ্য শহীদবেদী। মার্কসের জন্মদিন উদ্‌যাপন, মে দিবস উদ্‌যাপন, নভেম্বর বিপ্লব বার্ষিকী উদ্‌যাপনেও বাধা দিয়েছে। মে দিবসকে সরকারি ছুটির তালিকা থেকে বাদ দিয়েছে।নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানির একের পর এক ঘটনা, সরকার অপরাধীদের পাশে...

আচ্ছা বলুন তো ওপরের বর্ণনা করা সিপিআই(এম)র ওপর বিজেপি'র সন্ত্রাসের অভিযানের সঙ্গে এরাজ্যে বামপন্থীদের ওপর তৃণমূলী হামলার কোন ফারাক রয়েছে? সন্ত্রাসের পদ্ধতি, কৌশল সবই প্রায় এক...

এখানেও ২০১১ তে ভোটের জেতার পরেই গড়বেতায়, যাদবপুরে লেননি মুর্তি ভাঙা, হাওড়ায় জ্যোতি বসুর আবক্ষ মূর্তিতে কালি লেপে দেওয়া সব সবই তো হয়েছে..বরং আরো বেশি করে...গত দশ বছরে এরাজ্যে  শহীদের সংখ্যা ২৭০...মিথ্যা,মামলা, ঘরছাড়া করা, ভোট লুট এসব আর নাই বা লিখলাম।

আচ্ছা, আজ পর্যন্ত গত তিনবছরে এ'বাংলার কোন মিডিয়ায় টানা পাঁচ মিনিট এমন কোন খবর কভার করা হয়েছে যে বিজেপির হাতে সিপিআই(এম) আক্রান্ত ত্রিপুরায়..হয়নি...বরং  বিজেপির আক্রমনের পরে লেখা হয়েছে, ত্রিপুরাতেও 'সিপিএমের সংগঠনের দৈন্যদশা'/ ' জনগন থেকে বিচ্ছিন্ন সিপিএম, প্রতিরোধের আহ্বান দিলেও সাড়া মিলছে না' ইত্যাদি...

খবরের ভাষা আবার বদলে গেলো গত কয়েক সপ্তাহে...

যাই হোক....

এবার গোটা দল সহ বিজেপিতে ভিড়ে যাওয়া নয়, কৌশল বদলানো হয়েছে...

লাফালাফি করে বিজেপি বিরোধী ভোট ভাঙো, বামপন্থীদের দূর্বল করার চেষ্টা চালাও...প্রতিষ্ঠান বিরোধী ভোট ভাগে সুযোগে সরকারের থাকবে বিজেপি, বিরোধী দলে ভাইপোর বাহিনী..এদিকে পশ্চিমবঙ্গে আবার বিরোধী দলে শুভেন্দু...

আহা!

রবিবার, ৮ আগস্ট, ২০২১

বাংলার রাজনীতিতে নারী ~ পঙ্কজ কুমার ভাদুরী

ইলা মিত্র, স্তালিন নন্দিনী

গতবার এনেছিলেন রুপো, এবার ব্রোঞ্জ। পি বি সিন্ধু, দেশে ফিরলে সম্বর্ধনা দেওয়া হবে, ফুল মালা, রাজ্য সরকার বাড়ি দিলে ইউনিয়ন গভর্নমেন্ট নগদ টাকা দেবেন, একই অভ্যর্থনা পাচ্ছেন, মীরাবাই চানু, কদিন আগে যাঁকে কেউ চিনতো না, তিনি এখন দেশের গৌরব, এবার তাঁর জীবনী লেখা হবে, তাই নিয়ে সিনেমা হবে। হোক। ঠিক তখনই আমার মনে পড়ে গ্যালো এক বাঙালি মহিলার কথা, যিনিও পেতে পারতেন এই সম্বর্ধনা, ভেসে যেতেন সামূহিক উচ্ছাস, অভিনন্দনে। পান নি। কারণ হিটলার। অবিবেচক ঐ ফাসিস্ট নেতা, পৃথিবী দখল করার স্বপ্ন দেখেছিল, স্বপ্ন ভেঙেছিল এক বাঙালি কিশোরীর, কারণ সেবার, ১৯৪০ এ হেলসিঙ্কি সামার অলিম্পিক বাতিল হয়ে গিয়েছিল, বেথুনের ছাত্রী ইলা মিত্র, সেই ১৯৪০ সালে, বাংলার অ্যাথলেটিক্স এর উজ্জ্বল  নাম, তখন পদবী তাঁর বাবার, ইলা সেন। সাঁতার, অ্যাথলেটিক্স এ তাঁর পারফরমেন্স এর জন্য, জাতীয় যুব সঙ্ঘ, ১৯৩৭, ১৯৩৮ পরপর দু বছর বাংলার জুনিয়র চ্যাম্পিয়ন এর খেতাব দিয়েছে, ১৯৩৮ এ তখনকার জনপ্রিয় পত্রিকা, সচিত্র ভারত এ ছাপা হয়েছে তাঁর ছবি, পাশে নয় নয় করে ৪৭ টা ট্রফি, সেই পত্রিকার ঐ ইস্যুতে আর যাদের ছবি ছিল তাঁরা হলেন, ব্রিটিশ – ইন্ডিয়ার হকি টিম এর সদস্য, একজন পর্বতারোহী যিনি তিব্বত যাচ্ছেন, আর ১০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় জিতেছেন এমন একজনের ছবি। মানে বোঝাতে চাইছি যে, সেই ১৯৩৮ এ এক ১৫ বছরের কিশোরী বাংলার খেলার জগতের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি অলিম্পিক্স এ যাবেন, সেই খবর লিখছে বাংলার পত্রপত্রিকা, তিনি যেতে পারলেন না, কারণ যুদ্ধ। এবং আজ দেশ বাদই দিলাম বাংলার খেলার ময়দানে গিয়ে জিজ্ঞেষ করুন, ইলা সেন, বিয়ের পরে যিনি ইলা মিত্র হলেন, তিনি যে বাংলার প্রথম সারির অ্যাথলেটিক্স, সাঁতারু ছিলেন, তা হাতে গোনা কিছু মানুষ ছাড়া কেউ জানেন না, ইলা মিত্র কে মানুষ মনে রাখে নি। 

এ তো গ্যালো খেলা ধুলোর কথা, আসুন ইলা মিত্র নিয়ে আরও কটা কথা বলা যাক, ইদানিং বাংলার রাজনীতিতে, মহিলাদের ভূমিকা নিয়ে অনেকে বলছেন, আমিও কটা কথা বলি। এই ইলা সেন, মিত্র হলেন বিয়ের পরে, বিয়ে হবার আগেই বেথুন কলেজ থেকে গ্রাজুয়েসন এ ফার্স্ট ক্লাস, পরে বাংলা আর সংস্কৃত তে মাস্টার্স ডিগ্রি পাওয়া হয়ে গ্যাছে, এবং ইতিমধ্যেই কমিউনিস্ট পার্টির সঙ্গে তাঁর যোগাযোগও হয়েছে, অনেকে মনে করেন নবাবগঞ্জের জমিদার বাড়ির ছেলে, রমেন্দ্র নাথ মিত্রের সঙ্গে বিয়ে হবার পর তিনি কমিউনিস্ট পার্টি তে যোগ দেন, তা ঠিক নয়, তার বহু আগেই ১৯৪২ এ, ভারতের কমিউনিস্ট পার্টির মহিলা আত্মরক্ষা সমিতির সদস্য হন, দুর্ভিক্ষে ত্রাণ এর কাজে সারা বাংলা ঘুরতে থাকেন, দলের সদস্যপদও তখনই পান। ওদিকে মালদার নবাবগঞ্জ এর জমিদার বাড়ির ছেলে, রমেন্দ্র নাথ মিত্র ও কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, ১৯৪৪ এ তাঁর সঙ্গে বিয়ে হল ইলা সেন এর, হলেন ইলা মিত্র, জড়িয়ে পড়লেন কৃষকসভার কাজে। বাংলাদেশ জুড়ে ইলা মিত্র কৃষক সভার পচিত মুখ, আবার মেয়েদের স্কুলও শুরু করেছেন, ৩ জন ছাত্রী থেকে কিছুদিনের মধ্যেই ৫০ জন ছাত্রী। স্বাধীনতা এগিয়ে এল, লাগল দাঙ্গা, নোয়াখালিতে এলেন গান্ধীজী, ইলা মিত্র ছুটলেন সেখানে, কমিউনিস্ট পার্টি তখন দাঙ্গা থামানোর কাজে এমন কি গান্ধীর সংগে রাস্তায় নেমেছে, নোয়াখালির হাসনাবাদে ইলা মিত্র যাওয়ার পরে একটা দাঙ্গার ঘটনা পাওয়া যায়নি, রমেন্দ্র মিত্রও তখন নোয়াখালিতেই, দাঙ্গা থামল। 

দেশ ভাগ হল। রমেন্দ্র মিত্র, ইলা মিত্র থেকে গেলেন পূর্ব পাকিস্থানেই, থেকে গেলেন কারণ ততদিনে শুরু হয়ে গ্যাছে কৃষক আন্দোলন, তেভাগা আন্দোলনের সূচনা পর্ব। ভূমিহীন চাষিরা মালিকের জমিতে চাষ করতো, লাঙল, বীজ, শ্রম সবই তার, জমিদার নিত আধখানা ভাগ, কিচ্ছুটি না করে। ঐ চাষিদের বলা হত আধিয়ার, আর বিনা মজুরিতে কাজ করানোতো ছিলই, কিছু টাকা ধার দিয়ে সারা বছর বিনা পয়সায় কাজ করানো, তাদের মধ্যে সংগঠন তৈরি করলেন রমেন্দ্র, ইলা, কৃষক সভা, কমিউনিস্ট পার্টি। ঐ অঞ্চলে আদিবাসীদের সংখ্যা বিরাট, ততদিনে ইলা মিত্র অনায়াসে তাদের ভাষায় কথা বলতে পারেন, যে গ্রামে যান, সেই গ্রামেই মানুষ পাশে এসে দাঁড়ায়, ওদের ছেড়ে কলকাতায় ফিরতে পারলেন না, ইলা মিত্র। স্বাধীনতার পর পশ্চিম পাকিস্থানের সরকার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করল, রমেন্দ্র ইলার সঙ্গে যোগ দিয়েছেন মাতলা মাঝি, ওনারা তখন নাচোলে। আজ এই বাড়ি তো কাল ঐ বাড়ি, পুলিশ তাদের খুঁজে পায় না, আন্দোলন চলছে। তেভাগা আন্দোলন, তিন ভাগ ফসল চাই। ৫ জানুয়ারি ১৯৫০, এই অবস্থার মধ্যেই নাচোলে ৫ জন পুলিশ কর্মী খুন হয়, তাদের অস্ত্র লুঠ হয়, এবার সরকার তার সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে কৃষক সভার ওপর, শুরু হয় নাচোল হত্যা মামলা, ১০০ জনেরও বেশি জন কে অভিযুক্ত করা হয়, রমেন্দ্র মিত্র, মাতলা মাঝি, ইলা মিত্রের নামে ওয়ারেন্ট জারি হয়, ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেবে, এমন ঘোষণাও করা হয়। রমেন্দ্রনাথ মিত্র, মাতলা মাঝি সীমান্ত পেরিয়ে চলে এলেন ভারতে, আশ্রয় দিল সেই সময়ের ভারতের কমিউনিস্ট পার্টির নেতারা, ভারতের কমিউনিস্ট পার্টিও তখন বে আইনী, ওদিকে ইলা মিত্র কেও আনানোর ব্যবস্থা শুরু হল, কিন্তু সীমান্ত পার হবার আগেই নাচোল স্টেষনে তাঁকে চিনে ফেললো এক কনস্টেবল, তিনি ধরা পড়লেন। 


এবং তারপর বর্বর অত্যাচার, যে অত্যাচারের কথা তিনি নিজেই লিখেছেন, পুলিশ জানতে চেয়েছিল, সংগঠনের নেতাদের হদিশ, জানতে চেয়েছিল, আন্দোলনের মাথারা কোথায়? একটা কথাও বলেন নি ইলা মিত্র, ও একটা কথা বলা হয়নি, ইলা মিত্র এর মধ্যে ১৯৪৮ এ একবার কলকাতায় এসেছিলেন, বাপের বাড়িতে এক সন্তানের জন্ম দিয়ে, ৬ মাস থাকার পর, আবার চলে গিয়েছিলেন নাচোলে, আন্দোলনের জমিতে। পুলিশ প্রথমে সাধারণ মারধোর শুরু করে, ইলা মিত্র জানিয়ে দেন, তিনি একটা কথাও বলবেন না, এবার শুরু হল অকথ্য অত্যাচার, থানা হাজতে তাঁকে নগ্ন করে রাখা হল, মাথা, পিঠে বন্দুকের কুঁদো দিয়ে মারা শুরু হল, তাঁর নাক মুখ দিয়ে রক্তপাত শুরু হল, তাঁকে একদিন থানার পাশেই এক সাব ইনসপেক্টরের কোয়ার্টারে নিয়ে যাওয়া হল, মুখে কাপড় গুঁজে দিয়ে পায়ের দুটো গোড়ালি, লাঠি মেরে মেরে ভেঙে দেওয়া হল, তারপর আবার রেখে দিয়ে আসা হল হাজতে, এর পরে দিন, ইলা মিত্র লিখছেন, তাঁকে নগ্ন করে শুইয়ে দেওয়া হয়, গরম ডিমসেদ্ধ এনে তাঁর যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়, অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি, জ্ঞান যখন ফেরে তখন ধূম জ্বর, তখন তাঁর গোড়ালিতে পেরেক পুঁতে দেওয়া হয়, একজন একজন করে তিন চার জন কনস্টেবল তাঁকে ধর্ষণ করে। না, ইলা মিত্র অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কিন্তু একটা কথাও বলেন নি, মরে যাবেই জেনে তাঁকে নবাবগঞ্জ জেলে পাঠানো হয়, সেই জেলের জেল ওয়ার্ডেন, ও সি রহমান, কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাঁর সহপাঠি ছিলেন, মূলত তাঁর প্রচেষ্টায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়, তখন তাঁর ১০৫ জ্বর, সুস্থ হতে থাকেন, নাচোল হত্যা মামলাও চলতে থাকে, ১৯৫১ তে তিনিই সম্ভবত এই উপমহাদেশের প্রথম মহিলা যিনি রাজসাহী কোর্টে সবার সামনে, তাঁর ওপর কিভাবে ধর্ষণ অত্যাচার চালানো হয়েছিল, তার বিবরণ দেন, কদিনের মধ্যে সেই বিবরণ ওপার বাংলা এপার বাংলায় ছড়িয়ে পড়ে, মানুষের মুখে মুখে তখন ইলা মিত্রের নাম, 

গোলাম কুদ্দুস কবিতা লিখলেন, 

ইলা মিত্র ফাঁসির আসামী !
লোকারণ্য রাজশাহী কোর্ট !
একটি উকিল মেলা ভার,
ওরা ভীত 'স্বাধীন' স্বদেশ |
স্ট্রেচারেতে শায়িতা একাকী,
ইলা মিত্র বাকশক্তিহীনা,
পাঁজরের হাড়গোড় ভাঙ্গা,
মুখে চোখে কপালে ব্যান্ডেজ,
রক্তাক্ত আঙ্গুলগুলি ফাটা,
তবুও কাগজ টেনে নিয়ে,
দুনিয়ার ইচ্ছা শক্তি বলে,
আত্মপক্ষ করে সমর্থন,
হাতে লিখে ---- রক্তাক্ত অক্ষরে—
অপরাধী লিগ সরকার,
অপরাধী নুরুল আমিন
অপরাধী তাহারি পুলিশ,
খুনি তারা ব্যাভিচারী।
কোর্টে আজ তারাই আসামী।
তারপর ইলা মিত্র বলে,
একে একে পীড়নের কথা
ঠেলে ফেলে সমস্ত সঙ্কোচ
ইলা মিত্র মর্মে মর্মে জানে
যৌন নয়, সমস্যা জমির।
তারি সঙ্গে বাঁধা আছে যত
পুরুষদের নিষ্ঠুর লাঞ্ছনা,
নারীর নিকৃষ্ট অপমান
পুলিশেরা আদালত থেকে 
ফিরে যায় মুখ চুন করে।
ইলা মিত্র স্ট্রেচারে আবার
ফিরে আসে কয়েদখানায়, 
ফেরে না কাহিনী তবু তার
বাতাসে ছড়ায় মুখে মুখে
 গ্রাম থেকে গ্রামান্তরে,
দেশ হতে দেশান্তরে
 সীমান্ত পেরিয়ে সেই নাম
ব্যপ্ত হয় ভারতের বুকে, 
যায় মুক্ত মানুষের দেশে
সেই নাম চীন সোভিয়েতে
ছড়ায় স্পেনের কারাগারে।
ইলা মিত্র কৃষকের প্রাণ
ইলা মিত্র ফুচিকের বোন
ইলা মিত্র স্তালিন নন্দিনী
ইলা মিত্র তোমার আমার
সংগ্রামের সুতীক্ষ্ণ বিবেক
ইলা মিত্র দলাদলি আর
ক্ষুদ্রতার রূঢ় ভৎর্সনা
ইলা মিত্র নারীর মহিমা
ইলা মিত্র বাঙালির মেয়ে

কবি সুভাষ মুখোপাধ্যায় লিখলেন পারুল বোন

অন্ধকার পিছিয়ে যায়

দেয়াল ভাঙে বাধার

সাতটি ভাই পাহারা দেয়

পারুল, বোন আমার-

দেখি তো কে তোমায় পায়

বেড়ি পরায় আবার?

শুয়ে শুয়ে দিন গুনছে

পারুল বোন আমার।

সোনার ধানের সিংহাসনে

কবে বসবে রাখাল

কবে সুখের বান ডাকবে

কবে হবে সকাল!

এখানেই শেষ নয়। ১৯৫৪ তে ইলা মিত্র কে নিয়ে আসা হল ঢাকা মেডিক্যাল কলেজে, সবাই দেখল পুলিশের সেই বর্বর অত্যাচার, সেই বছরের ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট সরকার তৈরি হল, তিনি হলেন মুখ্যমন্ত্রী, ইলা মিত্র কে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানোর ব্যবস্থা হয়, পাসপোর্ট এর ব্যবস্থা করে দেন ফজলুল হক, ইলা মিত্র ১৯৫৪ তেই কলকাতায় ফেরেন, ক্রমশ সুস্থ হন, ১৯৫৬ তে তিনি হাঁটতে শুরু করেন, এক সাক্ষাৎকারে বলেছিলেন, সম্ভবত আমার কৈশোরে অ্যাথলেটিকস আমায় সুস্থ করে তুলেছিল, তিনি সিটি কলেজে অধ্যাপনা শুরু করেন, ১৯৬২, ১৯৬৭, ১৯৬৯ আর ১৯৭২, চারবার মানিকতলা বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হন। বেশ কিছু বই লিখেছেন, অনুবাদ করেছেন, আর কাকভোরে উঠে অ্যান্ডারসন ক্লাবে নাতি কে নিয়ে রোজ সাঁতার কাটতে চলে গেছেন।

আজ যখন দুজন মহিলা অলিম্পিকের মেডেল আনলেন, আর একজন দোরগোড়ায় দাঁড়িয়ে, তখন মনে পড়ে গ্যালো ইলা মিত্রের কথা, যিনি অলিম্পিকে যেতেই পারলেন না, কিন্তু বাংলার রাজনীতিতে মহিলা হিসেবে এক অসামান্য অধ্যায় রচনা করলেন, যা আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত। আলালের ঘরে দুলালী, ১৯৪০ বাংলার জুনিয়র চ্যাম্পিয়ন, তেভাগা আন্দোলনের নেত্রী, থানায় ধর্ষিতা, অত্যাচারে পঙ্গু এক মহিলা আবার জীবনে ফিরে অধ্যাপনা করলেন, চারবার মানুষের ভোটে জিতলেন, বিধান সভায় কমিউনিস্ট পার্টির ডেপুটি লিডার হলেন, মারা গেছেন মাত্র ২০০২ সালে, অথচ এরই মধ্যে বিস্মরণের ওপারে চলে গেছেন। সাধে কি বলে জীবন তো নয় যেন পদ্ম পাতার জল।