ভোটের দিনে সকালবেলা যেই পড়েছে মনে,
চিরকালীন
আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললামঃ আয়
ফেসবুকে আর টুইটারে বাঘ আটকে আছে, হায়!
আমার ভয় হল তাই দারুণ, কারণ চোখদুটো কৌতুকে
লাল, সবুজ বা গেরুয়া নয়, ভাসছিল নীল সুখে।
বাঘের গতর ভারি মুখটি হাঁড়ি অভিযোগের পাহাড়,
আমার ছোট্ট কিছু দাবী শুনে খোলে রূপের বাহার।
ভোটের দিনে সকালবেলা যেই পড়েছে মনে,
চিরকালীন প্রতিবাদের বাঘ বেরুলো বনে।
আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললামঃ আয়
ফেসবুকে আর টুইটারে বাঘ আটকে আছে, হায়!
চিরকালীন
প্রতিবাদের বাঘ বেরুলো বনে।আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললামঃ আয়
ফেসবুকে আর টুইটারে বাঘ আটকে আছে, হায়!
আমার ভয় হল তাই দারুণ, কারণ চোখদুটো কৌতুকে
লাল, সবুজ বা গেরুয়া নয়, ভাসছিল নীল সুখে।
বাঘের গতর ভারি মুখটি হাঁড়ি অভিযোগের পাহাড়,
আমার ছোট্ট কিছু দাবী শুনে খোলে রূপের বাহার।
ভোটের দিনে সকালবেলা যেই পড়েছে মনে,
চিরকালীন প্রতিবাদের বাঘ বেরুলো বনে।
আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললামঃ আয়
ফেসবুকে আর টুইটারে বাঘ আটকে আছে, হায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন