গিন্নী বলল, 'এই যে শুনছো,
পঞ্চাশ টাকা চাউল'!
আমি তারে বলি, 'আমার কী তাতে,
আমি ঘরছাড়া বাউল'।
পেছন ছাড়ে না, আবার বলল,
'পঞ্চাশ টাকা আটা' –
আমি বলি, 'আঃ, শুনে করবো কী,
ফালতু এ কাদা ঘাঁটা'।
বলেই চলল, 'ষাট-আশি করে
একেকটা সব সবজি' –
বাঁহাতে আমার একতারা, লাল
সুতো বাঁধা সেই কবজি।
'চিকেনের দাম শুনলে তোমার
চমকিয়ে যাবে পিলে' -
'ভোলামন' বলে গান ধরি আমি,
শুনতে চাই না রিলে।
'দু হাজার টাকা ইলিশ, এখন
ডিমটা হচ্ছে ভাজা' –
'কই দেখি দেখি', ঘরে ফিরে আসি,
সোজা কি বাউল সাজা!
৩রা অগাস্ট, ২০১৩
পঞ্চাশ টাকা চাউল'!
আমি তারে বলি, 'আমার কী তাতে,
আমি ঘরছাড়া বাউল'।
পেছন ছাড়ে না, আবার বলল,
'পঞ্চাশ টাকা আটা' –
আমি বলি, 'আঃ, শুনে করবো কী,
ফালতু এ কাদা ঘাঁটা'।
বলেই চলল, 'ষাট-আশি করে
একেকটা সব সবজি' –
বাঁহাতে আমার একতারা, লাল
সুতো বাঁধা সেই কবজি।
'চিকেনের দাম শুনলে তোমার
চমকিয়ে যাবে পিলে' -
'ভোলামন' বলে গান ধরি আমি,
শুনতে চাই না রিলে।
'দু হাজার টাকা ইলিশ, এখন
ডিমটা হচ্ছে ভাজা' –
'কই দেখি দেখি', ঘরে ফিরে আসি,
সোজা কি বাউল সাজা!
৩রা অগাস্ট, ২০১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন