বুধবার, ২১ আগস্ট, ২০১৩

​ এ "পরিবর্তন" কাকে বলে ~ সুমন্ত্র মাইতি

মুন্নাভাই : সার্কিট, বোলে তো........
​​
এ "পরিবর্তন" কাকে বলে ?
সার্কিট : ভাই,পরিবর্তন বোলে তো :

যেখানে দেখিবে লাল
তুলে নাও চামড়ার ছাল
সবুজ বিছুটি ঘসে কর হে বার্নিশ
যদি দেখো লাল সাপ
ঝাঁটা মেরে কর সাফ
মনে রেখো সর্বদা সংখ্যাটা চৌত্রিশ

মুন্নাভাই : আচ্ছা , "শিল্প" বোলে তো ?
সার্কিট: ভাই, শিল্প বোলে তো:

লোহা কাঠ ভারী তাই তুলে নাও কলম
ছড়া গান লিখে দাও ন্যানো ক্ষতে মলম
মেলা আর ঝুলনে বেচো হে বাদাম
বেগরবাই করলে আছে এবিজির বাটাম

মুন্নাভাই : ঠিক হ্যায় সার্কিট , তো ফির উত্সব বোলে তো .....
সার্কিট : ভাই, উত্সব বোলে তো

পুলি পিঠে খেয়ে পরে নদীয়ার যাত্রায়
মাটি কেটে পানাগরে ফুটবল খাতরায়
ধেই ধেই নাচে খোকা বারোমাস নাগাড়ে
জঙ্গলে হি হি হাসে , হো হো হাসে পাহাড়ে .....

মুন্নাভাই : ফির বোলে তো.....স্সততা কি আছে ?
সার্কিট : ভাই, স্সততা বোলে তো ....

ওই দেখো দশতলা নীলরঙ্গা বাড়ি
তারই গায়ে লেগে আছে ধনেখালি শাড়ি
পাঁচ ফুট নিচে তার নীলরঙ্গা চটি
তারই নীচে লেখা আছে স্সততার বটি ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন