স্বাধীনতা, তুমি লুকিয়ে রয়েছ, আহা রে, একটি কোণে –
প্রভাতফেরীতে, বক্তৃতামাঠে, পতাকা উত্তোলনে।
ঐ দ্যাখো কত যুবক যুবতী গালেতে তেরঙা পেন্ট
লাগিয়ে দৃপ্ত ঘোষণা করছে, কী ইন্ডিপেন্ডেন্ট!
তুমি কেন তবে চুপসে রয়েছ, গায়ে মুখে পিঠে ঘাম –
কোথায় যাচ্ছ? যে পথে গিয়েছে প্রফুল্ল-ক্ষুদিরাম?
স্বাধীনতা, আভি হোঁশ মে তো আও, করোনাকো বিড়বিড়,
বাচ্চা নাকি হে? বুড়ো ভাম তুমি পূর্ণ ছেষট্টির।
তুমি সিপিয়েমে, তুমি তিনোমূলে, বিজেপিতে-কংগ্রেসে –
যখন গদীতে যে বসবে তুমি তার পাশে বসো ঘেঁষে।
কাগজে তোমার চলবে প্রচার, সেল হবে তুমি মলে,
সারা দেশ ছুটি, জনতা উপচে পড়বে সিনেমাহলে।
কী হল, শুনতে ভালো লাগছে না? চারিদিকে শৃংখল –
কী যন্ত্রে মেলে স্বাধীনতা তোরে, কোথা সে খুড়োর কল?
১৫ই অগাস্ট, ২০১৩
প্রভাতফেরীতে, বক্তৃতামাঠে, পতাকা উত্তোলনে।
ঐ দ্যাখো কত যুবক যুবতী গালেতে তেরঙা পেন্ট
লাগিয়ে দৃপ্ত ঘোষণা করছে, কী ইন্ডিপেন্ডেন্ট!
তুমি কেন তবে চুপসে রয়েছ, গায়ে মুখে পিঠে ঘাম –
কোথায় যাচ্ছ? যে পথে গিয়েছে প্রফুল্ল-ক্ষুদিরাম?
স্বাধীনতা, আভি হোঁশ মে তো আও, করোনাকো বিড়বিড়,
বাচ্চা নাকি হে? বুড়ো ভাম তুমি পূর্ণ ছেষট্টির।
তুমি সিপিয়েমে, তুমি তিনোমূলে, বিজেপিতে-কংগ্রেসে –
যখন গদীতে যে বসবে তুমি তার পাশে বসো ঘেঁষে।
কাগজে তোমার চলবে প্রচার, সেল হবে তুমি মলে,
সারা দেশ ছুটি, জনতা উপচে পড়বে সিনেমাহলে।
কী হল, শুনতে ভালো লাগছে না? চারিদিকে শৃংখল –
কী যন্ত্রে মেলে স্বাধীনতা তোরে, কোথা সে খুড়োর কল?
১৫ই অগাস্ট, ২০১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন