খুড়ো চলছে সামনে কলে কত কি খাবার
ভুখা পেট রুটি চায়, খিদে জোরদার
বাতেলা মেরো না রাজা আর......
দেশটা বেচে ন্যাংটো রাজা নাচছে ধিন তা ধিন
সঙ্গে নাচছে মন্ত্রি-সান্ত্রি,গিলছে খনি ষড়যন্ত্রি
দৈত্য খাচ্ছে কড়মড়িয়ে আস্ত আলাদীন_
বাড়ছে খিদে ধর্ম দিচ্ছে প্রাণভরে আফিং।
ভুখা পেট রুটি চায়,খিদে জোরদার
বাতেলা মেরো না রাজা আর......
বিজ্ঞাপনে যত কাব্য, গরিবের ভবিতব্য
চোখ বুজে রাজা খাবে চেটেপুটে চোষ্য চব্য ।
ভুখা পেটে রুটি আর কোটি হাতে কাজ
খিদে বলে কেড়ে খা,হক লুটে নে আজ।
মাথা তুলে আসমানেতে, শক্ত রেখে পা-
বাতেলাতে পেট না ভরে, কেড়ে নিয়ে খা।
ভুখা পেট রুটি চায়, খিদে জোরদার
বাতেলা মেরো না রাজা আর......।।
ভুখা পেট রুটি চায়, খিদে জোরদার
বাতেলা মেরো না রাজা আর......
দেশটা বেচে ন্যাংটো রাজা নাচছে ধিন তা ধিন
সঙ্গে নাচছে মন্ত্রি-সান্ত্রি,গিলছে খনি ষড়যন্ত্রি
দৈত্য খাচ্ছে কড়মড়িয়ে আস্ত আলাদীন_
বাড়ছে খিদে ধর্ম দিচ্ছে প্রাণভরে আফিং।
ভুখা পেট রুটি চায়,খিদে জোরদার
বাতেলা মেরো না রাজা আর......
বিজ্ঞাপনে যত কাব্য, গরিবের ভবিতব্য
চোখ বুজে রাজা খাবে চেটেপুটে চোষ্য চব্য ।
ভুখা পেটে রুটি আর কোটি হাতে কাজ
খিদে বলে কেড়ে খা,হক লুটে নে আজ।
মাথা তুলে আসমানেতে, শক্ত রেখে পা-
বাতেলাতে পেট না ভরে, কেড়ে নিয়ে খা।
ভুখা পেট রুটি চায়, খিদে জোরদার
বাতেলা মেরো না রাজা আর......।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন