বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩

রি ভিজিটেড ~ সৌমিক দাসগুপ্ত

ছিল শুধু মোর নোবেল অ্যাওয়ার্ড, সেটাকেও দিল ঝেড়ে
কপিরাইট ছিল, সেটার ও পিছন দিয়াছে শালারা মেরে ,
কভি নেহী শোচা, ভোটে উইনার, বাজাইবে মোর গান-
গানের সহিত অনুপান হয়ে আসিবে মদ্যপান।
ওরে চারিদিকে মোর, কারাগার ঘোর, কোথা মোর সে অমাত্য ?
শেষে কিনা বাল, ছাড়াইলো ছাল, সঙ্গীতময় 'ব্রাত্য' !
"মাসী" ডাক দিয়া, রাখাল আজিকে, খুঁজিতেছে তব চেম্বার,
তুমি কালীঘাটে, বিজি বড় আজ, সমুখে গুচ্ছ মেম্বার।
'শুভা' ও আজিকে একা এঁকে চলে কাগাসুর তার পটে
তুমি মহারানী, সাধু আজ জানি, এরা আজ ঝাঁট বটে।
কোথা হা হন্ত, চির বসন্ত, ফুটিয়াছে জোড়া ফুল-
মোর গান লয়ে টানাটানি করি, নাই বা ছিঁড়িলে চুল।
কে তুমি পড়িছ আমার কবিতা শতবর্ষের পরে,
কে আজ জানিত, মদনও পড়িবে কৌতুহলের ভরে।
যাহারা আমার মারিল দুম্বা, নিভাইলো মম আলো
ট্র্যাফিকে গাহিয়া, আবাল গুলোর মুখ করিতেছি কালো।



কালো ?? তা সে যতই কালো হোওওওওওওক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন