বড় অপরাধী করে চলে গেলে ঋতু
এখানে জীবন সেই আগের মতই
সিউডো-সাহসী কিন্তু আদতে যা ভিতু
এই ভুল তন্তুজাল ছিঁড়ে
ঋতুপর্ন হেঁটে গেল, অন্তহীন আলোর গভিরে
আমরা যাবোনা সাথে, আঁধার গসিপে
নির্বোধের হাসি হাসবো মুখ টিপে টিপে
যতবার ঋতু আসবে, তা প্রতিবার
পৃথিবী মৃত্যু দেখবে অযাচিত গাঢ় প্রতিভার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন