শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১১

মানুষ ~ অনামিকা মিত্র

মানুষ বড় বোকা
বসেই আছে শুকনো চোখে
কখন ফেরে খোকা।

তোমরা চেনো তা'কে।
জানো সে খুব অন্ধকারেও
সূর্য জ্বেলে রাখে।

সূর্য কোথায়?... মনে।
ভয় মেঘের আড়াল থেকে
ওঠে এতক্ষণে।

ভয় কীসের? কাকে?
ভাই বন্ধু যার বুলেটে
রক্তে শুয়ে থাকে।

ভয় কীসের? কাকে?
যে হানাদার আগুন জ্বেলে
পুড়িয়ে মারে মাকে।

ভয় কীসের? কাকে?
যার মুখোস চোখ রাঙায়
প্রতি কথার ফাঁকে।

মানুষই ভয় তাড়ায়।
রাতপাহারা চলতে থাকে
ছন্নছাড়া পাড়ায়।

মানুষ বড় জেদী।
ভালোবাসার ফুলে সাজায়
ভাঙা শহিদ বেদী!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন