ছিন্ন ভিন্ন ছড়িয়ে একটা লাশ
জঙ্গল ফেলে স্বস্তির নিঃশ্বাস
...লাল কাঁকড়ের বুকে জমে থাকা ঋণ
শাল পিয়ালের জন্য নতুন দিন
রক্ত নিশান আবার উড়িয়ে দে না
ট্রিগারে আঙ্গুল মুচলেকা চাইবে না।
লাল মাটি আরও লাল কবে হবে বল ?
বীরসার দেশে বিপ্লব ই সম্বল
শক্ত চোয়াল , কালো পেশীদের ভিড়
গুলি বন্দুক, রুখে দিতে পারে তীর
পতাকায় মুছি সময়ের যন্ত্রণা
হাতে রাইফেল মুচলেকা চাইবে না
আবার নতুন লড়াই শুরুর বেলা
জীবনের সাথে রোজ কানামাছি খেলা
চলো কমরেড আবারো সেদিন গুনি
এদেশের বুকে রণ দুন্দুভি শুনি
থুতু ছুঁড়ে বলি মানছি না, মানবো না
কেন রাষ্ট্রের কাছে মুচলেকা চাইবো না?
জঙ্গল ফেলে স্বস্তির নিঃশ্বাস
...লাল কাঁকড়ের বুকে জমে থাকা ঋণ
শাল পিয়ালের জন্য নতুন দিন
রক্ত নিশান আবার উড়িয়ে দে না
ট্রিগারে আঙ্গুল মুচলেকা চাইবে না।
লাল মাটি আরও লাল কবে হবে বল ?
বীরসার দেশে বিপ্লব ই সম্বল
শক্ত চোয়াল , কালো পেশীদের ভিড়
গুলি বন্দুক, রুখে দিতে পারে তীর
পতাকায় মুছি সময়ের যন্ত্রণা
হাতে রাইফেল মুচলেকা চাইবে না
আবার নতুন লড়াই শুরুর বেলা
জীবনের সাথে রোজ কানামাছি খেলা
চলো কমরেড আবারো সেদিন গুনি
এদেশের বুকে রণ দুন্দুভি শুনি
থুতু ছুঁড়ে বলি মানছি না, মানবো না
কেন রাষ্ট্রের কাছে মুচলেকা চাইবো না?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন