মানের হানি। মামলা করুন। জিতুন কিম্বা হারুন।
ব্রাত্য হুজুর, আপনি কিন্তু সত্যবাদী দারুণ!
নাটক করেন। রাজনীতিও। মদ্যে ভেজান ওষ্ঠ।
রেলের টাকায় বেলের পানায় শুদ্ধ রাখেন কোষ্ঠ।
ঋতব্রতর বড্ড সাহস, চাইছে এ'সব ধরতে।
এ'বার বুঝুক। সেলাম করুক একদম নিঃশর্তে।
মঞ্চ থেকে দেদার টাকা, কলেজ থেকে মাইনে।
রেলের টাকাও? বেশ করেছেন। বাধলে বাধুক আইনে।
আসল কথা সম্মান। আর এমন সাম্মানিককে,
ঋতব্রত কায়দা করে বলছে নাকি ভিক্ষে!
রেল কি কারও মামার বাড়ি? কাজ করলে খাদ্য
তবেই মেলে। গর্দভদের বোঝানো দুঃসাধ্য।
জয়দা বলুন, শাঁওলি বলুন, লাভের কড়ি যার যার।
মামলাটা হোক। ঝুলির থেকে নির্গত হোক মার্জার।
যেই সম্মান ছিলনা তার হচ্ছে বেজায় হানি।
মামলা করুন। ঋত এবার টানুক জেলের ঘানি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন