স্বপনকে তো মারলি তোরা
স্বপ্নটাকে পারবি?
যতই মারিস বাড়বে মিছিল
মার কত মার মারবি।
রক্তে ভেজা নিথর দেহ
অভিজিত আজ শুধুই লাশ,
ভয় দেখিয়ে ঘার বেঁকিয়ে
রাজ্য জুরে শুধুই ত্রাস।
যতই করিস শব সাধনা
মিছেই হাঁকিস হাজার বার,
বুকে আগুন হয়ে জ্বলছে সবার
সায়ন্তিকার অঙ্গিকার।
আমরাও আজ তৈরী আছি
কলম হাতুরি কাস্তেতে,
মানুষই তোদের জবাব দেবে
এগারোয় ভোট বাক্সেতে। ।
স্বপ্নটাকে পারবি?
যতই মারিস বাড়বে মিছিল
মার কত মার মারবি।
রক্তে ভেজা নিথর দেহ
অভিজিত আজ শুধুই লাশ,
ভয় দেখিয়ে ঘার বেঁকিয়ে
রাজ্য জুরে শুধুই ত্রাস।
যতই করিস শব সাধনা
মিছেই হাঁকিস হাজার বার,
বুকে আগুন হয়ে জ্বলছে সবার
সায়ন্তিকার অঙ্গিকার।
আমরাও আজ তৈরী আছি
কলম হাতুরি কাস্তেতে,
মানুষই তোদের জবাব দেবে
এগারোয় ভোট বাক্সেতে। ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন