আমি তৃণমূল কর্মী, আমার পরিচয় দিতে চাইনে।
চেনবার যারা চিনে যাবি ঠিকই বোমা বন্দুক মাইনএ।
সিভি আপলোড করা আছে... জানে নেত্রীর দপ্তর।
তা' দেখে নেত্রী বলেছে,লড়ে যা,এ'পাড়ার "তোলা" সব তোর!
আগে করতাম ক্ষুদ্র ব্যবসা, ছ্যাঁচরামি তোলা ছিনতাই।
নেত্রী চাইছে বৃহৎ ব্যবসা, কাটছেনা আর দিন তাই।
পাঁচটা দশটা খুনটুন করা আজকাল জলভাত তো!
থিয়োরেটিক্যাল সাপোর্ট দিচ্ছে, অর্পিতা জয় ব্রাত্য।
আমি হতে চাই... রাজার জামাই। প্রকাশ্যে... ফিসফিসিয়ে...
রটনা করছি সিপিএম দেবে টালাজলে বিষ মিশিয়ে!
অপেক্ষা শুধু, দিদি একবার পৌঁছলে মহাকরণে,
সিওর বলবে... জোলো দুধ নয়... আয় বাছা আয়... সরও নে।
চেনবার যারা চিনে যাবি ঠিকই বোমা বন্দুক মাইনএ।
সিভি আপলোড করা আছে... জানে নেত্রীর দপ্তর।
তা' দেখে নেত্রী বলেছে,লড়ে যা,এ'পাড়ার "তোলা" সব তোর!
আগে করতাম ক্ষুদ্র ব্যবসা, ছ্যাঁচরামি তোলা ছিনতাই।
নেত্রী চাইছে বৃহৎ ব্যবসা, কাটছেনা আর দিন তাই।
পাঁচটা দশটা খুনটুন করা আজকাল জলভাত তো!
থিয়োরেটিক্যাল সাপোর্ট দিচ্ছে, অর্পিতা জয় ব্রাত্য।
আমি হতে চাই... রাজার জামাই। প্রকাশ্যে... ফিসফিসিয়ে...
রটনা করছি সিপিএম দেবে টালাজলে বিষ মিশিয়ে!
অপেক্ষা শুধু, দিদি একবার পৌঁছলে মহাকরণে,
সিওর বলবে... জোলো দুধ নয়... আয় বাছা আয়... সরও নে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন