সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

লাঠির মুখে বাঁশীর সুর ~ আশুতোষ ভট্টাচার্য্য

দাদা গো দাদা দেখছি ভেবে অনেক দূর
যাদবপুরের সবই খারাপ
পোষাক চলন বলন খারাপ
যো হুজুরের ফলন খারাপ
ছাত্র খারাপ ছাত্রী খারাপ
রাত্রিবেলা বাওয়াল খারাপ
সওয়াল জবাব দুটোই খারাপ
স্কলার খারাপ টিচার খারাপ
বিচার চেয়ে ধর্না খারাপ
কল্কে গাঁজা চরস খারাপ
শরত হিমের পরশ খারাপ
সেমেস্টারের চমক খারাপ
ধমক ভাল, তর্ক খারাপ
পর্কও খারাপ বিফও খারাপ
মিছিল খারাপ মিটিং খারাপ
রেটিং খারাপ দালাল খারাপ
হালাল খারাপ ঝটকা খারাপ
সব কথাতে প্রশ্ন খারাপ
জোছনা, জ্ঞানের তৃষ্ণা খারাপ
বিপ্লবীদের তত্ব খারাপ
কৃষ্টি খারাপ সৃষ্টি খারাপ
লেনিন খারাপ মাও'ও খারাপ
চা বিস্কুট আড্ডা খারাপ
চিকেন খারাপ মটন খারাপ
পঠন পাঠন দুটোই খারাপ
হোক কলরব ব্যানার খারাপ
স্ক্যানার খারাপ জেরক্স খারাপ
কিন্তু সবার চাইতে খারাপ
লাঠির মুখে বাঁশীর সুর।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন