বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

আদরের আষাঢ় আর অনাদরের ভাদর ~ কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়

আষাঢ়ের  বর্ষা আর  ভাদ্রের বর্ষার  তফাৎ  অনেকটা  নায়ক  আর পার্শ্ব  চরিত্র  অভিনেতার  মত । আষাঢ় আর  নায়কের  আসার  সময়  নিয়ে  কত  জল্পনা কল্পনা । তার  আসার  কত  তোড়জোড় ,  মেঘ  কালো  আঁধার  ঘনিয়ে  এল  । ঐ বুঝি  আসে । পরিচালকের  ব্যাস্ত  পায়চারি,  ত্রস্ত  ইউনিট ।  প্রযোজক , প্রেমিকার  ঘনঘন  ঘড়ি  দেখা ,  যদি  না  আসে  কত  লোকসান , কত  মিথ্যার  আশ্রয়ে  দেখা করতে  আসা । সে আসবে  তো ?  দেখ না  বাবা  একটু  বাইরে  বেরিয়ে । গুমগুম   ডাক  শোনা  যায়  ঐ এল  বলে । ছাতাটা নিয়ে  দাঁড়িয়ে থাক  ছাতারের মত । যদি   লোকেশন  চিনতে  না পেরে  চলে যায়  কি লোকসানটাই না  হবে । অবশেষে  অপেক্ষার  অবসান  তার  আগমন । হুড়মুড় করে  এল  সে  ।  বাকি  সব  কলরব  পড়ি  কি  মরি  করে  ঘরে  ঢুকে  এল । হাজার হাজার  ওয়াটের বিদ্যুৎ  ঝলকে উঠছে আর নিবছে। নায়কোচিত হুঙ্কার  আর পারিষদের  করতালিতে  ফেটে  পড়ছে । নায়ক  তার  সমস্ত  শক্তি   দিয়ে  আছড়ে পড়ছে  ক্যামেরার  সামনে । ছোট  অভিনেতা  অতিবয়স্ক বৃক্ষ  সব  থরথর করে কাঁপছেন । ঘন্টা  দুয়েক  দাপিয়ে  নায়ক  যখন  থামলে  নায়িকা  পরিচালক  প্রযোজক  সবার  অভিমান  ধুয়ে মুছে  সাফ । তিনি  চলে  যাবার পর ও  ছাদে  কার্নিসে  টালির  চালে  গাছের পাতা থেকে   তার আবেদন  টুপটুপ করে ঝরে  পড়ছে ।উপস্থিত   সবার  মধ্যে  তার  আবেশর রেশ  । তবে  সব  নায়ক  যেমন  মহানায়ক  হয়  না  তেমন  সব  আষাঢ়ের মেঘ যত  গর্জায়  তত  বর্ষায় না  । 

ভাদ্র মাস মল  মাস ।তার  কাছে  কারুর  কোন  চাহিদা  নেই ।পার্শ্ব চরিত্র অভিনেতার  কাছেও  কোন  অতিরিক্ত  চাহিদা  নেই ।  তার  জন্য  কোন  গল্প  নেই ,  অপেক্ষা  নেই,  আড়ম্বর  নেই । শুধু  ফাঁকটা  ভরাট করা , মাসটা উতরে  দেওয়া । অল্প মেক আপ  নিয়ে , অল্প  সংলাপে,  আধা  আলাপে যখন  কোন  কোন পার্শ্ব   অভিনেতা অনবদ্য  অভিনয়  করে  তখন  হাততালি  দেবারও কেউ  থাকে না ।  ভাদ্রের মেঘে  যখন  বিনা  আড়ম্বরে  বৃষ্টি  নামে  লোকে গুরুত্বই দেয় না,  ভাবে  এর  দৌড় জানা  আছে ।একদিন  তার  ঝমঝম মূষল ধারায় ভিজে  খেসারত  দেয়  আর  দৌড় মারে । আশ্রয়  পেলে  পরক্ষণেই  বলে  ওঠে  এ আর  কতক্ষণ ? এক্ষুনি  থেমে  যাবে । জাত  পার্শ্ব  অভিনেতা  থেমে  যায় না,  সে নায়ককেও  দৌড়  করায় এডিটিং  টেবিল  অবধি ।ভাদ্রের বর্ষা সুযোগের  অপেক্ষায় থাকে । রসিক বর্ষায়  ভিজে  আনন্দ  পায় । প্রেমিক  প্রতীক্ষায়  থাকে  আষাঢ়ের ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন