কদিন থেকে শুনছি কথা
লাগছে কানে বিদঘুটে,
'বাম আমলে সবাই নাকি
চাকরী পেত চিরকুটে।'
ব্রাত্যবাবু মন্ত্রী এখন
শুনছি ভালো নাট্যকার,
চিরকুটটা কোথায় পেলেন
বলুন দেখি, সাধ্যকার!
শেক্সপিয়ার আর শেলী কিটসের
কথায় কথায় কোটেশন,
কোন চিরকুটে চাকরী পেলেন
বলুনতো দেবনারায়ণ ?
টিভিতে খুব কথা বলেন
ভাবেন ভারী ওজনদার,
চিরকুটটা খুঁজে পেলে
চাকরী যাবে বিজনদার ?
কোন চিরকুট কে দিয়েছে
বিমল শঙ্কর নন্দকে ?
এরা সবাই ভালো মানুষ
তাহলে আর মন্দ কে ?
পয়সা নিয়ে চাকরী বেঁচে
এসব বলার অর্থ কি ?
চিরকুটটা খুঁজে পেলে
মুক্তি পাবেন পার্থ কি ?
সপরিবার মানিক আছেন
আছেন শান্তি, সুবীরেশ,
জেলখানাতে সবার সাথে
দিনরাত্রি কাটছে বেশ।
বাম আমলে চাকরী যাঁদের
তাঁদের বড় অহংকার,
বুক চিতিয়ে বলেন তাঁরা
'চাকরী খাবে সাধ্যকার ?'
ব্রাত্য, বিজন, দেবনারায়ণ
শুনুন কথা তিতকুটে,
সেই আমলে চাকরী পেলেন
আপনারা কোন চিরকুটে ?
শঙ্কর মণ্ডল
২৬/০৩/২০২৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন