বুধবার, ১৭ জুলাই, ২০১৩

কেউ ভালো নেই, ~ তমাল রাহা

রোজ সকালে পেপার খুলে পড়তে গিয়েই বুঝতে পারি, মনভালো নেই

টেলিভিশন চ্যানেলগুলো খুললে বুঝি, ´মন ভালো নেই´

দিল্লী থেকে কামদুনি আর খরজুনা- ওই খবরগুলো

পড়তে গিয়ে বুঝতে পারি কোথাও আজ কেউ ভালো নেই

পাশের বাড়ির তিন্নি এবার কলেজ যাবে, বাস ট্রাম- তে উঠতে হবে

কোথায় কে যে হামলে পরে, সেই অজানা আশঙ্কাতেই

ওর মায়েরও  মন ভালো নেই

ডলার-এর দাম বাড়ছে রোজই, টাকার দামটা পড়ছে নিচে

সবজির দাম আকাশ ছোয়া, গেরস্থের- মন ভালো নেই


চিট-ফান্ডে  টাকা রেখে সব হারালেন হারান কাকা

ওনার- যে মন ভালো নেই, সব কিছু আজ লাগছে ফাকা

মধ্যজীবন এলেই পরে নানারকম চিন্তা আসে

ভাবনাগুলো মাথার ভিতর কিলবিলিয়ে গিলতে আসে

অনেকদিন তো হয়েই গেল, কর্পোরেট-এর চাকরি করা !

রোজ সকালে বেরিয়ে গিয়ে অনেক রাতে বাড়ি ফেরা,

ক্লান্ত লাগে বলল আমায়, কি যে করি? কেনই করি? বুঝতে নারি

বুঝলুম তাই, শৈবালের- মন ভালো নেই

নেতারা সব খিস্তি করে, বুদ্ধিজীবী  বুদ্ধি বেচে

কেউবা আজ দালাল সাজে,

কেউবা দেখি রাজার  সাজে

আজকে ভাবি, স্বপ্নগুলো  বোধহয় আমার মিথ্যে ছিল

জীবন টা আজ  হঠাত করে বাকের মুখে দাড়িয়ে গেল!

ভেবে না পাই কোথায় যে যাই,

সত্যি বলি,  কেউ ভালো নেই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন