শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯

উন্নয়ন ~ অভিজিৎ মজুমদার

ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না, 
উন্নয়নের বিয়াল্লিশে, একটি সিটও ছাড়ব না। 

মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই,
তাই না হলে এমনি এমনি মশলামুড়ির ভাগটি দেই? 

মাথা আমার গরম দেখে ভয় পেলে ভাই, লক্ষীটি?
অক্সিজেনের অভাব ওটা, মারি না কাকপক্ষীটি। 

এই যে দেখ ভোটিং মেশিন, ভোট দিয়ে যাও দু-চার ছয়
মিষ্টি করে বলছি তোমায়, কিন্ত তবু পাচ্ছো ভয়? 

দেব না কি মুন্ডু কেটে? জ্বালিয়ে দিয়ে ঘরবাড়ি?
ভোট দেওয়া না প্রাণ বাঁচানো? কোনটা বেশী দরকারি? 

আমি আছি, কেষ্টা আছে, আছে আমার নয় ছেলে, 
ঘরের ভেতর ঢুকিয়ে দেব, মিথ্যে এমন ভয় পেলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন