শুক্রবার, ১০ জুলাই, ২০১৫

​কাল ছিল ডাল খালি ~ প্রকল্প ভট্টাচার্য্য

​কাল ছিল ডাল খালি (ভাত আর ডাল, ব্যাস?)
আজ ফুলে যায় ভরে (হোলো তো পেটেতে গ্যাস?)
বল দেখি তুই মালি (অন্তরা? ও কী জানে!)
হয় সে কেমন করে? ( বোঝো! কোনও হয় মানে!)
গাছের ভিতর থেকে ( জাইলেম, না কি যেন?)
করে ওরা যাওয়া আসা (ওরা কারা? যাবে কেন?)

কোথা থাকে মুখ ঢেকে (শরিয়ত? ভোগো তবে!)
কোথা যে ওদের বাসা? (রাজারহাটেই হ'বে।)
থাকে ওরা কান পেতে (কান কি মাদুর নাকি?)
লুকানো ঘরের কোণে (লুকানো ঘর? সেটা কী?)
ডাক পাড়ে বাতাসেতে (বুঝেছি। এয়ার মেল!)
কী করে সে ওরা শোনে (বলবে গ্রাহাম বেল।)
দেরী আর সহে না যে (হায় রে, আবার লেট!)
মুখ মেজে তাড়াতাড়ি ( পেপসো, না কোলগেট?)
কতো রঙে ওরা সাজে (রং ড্রেস সেন্স, ঈশশশ!)
চলে আসে ছেড়ে বাড়ি (বাড়িটা আবার মিস!)
ওদের সে ঘরখানি (ঘর তো লুকানো, তা'লে?)
থাকে কি মাটির কাছে? (না তো কি গাছের ডালে?)
দাদা ব'লে জানি জানি (বাপি বাড়ি যা রে সোনা!)
সে ঘর আকাশে আছে (স্কাইস্ক্র্যাপারে? হোলো না।)
সেথা করে আসা যাওয়া (আকাশে রাস্তা থাকে?)
নানা রঙা মেঘগুলি (মেঘ গুলি করে? কাকে?)
আসে আলো, আসে হাওয়া (এসি নেই বুঝি ঘরে?)
গোপন দুয়ার খুলি। (খুলি! বাবা, ভয় করে!)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন