মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৩

নদী, আমি, ওরা ... ~ অমিতাভ প্রামাণিক

আমাদের সবই ছিল, আদিগন্ত তীব্র শ্যামলিমা,
ধানী জমি, ফল-ফুল, শতাব্দীপ্রাচীন মহীরুহ।
তিন তিনখানা নদী জুড়ে ছিল শৈশবগরিমা,
অথচ কাদের পাপে সবই হয়ে গেল চক্রব্যূহ!

চঞ্চলা ইছামতী, তার ছিল মহিমা অপার –
কবে হল জরাগ্রস্তা, ভুলে গেল যৌবনবারতা।
কখনো নদীর ঘাটে বসে কি শুনেছ হাহাকার?
এপার-ওপার খেয়া বন্ধ হলে মাঝি যাবে কোথা?

আমাদের বাল্যকাল ধোয়া ছিল যার নদীজলে,
শুধু অবহেলা পেয়ে সে শুকিয়ে গেল সহজেই।
ওপারে সর্বসুখ যারা বলে, তারা ভুল বলে,
আমি জানি, ওপারেও ওরা আজ খুব ভালো নেই।

ওরাও তো আমরাই, জানতো তা নদী-মাঝি-খেয়া।
কখন যে 'ওরা' হল, শুভদিন ফিরলো না সে আর!

১৭ ডিসেম্বর ২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন