এই তো রে, বেশ ভালোই আছি... দিব্যি!
ছুটকো ছাটকা, ও কিছু নয়, ঝঞ্ঝাট।
মোটের ওপর পৃথিবী খুব সুন্দর।
জীবন মানেই তাপ্পিমারা প্যান্ট শার্ট!
এই তো, কেমন হাসছি তোদের সঙ্গে!
কেউ কখনো দেখলি আমার কান্না?
চোখের জলে নাকের জলে ভাসতে?
নালিশ সালিশ অনেক হলো, আর না।
এই তো, আমি কক্ষণো নই দুঃখী।
পাইনি খানিক, পেয়েওছি তো একঝাঁক!
সব হিসেবের নিকেশ হবে শিগগির,
এই তো ক'দিন, মন, ততদিন চুপ থাক!
ছুটকো ছাটকা, ও কিছু নয়, ঝঞ্ঝাট।
মোটের ওপর পৃথিবী খুব সুন্দর।
জীবন মানেই তাপ্পিমারা প্যান্ট শার্ট!
এই তো, কেমন হাসছি তোদের সঙ্গে!
কেউ কখনো দেখলি আমার কান্না?
চোখের জলে নাকের জলে ভাসতে?
নালিশ সালিশ অনেক হলো, আর না।
এই তো, আমি কক্ষণো নই দুঃখী।
পাইনি খানিক, পেয়েওছি তো একঝাঁক!
সব হিসেবের নিকেশ হবে শিগগির,
এই তো ক'দিন, মন, ততদিন চুপ থাক!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন