শুক্রবার, ২০ জুলাই, ২০১২

পোষাকী কথা ~ অরুণাচল দত্তচৌধুরী

আমি অতি পাতি লোক নিজেকে উলঙ্গ জেনে তবু
অশ্লীল সাহস নিয়ে চলাফেরা করি রাজপথে
অন্যরাও ন্যাংটো খুব। পোষাকের গভীরে ভিতরে
আদম ইভের দল বয়ে চলে নিষিদ্ধ আপেল

আপেল নিষিদ্ধ নয় শুধু যদি বেছে খাওয়া যেত
পচা দাগী পোকালাগা সে সকল ধর্মত বারণ
খিদের দাপটে বাবা লুপ্ত হয় সব ধর্মকথা
আমরা আপেল নয় খরিদ্দার আলু পটলের

এলামাটি মাখা আলু রঙ মাখা প্রাচীন পটল
মনোহারি বাজারের মেঝে জুড়ে দেয় গড়াগড়ি
উলঙ্গ মানুষজন খুঁটে খায় ভূত ভবিষ্যত
অনেক ওপরে বসে ঠোঁট চাটে উলঙ্গ রাজারা

আকাশের চাঁদ সূর্য নীহারিকা গ্রহতারারাজি
পোষাকবিহীন এই পৃথিবীকে দেখে হাসে যদি
ওদেরও পোষাক নেই
আমিতো অতীব পাতি, আমি তাই পোষাক খুঁজিনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন