মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১২

বোকা মেঘ ~ অরুণাচল দত্ত চৌধুরী

উত্তরে খুব বৃষ্টিমেঘের ঝলকানি
দক্ষিণে নেই তেমন উতল জলখানি।

দু'এক বিন্দু জল ঝরেছে। যার সে নিক।
আমরা গরীব। হাতের মুঠোয় আর্সেনিক।

দারুণ নাকাল নিত্যদিনের সার্কাসে
বর্ষাদিনের মেঘ চলে যায় তার কাছে

মেঘের আপন হলেও আমি তার তো পর
একলা সে খুব ভিজতে থাকুক স্বার্থপর

ভিজল বলেই তাকাই না আর ওর দিকে।
ভয় করি প্রেম। ভয় করি জ্বর সর্দিকে।

মধ্যবিত্ত কুষ্ঠি মানেই ডিউ শনি
মাসকাবারের সম্বল ওই টিউশনি।

অবাক কাণ্ড এ'সব জেনেও ডাকলে সে,
বোকার মতই ... মেঘের মতই ... যাই ভেসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন