শুক্রবার, ১২ অক্টোবর, ২০১২

কিংকর্তব্যবিমূঢ় ও সরকারি ডাক্তারদের মিছিল ~ অনামিকা

সংখ্যালঘুর ইমামকে ঘুষ দিলে ভোট বাড়ে যদি
যেই না ভেবেছি, অভিসারে যেতে ডাকে নরেন্দ্র মোদি।
কোনদিকে যাই, ভেবেই না পাই, মেনিকে ডাকছে হুলো!
গোদের ওপর বিষফোঁড়া এই মিটিং মিছিলগুলো।

তদুপরি মহা "পবলেম" আমি কেন্দ্রে খেয়েছি তাড়া।
এখানে ত্রিফলা পুকুরচুরিতে রাজ্যে পড়েছে সাড়া।
তবু অকাতর পুঁতছি পাথর হেথায় হোথায় সেথা।
কোচ ফ্যাক্টরি হাওয়া হয়ে গেছে সন্ধান পায় কে তা'?

স্বপ্নেও আমি ভাবিনি তোরা যে এতখানি বেয়াদব
মিটিংমিছিল নিষেধ, তবুও করছিস কলরব।
"গরমেন্ট" আছে ভুলে গিয়েছিস, ঠিক কী ভূমিকা তার।
মিছিলের মানে বোঝাবো এ'বার ... সরকারি ডাক্তার!

গ্রেপ্তার হবি, জেল হবে সাথে সাতটি দিনের ফাঁসি
কমপালসারি ওয়েটিং আর সাসপেন্ড পাশপাশি।
কেমন ভীষণ শাস্তি যে দেব মনে পড়ছে না আর
ইতিহাস বই খুলে দেখে নিস কী করত হিটলার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন