রবিবার, ১৫ এপ্রিল, ২০১২

আইন ভেঙেছিস সাইবারে ~ অনামিকা

হয়তো তোদের ভাতের থালায় রোজদিনই কেউ ছাই বাড়ে
ফেসবুকে সেই সত্যি জানাস? ক্রাইম করেছিস সাইবারে!

ইন্টারনেট চক্রী যারা, সকাল এবং রাত জেগে
জানিস নাকি সবার সেরা হিটলার এই রাজ্যে কে।

সেইজন্যেই বুঝতে পারি কী কাণ্ড হয় পার্কস্ট্রিটে
পুলিশ লাঠির নিখুঁত বাদ্যি কোথায় এবং কার পিঠে

ইচ্ছে আমার শেষ করে দিই সকল ষড়যন্ত্রীকে।
যেমন দিলাম দিনেশ এবং যেমন দময়ন্তীকে।

বিরুদ্ধমত? আইন ভেঙেছিস। করিস না আর ভরসাটা?
সাইবার আইন লেলিয়ে দেব। চামড়াতে দ্যাখ দেয় কাঁটা।

রক্ত যখন ছিটিয়েছিলাম বুদ্ধদেবের মুখ জুড়ে
তখন কি আর জানতাম এই দুঃখের দিন নয দূরে।

শিল্প বোঝেন শিল্প আঁকেন যোগেন শুভাপ্রসন্ন।
আমরা এখন কুর্সিতে ভাই। আঁকবি আমায়? কী জন্য?

শায়েস্তা ঠিক করব তাদের বলবে যারাই "কী মন্দা !"
পূর্ণেন্দু আইনটা জানেন, সবটা জানেন মদনদা'।

আমার পোষ্য আমজনতার চোয়ালপেশীর জোর কত
লেলিয়ে দিলেই টের পাবি যে সন্দেহ নেই অন্তত।

ভাত যোগানো কঠিন বড়ই। বিক্ষোভও খুব তাই বাড়ে।
নেট খুলে তুই মুখ খুলেছিস? আইন ভেঙেছিস সাইবারে !


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন