তুড়ি মারে টপ্পা গায় টাকা ভেবে সার।
বয়ে মরে রাশি রাশি যে আজ্ঞার ভার।।
মূলেতে নিপাত করে পেলে পরে চারা।
বাবুরূপে বৃক্ষের বাঁদুরে গাছ তারা।।
কিসে ভাল কিসে মন্দ নাহি জানে কিছু।
জেলের হাড়ির মত ফেরে পিছু পিছু।।
বাগানেতে শশা তোলে পাড়ে পিচ নীচু।
কথায় কথায় কহে জল উঁচু নীচু।।
Ha ha! Chhobitio jomaat.
উত্তরমুছুন