তাজমহলটা ভেঙ্গে ফেলা হোক। শিবমন্দির চাই।
গোর কে প্রেমের প্রতীক বলিস, লজ্জা শরম নাই!
লাল কেল্লা বা কুতুব মিনার, সব ভেঙ্গে ফেল, আজই।
অহিন্দু কোনও স্থাপত্য আমি দেখতে নইকো রাজী।
ফোর্ট উইলি ও মনুমেন্ট। হ্যাঁ হ্যাঁ ভিক্টোরিয়ার স্মৃতি।
সৃষ্টিতে যদি হেরে যাই, তবে ধ্বংস খেলায় জিতি।
নতুন হিন্দু ভারত গড়ব, হিন্দু সিমেন্ট, বালি।
আমার চোদ্দ পুরুষের ভিটে গড়েছিল মীর আলি!
গোর কে প্রেমের প্রতীক বলিস, লজ্জা শরম নাই!
লাল কেল্লা বা কুতুব মিনার, সব ভেঙ্গে ফেল, আজই।
অহিন্দু কোনও স্থাপত্য আমি দেখতে নইকো রাজী।
ফোর্ট উইলি ও মনুমেন্ট। হ্যাঁ হ্যাঁ ভিক্টোরিয়ার স্মৃতি।
সৃষ্টিতে যদি হেরে যাই, তবে ধ্বংস খেলায় জিতি।
নতুন হিন্দু ভারত গড়ব, হিন্দু সিমেন্ট, বালি।
আমার চোদ্দ পুরুষের ভিটে গড়েছিল মীর আলি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন