রবিবার, ২৫ মে, ২০১৪

একটি শেক-উলার পদ্য ~ প্রকল্প ভট্টাচার্য্য

স্লিপ খান তিন ভাঁড়, রাম, গড, আল্লা।

চৌপর দিনভর চলে দেওয়া পাল্লা।
কঞ্চির মন্দির, মসজিদ, চার্চে,
ভক্তির ঘোমটায় ভন্ডামি বাড়ছে।
চুপ চুপ! ঐ দ্যাখ ধম্মের ষণ্ড,
দ্যায় খালি শাস্তি, কাজে অপোগন্ড!
ব্যবসাই চলছে, শাস্তর আউড়ে,
ঘোর কলি, হায় হায়, ম্যাঁয় কঁহা যাউঁ রে!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন