বন্ধুরা সব বলছে আমায়-
রাজনীতি লেখা ছাড়ো,
লেখোতো ভালই বাপুহে তুমি
বিষয় তো আছে আরো!
করলাম পণ,অন্ততঃ আজ
তাদের মুখটি চেয়ে,
এই শ্রাবণে বরষার গান
কলমেই যাব গেয়ে।
কিনতু আবার সমস্যা হায়
এবার বরষা নেই,
ফুটিফাটা ঐ রোদজ্বলা মাঠ
চাষী সেই তিমিরেই।
অতএব ধরি অথ'নীতি
এটাতো অন্য গলি,
বেড়েছে মাইনে সাংসদদের
এটাই না হয় বলি।
পছন্দ নয়, এ কপচানি?
ঠিক আছে বন্ধু থামি,
প্রেম নিয়ে যদি ক'টা কথা লিখি?
প্রেম মানে তুমি-আমি।
মানসী আমার যদি চুপিসাড়ে
পা টিপে টিপে আসে,
চোখে চোখ রেখে; নীরব ভাষায়
মনে মনে ভালবাসে।
আমিতো ধন্য হ'য়ে যাই আরো
পেয়ে আরো, ভালবাসা,
এ জীবনে বুঝি এই কামনায়
প্রতিদিন কাছে আসা।
এসব ভেবেই সুখের সাগরে
স্বপ্ন দোলায় দুলে,
চাইছি থাকতে নিজের মতো
আশপাশ সব ভুলে।
হঠাৎ নজর টি ভি পরদাতে
আবার দুজন খুন!
ভালবাসাতেই কেঁদে ওঠে প্রাণ;
এবার মাফ করুন।
মানসী শান্তি আসুক না ঘরে
দলবেঁধে ভালবাসি,
তোমার আমার;এক হোক চাওয়া;
এস এক সাথে হাসি।