বলেছিলেন মম,
'মন্ত্রীত্ব' আমার কাছে
হাওয়াই চপ্পলসম।
অন্যায় যে করে
আর অন্যায় যে সহে
তেনাদের বঙ্গদেশ ,
তৃণমূল কহে।
অথঃ মমবাণি
ওরে ব্যাটা পাজী নচ্ছার,
সিপিয়েমের দাল্লা।
'সায়েন্টিফিক' সন্ত্রাস করে,
হাওয়াই নিয়ে হল্লা?
ন্যায়-অন্যায় বোধ কি তোদের
'ফাদার্স' জমিদারী?
সবে তো শুরু রে হতভাগা,
দ্যাখ আর কি কি করতে পারি!
কাদের স্মরণে কাদের মরণে
২১শে জুলাই কাটালে দিন?
বেশতো নাগিনী, সাপুড়ে সেজে
বাজিয়ে গেলে, বিজয় বীন!!
শহীদ দিবসে শহীদ শহীদ
কাঁদুনির কি বা ফায়দা?
তোরা কি বুঝিবি বিজয়োল্লাসই,
স্মরণের সেরা কায়দা!