সোমবার, ২৬ জুলাই, ২০১০

তৃনমূলী তরজা ~ শমিত, তুলি

বলেছিলেন মম,
'মন্ত্রীত্ব' আমার কাছে
হাওয়াই চপ্পলসম।

অন্যায় যে করে
আর অন্যায় যে সহে
তেনাদের বঙ্গদেশ ,
তৃণমূল কহে।


অথঃ মমবাণি


ওরে ব্যাটা পাজী নচ্ছার,
সিপিয়েমের দাল্লা।
'সায়েন্টিফিক' সন্ত্রাস করে,
হাওয়াই নিয়ে হল্লা?

ন্যায়-অন্যায় বোধ কি তোদের
'ফাদার্স' জমিদারী?
সবে তো শুরু রে হতভাগা,
দ্যাখ আর কি কি করতে পারি!


কাদের স্মরণে কাদের মরণে
২১শে জুলাই কাটালে দিন?
বেশতো নাগিনী, সাপুড়ে সেজে
বাজিয়ে গেলে, বিজয় বীন!!


শহীদ দিবসে শহীদ শহীদ
কাঁদুনির কি বা ফায়দা?
তোরা কি বুঝিবি বিজয়োল্লাসই,
স্মরণের সেরা কায়দা!

মঙ্গলবার, ১৩ জুলাই, ২০১০

বর্তমান বুদ্ধিজীবীদের প্রতি ~ সরোজ দত্ত

তোমার বুদ্ধির সুধা, সুরা হল আঁধারে পচিয়া।
হে অগ্নি পানিয়ে!! নিত্য জ্বলে তব ঘৃণ্য পাকস্থলি;
কৌমার্য করিতে রক্ষা, আত্মরতি সম্বল তোমার,
তোমার দুর্বল কন্ঠে স্বেচ্ছাবন্দী পাখির কাকলি,
প্রাণশক্তি প্রাণহীণ, ধরিয়াছ প্রাণঘাতী নেশা,
চরণে কাঁদিছে কায়া, ছায়া ভাবি হাসো উপহাসে,
করেছ গতির রক্তে পঙ্গুতার প্রশস্তি রচনা,
বিচ্ছেদ ভুলিতে চাহ বিরহের নিবীর্য বিলাপে।
প্রসবের ব্যর্থতায় অভিমানী শৌখিন শাখার
স্বার্থপর আত্মনাশ, বনস্পতি করিবেনা ক্ষমা,
তৃষ্ঞায় শ্বসিছে তরু শিকড়ের শুন্য ভাণ্ড হাতে।
সংবর এ ক্লীব কান্না! দেখনি কি মৃত্তিকা নির্মমা?
রাজদণ্ড বহি ফিরে, শ্লথছন্দে রচিয়া বিলাপ,
যে চাহে অলকা, তার নির্বাসন যোগ্য অভিশাপ।


পাগলা পুঁইক ~ অখিলেশ

আমরা যত সবুজবাদী,
ঘাসে ফলাই ফুল।
নেত্রী যতই hot হোননা,
আমরা সবাই cool!

একবার যাই ডান দিকেতে,
পরক্ষণেই মাও।
যতসামান্য সুযোগ পেলেই
খাবলে মারি দাঁও।

রাজনীতি তো রাজার কম্ম,
পাবলিক খায় ঘোল।
দিল্লী বলে দাঙ্গা লাগাও,
বঙ্গে যখন Poll!

লক্ষ্য এখন লাল বাড়ী টা,
দিদি বলছেন quick!
আর কিছুদিন, ব্যাস তারপর,
সাংবিধানিক "পুঁইক"।


(উপরে "পুঁইক" অর্থে বহু-চর্চিত ও স্বনামধন্য ভুভুজেলা-র শব্দের বঙ্গীয় সংস্করন বিশেষ! )