আবাল বৃদ্ধ দেশজোড়া লোক
ভুগছে ভীষণ সমস্যায়
প্রাণপাত, তবু জানা যাচ্ছে না
সারদার পিছে কেয়া হায় !
বাসে ট্রামে কত জল্পনা কথা
মাঠে ময়দানে টেন্টে ,
মদনা ব্যাটাও পেছনে আছে
বলে ওপাড়ার নন্টে।
গৌতম দিলো হাটে হাড়ি ভেঙ্গে
হরিশ চাটুজ্যে বত্রিশ ,
কুনাল আবার জেলে বসে বলে
আমের মুকুলে ভরা বিষ।
সুদীপ্ত বলে ছবি কিনি নাই
পিসির তুলিও বন্ধ,
জনগণ দেখে হতবাক সব,
যাচ্ছে না মনে সন্দ !
মোদিবাবু বলে, হলেই PM
ঢোকাবো পিসিরে গরাদে,
অর্পিতা ভাবে পরিলাম ফাদে
কি জানি কি আছে বরাতে!
কেষ্ট-বিষ্টু আছে তল্লাটে,
সাথে আরা বা মনিরুল,
ঘাসের ডগার ফুলটাও বলে,
সব ভুল, আজ শুধু ভুল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন