গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

এই সময়ের গান (৩) ~ অমিতাভ প্রামানিক

আরো জোরে গান ধর ভাই গুপি,
আরো জোরে বাজা, ও বাঘা বাইন –
গিভ আস রেইন, ডিয়ার অলমাইটি,
প্লীজ প্লীজ প্লীজ, নো মোর সানশাইন।

ছিন্ন ভিন্ন হচ্ছে সময়
কোথায় দণ্ড, কোথায় আইন?
কাঙালের ধন চুরি করে নিতে
রাজপ্রতিনিধি দিচ্ছে লাইন।
শিক্ষাক্ষেত্রে ছড়ি ঘোরাচ্ছে
যে পাশ করেনি কেলাশ নাইন –
গিভ আস রেইন, ডিয়ার অলমাইটি,
প্লীজ প্লীজ প্লীজ, নো মোর সানশাইন।

কোটি টাকা দিয়ে ছবি বিকোচ্ছে,
লজ্জায় মলো গণেশ পাইন!
দাড়িওলা শুধু মাথা নেড়ে বলে,
এই সব আর্ট্‌স্‌ দারুণ ফাইন!
মুল্লুক সব বিকিয়ে গিয়েছে,
মগ দেখে বলে, এসব মাইন –
গিভ আস রেইন, ডিয়ার অলমাইটি,
প্লীজ প্লীজ প্লীজ, নো মোর সানশাইন।

শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৩

এই সময়ের গান ~ অমিতাভ প্রামানিক

(আরো) ধারালো কিছুর দরকার
(আর) পেরে উঠছে না পেন –
হাটে মাঠে বাটে গজিয়ে গিয়েছে
লাখো সুদীপ্ত সেন।।

(এরা) কোথায় যে ছিল অ্যাদ্দিন
(আমি) পারিনি তা কেন জানতে –
(আমার) পান্তা যে গেল ফুরিয়ে
(আমি) গিয়েছিনু নুন আনতে।
(আমার) শাঁখা-পলা সব নিয়ে গেল ওরা
আজ নেই লেনদেন।
(পালালো) কোথা সুদীপ্ত সেন?

আমি ছুটে যাই জনপ্রতিনিধি-বাড়ি
চ্যালা বলে, যা তো, সর –
টাকা পেয়ে যাবি, আমরা বসাবো
বিড়ি সিগারেটে কর।
(দ্যাখো) ছেলেমেয়ে কাঁদে, কী দেব ওদের
কেউ কিছু বলবেন?
কই সুদীপ্ত সেন?

(আমি) কাগজে দেখছি মন্ত্রীরা নাকি
এই সারদার গোষ্ঠী,
আমাদের টাকা লুটে নিয়ে তারা
করছে ফষ্টিনষ্টি।
(ওরে) রাজ্যের গদি তোদের দিলাম
চালাচ্ছিলি তো ট্রেন!
(এখন) হলি সুদীপ্ত সেন!

সোমবার, ১৬ এপ্রিল, ২০১২

হাসি নিয়ে থাকো হাসিমুখে থাকো... ~ কবীর সুমন

হাসি নিয়ে থাকো
হাসিমুখে থাকো...

শান দাও হাসিতে, বারানসী কাশীতে , কলকাতাতেও
বঙ্গ রঙ্গ হোক, হেসে নিক সব লোকো যন্ত্রণাতেও
হাসি থাক শেষ কাঠে, যে কোনো শ্মাশানঘাটে চোখ বুঝে শুয়ে
কবরেও হাসি পাক, মরে গিয়ে হাসি পাক সুকুমার ছুঁয়ে।

ফুলসজ্জ্বায় হাসি, আদরের প্রত্যাশী, হাসি সঙ্গম
হাসিতে লজ্জ্বা ভাঙা, হাসিতে শরম রাঙা প্রেম অনুপম।

হাসি হোক মুখে ভাত, হাসিতে ধারাপাত চার একে চার
অবোধ শিশুও জানে ছোট্টো হাসির মানে, কোন্‌ হাসি কার
হাসিতে খরচ নেই, হাসি তো এমনিতেই মুখে এসে যায়
দাঁড়াও না নেতামনি, হাসির পরশমণি আছে আয়নায়।

আয়নায় মুখ দেখো, একটু হাসতে শেখো, স্বাভাবিক হাসি
খোঁচা দেওয়া হাসি নয়, তাতে সন্দেহ হয়, বুঝি দিবে ফাঁসি
আমি আছি ফেসবুকে, হাসি নিয়ে আছি সুখে, হাসি নিয়ে গাই
আমারও আসবে দিন, আপাতত হু চি মিন, হাসিটা শানাই...

কবীর সুমন



HASHI NIYE THAKO Posted on April 15, 2012 by Kabir Suman

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০০৯

দিদির গান ১ ~ কৌশিক

বিরোধির স্বজন আছে,
স্বজনের আছে সুশিল,
সুশিলের গোপাল আছে,
শুধু ভোট নেই আমার হায়রে
ভোট নেই আমার ওহো,
ভোট নেই আমার।

বিদেশি পুঁজি আছে,
পুঁজিতেই কেনা প্রচার,
প্রচারের মধু আছে,
তবু ভোট নেই আমার হায়রে
ভোট নেই আমার ওহো, ভোট নেই আমার।



("গোলাপের কলি আছে"র সুরে গাইতে হবে)

দিদির গান ২ ~ কৌশিক

CM হবার জন্যে
সেজেছি অগ্নি কন্যে
তাইতো জন অরণ্যে
আশার হাত বাড়াই।

ভুলেও কোণ একান্তে,
চেওনা আমার account-এ,
যদি লো্কে পারে জানতে,
বেনামে খুলেছি তাই।

তুমিতো বড়ই মন্দ,
ন্যানো গেল বলে কান্দো,
নাও জোড়া ফূল ঝান্ডো,
হয়ে থাকো মো্র ভাই।

ওহো, অহো,
লা, লা, লা।



("হয়তো তোমার'ই জন্যে"র - সুরে গাইতে হবে)