সব অপমান অবলীলায় নিচ্ছি মেখে গায়ে।
হুকুম করা মাত্র হেঁটে দেখাচ্ছি চার পায়ে।
প্রবলতম অনিচ্ছাতে লুকিয়ে মাথা চুলকে
সঠিক বলে মানছি তোমার চূড়ান্ত সব ভুলকে।
তোমার তুলি ম্লান করে দেয় পাবলো পিকাসোকে
রটাই রোজই(ভেতর পোড়ে অনন্ত এক শোকে)।
তোমার লেখা কাব্যমালায় গল্পে এবং গানে
নোবেল গন্ধ আমিও পাই সে'টা সবাই জানে।
পাথর কেটে খোদাই করা সকল প্রতিশ্রুতিই
চিরকালীন পাথর… তবু ঘটাই না বিচ্যুতি।
ফ্রি রিংটোনে তোমার ভজন শেখালো বাধ্যতা
তিনতলা ফ্লেক্স দেখলে বুঝি, তুমিই আরাধ্য তা'।
বাঁচতেই স্রেফ এ'সব করি। আসলে মনে মনে
নিজেকে খুব ঘেন্না করি… নিজস্ব নির্জনে…
হুকুম করা মাত্র হেঁটে দেখাচ্ছি চার পায়ে।
প্রবলতম অনিচ্ছাতে লুকিয়ে মাথা চুলকে
সঠিক বলে মানছি তোমার চূড়ান্ত সব ভুলকে।
তোমার তুলি ম্লান করে দেয় পাবলো পিকাসোকে
রটাই রোজই(ভেতর পোড়ে অনন্ত এক শোকে)।
তোমার লেখা কাব্যমালায় গল্পে এবং গানে
নোবেল গন্ধ আমিও পাই সে'টা সবাই জানে।
পাথর কেটে খোদাই করা সকল প্রতিশ্রুতিই
চিরকালীন পাথর… তবু ঘটাই না বিচ্যুতি।
ফ্রি রিংটোনে তোমার ভজন শেখালো বাধ্যতা
তিনতলা ফ্লেক্স দেখলে বুঝি, তুমিই আরাধ্য তা'।
বাঁচতেই স্রেফ এ'সব করি। আসলে মনে মনে
নিজেকে খুব ঘেন্না করি… নিজস্ব নির্জনে…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন