নতুন চাঁদের বাঁকা ফালিটি,
তুমি বুঝি খুব ভালবাসতে?
চুপ! কাস্তের কথা আর নয়!
অসময়। কথা বল আস্তে।
শতক পাল্টে গেছে যদিও
ইতিহাস ঘোরে চেনা বৃত্তে
কালাশনিকভে নেই বেয়নেট
তবু তুমি পারছনা জিততে
অজ্ঞাতবাসকাল পেরিয়ে
নিজে নিজে হয়ে গেছ ত্রস্ত
কী করে ভুলেছ তুমি বলোতো
কোন শমীডালে ছিল অস্ত্র?
এখানে ওখানে কিছু ছিটিয়ে…
জং ধরা তার অধিকাংশ
তোমার নিজের প্রিয় আয়ুধে
লেগে মৃত সময়ের মাংস।
স্মৃতি ফিরে পাও। ছিঁড়ে ফেল সব
ছদ্মবেশের ভুল ধারণা।
চাঁদের আদলে প্রিয় কাস্তে
তোমারই তা'। জেনো, আর কারও না।
তুমি বুঝি খুব ভালবাসতে?
চুপ! কাস্তের কথা আর নয়!
অসময়। কথা বল আস্তে।
শতক পাল্টে গেছে যদিও
ইতিহাস ঘোরে চেনা বৃত্তে
কালাশনিকভে নেই বেয়নেট
তবু তুমি পারছনা জিততে
অজ্ঞাতবাসকাল পেরিয়ে
নিজে নিজে হয়ে গেছ ত্রস্ত
কী করে ভুলেছ তুমি বলোতো
কোন শমীডালে ছিল অস্ত্র?
এখানে ওখানে কিছু ছিটিয়ে…
জং ধরা তার অধিকাংশ
তোমার নিজের প্রিয় আয়ুধে
লেগে মৃত সময়ের মাংস।
স্মৃতি ফিরে পাও। ছিঁড়ে ফেল সব
ছদ্মবেশের ভুল ধারণা।
চাঁদের আদলে প্রিয় কাস্তে
তোমারই তা'। জেনো, আর কারও না।