যে তোমাকে জন্ম দেয় ... প্রেম দেয় ... ঢেকে রাখে শীতে ...
কত মৃত্যু দেবে তাকে? আর কত অপমান দিতে
মন চায় তোমাদের? ঠিক কোন কোন অঙ্গে তার
ঢোকাবে নিষ্ঠুর শলা, এঁকে দেবে দারুণ প্রহার?
ভ্রূণবেলা থেকে তাকে এ'মরণ খোঁজে আজতক
নিরুচ্চারে মেয়েটাকে মেরে ফেলে একুশ শতক।
কত মৃত্যু দেবে তাকে? আর কত অপমান দিতে
মন চায় তোমাদের? ঠিক কোন কোন অঙ্গে তার
ঢোকাবে নিষ্ঠুর শলা, এঁকে দেবে দারুণ প্রহার?
ভ্রূণবেলা থেকে তাকে এ'মরণ খোঁজে আজতক
নিরুচ্চারে মেয়েটাকে মেরে ফেলে একুশ শতক।