মুখেই যত জগত মারে বিজেপি, কংগ্রেস,
ভোটের নামে নিলামডাকে বিকিয়ে গেছে দেশ।
তর্জনীতে কালির ফোঁটা, গর্জনী তো ফাঁকা।
'শিক্ষা হবে, শিল্প হবে, উন্নয়ন চাকা
ঘুরবে ঠিক!' ঘুরবে চাকা? ইন্ধনই তো শেষ!
পুঁজিপতির গলিঘুঁজিতে বিকিয়ে গেছে দেশ।
ভোটের নামে নিলামডাকে বিকিয়ে গেছে দেশ।
তর্জনীতে কালির ফোঁটা, গর্জনী তো ফাঁকা।
'শিক্ষা হবে, শিল্প হবে, উন্নয়ন চাকা
ঘুরবে ঠিক!' ঘুরবে চাকা? ইন্ধনই তো শেষ!
পুঁজিপতির গলিঘুঁজিতে বিকিয়ে গেছে দেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন