আজকে যারা রামনবমীর দিনে অস্ত্র নিয়ে মিছিল করার হুমকি দিচ্ছে, রামের অজুহাত নিয়ে দাঙ্গা অশান্তি বাঁধাতে চাইছে তারা এই রামের নামে নয়ের দশকে সারা দেশ জুড়ে কী হিংসা আর বিভাজন করেছিল একবার ফিরে দেখুন। আনন্দ পটবর্ধনের তথ্যচিত্র 'রাম কে নাম' দেখুন। ইতিহাসকে জানুন। এই ছবি শেয়ার করুন কমবয়েসীদের সাথে যাদের নব্বই এর দশকের শুরুর দিকটা নিজের চোখে দেখা নেই। রুখে দিন ধর্মান্ধতার জিগির কে। এই ছবির শেষে অযোধ্যার প্রান্তিক খেটে খাওয়া দলিত মহিলা যে প্রশ্ন করেন, 'আমার অন্ন বাসস্থান নেই। আর এরা রামের বাড়ি নিয়ে জিগির তুলতে ব্যস্ত। রামের জিগিরের পেছনে আমি কেন দৌঁড়বো?' সেই প্রশ্নকে সামনে আনুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন