নাহয় আমি গেলাম
শূদ্র বাড়ি খেলাম
দশরথের ব্যাটার মতোন
শম্বুক - যে গোলাম
তাকে তুলে দিলাম জাতে
সব ছবিতে লটকে থাকলো
আমার সাথে সাথে
আগেও আমি গেছি
ফুলিয়ে আমার পেশী
রামের নামে কুরবানিতে
বান্দা রাশি রাশি
আমি কাটতে ভালোইবাসি
তাই
আবার আমি যাবো
লোকজন উসকাবো
জীবের আমি জীবন নেবো
এবার কৃষ্ণ হবো
আছে অনেক গুন
বধ
করিবে অর্জুন
মারবে এবং মরবে নিজে
যে রক্তে ওই খুন
মিলে ভাসতে ভাসতে যাবে
বিপুলস্রোতা হবে
তার ধারেতেই
পূন-
পূনঃ গড়বো বৃন্দাবন
মরুক মানুষ
বাঁচুক গরু
এটাই
হিন্দুজাগরন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন