সাথী তোমাদের ক্ষত আমাদের বক্ষে এসে জ্বলে
তোমাদের কালশিটে আমাদের চামড়ার তলে
কে তোমাকে মারে সাথী ? চিনি চিনি তাদেরকে চিনি
শাসক যে গুন্ডা পোষে, তাকে আমরা চিনে কি রাখিনি !
রক্ত গড়ায় পথে, মার্ খেয়ে ভেঙে যায় হাড়
সামনে অনেকটা পথ, আপাতত দুর্গম পাহাড়
তবু তাতে পা বাড়াই তোমাদের সঙ্গে আজ সাথী
তোমার রক্তের কাছে নতজানু অঞ্জলি পাতি
সাথী হে তোমাকে যারা মারে আজ রাস্তায় ফেলে
সে পথে মিছিল যাবে শত পতাকার ডানা মেলে
ওই পতাকার তলে আমরা আমরণ প্রত্যয়ী
সেই দিন দূর নয় যেই দিন আমরাই জয়ী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন