বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

কেকের পেছনে কে কে?? ~ অরিজিৎ ঘোষ





কালীপূজোয় যেমন বাজি, কেষ্টপুজোয় যেমন তালের বড়া তেমনই খেষ্টোপুজোয় কেক। মুল দোকানটা কিসের তা ম্যাটার করে না। আজকের জন্য ওটা কেকের দোকান। কারণ কাল যিশুখ্রিস্টের বাড্ডে।

কিন্তু সত্যি সত্যি যিশুখ্রিস্টের কোনও ডকুমেন্টেড বাড্ডে তো নেই বাপু। সবটাই তো ক্যালকুলেটেড বাড্ডে। যীশু তো নন-বায়োলজিক্যাল বাচ্চা। মানে জোসেফ বেথলেহেমে যাওয়া টাওয়া সবই করেছিলেন, কিন্তু মেরীর সাথে যৌন সঙ্গমটাইতো কখনও করেননি। মেরী জোসেফের বাগদত্তা ছিলেন। সেই অবস্থাতেই উনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, যাতে জোসেফের কোনও ভূমিকা ছিল না। কে এই মহান কর্মটি করল তা ধরতে না পেরে ভগ্নহৃদয়ে জোসেফ কেটে পড়ার, মানে ডিভোর্স দেওয়ার তাল করছিলেন, কিন্তু বোধহয় হঠাৎ খেয়াল করলেন যে বিয়েটাই তো হয়নি। 

এইরকম কেলোকালে স্বপ্ন দেখার একটা মেজর ভূমিকা থাকে। অতএব জোসেফখুড়োও স্বপ্ন দেখলেন যে বাংলা সিরিয়ালের ঢংএ বিধাতা তাঁকে বলছেন - "তোর বাগদত্তার পেটে যে বাচ্চা, সে সাক্ষাৎ ঈশ্বর, সে পৃথিবীর পাপ মোচন করবে। অতএব খবর্দার কেটে পড়িসনি, মেরীকে ঝটপট বিয়ে করে নে"। আচ্ছা জোসেফ কি তখন বিধাতাকে জিজ্ঞেস করেছিলেন "স্যার সে নয় বাচ্চা পাপ মোচন যা করার করবে, কিন্তু কার পাপে আমার এই দশা হল মিলিয়ে যাওয়ার আগে প্লিজ একটু বলে যাবেন?" নাহ্‌। ম্যাথিউ তাঁর গসপেলে এইসব আজেবাজে কথা লেখেননি। যাইহোক, জোসেফ আজ্ঞা পালন করে মেরীকে বিয়ে করে নিলেন কিন্তু আর কিছু 'করলেন' না। 

সেই জোসেফের জন্য নন-বায়োলজিক্যাল আর মেরীর জন্য ভেরি মাচ বায়োলজিক্যাল কনসেপশনের দিনটা ছিল ২৫শে মার্চ। তার সাথে ন'মাস যোগ করে যেই ডেট, সেটাই আগামীকাল। যেদিন নিজে নিজেই কনসিভড্‌ হওয়া যীশু হিসেব মতো বেরিয়ে এসেছিলেন মাতৃজঠর থেকে। অতএব কাল পার্কস্ট্রিটের এমাথা থেকে ওমাথা হাঁটতেই হবে সেই ঐতিহাসিক কেএলপিডির ঘটনার কথা মনে রেখে। 

বাই দ্য ওয়ে, হাঁটার রুটটাকে ইন্টারেস্টিং করা যেতেই পারে। কারণ ম্যাথিউ আর লিউক, এই দুজনের গসপেলের ফিলসফিই আলাদা। ম্যাথিউ পরমপিতা আব্রাহাম থেকে শুরু করে সামনের দিকে এগিয়ে মাত্র বিয়াল্লিশতম প্রজন্মে যীশুকে দেখিয়েছেন। তাঁর কাহীনিতেই বেথলেহেমের তারা, পুবের দেশের সেই তিন জ্ঞানী পুরুষ এইসব আছে, যেগুলো আমরা প্রায় সবাই ছোটবেলায় পড়েছি। ম্যাথিউয়ের মতে মেরীর কোলে বাচ্চা আসার পরেই জোসেফ তাঁর বেথলেহেমের বাড়ি ছেড়ে ইজিপ্টে চলে যান, পরে নাজারেথে ফিরে গিয়ে সেটলড হন। পালানোর কারণ হচ্ছে তখন রাজা হেরাড সব বাচ্চা ছেলেদের মাথা কেটে নিচ্ছিল। 

অন্যদিকে লিউকের গল্পে ওসব তারা, জ্ঞানীলোক, ইজিপ্ট যাওয়া ইত্যাদি নেই। জোসেফের বাড়ি নাজারেথেই, স্রেফ সন্তানের জন্মের জন্য বেথলেহেমে আসা এবং কাজ মিটে গেলে ফিরে যাওয়া, এটাই তাঁর মুদ্রণ। লিউকের বানানো বংশতালিকায় তিনি যীশু থেকে পিছোতে পিছোতে সাতাত্তরতম লেভেলে স্বয়ং ঈশ্বরকে পেয়েছেন, যার এক ধাপ নিচেই আছে আদম। 

তবে তিনটে বিষয়ে ম্যাথিউ আর লিউক এক্কেরে একমত - (১) জন্মটা নন-বায়োলজিক্যাল, (২) জন্ম বেথলেহেমেই এবং (৩) জোসেফ হলেন রাজা ডেভিডের বংশধর। এইটা দারুণ ইন্টারেস্টিং!

এইবারে ঠিক করুন আপনি কোন রুটটা ফলো করবেন। যদি ম্যাথিউ রুট ফলো করেন, তাহলে বাড়ি থেকে বেরিয়ে পার্কস্ট্রিট প্রচুর ভিড় ঠেলাঠেলি করে, সঙ্গের লোকজনকে হারিয়ে ফেলে হোয়াটস্যাপ লোকেশনের মাধ্যমে আবার তাঁদের খুঁজে পেয়ে চায়না টাউনে বসে শক্ত বা নরম পানীয়ের সাথে ধোঁয়া ওঠা চিলি চিকেন নিয়ে বসে অল্পক্ষণ পরেই বাড়ি ফিরে আসতে পারেন, অথবা লিউক রুটে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে অযথা সময় নষ্ট না করে সোজা চায়না টাউনে গিয়ে মাঝরাতে অথবা ভোররাতে ফিরতে পারেন। 

আমাদের প্রধানমন্ত্রী নন-বায়োলজিক্যাল, আমাদের মুখ্যমন্ত্রী দ্বিজা, মানে দুটো জন্মদিন, তাই দুটো করে প্যান-আধার, আমাদের বাবা লোকনাথের দুটো জন্মস্থান। আমাদের স্টকে সব কম্বিনেশন আছে, তাই আমাদের সারপ্রাইজ দেওয়া সোজা না। তাই জন্মদিন কবে, জন্ম কিভাবে, ওসব নিয়ে ভাবার দরকার নেই। এগিয়ে যান, পার্ক স্ট্রিটে, নিউ মার্কেটে, বো-ব‌্যারাকসে। শুধু দিনের কোনও একটা সময়ে কেকটা খেতে ভুলবেন না। ওটুকু না করলে অধম্ম হবে। 

🍷🍷🍷

 অরিজিৎ ঘোষ, ২৪/১২/২০২৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন